20 C
Dhaka, BD
শনিবার, জানুয়ারি ৩১, ২০২৬

সাভারে দুদক কর্মকর্তা পরিচয়দানকারী হারুন অর রশিদ নামের এক প্রতারককে আটক করেছে র‌্যাব-৪

বিপ্লব,সাভার ঃ সাভারে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুদক কর্মকর্তা পরিচয়দানকারী হারুন অর রশিদ (২৫) নামের এক প্রতারককে আটক করেছে র‌্যাব-৪।

সাভারের সিআরপি রোড সংলগ্ন ডগরমোড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটককৃত হারুন অর রশিদ নাটোর জেলার বাসিন্দা বলে জানা গেছে। সে
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন অবৈধ কাজের সহায়তা এবং চাকরি দেয়ার আশ্বাস দিয়ে ভিন্ন ভিন্ন মানুষের কাছ থেকে মোটা অংঙ্কের টাকা হাতিয়ে নিতো বলে
জানিয়েছে র‌্যাব ৪।

র‌্যাব ৪ জানায়, সাম্প্রতিক কালে ভুয়া পরিচয় প্রদান করে অভিনব কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে বিভিন্ন প্রতারনার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শেণ্রীর নব্য প্রতারক চক্র। পরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে
প্রতারক হারুন অর রশিদকে আটক করা হয়। এসময় দুদক কর্মকর্তার ভুয়া ১টি আইডি কার্ড, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ২টি বদলি প্রজ্ঞাপন, ১টি ওয়ারলেস সেট, ২টি কাস্টমস অফিসারের ক্যাপ, ১টি পুলিশ ক্যাপ, ৩টি জ্যাকেট, ১টি ক্রেস্ট, ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব ৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর চৌধুরী জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েক বছর যাবৎ সাভার, আশুলিয়া, ধামরাই, লালবাগসহ ঢাকার বিভিন্ন এলাকায় নিজেকে কখনো র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট, কখনো দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা আবার কখনো কাস্টমস অফিসার
পরিচয় দিয়ে আসছিলেন বলে স্বীকার করেছেন। মূলত সে বিভিন্ন অবৈধ কাজের সহায়তা ও চাকরি দেয়ার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংঙ্কের টাকা হাতিয়ে নিতো।

আটকের হারুন অর রশিদ লালবাগ থানা এবং দায়রা আদালতের মামলার পলাতক আসামি। আজ তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে বলেও জানায় র‌্যাব।

রাজশাহীর জনগনের মন কারছে আইবাঁধ

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যাুরোঃ ইতোমধ্যে রাজশাহীর নয়নাভিরাম স্থান হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছে আইবাঁধ। মনোরম এই স্থানটি দেখতে শুধু রাজশাহীবাসী নয় ছুটে আসছেন দূর-দূরান্তের মানুষও। সম্প্রতি নগরীর এই স্থানটির সৌন্দর্য বর্ধনে হাতে নেয়া হয়েছে বিভিন্ন কর্মসুচি।

বাঁধটির পাশে তৈরি হচ্ছে হাইটেক পার্ক।পাশে রয়েছে বিভিন্ন রেস্টুরেন্ট ও ছোট ছোট আম গাছ।দোকান পাট।

ছুটির দিনে দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয় রাজশাহীর আই বাঁধ। রাজশাহীবাসীর পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা ছোট্ট শিশু থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরা এখানে এসে ফেলেন প্রশান্তির নি:শ্বাস। পদ্মার পারে দীর্ঘ বাঁধ, নিচে বিস্তৃত নদির ছলছল জল, পরিকল্পিত রাস্তা আর সবুজ গাছ পালা যেন দর্শনার্থীদের নিয়ে যায় ভিন্ন এক জগতে।

কিন্তু করোনা কালিন সময়ে মানুষ মুক্ত বাতাস নিতে ছুটে আসছে দুর দুরান্ত থেকে। মহামারি করোনার কারনে ঘরে থাকার নির্দেশনা অমান্য করে রাজশাহীর পদ্মার পাড়ে ভিড় জমাচ্ছে মানুষ। রবিদিন সকাল থেকে শত শত দর্শনার্থী ভিড় জমায় পদ্মার বিভিন্ন বাধে বিভিন্ন স্থানে। বেলা ১১টার পর ভিড় ক্রমে বাড়ে। দুপুরে রোদের প্রখরতায় অবশ্য ফাঁকা হয়ে যায়। বিকাল চারটার পর আবার ভিড় বাড়তে শুরু করে।

বিকাল চার টার পর থেকে প্রাইভেট কার, সিএনজি অটোরিকশা ও রিকশায় করে শত শত মানুষ আসছে রাজশাহী হাইটেক পার্ক সংলগ্নো আই বাঁধে । এর মধ্যে তরুণ-তরুণীর সংখ্যাই বেশি। তারা বাঁধের বিভিন্ন স্পটে আড্ডা দিচ্ছে। অনেকে আড্ডা দিচ্ছেন পরিবারের সদস্যদের নিয়েও। কেউ এসেছেন বন্ধু বান্ধবের সাথে।অনেক এর মুখে মাক্স নেই বসে আছে হাত ধরে পাশাপাশি ফটো সাংবাদিকদের মুখোমুখি হয়ে কয়েকজন নিজেদের ভুল স্বীকার করে নেন। তারা বলেন, এতো মানুষের সমাগম হবে জানলে আসতাম না।আর দুরত্ব বজাই রাখা সবার উচিত পাশাপাশি এভাবে বসা ঠিক হয় নি। কিন্তু এখানে এতো মানুষ আসবে তা ভাবতে পারিনি।

রাজশাহীর অনেক স্পট ফেলে আইবাঁধে কেনো এসেছেন? এক যুবকের কাছে জানতে চাইলে তিনি বলেন, কেনো আসছি জানি না। তবে আসার জন্য দুঃখিত। আরেকজন বলেন, একটু দেখতে আসলাম রাস্তা-ঘাটের পরিবেশ কেমন। তবে আসাটা ঠিক হয়নি। এখানে বাসে আড্ডা দিচ্ছেন কেনো এমন প্রশ্নে এক ব্যক্তি বলেন,  পদ্মা গ্রার্ডেন যাওয়া জন্য বের হয়েছি। তবে এখানে বসে অন্যয় করেছি। আমি এক্ষণি চলে যাচ্ছি।

এদিতে যাদের মুখে মাক্স নাই তাদের ধরে ম্যাজিস্ট্রেট মোবাইল কোট বসিয়ে ২০০/৩০০ টাকা জরিমানা করতে দেখা যায়। ছবি তুলতে নিষেদ করে ম্যাজিস্ট্রেট।

এদিকে, প্রতি দিন রাজশাহীর বিনোদন কেন্দ্রগুলোতে থাকতো লোকে লোকারণ্য৷ কিন্তু এবছর মহামারি করোনাভাইরাসের কারণে সেই চিত্র চোখে পড়েনা।  নেই মানুষের সেই আমেজ। অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোতে সেখাবে যাচ্ছে না জনগন ।

সাভারে তুরাগ নদীতে অভিযান চালিয়ে অবৈধ ভাবে বালু ভরাটের অভিযোগে ছয় শ্রমিককে আটক করেছে নৌ পুলিশ।

বিপ্লব,সাভার ঃ সাভারের কাউন্দিয়া এলাকার তুরাগ নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে আশুলিয়া নৌ পুলিশ।

নৌ পুলিশ জানায়,রাতে সাভারের কাউন্দিয়া এলাকার তুরাগ নদীর তীর ভূমি দখল করে বেশ কয়েকজন শ্রমিক অবৈধ ভাবে বালু ভর্তি বলগেড থেকে অন্য বলগেডে ড্রেজার দিয়ে বালু ভরাট করছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করেন আশুলিয়া নৌ পুলিশ ফাঁড়ির এস আই (উপ-
পরিদর্শক) মমিন উদ্দিন। এসময় তিনি হাতে নাতে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বলগেডে বালু ভরাব অভিযোগে ছয়জন শ্রমিককে আটক করে।

সেই সাথে দুটি ড্রেজারও জব্দ করেন। আটককৃত ছয় শ্রমিক হলো বাবুল বেপারী (৩৫),সবুজ হাওলাদার (৩৩),হারুনুর রশিদ (২৪),সুমিল সরকার (২৬),শ্রী মলিন (৩৩),ও শ্রী সাগর (৩৩)। এরা সবাই ড্রেজার ও বলগেডের শ্রমিক । আটককৃত শ্রমিকদের বিরুদ্ধে রাতেই মামলা দায়ের করে সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে নৌ পুলিশ। আটককৃতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

আশুলিয়া নৌ পুলিশ ফাঁড়ির এস আই মমিন উদ্দিন বলেন,এক শ্রেণীর কতিপয় ভূমি দস্যুরা নদীর তীর দখল করে বালু ব্যবসা করে আসছিলো এতে করে নদীর সৌন্দর্য বিলিন হয়ে যাচ্ছিলো। নতুন করে কেউ নদীর তীর দখল করে বালু ব্যবসা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বলেন
তিনি।

মাগুরায় সদর যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট শীর্ষক এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার বিকেলে মাগুরা সদরের চার ইউনিয়নের দক্ষিণ দক্ষিণ আওয়ামী যুবলীগ ইউনিট কর্তৃক আয়োজিত গোপালগ্রাম ইউনিয়নের তাড়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় মাগুরা সদরের(দক্ষিণ) যুবলীগ নেতা মুজিবুর রহমানেরর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ ফজলুর রহমান ।

প্রধান অতিথির বক্তব্যে মাগুরা জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মোঃ ফজলুর রহমান বলেন, ১৫ই আগস্ট শুধুমাত্র বঙ্গবন্ধুকে হত্যা করার উদ্দেশ্য ছিলনা । ষড়যন্ত্রকারী ঘাতকেরা হত্যা করতে চেয়েছিল বাংলাদেশের স্বাধীন মানচিত্রকে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে এই শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে । যাতে করে কোন অপশক্তি যেন আর কোনদিন এই স্বাধীন বাংলার মাঠিতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে । তাই যুবলীগকে আরো বেশী ঐক্যবদ্ধ হয়ে নিষ্ঠার সাথে কাজ করতে হবে ।

সভায় যুবলীগ নেতা ইমরান হোসেন জিকুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক আলী আহমেদ আহাদ, আশরাফ হোসেন খান,গোপালগ্রাম ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান রাজিবসহ মাগুরা জেলা ও দক্ষিণ মাগুরার শত্রæজিৎপুর,কুচিয়ামোড়া এবং বেরইল পলিতার চার ইউনিয়নের আওয়ামী যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ । ইউরোপ প্রবাসী মাল্টা যুবলীগের সভাপতি মশিউর রহমান এর সার্বিক সহযোগিতায় শোকাবহ আগস্টের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আলোচনা সভা শেষে স্থানীয় তাড়ড়া গুচ্ছগ্রামের অসহায় ব্যক্তিদের মাঝে তৈরী খাবার বিতরণ করা হয় ।

মাগুরার শ্রীপুরে ডিজিটাল হ্যাকিং গ্রুপের ১০ প্রতারক আটকসহ সরঞ্জামাদি উদ্ধার

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার চরচৌগাছী গ্রাম থেকে শনিবার রাতে ডিজিটাল হ্যাকিং গ্রুপের ১০ প্রতারককে বিপুল পরিমান হ্যাকিং সরঞ্জামাদীসহ আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

এ সময় তাদের ব্যবহৃত ৯টি কম্পিউটার, ৭টি হার্ডডিক্স, ১০টি ডেক্সটপ, ১০টি মোবাইল ও একটি মডেম উদ্ধার করা হয়।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আহমেদ মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি (তদন্ত) লিটন কুমার সরকারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার চরচৌগাছী গ্রামের চাঁদ আলী শেখের ছেলে হ্যাকিং গ্রæপের নেতা মোঃ মহিদুল ইসলাম এর বাড়িতে অভিযান পরিচালনা করে মহিদুল ইসলাম (২০)সহ আকিদুল শেখের ছেলে সবুজ শেখ(১৬), আজিজ শেখের ছেলে মিজানুর রহমান(২২), চাঁদ আলী শেখের ছেলে জাহিদুল ইসাম(২৫), ফজলে বিশ্বাসের ছেলে রানা বিশ্বাস(১৮), আতিয়ার বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস(১৬), আখিল বিশ্বাসের ছেরে জয় মাহমুদ(২২), মাগুরা সদর উপজেলার কচুন্দি এলাকার বকুল মোল্ল্যার ছেলে শান্ত মোল্ল্যা(১৬), রাজবাড়ির কালুখালি উপজেলার সুন্দরপুর গ্রামের রব মোল্ল্যার ছেলে সজিব(১৮) এবং রাজবাড়ির বালিয়াকান্দি এলাকার মোকছেদ আলী মন্ডলের ছেলে আলমগীর হোসেন(১৮) কে আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ব্যবহৃত ৯টি কম্পিউটার, ৭ টি হার্ডডিক্স, ১০টি ডেক্সটপ, ১০ টি মোবাইল ও একটি মডেম উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৩,২৪,২৫,৩৪,৩৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সাভারের আশুলিয়া থেকে অপহরণের তিন দিন পরে ওমর আলী নামের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ

সাভার,প্রতিনিধি ঃ সাভারের আশুলিয়া থেকে অপহরণের তিন দিন পরে ওমর আলী (৮) নামের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

এঘটনায় কুখ্যাত অপহরণকারী আনিছুর রহমানকে (৩১) আটক করেছে পুলিশ। রাতে উত্তরার আব্দুল্লাহপুর থেকে অপহৃত শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়,আশুলিয়ার জামগড়া বটতলা এলাকায় পোশাক শ্রমিক নুরুল ইসলাম শ্যামল ঘোষ নামের এক বাড়িওয়ালার বাড়িতে একটি কক্ষ নিয়ে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকতো। সেই বাড়িতে গত কয়েকদিন আগে ভাড়াটিয়া হিসেবে একটি রুম ভাড়া নেন কুখ্যাত অপহরণকারী আনিছুর রহমান। পরে গত ২৭ আগষ্ট প্রতিবেশী শিশু ওমর আলীকে দোকান থেকে খেলনা কিনে দেওয়ার কথা বলে অপহরণ করে নিয়ে যান আনিছুর রহমান। পরে শিশুটির পরিবারের কাছে মুঠোফোনে মুক্তিপণ হিসেবে দুই লক্ষ টাকা দাবি করেন অপহরণকারী আনিছুর রহমান।

এসময় শিশুকে অপহরণের কথা পুলিশকে জানালে অথবা মুক্তিপণের টাকা দিতে দেরি হলে শিশুটিকে হত্যা করে লাশ গুম করারও হুমকি দেন অপহরণকারী ব্যক্তি। পরে দুই দফায় শিশুটির বাবা গার্মেন্টস চাকুরী করা বেতনের জমানোকৃত দশ হাজার টাকা অপহরণকারীকে দিলে আরও দুই লক্ষ টাকা দাবি করেন তিনি।

পরে শিশুটির পরিবারের সদস্যরা অপহরণের বিষয়টি আশুলিয়া থানা পুলিশকে জানালে শিশুটিকে জীবিত উদ্ধার করতে মাঠে নামেন পুলিশ। এসময় অপহরণকারী শিশুটিকে বরিশালসহ বিভিন্ন স্থানে নিয়ে ঘন ঘন স্থান পরিবর্তন করায় উদ্ধার করতে একটু বেগ পেতে হয় পুলিশকে। পরে গতকাল রাতে অপহরণকারী শিশুটির পরিবারের কাছে মুক্তিপণের দুই লক্ষ টাকা দাবি করলে শিশুটির পরিবারের সদস্যরা আশুলিয়া থানা পুলিশের সহয়তায় উত্তরার আব্দুল্লাহপুরে শিশুটিকে নিয়ে এসে মুক্তিপণের টাকা নিতে বলেন অপহরণকারী আনিছুর রহমানকে।

এসময় অপহরণকারী আনিছুর রহমান মুক্তিপণের টাকা নিতে আসলে আগে থেকে সেখানে অবস্থানরত আশুলিয়া থানার এস আই ইকবাল হোসেন অপহরণকারীকে হাতে নাতে আটক করে শিশুটিকে উদ্ধার করে তার বাবা মায়ের কোলে ফিরিয়ে দেয়। শিশুটিকে জীবিত উদ্ধার করায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন শিশুটির বাবা ও মা।

পুলিশ আরো বলছে ওই অপহকারী ব্যক্তি বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে শিশুদেরকে অপহরণ করে মুক্তিপণ হিসেবে টাকা আদায় করে আসছিলো। এবিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্য ওসি শেখ রিজাউল হক দিপু বলেন,আটক অপহরণকারীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হবে। এসময় তিনি আরও বলেন,বাড়ি ভাড়া দিতে হলে ভাড়াটিয়াদের ফরম পূরণ করে ভাড়া দিতে হবে বাড়ির মালিকদের।

মাগুরায় ১৪৪ জন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে ৭২ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধিঃ মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে রবিবার দুপুরে ১৪৪ জন জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে ৭২ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ধীন মাগুরা জেলা সমাজসেবা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক আফজাল হোসাইন, সহকারি পরিচালক জাহিদুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে জেলার চার উপজেলার ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় রোগে আক্রান্ত ১৪৪ জন রোগীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা হারে মোট ৭২ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

সাভারে সড়ক দুর্ঘটনায় আব্দুস সালাম নামের এক চিত্র শিল্পী নিহত হয়েছে (ভিডিও)

https://www.youtube.com/watch?v=QHFcfXE_Eiw

বিপ্লব,সাভার ঃ সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসষ্ট্যান্ড এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়,সকালে হেমায়েতপুর বাসষ্ট্যান্ডে রাস্তা পার হচ্ছিলেন চিত্র শিল্পী আব্দুস সালাম (৫৫)। এসময় মহাসড়কে চলাচলরত দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় চিত্র শিল্পী আব্দুস সালামকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।

পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত চিত্র শিল্প কিশোরগঞ্জ জেলার (অব,) পুলিশ কর্মকর্তা এরশাদ উল্লার ছেলে।

বিষয়টি নিশিচত করে সাভার মডেল থানার পুলিশ কর্মকর্তা নাজিউর রহমান বলেন,এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান ও এমাদুল হক মনিরের সংবাদ সম্মেলন

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ এমাদুল হক মনিরের সংবাদ সম্মেলন।

২৯/০৮/২০২০ইং তারিখ শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য চেয়ারম্যান মনির হোসেন জানান, তার বিরুদ্ধে মিতু নামে এক যুবতীর মামলা উদ্দেশ্য প্রণোদিত, প্রতিহিংসা ও ষড়যন্ত্র মূলক।

তিনি আরও বলেন বাংলাদেশের রাজনীতিতে প্রতিপক্ষকে সায়েস্তা করার জন্যে বড় হাতিয়ার হলো মামলা, আমার বেলায় তাই ঘটেছে। বক্তব্যে আরও উল্লেখ করে বলেন মিতুর বাবা মনির হাওলাদার একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামী। এর টাকা ও স্বার্থের বিনিময় এমন কোন কাজ নেই যে, করতে পারেন না। তাই আমার প্রতিপক্ষরা টাকা দিয়ে এ গল্প কাহিনী সাজিয়েছেন।

গত ২৪/০১/২০২০ইং তারিখ আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হই। মিতুর সাথে যদি আমার সর্ম্পক থাকে তাহলে আমার বিয়ের সময় কেন বাধা দিলেন না এবং দীর্ঘ সময় কেন তিনি মামলা করেননি। এটা যে একটি বানোয়াট অভিযোগ তা এর থেকেই প্রমানিত।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঝালকাঠি পৌর কাউন্সিলর বাবু তরুন কুমার কর্মকার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খসরু নোমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, চেঁচরীরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন ফরাজী, পাটিখালঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিশির দাস, আমুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম ফোরকান, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান লিটন নকীবসহ আওয়ামীলীগ ও তার সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

লালপুরে জাতির জনকের শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ।

মোঃ নাহিদুৃল ইসলাম নাহিদ (নাটোর প্রতিনিধি)ঃ নাটোরের লালপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের ৪৫তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার (২৮আগস্ট) সন্ধ্যায় দুড়দুয়িা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নায়েব উদ্দিন মালিথা ও আজিজুল আলম মক্কেল মাষ্টারের সভাপতিত্বে পৃথক দুটি স্থানে এ শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-(লালপুর-
বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সহ সভাপতি এসকেন্দার মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাউছার, আলাউদ্দিন আলাল, মাহমুদুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, সাবেক
এমপি মরহুম মমতাজ’র পুত্র শামীম আহমেদ সাগর, বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, জেলা তাঁতীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আওয়ামীলীগ নেতা তোফাজ্জল হোসেন তোফা।

সর্বশেষ আপডেট...