মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ধামরাইয়ে প্রতিবন্ধী ব্যক্তিবান্ধব ইউনিয়ণ পরিষদ সেবা বিষয়ক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৭ নভেম্বর) সকালে অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন ও কমনওয়েলথ ফাউন্ডেশনের সহযোগিতায় কুল্লা ইউনিয়ণ পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত নাগরিক সংলাপে প্রধান অতিথি ছিলেন কু্ল্লা ইউনিয়ণ পরিষদ চেয়ারম্যান কালি পদ সরকার।এসময় অ্যাকসেস বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা মহুয়া পাল, মনিটরিং কো- অর্ডিনেটর লিটন বারুরী, প্রজেক্ট কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম, কুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রানু বালা মন্ডল , ইউনিয়ণ পরিষদের সচিব আবুল কালাম আজাদসহ প্রতিবন্ধী নারী পুরুষ, স্থানীয় জনসাধারন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, প্রতিবন্ধীরাও বর্তমানে সাধারণ মানুষেরমত জীবন যাপন করছে। এখন তারাও পিঁছিয়ে নেই। তারা বলেন, প্রতিবন্ধী নারী পুরুষ লেখাপড়া করে উচ্চশিক্ষা লাভ করে স্বাবলম্বী হচ্ছে। এসময় তারা প্রতিবন্ধী নারী পুরুষের প্রতি সহানুভুতিশীল হওয়ার জন্য সকলকে আহবান জানান।