মাগুরার শ্রীপুরের সড়কে গাছ ফেলে মাইক্রোবাসকে গতিরোধ করে ডাকাতি ৩ ডাকাত আটক ।

Loading

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি :মাগুরার শ্রীপুর-ওয়াপদা সড়কের রায়নগর গ্রামস্থ ওয়াপদা খাল নামক স্থানে মঙ্গলবার গভীর রাতে সড়কের ওপর গাছ ফেলে মাইক্রোবাস ও মোটর সাইকেলের ঠেকিয়ে এক দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে । ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ ৩জন ডাকাতকে আটক করেছে ।

পুলিশ ও ভুক্তভোগিরা জানান, উপজেলার শ্রীপুর বাজারের ব্যবসায়ী সাগর বিশ্বাস, নেপাল পাল ও গোয়ালপাড়া গ্রামের পার্থ বিশ্বাসসহ ৬ বন্ধু গত মঙ্গলবার রাতে ফরিদপুরের কানাইপুর বাজারে কাত্যায়নী পূজা দেখে মাইক্রোবাস যোগে শ্রীপুরের আসছিল। পথিমধ্যে রাত অনুমান আড়াইটার দিকে নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামস্থ ওয়াপদা খাল নামক স্থানে মাইক্রোবাসটি পৌছালে ডাকাতদল সড়কের ওপর গাছ ফেলে সড়কটি অবরোধ করে রাখে এবং মাইক্রোবাসটি ভাংচুর করে দেশীয় অস্ত্র রামদা, ছ্যানদার মুখে যাত্রীদের জিম্মি করে ১২টি বিভিন্ন ব্রান্ডের দেশী-বিদেশী মোবাইল সেট, অর্ধলক্ষ টাকা এবং একই সময় অপর মোটরসাইকেল অরোহী কচুয়া গ্রামের সুমনকেও মারধর করে তার ব্যবহৃত মোটরসাইকেলটি ও টাকা পয়সা কেড়ে নেয় ।

ঘটনার পরপরই ভুক্তভোগিরা নাকোল পুলিশ ক্যাম্পকে বিষয়টি অবগত করলে ক্যাম্পের ইনচার্জ এস আই প্রসেজিৎ সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলার নোহাটা গ্রামের আব্দুল গফুর এর পুত্র আবুল কালাম (৫২),নাকোল গ্রামের রোস্তম শেখ এর পুত্র সোহরাব শেখ(৪৮) ও রায়নগর গ্রামের ওহাব মোল্লার পুত্র ছামছু মোল্লা (২৮)কে আটক করতে সক্ষম হন।

এ ব্যাপারে বুধবার বিকেলে শ্রীপুর থানায় একটি নিয়মিত মামলা হয়েছে এবং আটককৃতদেরকে মাগুরা কোর্টে প্রেরণ করা হয়েছে ।

এ বিষয়ে শ্রীপুর থানার ওসি (তদন্ত ) লিটন সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন ।