সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা, আহত ৩
নিজস্ব প্রতিবেদক: সাভারে পূর্ব শত্রুতার জেরে সাবেক এক চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজন আহতসহ প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।
শনিবার (১০ ফ্রেব্রুয়ারি) এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা (মামলা নং-২৪) দায়ের করেছেন সাইদুর রহমান সুজন। তিনি বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
এর আগে, বুধবার বিকেলে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় সাবেক চেয়ারম্যানের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় আহতরা হলেন- মো. আশরাফ (৪০), মো. রনি (২৮), রাইসুল ইসলাম ইনজিয়াল (১৮) ।
অপরদিকে হামলায় অভিযুক্তরা হলেন- আসলাম হোসেনের ছেলে মো. মামুন হাসান (৩৮), মৃত আক্কাছ আলীর ছেলে ফরিদুল ইসলাম (৪০), এখলাছ মিয়ার ছেলে মোস্তফা মিয়া, মৃত আলী মিয়ার ছেলে ফরিদুল ইসলাম (৪০)সহ অজ্ঞাত ৪/৫জন।
হামলার আহত রাইসুল ইসলাম ইনজিয়াল বলেন, ঘটনার দিন ৮/১০জন লোক দেশিও অস্ত্রসহ আমাদের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির প্রধান গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও আমাদের লোকজনদের মারধর করে।
বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে চিহ্নিত ভূমিদস্যু মামুন হোসেন ও তার লোকজন আমার বাড়িতে হামলা করে। এসময় আমার বড় ছেলে রাইসুল ইসলাম ইনজিয়ালসহ তিনজন আহত হয়েছে। এছাড়া ভাঙচুর করে কমপক্ষে ২ লক্ষ টাকার ক্ষতিসোধন করে সন্ত্রাসীরা।
এবিষয়ে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) দিদারুল ইসলাম বলেন, সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম, সম্পাদক ইমন
নিজস্ব প্রতিবেদক: সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে এস এ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সময়ের আলো ও এশিয়ান টিভির সাভার প্রতিনিধি দেওয়ান ইমন।
বুধবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন এসোসিয়েশনের কার্যালয়ে নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আলমগীর হোসেন নিরব (বাংলা টিভি), যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ (গণকন্ঠ), সাংগঠনিক সম্পাদক জাহিন সিংহ (আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ সুজন হাসান (দৈনিক ফুলকি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইমরান হাসান নিলয় (নয়া দিগন্ত), এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে কাজী সাইফ উদ্দিন (এশিয়া বানী), সুফিয়ান ফারাবী (আরটিভি) নির্বাচিত হয়েছেন।
নির্বাচন উপলক্ষে দিনব্যাপী মুখরিত ছিল এসোসিয়েশন কার্যালয়। দুপুরে সংগঠনের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত সাংবাদিকদের জন্য ছিল বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজন। দুপুরের পর নির্বাচন শেষে বিকেলে ঘোষণা করা হয় নয় সদস্যের পূর্ণাঙ্গ কমিটি।
পরে নির্বাচিত নতুন নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সাভার উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
যুবলীগের কম্বল নিয়ে পল্টনে কাড়াকাড়ি
রাজধানীর পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। এ সময় কম্বল নিয়ে কাড়াকাড়ি হয়।
সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রধান অতিথির বক্তব্য দিয়ে চলে যাওয়ার পর এ ঘটনা ঘটে।
শীতবস্ত্র বিতরণের শুরুতে অসহায় মানুষজন বিশৃঙ্খলা শুরু করে দেন। তারা কম্বল নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেন। যে যার মত পেরেছেন কম্বল নিয়ে টানাটানি করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনীতে পরশ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও নতুন সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। অথচ নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে বিএনপি এখন কালো পতাকা নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী। রোজার মাসে কষ্ট লাঘবের জন্যও নানান পদক্ষেপ নেয়া হয়েছে।