সাভারের তেঁতুলঝাড়া-য় বিনামূল্যে চাল বিতরণ ( ভিডিও)
নিজস্ব প্রতিবেদক : স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার” ২০২৩ – ২০২৪ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ,শেখ হাসিনার উপহার হিসেবে ,আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সারাদেশে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরন করা হয় ।
তারি ধারাবাহিকতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আলতায় ঢাকা জেলা উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেতুলজোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের সার্বিক সহযোগিতায় ০৩ এপ্রিল বুধবার , তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই বিনামূল্যে বিজিএফ এর খাদ্যশস্য চাল বিতরণ করা হয় ।
এ সময় ১০ কেজি করে মোট ৪০০ জন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে এই চাল বিতরণ করা হয়।
বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়নে সচিব আবুল কালাম আজাদ, কার্য সহকারী রবিউল আউয়াল ট্যাগ অফিসার বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, স্থানীয় ইউনিয়নের আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন উপহার পেয়ে, ‘আনন্দ প্রকাশ করেছেন দূর দূরান্ত থেকে আসা হতদরিদ্র পরিবারগুলো ।
আটা-ময়দা-সুজি দিয়ে ওষুধ তৈরি, রয়েছে মৃত্যুঝুঁকি!
রাজধানীতে বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটা, ময়দা ও সুজি দিয়ে অ্যান্টিবায়োটিক তৈরি করে বাজারে ছড়িয়ে দেয়ার অভিযোগ রয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে।
যে ওষুধ মানুষের জীবন বাঁচায়, সেগুলোই হয়ে উঠছে মৃত্যুর কারণ। ওষুধের পরিবর্তে আটা, ময়দা ও সুজি দিয়ে তৈরি অ্যান্টিবায়োটিক কোনো কাজেই আসার কথা নয়।
অথচ ওষুধের নামে এসব জিনিসই সারা দেশে ছড়িয়ে দিচ্ছে চক্র। সম্প্রতি এমনই প্রায় ৫ লাখ পিস নকল ওষুধসহ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করছে ডিবি। চক্রটি প্রায় ৮ থেকে ১০ বছর যাবত ভেজাল অ্যান্টিবায়োটিক ওষুধের কারবার করে আসছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।
ডিএমপির ডিবি প্রধান সোমবার (১ এপ্রিল) সংবাদ সম্মেলনে জানান, ময়দা ও সুজিসহ বিভিন্ন উপাদান দিয়ে চক্রটি নকল অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করছিল। আবু বকর নামে একজন এটা তৈরি করে দিয়ে দিতেন শহীদুল নামে আরেকজনের কাছে। শহীদুল ওই ওষুধ বরিশালে গুদামজাত করতেন। এরপর সেখান থেকে সারা দেশে তারা বাজারজাত করতেন। শুধু গোডাউন থেকেই ২ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।
ভেজাল ওষুধের কারবারে ইউনানি, আয়ুর্বেদিক কোম্পনির সঙ্গে কিছু বিক্রয়কর্মীও জড়িত জানিয়ে হারুন অর রশিদ বলেন,
কিছু বিক্রয়কর্মীও এর সঙ্গে জড়িয়ে পড়ছেন।
এতে ভালো ভালো কোম্পানির নাম ওষুধের গায়ে লিখা থাকছে। তাই আমরা কোম্পানিগুলোকে অবগত করেছি। আর জড়িতদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।
এর সঙ্গে কোনো রাঘববোয়াল আছে কিনা খতিয়ে দেখা হবে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।
মানুষের হৃদয় জয় করে ভোট পাই, চুরি করতে হয় না: শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের হৃদয় জয় করেই ভোট পায় আওয়ামী লীগ। ভোট চুরি করতে হয় না।
সোমবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর কলাবাগানে নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, যারা অবৈধভাবে ক্ষমতায় আসে, তারাই ভোট চুরি করে। এখন তারা নির্বাচনও বানচাল করতে চায় বলে মন্তব্য করেন তিনি।
দেশের মানুষের কল্যাণে যা যা প্রয়োজন, তার সবটুকুই আওয়ামী লীগ করে জানিয়ে তিনি আরও বলেন, ‘৭৫ এর পর যারা ক্ষমতায় এসেছিল, তারা দেশের মানুষের নয়, ভাগ্য গড়েছিল নিজেদের।
ভোট চুরি করতে পারবে না জেনেই বিএনপি ভোটে আসেনি মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন মানুষের অধিকার, এটা বন্ধ করার সাহস তাদের নেই। এদের বিষয়ে মানুষকে সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে, ওরা দেশটার সর্বনাশ করে ছাড়বে।’
অগ্নিসন্ত্রাস করে ভোটের অধিকার কেড়ে নিতে চাওয়া বিএনপিকে ভোটের মাধ্যমেই এই অগ্নিসন্ত্রাসের জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘ভোটের মাধ্যমে বিএনপি-জামায়াতের সব নৈরাজ্যের জবাব দিতে হবে।’
নৌকায় ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, ‘ঢাকার ১৫টি আসনে ১৫টি রত্ন দিয়েছি আমি। নৌকায় ভোট দেন, স্মার্ট বাংলাদেশ গড়ে দেবো।’