ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ।
রেজাউল ইসলাম মাসুদ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের আরাজি কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার বিকেলে সদর উপজেলার সালন্দর ইউনিয়নের ওই বিদ্যালয়ের গিয়ে ভবনটির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
ঠাকুরগাঁও সদর উপজেলা এলজিইডির তত্বাবধানে সালন্দর ইউনিয়নের আরাজি কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য ব্যয় ধরা হয়েছিল ৭৩ লক্ষ ৬১ হাজার ১৬০ টাকা।
উদ্বোধন শেষে বিদ্যালয় চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাংসদ রমেশ চন্দ্র সেন বলেন, শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেকটি বিদ্যালয়ে আমরা নতুন ভবন দিচ্ছি। যাতে শিক্ষক-শিক্ষার্থীরা নির্বিঘ্নে তাদের পাঠদান কার্যক্রম পরিচালনা করতে পারে। প্রত্যেক শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে; কারণ আজকের কোমলমতি শিশুরাই আগামী দিনের ভবিষ্যত।
সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবু আলম মুকুলের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা এলজিইডির প্রকৌশলী ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, আরাজি কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নুর প্রমুখ।