সাভারের হেমায়েতপুরে চরম ভোগান্তি নিয়ে মানুষ নাড়ির টানে বাড়ি ফিরছেন। ভিডিও ।

Loading

বিপ্লব সাভার ঃ ঈদ মানে ঘরে ফেরার উৎসব। দৈনন্দিন ব্যস্ততা ভুলে ঈদ আনন্দ উদযাপন করতে কয়েক দিনের জন্য বাড়ি ফেরেন সবাই, বাড়ি ফেরেন তারার ভুবনের মানুষেরাও।

তারপরও ভোগান্তি নিয়ে শেষ মুহূর্তে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। অনেকেই মলিন মুখে দাঁড়িয়ে আছেন। গাড়ীতে উঠতে পারবেন কিনা তাও জানেন না।

অপর দিকে সাভারের হেমায়েতপুরে যাত্রীদের অভিযোগ কাউন্টারে অতিরিক্ত টাকা ছাড়া টিকিট মিলছে না। নিকট দূরত্বের যাত্রীরা পড়েছেন আরও বিপাকে । ৪০-৬০ টাকার ভাড়া নেয়া হচ্ছে দেড়শ-দুইশ টাকা। রংপুর,ঠাকুরগা,দিনাজপুর ,রোড এর গাড়ীতো চাঁদই বলা চলে ।

আগে যে সকল স্থানের ভাড়া ছিলো ৪৫০-৫০০ টাকা এখন সেখানের ভাড়া ৯০০-১২০০ টাকা পযন্ত । এক কথায় ভাড়ার টাকা জিম্মি করে আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে ।