কুমিল্লা দেবীদ্বারে প্রথম স্থান অর্জনকারী (জিপিএ-৫)পাপ্ত ছাত্র- ছাত্রীদের আনন্দ র্যালী

Loading

এ আর আহমেদ হোসাইন ,দেবীদ্বার-কুমিল্লা ঃ কুমিল্লা জেলার বিশটি শীর্ষ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ একটি।আজ রবিবার সকাল ১১টায় উপজেলার (জিপিএ-৫)পাপ্ত সেরা ফলাফল পাপ্তি দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ’র ছাত্র-ছাত্রী,শিক্ষক-শিক্ষিকাগন হৃদয় ভরা মন নিয়ে (জিপিএ-৫)পাপ্তি আনন্দ র্যালী বের করেন।

ওই সময় র্যালীতে অবস্থানরত ছাত্র-ছাত্রীগন ” অক্সফোর্ড মানেই প্লাস অক্সফোর্ড মানেই সেরা “ওই শ্লোগানে পৌরসভার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদের মোড় ঘুরে স্কুল এন্ড কলেজ’র সামনে গিয়ে শেষ করা হয়। ওই সময় আনন্দ র্যালীতে অংশ গ্রহন করেন বিদ্যালয়ের নবাগত ভাইস প্রিন্সিপাল মোঃ ইয়াকুব আলী, জেলা প্রতিনিধি সাংবাদিক, এ আর আহমেদ হোসাইন, সিনিয়র শিক্ষক মোঃ নুরুল ইসলাম,মোঃ মারুফ আহমেদ,মোঃ আতিকুর রহমান, মোঃ নাজিম, মোঃসুমন,মোঃ জাকির,শিক্ষিকা মোসাৎ বিলকিচ আক্তার,নিলা পারভীন, উর্মিন আক্তার প্রমুখ।

পরে এক আলোচনা সভায় ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে শিক্ষকগন বলেন- আমরা মানুষ গড়ার কারীঘর আমাদের মেধা বির্জন দিয়ে দেশকে উন্নয় করতে নতুন প্রজন্মকে সুশিক্ষার মাধ্যমে এগিয়ে নিয়ে যেতে হবে। আলোচনায় আরও বলেন, এই বছর কুমিল্লা দেবীদ্বারে ৪২১ শিক্ষা প্রতিষ্ঠানে পিএসসি- এবতেদায়ী, জেএসসি-জেডিসি পরীক্ষার্থী-১৯,৯৯৬ জন, কৃতকার্য- ১৭,৯১৩ জন ছাত্র-ছাত্রী।

উপজেলার ৫৩ টি মাধ্যমিক বিদ্যালয়ে জেডিসি ৭ হাজার ৯৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য ৬ হাজার ৮৩২ জন,পাশের হার ৮৫.৯৬%, এদের মধ্যে পুরো উপজেলায় জি.পি.এ-৫ পেয়েছে- ১৩৭জন।

আলোচকরা গর্ব করে ওই স্কুল এন্ড কলেজ’র বৈশিষ্ট্য তুলে ধরে বলেন- জি.পি.এ-৫ প্রাপ্তদের মধ্যে প্রথম স্থান অর্জনকারী দেবীদ্বার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ১৮টি, দ্বিতীয় দেবীদ্বার মফিজউদ্দিন আহমেদ মডেল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ১৬টি, তৃতীয় বড়শালঘর ইউএম,এ উচ্চ বিদ্যালয় ১৫টি এবং চতুর্থ দেবীদ্বার রেয়াজ উদ্দিন মডেল পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়, ৫ম স্থান অর্জনকারী ১৪টি ধামতী হাবিবুর রহমান উচ্চবিদ্যালয়।