ষ্টাফ রিপোর্টার সাভার ঢাকা : ঢাকার সাভারে রাজাকার পরিবারের সন্তান যুবদল নেতা কাউন্সিলর মোঃ মিনহাজ উদ্দিন মোল্লা ( মিনা) আওয়ামীগে অনুপ্রবেশকারী।
তিনি সাভার পৌর এক ১নং ওয়ার্ডের কাউন্সিলর। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক আওয়ামী লীগ নেতা বলেন, মামলা থেকে বাঁচতে বিএনপির যুবদল নেতা মিনহাজ উদ্দিন মোল্লা আওয়ামী লীগে যোগ দিয়ে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে একের পর এক মানুষ খুন করে আসেছে। এর আগে সে যুবলীগ নেতা সি এম বাদশা ফয়সালকে হত্যা, তার পর ব্যবসায়ী সেলিম হত্যা।যুবলীগ নেতা হত্যা মামলায় সে ১নং আসামী। ব্যবসায়ী সেলিম হত্যায় ছেলে অন্তর মোল্লা এজাহারভুক্ত আসামী। এছারাও কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লার নামে সাভার মডেল থানায় বিএনপির গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ১৪টি মামলা ও হত্যা মামলা রয়েছে দুটি।
তিনি আরো বলেন, যুবদল থেকে এসে আওয়ামী লীগে অনুপ্রবেশ করে ভুমিদস্য চাঁদাবাজি যুবলীগ নেতা হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আওয়ামী লীগের ভাবমুর্তি ক্ষুন্ন করছে। এরই মধ্যে কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লা পরকীয় প্রেমিকার সাথে ফোনালাপে এক অডিও কল রেকর্ড ফাঁস হয়েছে। ফোনালাপে শোনা যায় দুটি পিস্তল ও বিরুলিয়া এক যুবলীগ নেতা হত্যার কথা।মুহুর্তের মধ্যে তার পরকীয়া ফোনালাপ অডিও কল রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পরে। এর পর পরই এলাকার বিভিন্ন পাড়া মহল্লা অলিগলি ও চায়ের দোকানে তার এই কল রেকর্ড নিয়ে আলোচনা ও সমালোচনার ঝর উঠে।
স্থানীয়রা বলেন, কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লার পিতা মৃত আফাজ উদ্দিন মোল্লা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকার ছিলেন। সেমময় তার নেতৃত্বে এলাকায় লুটপাট করাসহ অনেক মা বোন কে অমানবিক অত্যাচার ও ধর্ষণ করা হয়।
এলাকাবাসীরা আরো বলেন, রাজাকার আফাজ উদ্দিন মোল্লার পরিবারের সন্তান কাউন্সিলর মোঃ মিনহাজ উদ্দিন মোল্লার অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ। তাই এখনই তাকে আওয়ামী লীগ থেকে বেরকরে দিয়ে পুলিশের কাছে সোপর্দ কারা উচিৎ বলে মনে করছেন তারা।