শক্তি আরাধনায় মেতে উঠছে বাংলা, আজ কালী পূজা ।

Loading

সৌমেন মন্ডল, নিজেস্ব প্রতিবেদকঃ গত কয়েকদিনের টানা বৃষ্টির পর আজ নীল আকাশে ঝলমলে রোদ ৷ সত্যিই যেন দীপাবলী ৷ সমস্ত অন্ধকার কাটিয়ে আলো এল ৷আজ শক্তির আরাধনায় মেতে উঠবে বাংলা ৷ আজ দীপান্বিতা অমাবস্যায় মা কালীর পুজো ৷ শক্তিপীঠ গুলোয় চলছে মহা আয়োজন ৷ আজ বিভিন্ন মন্দীরে পুজোর আয়োজন হয়েছে ৷ অমাবস্যা পড়লেই পুজো শুরু হবে মায়ের ৷

আজ রাজবেশে সাজানো হয়েছে তারা মাকে ৷ কালীপুজোয় বিশেষ ভোগ হয় ৷ পাঁচ ভাজা, মাছ, পোলাওয়ে ভোগ নিবেদন করা হয়। সকাল থেকেই কালীপুজো উপলক্ষে মন্দিরে মন্দিরে ভক্তদের ঢল নেমেছে ৷