22 C
Dhaka, BD
বৃহস্পতিবার, জানুয়ারি ২৯, ২০২৬

সাভারে মাস্ক না পরলেই জরিমানা।

বিপ্লব,সাভারঃ সাভারে চলমান পরিস্থিতিতে করোনা প্রতিরোধে মাস্ক এর ব্যবহার নিশ্চিত করণের লক্ষ্যে র‍্যাব ৪ এর অভিযান।

বুধবার বিকেল ৩ টার দিকে সাভারের রেডিও কলনি বাসস্টান্ডে চলমান রিক্সা বাস, মিনিবাস ও মটরসাইকেলে এ অভিযান চালানো হয়।  এসময় রিক্সা চালক ও পথচারীদের  নিজহাতে মাস্ক পরিয়ে দেন র‍্যাব ৪ এর সদস্যরা ।

অভিযান চলাকালীন সময় আট জনকে ২০০ হতে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, র‍্যাবের নির্বাহী  ম্যাজিস্ট্রেট, মোঃ আনিছুর রহমান ও মেজর আদনান তফাদার।

এ সময় মেজর আদনান বলেন,  আমরা চলমান করোনা প্রতিরোধে মাস্কের ব্যবাহার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের এমন অভিযান চলমান থাকবে।

রাণীশংকৈল রামরায় দিঘিতে অতিথি পাখিদের আগমনে মুখরিত ,দর্শনার্থীদের ভীর

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার অন্যতম প্রাচীন ও সর্ব বৃহত্তম রামরাই (রাণীসাগর) দিঘিতে অতিথি পাখিদের আগমনে মুখরিত পুকুর প্রঙ্গন। পাখি দেখতে দর্শনার্থীদের ভীর। সমস্ত দিঘির জলাশয় সেজেছে নতুন সাজে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা পাখি ও জলাশয়ের প্রাকৃতিক নয়নাভিরাম দৃশ্যে সত্যিই মনোমুগ্ধকর । প্রতিবছর শীত এলেই এসব পাখি এখানে এসে প্রকৃতিতে সাজাই নতুন সাজে। ১ ডিমেম্বর মঙ্ললবা সরেজমিনে গিয়ে এসব তথ্য পাওয়া যায়।

রানীশংকৈল উপজেলা শহর থেকে ৪ কিমি দূরে উত্তরগাঁও গ্রামের নিকটেই বরেন্দ্র অঞ্চলের দ্বিতীয় বৃহত্তর জলাশয় রামরাই দিঘীর অবস্থান। উপজেলা শহর থেকে যে কোন যানবাহনে ১০ থেকে ১৫ টাকা ভাড়া নেয়। যেতে প্রায় ১৫ থেকে ২০ মিনিটের রাস্তা।
রামরাই দিঘিতে এখনোও প্রতিদিন ঝাঁকে ঝাঁকে আসছে অতিথি পাখির দল। পাখিদের মুহুর্মুহু কলতানে পুরো দিঘি এলাকা পরিণত হয়েছে পাখির স্বর্গরাজ্যে। সন্ধ্যা নামলেই দিঘিপাড়ের লিচু বাগানে আশ্রয় নেয় এসব পাখি। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় খাবারের সন্ধানে রামরাই দিঘিতে ভিড় জমায় তারা। পাখিদের এই মুহুর্মুহু কলতানের টানে প্রতিদিনই দূরদূরান্ত থেকে রামরাই দিঘিতে ছুটে আসছেন পাখিপ্রেমী পর্যটকরা ।

প্রতিবছর শীতের শুরুতে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে ঝাঁকে ঝাঁকে আমাদের দেশে আসে বাহারি রংয়ের এসব অতিথি পাখি। পাখিরা সুদূর সাইবেরিয়ার হিমশীতল আবহাওয়ার কবল থেকে রেহাই পেতে অভয়াশ্রম হিসেবে বেছে নেয় মিষ্টি শীতের দেশ বাংলাদেশকে।

এ দেশের নদ-নদী, হাওর-বাওড়ের ভালোবাসার টানে লক্ষ হাজার মাইল পাড়ি দিয়ে রামরায় দিঘিতে আসে তারা। আত্মীয়দের সঙ্গে যেমন আত্মার সম্পর্ক গড়ে ওঠে, এখানকার ভূপ্রকৃতির সঙ্গেও তেমনি আত্মীয়তার সম্পর্কে জড়িয়ে পড়েছে এসব অতিথি পাখি।

দিঘি পাশেন স্থানীয়রা জানান, আমাদের এখানে যে অতিথি পাখি আসছে তার নাম ছোট সরালি। শীতের শুরু থেকে বহু মানুষ আসছেন এসব অতিথি পাখি দেখার জন্য। অনেক সময় অনেক পাখি শিকারিরাও আসেন পাখি শিকারের উদ্দেশ্যে আমরা সবসময় তাদের নিরুৎসাহিত করি কারণ অতিথি পাখিরা আমাদের দেশে আসে অতিথি হয়ে। কেউ যেন এদের শিকার করতে না পারে এবং দর্শনার্থীদের যেন তোন অসুবিধা না হয় সে বিষয়ে আমরা এলাকাবাসীরা সারাক্ষণ সজাগ আছি। পাশা পাশি প্রশাসন ও তাদের নজরদারির জন্য পুকুকে প্রায় টহল টাম পাঠায়।

সারাদেশের ন্যায় যশোরের শার্শায় কর্মবিরতিতে স্বাস্থ্যকর্মীরা

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্যকর্মীরা নিয়োগবিধি সংশোধনসহ বেতন আপগ্রেডেশনের দাবিতে কর্মবিরতি পালন করছেন তারা।

সোমবার (৩০ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর সামনে ‘ভ্যাকসিন হিরো সম্মান,স্বাস্থ্য সহকারীর অবদান’ ¯েøাগানে এ কর্মসূচি পালন করেন তারা।শার্শা উপজেলা স্বাস্থ্য সহকারী কামরুজ্জামানের সভাপতিত্বে কর্মবিরতি পালন করা হচ্ছে।

কর্মবিরতিতে উপস্থিত স্বাস্থ্যকর্মীরা বলেন, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের দাবী গুলা অতিদ্রæত মেনে নিক এবং আমার কর্মস্থলে ফিরে যেতে চাই।

এসময় আরো এক স্বাস্থ্যকর্মী বলেন, কেন্দ্রীয় দাবী বাস্তবায়ন কমিটি’র নির্দেশে সারাদেশের ন্যায় শার্শা উপজেলায় কর্মবিরতি পালন করছি। ১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা বাস্তবায়নের জন্য। আমরা চাই আমাদের দাবী গুলা পুরণ করে দ্রæত কাজে ফিরতে।

প্রেমের ফাঁদ পেতে বিকাশের টাকা উদ্ধার কলেজছাত্রীর

সৌমেন মন্ডল রাজশাহী ব্যুরো: বিকাশে প্রতারণার শিকার হয়েছিলেন রাজশাহীর এক কলেজয়ছাত্রী। প্রতারকরা তার বিকাশ থেকে হাতিয়ে নিয়েছিল ৫১ হাজার টাকা। পরে পুলিশের পরামর্শে তিনি ওই প্রতারকের সঙ্গেই শুরু করেন প্রেমের অভিনয়। প্রেম জমে উঠলে ওই প্রতারক কলেজছাত্রীর সঙ্গে দেখা করতে আসে। আর তখনই এক সহযোগীসহ ওই প্রতারককে আটক করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

আটক দুইজন হলো- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার জাঙ্গালপাশা মধ্যপাড়া গ্রামের আবদুল খানের ছেলে হাসান খান (১৯) এবং জাঙ্গালপাশা পূর্বপাড়া গ্রামের নূর মোহাম্মদ শেখের ছেলে মাহমুদ হাসান ওরফে বায়েজিদ (১৯)। পুলিশ বলছে, এরা পেশাদার প্রতারক। মুঠোফোন কল দিয়ে তারা কৌশলে বিকাশের পিন নম্বর হাতিয়ে নেয়। এরপর সরিয়ে ফেলে বিকাশের টাকা।
প্রেমের ফাঁদে ফেলা কলেজছাত্রীর সঙ্গে দেখা করতে এলে রোববার বিকালে রাজশাহী মহানগরীর ল²ীপুর মোড় থেকে এদের আটক করা হয়। তাদের কাছ থেকে ৭৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। আরএমপির ডিবি পুলিশের উপ-কমিশনার (ডিসি) আবু আহাম্মদ আল মামুন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভুক্তভোগী ওই ছাত্রী রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করেন। গত ১৬ নভেম্বর তার মুঠোফোনে অচেনা একটি নম্বর থেকে কল আসে। ওই ব্যক্তি ছিল প্রতারক হাসান। তবে সে নিজেকে ওই শিক্ষার্থীর কলেজের শিক্ষক পরিচয় দেয়। সে বলে, করোনাকালে বিকাশের মাধ্যমে সরকার শিক্ষার্থীদের বৃত্তি দিচ্ছে। কিন্তু যে নম্বরে বৃত্তি পাঠানো হবে সেই বিকাশে অন্তত ৫০ হাজার টাকা থাকতে হবে। তাহলেই এই নম্বরে সরকার টাকা পাঠাবে।
বিষয়টি আঁচ করতে না পেরে ওই শিক্ষার্থী তার অভিভাবকের সঙ্গে কথা বলে বিকাশে ৫০ হাজার টাকা তোলেন। আর তার বিকাশে আগে থেকেই কিছু টাকা ছিল। ওই ছাত্রী বিকাশে টাকা তোলার পর প্রতারক হাসান কৌশলে তার পিন নম্বরটি জেনে নেয়। এরপর সে ওই ছাত্রীর বিকাশ থেকে ৫১ হাজার টাকা সরিয়ে নেয়। পরে প্রতারণার বিষয়টি টের পেয়ে ওই ছাত্রী ডিবি পুলিশের স্মরণাপন্ন হন।

আরএমপির ডিবি পুলিশের ডিসি আবু আহাম্মদ আল মামুন বলেন, ‘সবকিছু শোনার পর আমি ওই ছাত্রীকে পরামর্শ দিলাম যে অন্য একটি নম্বর থেকে ওই প্রতারকের সঙ্গে তুমি কথাবার্তা বলতে থাক। যেহেতু আগে খুব বেশি কথা হয়নি, সে হয়ত বুঝতে পারবে না। এই কৌশলটাই কাজে দিয়েছে। পরদিন থেকেই মেয়েটি অন্য একটি নম্বর থেকে তার সঙ্গে কথা শুরু করে। প্রতারক মেয়েটিকে চিনতে পারেনি। মেয়েটির চেয়ে প্রতারকটাই বেশি কথা বলতে আগ্রহী হয়ে ওঠে। মেয়েটিকে প্রেমের প্রস্তাব দিলে সে রাজিও হয়ে যায়। তারপর প্রেমের অভিনয় করতে থাকে এবং এসবের আপডেট আমাদের জানাতে থাকে। এই ১২ দিনেই প্রেম জমে ওঠে।’

ডিবি পুলিশের এই কর্মকর্তা জানান, তাদের পরামর্শে ওই ছাত্রী প্রতারককে দেখা করার জন্য ডাকে। এই ডাকে সাড়া দিয়ে হাসান তার সহযোগী আরেক প্রতারককে নিয়ে রোববার রাজশাহী নগরীর ল²ীপুর মোড়ে আসে। সাদাপোশাকে এখানে আগে থেকেই ওঁৎ পেতে ছিলেন ডিবি পুলিশের সদস্যরা। ওই কলেজছাত্রীর সঙ্গে দেখা হলেই তারা দুই প্রতারককে ধরে ফেলেন।
তিনি আরও জানান, আটকের সময় দুইজনের কাছে মোট ৭৬ হাজার টাকা পাওয়া গেছে। এদের বিরুদ্ধে ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা নগরীর রাজপাড়া থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছেন। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অবৈধ ভাবে ভারতে পাচার হওয়া আট নারীকে বাংলাদেশে ফেরত

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচার হওয়া আট বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারত সরকার।

সোমবার (৩০ নভেম্বর) বিকেল ৫টার সময় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ট্রাভেল পারমিটের মাধ্যমে বাংলাদেশের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

ফেতর আসারা হলেন, খাগড়াছড়ি জেলার আব্দুল বাতেনের মেয়ে হাজিরা খাতুন, যশোর জেলার আব্দুর রহমানের মেয়ে সালমা খাতুন, আয়ুব আলীর মেয়ে হাজিরা খাতুন, শাখাওয়াত আলী বিশ্বাসের স্ত্রী মাজেদা খাতুন, পটুয়াখালী জেলার হাকিম আলী হাওলাদারের স্ত্রী রেখা বেগম, মাগুরা জেলার তোরাপ বিশ্বাসের মেয়ে রিয়া বিশ্বাস, নারায়ণগঞ্জ জেলার আব্দুল আজিজের মেয়ে আখি মন্ডল ও চুয়াডাঙ্গা জেলার রতন মন্ডলের মেয়ে রানী মালিথা।

ভারত থেকে ফেরত আসা নারীদের বেনাপোল থেকে গ্রহনকারী যশোর রাইটস এর তথ্য অনুসন্ধান কর্মকর্তা তৌফিকুর জানান, ভুক্তভোগী নারীরা ভালো কাজের আশায় বিভিন্ন সময় দালালের প্রলোভনে পড়ে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে পাচার হয়। পরে এরা ভারতের বোম্বাই শহরে পুলিশের হাতে আটক হয়। পরবর্তীতে ভারতের বোম্বাই রেসকিউ ফাউন্ডেশন নামে একটি বেসরকারি এনজিও সংস্থা তাদেরকে ছাড়িয়ে নিয়ে তিন বছর নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে চিঠি চালাচালির মাধ্যমে এদেরকে ট্রাভেল পারমিটে আজ বিকালে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, ফেরত আসা আট নরীকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করেছে। কাগজ পত্রের আনুষ্ঠানিকতা শেষে এদেরকে জাস্টিস এন্ড কেয়ার পাঁচ জন ও যশোর রাইটস তিন জনকে এ দুটি এনজিও সংস্থা তাদেরকে গ্রহন করেছে। পরবর্তীতে এনজিও সংস্থা গুলি তাদের পরিবারে কাছে হস্তান্তর করবে বলে তিনি জানান।

রাণীশংকৈলে হেলথ্ এসিস্ট্যান্টদের কর্মবিরতি

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ নভেম্বর সোমবার বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ও বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির উদ্যোগে নিয়োগবিধি সংশোধনসহ বেতন স্কেল আপগ্রেডেশন ও টেকনেশিয়ান পদ মর্যদার দাবিতে গত ২৬ নভেম্বর বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে।

এই উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে তারা কর্মবিরতি পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন সমিতির সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক তাজমুল জাহান বাণী ।

এছাড়াও স্বাস্থ্য সহকারি স্মৃতি সাঈদা জেবিন, শামসুন্নাহার, গোলাপী বেগম ও মাজেদুর রহমান প্রমুখ। এ প্রসঙ্গে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাক্তার ফিরোজ আলম জানান তাদের ব্যানারে একটি কর্মবিরতি চলছে এবং আমাদেরকে একটি স্মারকলিপি দিয়েছেন।

যশোর সীমান্ত থেকে ৩০টি স্বর্ণের বারসহ আটক-৩

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: যশোর-মাগুড়া রোড, বাহাদুরপুর বাজার পাঁকা রাস্তার উপর থেকে বেনাপোল গামী ফেম পরিবহনের একটি বাস তল্লাশী করে ৩কেজি ৫শ গ্রাম ওজনের ৩০টি স্বর্নের বারসহ তিন জন আসামী আটক করেছে ৪৯ বিজিবি সদস্যারা।

সোমবার (৩০ নভেম্বর ) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় যশোর ৪৯ বিজিবি। আটকরা হলেন-(১) রতন কুমার পোদ্দার (৪৯), পিতা-গোস্ট বিহারী পোদ্দার, গ্রাম-গোলাপরায়, ডাকঘর-পঞ্চসার, থানা-মুন্সিগঞ্জ, জেলা-মুন্সিগঞ্জ, (২) প্রদীপ সাহা (৫৫), পিতা-মৃত মিন্টু সাহা, গ্রাম-মাঝিয়ারা, ডাকঘর-জীবনগঞ্জ বাজার, থানা-নবীনগর, জেলা-ব্রাহ্মনবাড়িয়া, (৩) পংকজ দত্ত (৪৮), পিতা-সোভল দত্ত, কালীগঞ্জ শাহা রোড়, থানা-গেন্ডারিয়া, জেলা-ঢাকা।

৪৯,ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত হুন্ডি, মাদক, চেরাচালান ও স্বর্ণ আটকের নিমিত্তে বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতাসহ অভিযান জোরদার করা হয়েছে। এছাড়াও, করোনাকালীন সময়ে চোরাকারবারীদের যেকোন তৎপরতা ও কর্মকান্ড রহিত করনের লক্ষে বিশেষ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।যার ফলশ্রæতিতে অদ্য ৩০ নভেম্বর ২০২০ তারিখ ব্যাটালিয়ন সদর হতে সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে যশোর-মাগুড়া রোড, বাহাদুরপুর বাজার পাঁকা রাস্তার উপর হতে শরীয়তপুর হতে বেনাপোলগামী ফেম পরিবহনের একটি বাস তল্লাশী করে ৩.৫ কেজি ওজনের ৩০ টি স্বর্নের বারসহ ০৩ জন আসামী আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২,৪১,৫০,০০০/- (দুই কোটি একচল্লিশ পঞ্চাশ হাজার) টাকা।

উদ্ধারকৃত স্বর্নের বার ও আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

শার্শার ১১টি ইউনিয়ন চেয়ারম্যান গনের হাতে করোনা প্রতিরোধী সামগ্রী তুলেদেন এমপি শেখ আফিল উদ্দিন

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: ২০২০-২০২১ অর্থ বছরে উপজেলা পরিষদ,শার্শা এর আওতায় এডিপি অর্থ দ্বারা শীত মৌসুমে করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবিলায় শার্শা উপজেলার জনগনের মাঝে করোনা প্রতিরোধ উপকরন-মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার,এন্টিসেপ্টিক সাবান,শিক্ষা উপকরন ও বেঞ্চ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শার সাংসদ সদস্য শেখ আফিল উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান,সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ,যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল,উপজেলা আ.লীগের সহ-সভাপতি সালেহ আহম্মেদ মিন্টু,ছাত্রনেতা রহিম সর্দার ও ছাত্রনেতা ইকবাল হোসেন রাসেল প্রমুখ।

শার্শায় উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষে চিকিৎসকদের মাঝে চিকিৎসা উপকরণ বিতরণ

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি: উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে শার্শা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের মাঝে চিকিৎসা উপকরন করেন এমপি শেখ আফিল উদ্দিন।

উপজেলা পরিষদ শার্শা কর্তৃক আয়োজিত এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে চিকিৎসা উপকরন গুলি চিকিৎসকদের হাতে তুলে দেন প্রধান অতিথি। অপর দিকে শার্শার এমপি শেখ আফিল উদ্দিন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প(জিওবি-আইডিবি) এর আওতায় নির্মিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,শার্শা উপজেলার নতুন দ্বিতল ভবন এর শুভ উদ্বোধন ঘোষনা করেন।

ভবনটিতে লাল ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতল ভবনটি উদ্বোধন করা হয়েছে। ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা ভূমি ম্যাজিস্ট্রেট রাসনা শারমিন মিথি, কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল ওহাব, শিক্ষা অফিসার হাফিজুর রহমান, শার্শা থানার ওসি বদরুল আলম, সাধারণ সম্পাদক নুরুজ্জামান,যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,যশোর জেলা আ.লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক আসিফ উদ দৌলা সরদার অলোক, ছাত্রলীগ নেতা আব্দুর রহিম সর্দার ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেলসহ উপজেলার ১১টি ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।

ধামরাইয়ে প্রধানমন্ত্রীর বিশেষ১০টি উদ্যোগ বাস্তবায়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ সম্রাট আলাউদ্দিন,ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ ঢাকার ধামরাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগ বাস্তবায়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ঢাকা জেলা তথ্য অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে ঢাকা জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মুহাম্মদ আরিফ সাদেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হক ।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দশটি উদ্যোগ একটি বাড়ি একটি খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়ক কর্মসুচী, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসুচী এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করণে তৃণমুল পর্যায়ে ছড়িয়ে দিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সেলিনা খানম, আমার বাড়ি আমার খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংক উপজেলা সমন্বয়কারী মির্জা তানজীদা সুলতানা সহ আরো অনেকেই ।

সর্বশেষ আপডেট...