ধামরাইয়ে শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা ও মেলা শুরু ৪ জুলাই।

Loading

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) বাংলাদেশের সবচেয়ে প্রাচীন ও বৃহত্তম রথযাএা উৎসব ধামরাইয়ে প্রায় ৪০০ বছরের পুরনো যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার ৪ জুলাই।

শুভ উদ্বোধন বিকাল ৪ ঘটিকায়, রথটান বিকাল ৫:৩০ ঘটিকায়।

মেজর জেনারেল জীবন কানাই দাস (অব:) সভাপতিত্বে ঐতিহ্যবাহী যশোমাধবের রথযাত্রা উৎসব ও মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি (এমপি)

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও বায়রার সভাপতি ঢাকা-২০ ধামরাইয়ে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ (এমপি)

ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান।

সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ধামরাই উপজেলা যুবলীগ সভাপতি ধামরাই উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেছ হোসেন,
ধামরাই পৌর আওয়ামী লীগ সভাপতি ধামরাই পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা,
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম,
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা।

উল্টো রথের মাধ্যমে উৎসবের সমাপ্তি ১২ জুলাই ২০১৯ রোজ শুক্রবার।