28 C
Dhaka, BD
শনিবার, জুলাই ১৯, ২০২৫

রাণীশংকৈলে ছেলেধরা গুজবের বিরুদ্ধে পুলিশের সচেতনতা সভা ।

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতাঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ছেলেধরা গুজবের বিরুদ্ধে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে ২৪ জুলাই বুধবার বিকেলে রাণীশংকৈল প্রেসক্লাবের (পুরাতন) সদস্যদের সাথে পুলিশ প্রশাসনের এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন এ.এস.পি(সার্কেল) মুস্তাফিজুর রহমান। সভায় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এলাকায় ছেলেধরা গুজবের বিরুদ্ধে ইতোমধ্যে মীরডাঙ্গী বাজার ও স্কুল, কেন্দ্রিয় মাধ্যমিক স্কুল এসব স্থানে তাদের অনুষ্ঠিত সচেতনতা সভার কথা জানান।
তাদের এ তৎপরতা অব্যাহত থাকবে বলেও তারা বলেন এবং এ ব্যাপারে তারা সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

জাবিতে র‌্যাগিংয়ের নামে জুনিয়র শিক্ষার্থীর কান ফাটাল সিনিয়র শিক্ষার্থী ।

সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে র‌্যাগিংয়ের নামে জুনিয়র এক শিক্ষার্থীকে থাপ্পড় মেরে কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে একই হলের সিনিয়র এক শিক্ষার্থীর বিরুদ্ধে। অভিযুক্ত ওই শিক্ষার্থীর নাম শিহাব। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী। মারধরের শিকার মো.ফয়সাল আলম। তিনি একই হলের ও গণিত বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী।
গত সোমবার (২২ জুলাই) রাত ১টার দিকে মারধরের এই ঘটনা ঘটে।
মারধরের শিকার মো.ফয়সাল আলমসহ অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত ১টার দিকে শিহাব (মাকের্টিং-৪৭), সারোয়ার শাকিল (ইতিহাস-৪৭) এবং মোঃ ফয়জুল নীরবসহ (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং-৪৭) আরও ২০-২৫ জন শিক্ষার্থী গণরুমে এসে ফয়সালের পরিচয় জিজ্ঞেস করে। সর্দি জনিত কারণে গলায় সমস্যা থাকায় পরিচয় দেওয়ার সময় হলের নাম জোরে কেন বলতে পারেনি ফয়সাল এ জন্য তাকে মুরগি হতে বলে তারা। এ সময় ফয়সাল চার-পাঁচ বার মুরগি হলে তাকে গণরুমের জানালার গ্রিলের সঙ্গে ঝুলে থাকতে বলা হয়। তার এক হাতের তালু সামান্য কাটা থাকায় ঝুলতে অস্বীকৃতি জানালে শিহাব এসে ফয়সালের কানের ওপর সজোরে থাপ্পড় দেয়। এতে তার কানে প্রচণ্ড যন্ত্রণা শুরু হওয়ার একপর্যায়ে কান থেকে রক্ত বের হতে থাকে। অবস্থা বেগতিক দেখে গণরুমের বন্ধুরা তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যায়। পরবর্তীতে এনাম মেডিকেল কলেজ থেকে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর তার বাসায় নিয়ে আসে।
এ ঘটনার সষ্ঠু বিচার চেয়ে মারধরের শিকার ওই শিক্ষার্থী আরও জানান, এ ঘটনার পর থেকে নীরবসহ বেশ কয়েক জন ফোনে আমাকে হুমকি দেয় যাতে আমি কারো সঙ্গে এ বিষয়ে কোনো কিছু না জানাই। তারা আমাকে হলে থাকতে বারণ করে। আমি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই যাতে পরবর্তীতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার কোনো শিক্ষার্থীকে আর না হতে হয়। আমি আগামীকাল ক্যাম্পাসে প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানাব।
এ বিষয়ে অভিযুক্ত শিহাবকে মুঠো ফোনে একাধিবার কল দেওয়া হলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
ঘটনার দায় স্বীকার করে নীরব জানান, অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনাটি ঘটে গেছে। কথা না শুনায় আমাদের এক সহপাঠী তার (ফয়সাল) গায়ে হাত তুলে। তবে বিষয়টি এত মারাত্মক হবে তা আমরা বুঝতে পারিনি।
এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদ আহমেদ জানান, আমি বিষয়টি জেনেছি। আজ রাত সাড়ে ৭টায় জরুরি মিটিং ডাকা হয়েছে। আবাসিক শিক্ষক, ওয়ার্ডেনসহ সবাইকে নিয়ে বসব। সবার সাক্ষাৎকার নিয়ে প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে সঠিক বিচার নিশ্চিত করবো যাতে কেউ ভবিষ্যতে এরকম কাজ করতে সাহস না পায়।

সাভারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ফোয়ারা নির্মাণ প্রকল্প শুভ উদ্বোধন ।ভিডিও শহ।।

বিপ্লব সাভার : সাভারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ফোয়ারা নির্মাণ প্রকল্প শুভ উদ্বোধন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মাননীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এমপি।

আরো উপস্থিত ছিলেন সাভার পৌরমেয়র আলহাজ্ব আব্দুল গনি, মুক্তিযোদ্ধা বৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বুধবার সকালে থানা রোডে আবুল কাশেম সন্দ্বীপ সড়কে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, সাভারে মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে আগামী প্রজন্মের কাছে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের ইতিহাস তুলে ধরতে এই ভাস্কর্য ও ফোয়ারা, নির্মাণ করা হবে।
ভাস্কর্য ও ফোয়ারাটি নির্মাণ করছেন বিশিষ্ট ভাস্কর্য শিল্পী মৃণাল হক।প্রকল্পটির কাজ আগামী এক মাসের মধ্যে শেষ হবে বলেও জানানো হয়।
উদ্বোধন শেষে পৌর এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়।

বেনাপোলে হুন্ডির ৬ লাখ টাকাসহ পাসপোর্ট যাত্রী আটক ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল চেকপোষ্ট আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে ৫ লাখ ৭৫ হাজার হুন্ডির টাকা ও ২ টি নতুন মোবাইলসহ আবু সাহেদ (৪৫) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে আইসিপি বিজিবির সদস্যরা।

মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে তাকে আটক করা হয়।আটক সাহেদ খুলনা জেলার দিঘুদিয়া থানার জুংগোশিয়া গ্রামের হাসেম শেখের ছেলে। তার পাসপোর্ট নং-ইঊ-০৬৭৩১৯৪।
যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানতে পারি, একজন হুন্ডি পাচারকারী ভারত থেকে বিপুল পরিমান হুন্ডির টাকা নিয়ে বাংলাদেশে প্রবেশ করবে।
এমন সংবাদের ভিত্তিতে আইসিপি বিজিবি ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে চেকিংপয়েন্টে অবস্থান নেয়। এ সময় আটক আবু সাহেদ বাংলাদেশ কাস্টমস চেকিং পার হয়ে আসলে বিজিবির চেকিং পয়েন্ট পার হয়ে চলে যাবার সময় বিজিবি তাকে আটক করে ।পরে তার কাছ থেকে ৫ লাখ ৭৫ হাজার হুন্ডির টাকা ও ২ টি নতুন মোবাইল পাওয়া যায়।
আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।

সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় তাঁরা মহল নামের ঝুকিপূর্ণ ভবনটি ভাঙ্গার কাজ শুরু।ভিডিও সহ।।

বিপ্লব সাভার ঃ সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় ঝুকিপূর্ণ পাঁচতলা একটি বাড়ি ভাঙ্গার কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।

আজ মঙ্গলবার দুপুরে ১২ টার দিকে  ঢাকা জেলা প্রশাসক এর উদ্যোগে বাড়ি ভাঙ্গার কাজ শুরু করে সাভার উপজেলা প্রশাসন। এ সময় বাড়ি ভাঙ্গার কাজে প্রায় অর্ধশতাধিক শ্রমিক অংশ গ্রহন করেন।
এলাকাবাসী জানায় গত কয়েকমাস আগে হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় মজিবর রহমান নামের এক ব্যক্তির তাঁরা মহল নামের ঝুকিপূর্ণ পাঁচতলা একটি বাড়ি , পাশের একটি তিনতলা বাড়ির উপর হেলে পড়ে যায়।
পরে এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে একটি সংবাদ প্রচার হলে ঢাকা জেলা প্রশাসক বাড়িটি ঝুকিপূর্ণ কিনা তদন্ত কমিটি গঠন করেন। পরে তদন্ত কমিটি বাড়ি ঝুকিপূর্ণ বললে আজ দুপুর থেকে বাড়িটি ভাঙ্গার কাজ শুরু করেন উপজেলা প্রশাসন। এদিকে ঝুকিপূর্ণ বাড়িটি ভাঙ্গার কাজ শুরু হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
বাড়ি ভাঙ্গার সময় এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পারভেজুর রহমান,তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর , সাভার গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জোয়ারদার তাবেদুন নবী,আমিনবাজার সহকারী কমিশনার ভুমি জোবায়ার হোসেনসহ আরো অনেকে।

ধামরাইয়ে বাল্য বিবাহ শিশুশ্রম রোধ বিষয়ক ক্যাম্পেইন ও র‍্যালী অনুষ্ঠিত ।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঃ ঢাকার ধামরাইয়ে বাল্য বিবাহ,শিশুশ্রম রোধ বিষয়ক ক্যাম্পেইন ও র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই )দুপুরে সুয়াপুর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এফ এইচ এসোসিয়েশন সুয়াপুর এরিয়া অফিসের সহযোগিতায় ছাত্র-ছাত্রী ও এলাকা বাসিদের নিয়ে এ আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়।
এ সময় এফ এইচ এসোসিয়েশন সুয়াপুর এরিয়ার প্রোগ্রাম ম্যানেজার আর্পনা রায় এর সভাপতিত্বে  ও বিশেষ অতিথির বক্তব্যে রাখেন,সুয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিজয় চন্দ্র সাহা,ডাচ্ বাংলা ব্যাংক কালামপুর শাখার ম্যানেজার নিয়ামাত উল্লাহ্,গ্রামীণ ব্যাংক সুয়াপুর শাখার ম্যানেজার সুরঞ্জিত চন্দ্র রায়,এফ এইচ এসোসিয়েশন সুয়াপুর শাখার টিম লিডার উজ্জ্বলা ক্লারা রায়।

বক্তব্য কালে অতিথিরা বাল্য বিবাহ ও শিশুশ্রমের ভয়াবহ ক্ষতিকর দিকগুলো উপস্থাপন করেন,এবং বাল্য বিবাহ ও শিশুশ্রমকে ‘না’ বলে এসব থেকে দূরে থাকার প্রতিজ্ঞা করে। সুন্দর সমাজ গঠণের প্রত্যয়ে আয়োজিত এ সভায় ছাত্র-ছাত্রী,শিক্ষক সহ এলাকার বিভিন্ন শ্রোনীর ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বেনাপোলে ২১ বিজিবি’র অভিযানে ২০০ বোতল ফেন্সিডিল ও ৪৮ পিস পরচুলাসহ আটক-২

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোলে ২১ বিজিবি’র অভিযানে ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ৪৮ পিস বাংলাদেশী পরচুলাসহ দুইজনকে আটক করেছে বিজিবি সদস্যরা।
সোমবার(২৩/০৭/১৯) তারিখ সকালে খুলনা ব্যাটালিয়ন(২১বিজিবি’র) অধীনস্থ দৌলতপুর বিওপি’র একটি টহল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন গাতীপাড়া গ্রামে অভিযান চালিয়ে মৃত মতিয়ার এর ছেলে মোঃ কোরবান আলী(২৬)কে ৪৮ পিস বাংলাদেশী পরচুলানহ আটক করা হয়। পরে বিজিবি’র টহলদল দৌলতপুর গ্রামস্থ কলিমের পুকুর পাড় থেকে বড় আঁচড়া গ্রামের মৃত মতিয়ার রহমান এর ছেলে দুধ মল্লিক(৪৫)কে ৬ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
অপর দিকে পুটখালী বিওপি’র আরো দুইটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের শিকড়ী মাঠের মধ্য থেকে পরিত্যক্ত অবস্থায় ১৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।
২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপি’র টহল দল ৪৮ পিস বাংলাদেশী পরচুলা ও ৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুইজন আটক করে। অপর দিকে পুটখালী বিওপি’র টহল দল ১৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে।
আটককৃত আসামী ও মালামাল বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে নিশ্চিত করেন।

রাণীশংকৈলে বজ্রপাতে ২ জনের মৃত্যু ।

হুমায়ুন কবির, রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ২৩ জুলাই মঙ্গলবার আবু সায়িদ (১২) নামে এক কিশোর ও নুরেল (৪৩) নামে এক যুবক বজ্রপাতে মারা যায়।
সায়িদ উপজেলার নেকমরদ ইউনিয়নের আলশিয়া গ্রামের মুনসুর আলীর ছেলে ও নুরেল কাশিপুর ইউনিয়নের জগদল গ্রামের বাদশা মোহাম্মদের ছেলে।
জানা যায়, সায়িদ বাড়ির হাফ কিলোমিটার দুরে হাঁস চড়াতে গিয়ে দুপুর আড়াই টার সময় এবং নুরেল দুপুর দুইটায় বালিয়াডাঙ্গী কাজিবস্তি এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যায়।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান এ বজ্রপাতে মৃত্যুর ঘটনা নিশ্চিত করেন।

রেনু হত্যা মামলার প্রধান আসামি হৃদয়কে গ্রেফতার ।

আল মামুন ঢাকা ঃ বাড্ডায় তাসলিমা বেগম রেনু কে ছেলেধরা সন্দেহে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার বিকেলে গুলিস্তানের গোলাপ শাহ মাজারের সামনে থেকে তাকে গ্রেফতার করে গুলিস্তান ফাঁড়ির পুলিশ ।
এ সময় গুলিস্তান পুলিশ ফাঁড়ির সদস্যরা জানিয়েছে , মাহবুব আলম নামের এক ব্যক্তি হৃদয়কে চিনতে পারে এবং সঙ্গে সঙ্গেই মাহবুব আলম তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেন ।
তবে এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

ধামরাইয়ে বঙ্গবন্ধু কলেজ পুণরায় চালু করার প্রতিশ্রুতি ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগ সভাপতির।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকা জেলা ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের বঙ্গবন্ধু কলেজটি পুণরায় চালুকরার উদ্যোগ গ্রহন করতে ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগ সভাপতি- মোঃ সাইদুল ইসলাম রোয়াইল বঙ্গবন্ধু কলেজটি দেখতে পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ঢাকা জেলা উত্তরের ছাত্রলীগের নেতৃবৃন্দ ও ধামরাই উপজেলা ছাত্রলীগ এর নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।কলেজটি পরিদর্শনকালে ঢাকা জেলা উত্তর সভাপতি- সাইদুল ইসলাম কলেজটি পুণরায় চালু করার ব্যাপারে রোয়াইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমজাদ হোসেন ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কালামের সাথে কথা বলেন।

একই সাথে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করে তাদের কাছে প্রতিশ্রুতি দেন বঙ্গবন্ধু কলেজ চলু করার।এ’ব্যাপারে ঢাকা জেলা উত্তর ছাএলীগ সভাপতি- সাইদুল ইসলাম গনমাধ্যমকে বলেন- এটি আমাদের দেশের রাজনীতির জন্য লজ্জাজনক বিষয় যে,জাতির জনকের নামে একটা শিক্ষা প্রতিষ্ঠান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বন্ধ হয়ে গেছে।

বি এন পি- জামায়াত জোট যে কতটা নীচু ও বিকারগ্রস্ত মানসিকতা নিয়ে রাজনীতি করে তা এ’ঘটনা থেকে স্পষ্ট বুঝা যায় তা না হলে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি করতো না।তিনি আরো বলেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলেন জাতির জনক।
তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী। তিনি তো আওয়ামীলীগের একার না বরং তিনি সকল রাজনৈতিক দলের।তার জন্যই বাংলাদেশ। তার জন্যই স্বাধীন দেশে বসবাস করতে পারিতেছি।তিনি না জম্মালে তো বাংলাদেশের জম্মই হতো না। তাহলে তাকে নিয়ে কেন রাজনীতি করা হবে?
এ’ব্যাপারে রোয়াইল স্থানীয় জনসাধারণ বলেন- জাতির জনকের নামে স্হাপিত কলেজটি বন্ধ হয়ে যাওয়ার ফলে এখানকার শিক্ষার্থীদের অনেক কষ্ট করে অন্য জায়গায় গিয়ে লিখাপড়া করতে হচ্ছে।
ছেলেরা অন্য জায়গায় গিয়ে লিখা পড়া করলেও বন্ধ হয়ে গেছে মেয়েদের উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ। তাই ভবিষ্যত প্রজম্মের কথা চিন্তা করে অবিলম্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হস্ত হস্তক্ষেপে কলেজটির কার্যক্রম পুণরায় চালু করার দাবী জানান রোয়াইলবাসী।
এ’ব্যাপারে ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম বলেন- এক সময় ধামরাইয়ের রোয়াইল ইউনিয়নের বঙ্গবন্ধু কলেজ পরিচালনা করা হলেও এর কোন নিবন্ধন নেই তাই আমরা প্রতিষ্ঠানটির বিষয়ে পদক্ষেপ নিতে পারিনি।
তবে স্থানীয় গ্রামবাসী এবং রাজনৈতিক নেতৃবৃন্দ কলেজটি পুণরায় চালু করার সিদ্ধান্ত নিলে আমি উধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সর্বাত্নক সহযোগিতা করবো।
উল্লেখ্য- ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নে বঙ্গবন্ধু কলেজ ১৯৯৬ সালে তৎকালীন আওয়ামীলীগ আমলে প্রতিষ্ঠিত হয়।এই কলেজ থেকে পরপর দুই বছর এইচ,এস-সি পরীক্ষায় অংশগ্রহন করেছেন এই কলেজের শিক্ষার্থীরা।
২০০২ সালে বি এন পি সরকারের আমলে এই কলেজটি বন্ধ করে দেয়া হয়। পরবর্তিতে এই কলেজটি চালু করার ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত গ্রহন করা হয়নি।

সর্বশেষ আপডেট...