26 C
Dhaka, BD
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

সাভারের তেঁতুলঝাড়ায় প্রধানমন্ত্রীর উপহার ‘স্কুল ব্যাগ ও খেলার সামগ্রী বিতরণ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে করবে। সেবার অধিকার”এই স্লোগানকে সামনে রেখে সাভারের তেঁতুলঝাড়া ইউনিয়নে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে প্রধানমন্ত্রীর উপহার, ‘স্থাবর সম্পত্তি হস্তান্তর কর ১% এর অর্থায়নে ২০২৩-২০২৪ অর্থবছরে বাস্তবায়িত নির্মবৃত্ত স্কুল শিক্ষার্থীর মাঝে ৫ শত স্কুল ব্যাগ ও খেলাধুলার সামগ্রী উপহার দেয়া হয় ।

বৃহস্পতিবার ১৫ই ফেব্রুয়ারি দুপুরে সাভারের তেঁতুলঝাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও তেঁতুলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের সার্বিক সহযোগিতায় এই উপহার বিতরণ করা হয় ।

উপহার বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন সচিব মোঃ আবুল কালাম আজাদ , ইউপি সদস্য শাহ আলম, ফিরোজ কাজল , পলাশ আহমেদ, মিন্টু মিয়া সহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গণ ।

এ সময় ক্ষুদে স্কুল শিক্ষার্থীরা স্কুল ব্যাগ ও খেলার সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন ।

এর আগে ফখরুল আলম সমর তেঁতুলঝাড়া ইউনিয়নের ভরারি নোয়াখালী পাড়া এলাকায় একটি ব্রিজের কাজের ভিত্তি প্রস্তুত উদ্বোধন করেন ।

সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলা, আহত ৩

নিজস্ব প্রতিবেদক: সাভারে পূর্ব শত্রুতার জেরে সাবেক এক চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় তিনজন আহতসহ প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে।

শনিবার (১০ ফ্রেব্রুয়ারি) এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা (মামলা নং-২৪) দায়ের করেছেন সাইদুর রহমান সুজন। তিনি বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

এর আগে, বুধবার বিকেলে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কাকাবো এলাকায় সাবেক চেয়ারম্যানের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন- মো. আশরাফ (৪০), মো. রনি (২৮), রাইসুল ইসলাম ইনজিয়াল (১৮) ।

অপরদিকে হামলায় অভিযুক্তরা হলেন- আসলাম হোসেনের ছেলে মো. মামুন হাসান (৩৮), মৃত আক্কাছ আলীর ছেলে ফরিদুল ইসলাম (৪০), এখলাছ মিয়ার ছেলে মোস্তফা মিয়া, মৃত আলী মিয়ার ছেলে ফরিদুল ইসলাম (৪০)সহ অজ্ঞাত ৪/৫জন।

হামলার আহত রাইসুল ইসলাম ইনজিয়াল বলেন, ঘটনার দিন ৮/১০জন লোক দেশিও অস্ত্রসহ আমাদের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির প্রধান গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও আমাদের লোকজনদের মারধর করে।

বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন বলেন, পূর্ব শত্রুতার জের ধরে চিহ্নিত ভূমিদস্যু মামুন হোসেন ও তার লোকজন আমার বাড়িতে হামলা করে। এসময় আমার বড় ছেলে রাইসুল ইসলাম ইনজিয়ালসহ তিনজন আহত হয়েছে। এছাড়া ভাঙচুর করে কমপক্ষে ২ লক্ষ টাকার ক্ষতিসোধন করে সন্ত্রাসীরা।

এবিষয়ে মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) দিদারুল ইসলাম বলেন, সাবেক চেয়ারম্যানের বাড়িতে হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাদ্দাম, সম্পাদক ইমন

নিজস্ব প্রতিবেদক: সাভার উপজেলা জার্নালিস্ট এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে এস এ টিভির সাভার প্রতিনিধি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সময়ের আলো ও এশিয়ান টিভির সাভার প্রতিনিধি দেওয়ান ইমন।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) বিকেলে সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন এসোসিয়েশনের কার্যালয়ে নির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আলমগীর হোসেন নিরব (বাংলা টিভি), যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ (গণকন্ঠ), সাংগঠনিক সম্পাদক জাহিন সিংহ (আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ সুজন হাসান (দৈনিক ফুলকি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইমরান হাসান নিলয় (নয়া দিগন্ত), এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে কাজী সাইফ উদ্দিন (এশিয়া বানী), সুফিয়ান ফারাবী (আরটিভি) নির্বাচিত হয়েছেন।

নির্বাচন উপলক্ষে দিনব্যাপী মুখরিত ছিল এসোসিয়েশন কার্যালয়। দুপুরে সংগঠনের সদস্যবৃন্দ ও আমন্ত্রিত সাংবাদিকদের জন্য ছিল বিশেষ মধ্যাহ্ন ভোজের আয়োজন। দুপুরের পর নির্বাচন শেষে বিকেলে ঘোষণা করা হয় নয় সদস্যের পূর্ণাঙ্গ কমিটি।

পরে নির্বাচিত নতুন নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় সাভার উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

যুবলীগের কম্বল নিয়ে পল্টনে কাড়াকাড়ি

রাজধানীর পল্টনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। এ সময় কম্বল নিয়ে কাড়াকাড়ি হয়।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রধান অতিথির বক্তব্য দিয়ে চলে যাওয়ার পর এ ঘটনা ঘটে।

শীতবস্ত্র বিতরণের শুরুতে অসহায় মানুষজন বিশৃঙ্খলা শুরু করে দেন। তারা কম্বল নিয়ে কাড়াকাড়ি শুরু করে দেন। যে যার মত পেরেছেন কম্বল নিয়ে টানাটানি করেন।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনীতে পরশ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও নতুন সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। অথচ নির্বাচন বানচালে ব্যর্থ হয়ে বিএনপি এখন কালো পতাকা নিয়ে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে।

তিনি আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ শুরু করে দিয়েছেন প্রধানমন্ত্রী। রোজার মাসে কষ্ট লাঘবের জন্যও নানান পদক্ষেপ নেয়া হয়েছে।

সীমান্তে বিজিবি সদস্যদের ধৈর্য ধরার নির্দেশ প্রধানমন্ত্রীর

সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সংসদে সংসদে প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তরদান পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক এ কথা জানান।

সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানতে চান, ‘মিয়ানমারের সীমান্তে যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে৷ এতে সীমান্তের পরিস্থিতি প্রতিনিয়ত ঝুঁকিপূর্ণ হচ্ছে এবং উত্তেজনা বাড়ছে৷ দেশটির অভ্যন্তরীণ কোন্দল এবং ইনসার্জেন্সির যে ঘটনা, এর পরিপ্রেক্ষিতে নিরাপত্তার জন্য বাংলাদেশ সরকার কী কী ব্যবস্থা নিচ্ছে?’এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে আইনমন্ত্রী বলেন, ‘সীমান্তে উত্তেজনার পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছে৷ মিয়ানমারের সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি দেখছে৷’

তিনি আরও বলেন, ‘বিজিবি সদস্যদের ধৈর্য ধরার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ একই সঙ্গে সীমান্তবর্তী স্কুলগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷’
মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে এখন পর্যন্ত দেশটির সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ সদস্য অস্ত্রসহ বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাদেরকে নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।

অপরদিকে সোমবার দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকায় মিয়ানমারের ছোড়া মর্টারশেলের আঘাতে বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। এদের মধ্যে হোসনে আরা (৫৫) ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী। তবে নিহত রোহিঙ্গা পুরুষের (৫৫) পরিচয় জানা যায়নি।

রাণীশংকৈলে বাল্য বিবাহ করায় ইউপি সদস্য বরখাস্ত

হুমায়ুন কবির রাণীশংকৈল, (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য তুলা রামকে বাল্য বিবাহ করার অপরাধে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গত ১ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।

জানা গেছে, ইউপি সদস্য তুলা রাম এক গত ডিসেম্বর মাসে অষ্টম শ্রেণি পড়ুয়া ১৪ বছরের ছাত্রীকে বাল্য বিবাহ করে।এ অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯- এর ৩৪(৪) (ঘ) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আজ সোমবার ৫ ফেব্রুয়ারী স্থানীয় সরকার বিভাগ কর্তৃক ওই ইউপি সদস্যদের সাময়িক বরখাস্তের একটি চিঠি পেয়েছি।

সাভারের তেঁতুলঝোড়ায় হতদরিদ্রদের ‘কুরিয়ানদের কম্বল ,সেলাই মেশিন, হুইল চেয়ার বিতরণ (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন,কোরিয়ান ভাষা শিক্ষা প্রশিক্ষনের পরিদর্শন ও হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করলেন কুরিয়ার দাহাম ভলেন্টিয়ার অর্গানাইজড এর পরিচালক এবং গ্লোবাল ভলান্টিয়ার ক্রপস এর ডাইরেক্টর সেংগিয়ুন সহ ৫ কোরিয়ান নেতৃবৃন্দ ।এছাড়াও তাদের সাথে ছিলেন ঢাকা জেলার সাবেক ডিএফ জাবেদ রহমান।

রবিবার (১৪ই জানুয়ারি) দুপুরে সাভারে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ চত্বরে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমরের উপস্থিতিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কুরিয়ার দাহাম ভলেন্টিয়ার অর্গানাইজড এর পরিচালক এবং গ্লোবাল ভলান্টিয়ার ক্রপস এর ডাইরেক্টর সেংগিয়ুন ।

এরপর তাদেরকে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ফুল ও নানান উপহার দিয়ে তাদেরকে সম্বর্ধনা দেয়া হয়। এরপর প্রতিবন্ধী, হতদরিদ্রদের মাঝে কম্বল , হুইল চেয়ার, সেলাই মেশিন বিতরণ শেষে কোরিয়ান প্রতিনিধি দলটি তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে কোরিয়ান ভাষা শিক্ষা প্রশিক্ষন সেন্টার ও পরিষদের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন । এ সময় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়নের সচিব আবুল কালাম আজাদ,ইউপি মেম্বার শাহ আলম, সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

মুন্সিগঞ্জ-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক:মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদকে সংবর্ধনা দিয়েছে রাজধানী ঢাকাস্থ ওয়ারী এলাকাবাসী। আজ শনিবার (১৩ জানুয়ারি) রাতে হোটেল সুপার স্টার হল রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।

ঢাকাস্থ ওয়ারী এলাকাবাসী উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মহিউদ্দিন আহমেদ।

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতির সভাপতি মো.মোতাহার হোসেন খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এড.আবুল কাশেম, ঢাকা মহানগর দক্ষিন যুবলীগের সহ-সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সহ সম্পাদক জাকির খান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এসএম মহাসিন ভূঁইয়া ।

সিরাজদিখান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন চোকদারে সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মধ্যপাড়া ইউপি চেয়ারম্যান হাজী আ.করিম শেখ,উপজেলা আওয়ামী লীগের সদস্য এসএম শাহাদাত হোসেন, মুন্সিগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, মধ্যপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মীর্জা মোহাম্মদ হায়দার নেকবর,বয়রাগাদী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আলাউদ্দিন গাজী,মালখানগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনিছুর রহমান মৃধা, শেখর নগর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি শেখ মো.আমজাদ হোসাইন প্রমুখ।

ঠাকুরগাঁও- ৩ এর দ্বাদশ নির্বাচনে ৪০ টি ভোটকেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ চিহ্নিত

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের প্রস্তুতি প্রায় শেষ করছেন স্থানীয় প্রশাসন। এরই মধ্যে ঠাকুরগাঁও-৩ আসনের পরিবেশ বিবেচনা করে ৪০ টি ভোট কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এবং এসব ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোকে অধিক গুরুত্বপূর্ণ বিবেচনা করা হচ্ছে। এ আসনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, জাতীয় পার্টির হাফিজউদ্দিন আহমেদ(নাঙ্গল) ওয়ার্কার্স পার্টির অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়(হাতুড়ি) বিকল্প ধারা বাংলাদেশ খলিলুর রহমান( কুলা) ও নারী স্বতন্ত্র প্রার্থী আশা মনি (ঈগল) প্রতীক। সরেজমিন পর্যবেক্ষণ করে জানা গেছে নির্বাচনের মাঠে ওয়ার্কার্স ও জাপার প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এ আসনে মোট ১২৮ টি ভোট কেন্দ্রের মধ্যে ৪০ টি কেন্দ্র অতি গুরুত্বপূর্ণ বা অতি ঝুঁকিপূর্ণ রয়েছে। প্রার্থীরা বলছেন, এরই মধ্যে কেন্দ্রসহ ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। পুলিশ বলছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণে সব প্রস্ততি নেওয়া হয়েছে। বিশৃঙ্খলা করলে কেউ ছাড় পাবে না। জানা গেছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের মধ্যে রাণীশংকৈল উপজেলায় ১৫ টি এবং পীরগঞ্জ উপজেলায় ২৫ টি কেন্দ্র রয়েছে। এ আসনের স্বতন্ত্র প্রার্থী আশা মনি বলেন, যারা নির্বাচন বর্জন করেছে তাদের এই শক্তি নেই যে ভোট বন্ধ করতে পারবে। তবে তারা ভোটের আগের দিন পাড়া-মহল্লায় বিশৃঙ্খলা করে আতঙ্ক সৃষ্টি করতে পারে। এজন্য নেতা কর্মীদের বলে দেওয়া আছে কোনো সংঘাত নয়,কেন্দ্রে ভোটার আনতে হবে।

ওয়ার্কার্স পার্টির প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায় বলেন,আমি সমগ্র নির্বচনী আসন চুষে বেরিয়েছি আমার কাছে তেমন কোন কেন্দ্র ঝুকিপূর্ণ মনে হয়নি তবে এরকমন থেকে থাকলে আইন শৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
জাপা প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ বলেন, আমার কাছে কোন কেন্দ্রই ঝুঁকি পূর্ণ মনে হয়নি। যদি থেকে থাকে তাহলে নির্বাচন নিরপেক্ষ করতে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছি।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রকিবুল হাসান জানান, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনে কোন বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার ছাড় দেয়া হবে না।

প্রসঙ্গত: এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩ শ ৫৪ জন।

মানিকগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলেন নৌকার মাঝি “মমতাজ’

মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর) আসনে আওয়ামীলীগের প্রার্থী মমতাজ বেগম জেলা আওয়ামীলীগের সভাপতিসহ কয়েকজন নেতার বিরুদ্ধে নৌকার পক্ষে কাজ না করার অভিযোগ তুলেছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটায় সিংগাইরে নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করে তিনি এই অভিযোগ করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন জেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম মহিউদ্দিনকে বেশ কয়েকবার অনুরোধ করার পরও মমতাজের পক্ষে মাঠে নামাতে পারেননি।

এছাড়াও আরও কয়েকজন নেতার বিরুদ্ধে অভিযোগ তুলে মমতাজ বেগম বলেন এরা সতন্ত্রপ্রার্থী দেওয়ান জাহিদ আহম্মেদ টুলুর ট্রাক মার্কার পক্ষে টাকা পয়সা নিয়ে কাজ করছেন। মমতাজ বলেন এ বিষয়ে তিনি আওয়ামীলীগের নেতৃবৃদ্ধেদৃস্টি আকর্ষন করছেন।

এরআগে গত বুধবার  হরিরামপুর উপজেলার ঝিটকায় মমতাজের আরেকটি নির্বাচনী সভায় একই অভিযোগ তোলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রমজান আলী। মানিকগঞ্জ-২ আসনে আওয়ামীলীগের প্রার্থী মমতাজ বেগম ছাড়াও আরও নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এদের মধ্যে আওয়ামীলীগের মনোনয়ন না পেয়ে দেওয়ান জাহিদ আহম্মেদ টুলু, মুশফিকুর রহমান হান্নান ও দেওয়ান সফিউল আরেফিন টুটুল সতন্ত্র প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

সর্বশেষ আপডেট...