আশুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Loading

জাহিন সিংহ, সাভার : আশুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মিডল্যান্ড ব্যাংক জিরাবো শাখা। বৃহস্পতিবার দুপুরে ‘‘উষ্ণতার চাদরে মোড়ানো শৈশব’’ প্রতিপাদ্যকে সামনে রেখে তৈয়বপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের জিরাবো শাখার ব্যবস্থাপক মো. নাজমুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. জাহের আলী।

অন্যান্যের আরো মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মো.মফিজুর রহমান, সাবেক সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল খালেক, সাংবাদিক আল-মামুন প্রমুখ।