মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি)ধামরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম এ মালেক ও তার স্ত্রী মীনা মালেককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ২৬ নভেম্বর বিকালে মুন্নু এন্ড সন্স কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সমাবেশে এ ঘোষণা দেন উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু, ধামরাই পৌর আওয়ামীলীগের সভাপতি ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ১নং ওয়ার্ডের কাউন্সিলর আরিফ হোসেন সহ সকল নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করার কারনে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালেক ও তার স্ত্রী মীনা মালেককে অবাঞ্চিত ঘোষণা করা হয়।
উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম রতন ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুম খান। বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলর এবং উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ ও হারুনুর রশিদ রোকন, পৌর যুবলীগের সহ-সভাপতি আলি খান সহ সুশীল সমাজের লোকজন সহ দলের অনন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোপ মিছিল ধামরাই মুন্নু এন্ড সন্স এর সামনে থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক ধরে ঢুলিভিটা প্রদক্ষিণ করে আবার মুন্নু এন্ড সন্স এসে শেষ হয়।