26 C
Dhaka, BD
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

সাভারের তেঁতুলঝোড়ায় ১৫ টাকা দরে’ চাল বিতরণ শুরু ( ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ”এই প্রতিপাদ্যের আলোকে সাভারের তেঁতুলঝাড়া ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচি চাল বিতরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর, জয়নাবাড়ী স্কুল ঈদগাহ মাঠে ইউনিয়নের ৬১৩ জন কার্ড ধারীর মাঝে ১৫ টাকা কেজি দরে প্রতিজনকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

এ সময় ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝাড়া ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল আলম সমরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজীব ।

প্রধান অতিথি বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন, বর্তমান সরকার দুস্থ অসহায়দের জন্য কাজ করে যাচ্ছেন তারি ধারাবাহিকতায় কার্ডধারীর মাঝে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাউল বিতরণ শুরু হয়েছে।

বিতরণ চলাকালীন সময়ে বক্তারা উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী উপজেলার নির্বাচনে পুনরায় চেয়ারম্যান হিসাবে মনজুরুল আলম রাজীবকে নির্বাচিত করার জন্য সকলের কাছে ভোট প্রার্থনা করে লিফলেট বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়নের সচিব আবুল কালাম আজাদ, ইউপি সদস্য ফিরোজ কাজল, শাহ আলম, পলাশ, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুমন, আওয়ামী যুবলীগের অসংখ্য নেতা কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

১৫ টাকা কেজি ধরে চাল পেয়ে সন্তোষ প্রকাশ প্রকাশ করেছেন উপকার ভোগীরা ।

পরিবহনে চাঁদাবাজির কারণে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেয়েছে : গোলাম আজাদ খান

স্টাফ রিপোর্টার: নিত্য প্রয়োজনীয় দ্রব্য নিয়ে যাওয়ার সময় সড়কের বিভিন্ন স্থানে পরিবহনগুলো থেকে চাঁদাবাজির কারণে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেয়েছে।

কোনভাবেই এসব চাঁদাবাজদের রেহাই দেওয়া হবে না,’ বলে জানালেন মানিকগঞ্জের জেলা পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।

বুধবার ১৩ই মার্চ  দুপুরে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জয়মন্টপ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে সিংগাইর থানা পুলিশ আয়োজিত এক মত বিনিময় সভায় বক্তব্যকালীন সময়ে এ কথা বলেন তিনি ।

এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে কালীন সময়ে জেলা পুলিশ সুপার আরো বলেন, সোস্যাল মিডিয়ায় কারো ব্যক্তিগত জীবন নিয়ে চরিত্র হননের পাশাপাশি নির্বাচন পরবর্তী সময়ে প্রভাব খাটিয়ে সহিংসতা কারীরা ও ছার পাবেন না ‘বলে হুশিয়ারি দেন তিনি ।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জিয়ারুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বলধারা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খান, উপজেলা বাইস চেয়ারম্যান শিরিন শারমিন,জয়মন্টপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শাহাদাৎ হোসেন, সাইদুল ইসলাম , উপজেলার বিভিন্ন তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জ, গ্রাম্য পুলিশ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ভাইয়ের হাতে ভাই খুন (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে প্রাণ দিতে হলো ছোট ভাইকে ।

সিংগাইরের জামির্তা ইউনিয়নের মধুরচর গ্রামে গত রবিবার বিকেল আনুমানিক ৩ টার দিকে বাড়ির সীমানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কলহের সৃষ্টির এক পর্যায়ে এ ঘটনাটি ঘটে ।

স্থানীয় সূত্রে জানা যায়, মধুরচর গ্রামের মৃত ইন্তাজ উদ্দিনের ছোট ছেলে কহেল মুন্সী (৬০) ও বড় ছেলে ইসলাম মুন্সীর মধ্যে বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল তারই সূত্র ধরে, ‘গতকাল রবিবার (১০ মার্চ) দুপুর আনুমানিক ৩ টার দিকে ছোট ভাই কহেল মুন্সী বড় ভাইয়ের বাড়ির সীমানার বেরার পাশে নতুন করে বেড়া দিতে গেলে বাক বিতর্কের এক পর্যায়ে বড় ভাইয়ের হাতে থাকা একটি লোহার সাবল দিয়ে ছোট ভাই কহেল মুন্সির মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

কহেল মুন্সিকে বাঁচাতে তার স্ত্রী সাফিয়া বেগম (৫৫) ও তার ছেলে শাহিনুর মুন্সী (২৫), এগিয়ে আসলে তাদেরকেও এলোপাথাড়ি মারপিট করে যখম করে, কহেল মুন্সির বড় ভাই ইসলাম মুন্সি ও তাহার স্ত্রী কুলসুম বেগম, মেয়ে রোজিনা আক্তার ও ছেলে হৃদয় মুন্সী ।

এরপর স্থানীয়রা তাদেরকে দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ই মার্চ) আনুমান সকাল ৭ টার দিকে কহেল মুন্সী মৃত্যুবরণ করেন। বর্তমানে মৃত কহেল মুন্সির স্ত্রী সাফিয়া বেগম আশঙ্কা জনক অবস্থায় আছেন বলে জানা যায়।

ঘটনাস্থল পরিদর্শন করেন, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক তিনি জানান ,এ বিষয়ে একটি হত্যা মামলার প্রক্রিয়াধীন  আছে, তবে ইসলাম মুন্সির মেয়ে রোজিনাকে আটক করা হয়েছে, পলাতকদের গ্রেফতারের চেষ্টা চলছে ।

রাণীশংকৈলে পুলিশের প্রেসব্রিফিং

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বহুল আলোচিত উপজেলা থেকে অপহরণ ও মুক্তিপণ আদায় অপরাধে জড়িত ম‚ল হোতা, আসামীকে গ্রেফতার ও রহস্য উদঘাটন সম্পর্কে শনিবার ১০ফেব্রুয়ারি থানা পুলিশ স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সোহেল রানা ও পুলিশ পরিদর্শক তদন্ত মহসিন আলী জানান, উপজেলার নেকমরদ ভবানীপুর গ্রামের দানেশ আলীর মাদ্রাসা পড়ুয়া সপ্তম শ্রেণির ছাত্র মো. মিলন হারিয়ে যায়। এ নিয়ে গত ৭ ফেব্রুয়ারি বুধবার তাঁর পিতা বাদী হয়ে ছেলেকে উদ্ধারের জন্য থানায় একটি লিখিত অভিযোগ করেন।

পরদিন ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদী থানায় এসে বলেন, আমার ছেলের অপহরণকারীরা তার ব্যবহৃত মোবাইল দিয়ে ছেলের মুক্তিপণ বাবদ পঞ্চাশ হাজার টাকা দাবী করেন।

এ নিয়ে থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই শহিদুলের নেতৃত্বে একটি চৌকস পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ২৪ ঘন্টার মধ্যে ঢাকা তেজগাঁও থেকে অপহরণ কারীদের গ্রেফতার করে এবং ভিকমিকে উদ্ধার করে রাণীশংকৈল থানায় নিয়ে আসে। পরে ভিকটিমকে আদালতের মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর ও আসামীগণকে বিজ্ঞ আদালতে পাঠানোর হয়।

সাভারে ১০ দিন ব্যাপী বই মেলার সমাপ্তি (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : সাভারের হেমায়েতপুরে মরহুম ওয়াসিল উদ্দিন পাঠাগারের উদ্যোগে অমর একুশে উপলক্ষে ১০ দিন ব্যাপী অনুষ্ঠিত বই মেলার সমাপ্তি হয়েছে।

বৃহস্পতিবার ২৯শে ফেব্রুয়ারি বিকালে আনুষ্ঠানিক ভাবে এই মেলার সমাপ্তি করা হয় । বই মেলার সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এডভোকেট কামরুল ইসলাম এমপি, তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় আরো মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে বলেন , বিএনপি-জামায়াত মুক্তিযুদ্ধের ইতিহাসকে ধ্বংস করতে চায়। তাদের বিরুদ্ধে লড়াই চলছে।

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ধারণ করতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা।

এ সময় তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানলে অপশক্তির বিরুদ্ধে লড়াই সহজ হবে। সরকারের লক্ষ্য এখন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। আর সেই স্মার্ট বাংলাদেশের কারিগর হবে নতুন প্রজন্ম।

এসময় ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝরা ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব , ভূমি সহকারী এস,এম রাসেল ইসলাম নূর, এছাড়াও আরো যোগদিয়েছেন কবি, সাহিত্যিক, সাংবাদিক এবং শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ।

গেল ২০ ফেব্রুয়ারি তেঁতুলঝাড়া ইউনিয়নের হেমায়েতপুর স্কুল, ঈদগাহ মাঠে ওই মাঠে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছিল।

সিঙ্গাইরে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

“সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার” স্লোগানে মানিকগঞ্জ সিঙ্গাইরে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উপলক্ষে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১০.৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি অফিসারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার বসু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারমিন আক্তার।

আরো উপস্থিত ছিলেন, জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, জামির্তা ইউপি চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা, সায়েস্তা ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, সিঙ্গাইর সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান জাহিনুর রহমান সৌরভ ।

এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের সচিব, ইউপি সদেস্য, সরকারি বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী ।

সাভারে ওয়াসিল উদ্দিন পাঠাগারের উদ্যোগে একুশে বই মেলা ২০২৪ উদ্বোধন (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুর স্কুল ঈদগাহ মাঠ প্রাক্তনে ওয়াসিল উদ্দিন গণ পাঠাগার এর উদ্যোগে একুশে বইমেলা ২০২৪ সাত দিন ব্যাপী উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) বিকেলে হেমায়েতপুর প্রাথমিক বিদ্যালয় স্কুল ও ঈদগাহ মাঠ প্রাক্তনে এই বই মেলা অনুষ্ঠিত হয়। মেলাটি আগামী ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত চলবে ।

অনুষ্ঠানটি ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফকরুল আলম সমরের সভাপতিত্বে , প্রধান অতিথি ছিলেন, ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম এম,পি । বিশেষ অতিথি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ, বীর মুক্তিযোদ্ধা ও কৃষিবিদ ড•রফিকুল ইসলাম মোল্লা , থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী বইমেলা টির উদ্বোধন করে ।

এ সময় বক্তারা বই পড়ার প্রতি গুরুত্ব দিয়ে ‘বইমেলার তাৎপর্য তুলে ধরেন।

উদ্বোধনের শুরুতে, ফুল ও ক্রেস্ট দিয়ে স্বাগত জানানো হয়, এর পর কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠ ও জাতীয় সঙ্গীত’ সমবেত কন্ঠে পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপরই বেলুন উড়িয়ে বইমেলা টির উদ্বোধন শুভেচ্ছা বিনিময় ও আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা জেলা ও উপজেলা ছাত্রলীগ , আওয়ামী লীগ,যুব লীগের অসংখ্য নেতা কর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য স্কুলের ছাত্র ছাত্রীরা।

সাভারের আ’লীগ নেতা ‘আরিফ’ শুন্য থেকে আড়াই বছরেই কোটিপতি

সাভার প্রতিনিধি: সাভার উপজেলার বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের বিরুদ্ধে জমিদখল, সরকারী সম্পদ আত্মসাৎ, প্রতিপক্ষকে নির্যাতন, কমিশন বাণিজ্যসহ বিভিন্ন অভিযোগ ।

দরিদ্র কৃষক পরিবারের সন্তান ছিলেন আরিফ, বনগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের পদ পেয়েই মাত্র আড়াই বছরেই হয়ে গেছেন কোটি টাকার সম্পদের মালিক। তিনি ক্ষমতাসীন দলের নেতা হওয়ার পর থেকেই জবর দখল, বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণসহ শুরু করেন আধিপত্য বিস্তার। তার ছত্রছায়ায় গড়ে উঠেছে দুর্ধর্ষ এক বাহিনী, যা আরিফ বাহিনী হিসেবে পরিচিত। এই বাহিনীর দিয়েই নিয়ন্ত্রণে রাখেন পুরো ইউনিয়নের অধিপত্য।

আরিফের এসব কর্মকান্ডের সম্মুখে থাকেন বনগাঁও ইউনিয়ন ছাত্রলীগের বিলুপ্তকৃত কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ‘ সৌরভ’ ও সাধারণ সম্পাদক সুজন মাহমুদ।

২০২১ সালে কমিটি বিলুপ্ত করার পর এখনও নিজেদের স্বপদে বহাল দাবিদার রাজনীতিতে সক্রিয় তারা। আরিফের ঘনিষ্টজন হওয়ায় অনুসারী নেতাকর্মীদের নিয়ে দাপিয়ে বেড়ান ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ এই দুই নেতা। তাদের মাধ্যমেই দখল বাণিজ্য, আধিপত্য বিস্তার, পতিপক্ষের লোকদের নির্যাতন করেন আওয়ামী লীগের এই নেতা আরিফ।

তবে প্রায় তিন বছর ধরে ইউনিয়ন ছাত্রলীগের কমিটি না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি অতিকুর রহমান আতিক।

দরিদ্র কৃষক মৃত আব্দুল হালিমের ছেলে আরিফুল ইসলাম বনগাঁও ইউনিয়নের বেড়াইদ গ্রামে নির্মাণ করছেন বিলাসবহুল বহুতল ডুপ্লেক্স বাড়ি। চলাফেরা করেন বিলাসবহুল গাড়িতে, তার বাড়ির নান্দনিক নকশা ও কারুকার্যে নজর কাড়বে যে কারও। বাড়ির পাশেই কয়েক একর সরকারী খাস জমি দখল করে বালু ভরাট করছেন আরিফ।

অনুমোদনহীন নিশান হাউজিং কোম্পনির নামে বালু ভরাট করে বিভিন্ন সরকারী খাস সম্পত্তি ও আশেপাশের কৃষি জমি দখলের পায়তারা করছেন এই প্রভাবশালী নেতা। বিষয়টি নিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদেরও বাধা দেয় দখলদার আরিফ বাহিনীর কয়েক’শ লোকজন।

এছাড়াও তার বিরুদ্ধে সরকারী উন্নয়ন প্রকল্পের রাস্তাঘাট নির্মাণসহ ‘ইউনিয়নে যে কোন কাজের জন্য আরিফকে দিতে হয় মোটা অংকের কমিশন। কমিশন না দিলে রাস্তা কিংবা প্রকল্পের নির্মাণ কাজ বন্ধ করে দেয় আরিফের লোকজন। সরকারী রাস্তা নির্মানের জন্য আনা ইট নিজের হাউজিং কোম্পানির মাধ্যমে আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এছাড়াও স্থানীয় এলাকায় জমি ক্রয়-বিক্রয় করতে গেলেও দিতে হয় কমিশন। বাড়ি নির্মাণ কিংবা বড় পরিসরে ব্যবসা করতে হলেই গুনতে হয় চাঁদা।

বনগাঁও ইউনিয়নে ভেকু তিন ফসলি জমির মাটি কেটে নেয় আরিফের লোকজন। বার বার এ বিষয়ে প্রতিবাদ করেও কোন প্রতিকার পাচ্ছেন না স্থানীয় কৃষকসহ ভুক্তভোগী জমির মালিকদের। পার্শ্ববর্তী ইটভাটায় এসব মাটি বিক্রির ব্যবসা লাভজনক হওয়ায়, আরিফের ছাত্রছায়ায় সক্রিয় বেশ কয়টি চক্র নিয়মিত মাটি কেটে যাচ্ছেন ফসলি জমি থেকে।

বনগাঁও ইউনিয়নে ঘটছে হামলা, মারামারি ও ছিনতাইয়ের সহ পাড়া মহল্লায় সহজেই মিলছে বিভিন্ন মাদক। এসব অপরাধসহ মাদক ক্রয়-বিক্রয়ে জড়িতদের অনেকেই এলাকায় আরিফের লোক হিসেবে পরিচিত। নিজের আধিপত্য বজায় রাখতে বখাটে কিশোর গ্যাং চক্রকেও হাতে রাখেন আরিফ। তাদের বিরুদ্ধে অভিযোগ জানালে উল্টো অভিযোগকারীদের হয়রানীর অভিযোগ-ও রয়েছে। আরিফের অন্যায়ের প্রতিবাদ করায় এক প্রবাসীর বাড়িতে ভাঙচুর চালায় ছাত্রলীগ নেতা সৌরভ ও সুজনের নেতৃত্বে আরিফের লোকজন।

নিজ ব্যবসা প্রতিষ্ঠান নিশান হাউজিং কোম্পানি থেকেও বিপুল অর্থ আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ আরিফের বিরুদ্ধে। রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অপর অংশীদারদের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বসেছেন চেয়ারম্যান পদে। জমির দ্বিগুণ মূল্য দেখিয়ে অর্থ আত্মসাৎ, ব্যয় সংক্রান্ত অসংগতি, মূল্য নির্ধারণে অনিয়ম, কোম্পানির অর্থ আত্মসাৎ, ষড়যন্ত্র করে জমি বিক্রয়ে বাধ্য করাসহ বিভিন্ন অনিয়মের সত্যতা মিললে তাকে সরিয়ে দেয়া হয় দায়িত্ব থেকে। পূনরায় জোরপূবর্ক চেয়ারম্যান পদ দখল করেন এই ছাত্রলীগ নেতা আরিফ। তার অর্থ লোপাট ও দুর্নীতির যাবতীয় প্রমাণাদি রয়েছে এই প্রতিবেদকের হাতে।

এ বিষয়ে জানতে চাইলে নিশান হাউজিং কোম্পানির অংশীদার দেলোয়ার হোসেন বলেন, জোরপূর্বক চেয়ারম্যান পদে বসে থাকা আরিফ আমাদের কোম্পানি থেকে প্রায় ছয় কোটি টাকা আত্মসাৎ করেছে। আমরা সকল অংশীদার মিলে তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেব।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউনিয়নের প্রবীণ এক আওয়ামী লীগ নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘ত্যাগী নেতাদের বাদ দিয়ে ২০২১ সালে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে আরিফের মত বিতর্কিত’কে সাধারণ সম্পাদক করা হয়েছে। সম্প্রতি তার কর্মকান্ডে আমরা আরও বেশি বিব্রত।’’

এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরিফুল ইসলাম বলেন, ‘‘এগুলা অভিযোগ সত্য না। অবৈধ অর্থ আমি ইনকাম করি নাই। জমিদখলের বিষয়ে বলেন, ‘‘খেলার মাঠের জন্য সরকারী জমিতে আমি বালু ভরাট করছি।’

সাভারের তেঁতুলঝোড়ায় শহীদ মিনারের উদ্বোধন (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে।

সোমবার ১৯ ফেব্রুয়ারি সকালে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এই শহীদ মিনারের উদ্বোধন করেন ।

এ সময় তার সাথে ছিলেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর , ইউনিয়নের সচিব আবুল কালাম আজাদ সহ তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন ইউ,পি সদস্য , স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ ।

এ সময় সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য এটি একটি মহান উদ্যোগ প্রতিটি ইউনিয়ন পরিষদে এই ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত।

মানিকগঞ্জে আলোচিত আব্দুর রউফ হত্যার রহস্য উদঘাটন’গ্রেপ্তার হলেন হেলেনা

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জের সাটুরিয়ায় আলোচিত আব্দুর রউফ হত্যার রহস্য উদঘাটন ও মূল হোতা হেলেনা বেগমকে গ্রেপ্তার করলেন র‌্যাব-৪ ।

এ বিষয়ে বৃহস্পতিবার বিকেলে সংবাদ সম্মেলন করে র‌্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মো. আরিফ হোসেন, এ সময় তিনি জানান, গ্রেফতারকৃত আসামী ও মৃত আব্দুল রউফ পাশাপাশি গ্রামের বাসিন্দা ছিলেন।

প্রায় চার বছর আগে হেলেনা বেগমের স্বামী শামসুল হক মারা যায়। এরপর হেলেনা বেগম সাটুরিয়া থানার নয়াডিঙ্গী এলাকায় একটি গার্মেন্টসে চাকরী নেয়। সে সময় মৃত রউফ গাছবাড়ী এলাকার একটি মুদি দোকান পরিচালনা করতেন। হেলেনা বেগম গার্মেন্টসে যাওয়া আসার পথে মুদি দোকানদার রউফের দোকানে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতো। এরই মধ্যে তাদের মাঝে অবৈধ সম্পর্ক গড়ে উঠে।

‘এক পর্যায়ে তাদের অনৈতিক সম্পর্কের বিষয়টি জানাজানি হলে ‘ তাদের মধ্যে দ্বন্দ্ব ও মনোমালিন্যে তৈরী হলে, গেল বুধবার (১৪ ফেব্রুয়ারী) বিকেল থেকে রউফকে হত্যার পরিকল্পনা করে হেলেনা বেগম। পরিকল্পনা অনুযায়ী রউফকে রাতে পার্শ্ববর্তী গাজিখালী নদীর পাড়ে আব্দুস সামাদ মিয়ার লেবু বাগানে আসতে বলেন হেলেনা, এরপর রাত ১১টার দিকে রউফ লেবু বাগানে আসলে পূর্বপরিকল্পনা অনুযায়ী ঘনিষ্ঠ হওয়ার মাঝেই শীতবস্ত্র দিয়ে মুখ চেপে ধরে শ্বাসরোধ করে আব্দুর রউফের মৃত্যু নিশ্চিত করে হেলেনা ।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন মৃতদেহটি দেখে সাটুরিয়া থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মৃতদেহ মর্গে পাঠায়। এ ঘটনার রহস্য উদঘাটনে র‌্যাব-৪, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তি ও ঘটনাস্থলে থাকা পারিপার্শ্বিক আলামত এবং তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটনে সক্ষম হয়। ঘটনার সাথে জড়িত অভিযুক্ত হেলেনা বেগমকে সাটুরিয়া থানার নয়াডিঙ্গী এলাকা থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার দায় স্বীকার করেন।

নিহত রউফ সাটুরিয়া উপজেলার গাছবাড়ি এলাকার মৃত নাছির উদ্দিনের ছেলে।

সর্বশেষ আপডেট...