আহসানউল্লাহ বিশেষ প্রতিবেদক সাভার ঃ রাজধাণীর প্রবেশমুখ সাভারের আমিনবাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোব করেছে এলাকাবাসী। আজ সকালে আমিনবাজর ইউপির কয়েক হাজার মিটার গ্রাহক এতে অংশ নেয়।
পল্লী বিদ্যুৎ ঘোষিত প্রি-পেইড মিটার বন্ধের দাবি জানায় তারা। এ সময় বিক্ষোবকারীরা আরিচা-মহাসড়কে অবস্থান করলে তীব্র যানজটের সৃষ্টি হয় আটকে পড়ে গণ-পরিবহনগুলো। এতে অসহনিয় দূরভোগের স্বীকার হয় সাধারণ যাত্রীরা। অনতি-বিলম্বে প্রি-পেইড মিটার সংযোগ বন্ধ না করলে কঠিন আন্দোলনের হুশিয়ারী দেয় তারা।
এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সাইফুল মেম্বার , বসির উদ্দিন,সেলিমআহম্মেদ,সহ সালেপুর গ্রামবাসী ও আশ-পাশ এলাকার প্রায় ৩ হাজার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়।
মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাই উপজেলায় সুয়াপুর থেকে অপহরণ হওয়া দুই শিশু উদ্ধার। সুয়াপুর ইউনিয়নে রাজ্জাক নামে এক অপহরণ কারি আটক।
মোবারক হোসেন এর মেয়ে রাবেয়া বেগম(১০)ও সুরুজ আলীর মেয়ে সানজিদা আক্তার(১১) এই দুই শিশুকে অপহরণ করেন একই গ্রামের আব্দুর রাজ্জাক।
ঘটনা সুত্রে রাবেয়া বেগমের বাবা মেবারক হোসেন জানান শনিবার ১১ টার দিকে সানজিদা আমার মেয়েকে জন্ম দিনের কেক খাওয়ানের কথা বলে বাড়ী থেকে নিয়ে যায়। অপহরণ কারি রাজ্জাক (৩৭)সানজিদা কে বলে তুমি রাবেয়া কে সাথে নিয়ে আসবে না হলে তোমাকে গুলি করে মেরে ফেলবো।
ভয় দেখিয়ে তাদের কে ডেকে নিয়ে আসে পরে পাঁচারের উদ্দেশ্য কালামপুর বাবুলের ভাড়া বাসায় নিয়ে আটকে রাখে।
বাড়ির লোকজন সন্তানদের কোথাও না পেয়ে খোঁজতে থাকে পরে একজন বলে তাদের কালামপুর রাজ্জাকের সাথে দেখেছি পরে তাকে ফোন দিলে সে বলে ওদের নান্নার বাজারে দিয়ে এসেছি ।
নান্নার খোঁজ করে না পেয়ে রাজ্জকের কালামপুর ভাড়া বাসায় গিয়ে রাত ১০ টার দিকে ওদের উদ্ধার করে এলাকাবাসি ইউনিয়ন পরিষদের মাধ্যমে পুলিশে দিয়ে দেন প্রাথমিক জিজ্ঞাসায় সে পাঁচারের কথা শিকার করে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দীপক চন্দ্র সাহা বলেন অভিযোগ পাওয়ার পর আমরা সাথে সাথে অভিযান চালায় এবং অপহরন কারী রাজ্জাক কে গ্রেফতার করে নিয়ে আসি । এ ঘটানায় মামলার প্রস্তুতি চলছে।
মোঃ রাসেল ইসলাম: নানা প্রক্রিয়া সম্পূর্ণ করে ২৭/০৬/২০১৯ তারিখে যশোর জেলায় নিয়োগ দেয়া হয়েছে ২২৩ জন পুলিশ কনস্টেবল। নিয়োগ পাওয়া প্রার্থীদের দাবি সম্পূর্ণ স্বচ্ছতার মধ্য দিয়ে তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হয়েছে। নিয়োগ পেতে ব্যাংক চালানসহ ব্যয় হয়েছে মাত্র একশত তিন টাকা।
২৭/০৬/১৯ তারিখ বিকালে যশোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আসা নিয়োগ প্রাপ্ত পুলিশ কনস্টেবল সেলুন কর্মচারীর ছেলে সাহেব আলী জানতো না যে তার মেধা ও যোগ্যতার ভিত্তিতে সে বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হতে চলেছে। পুুলিশ সুপার মহোদয়ের কঠোর প্রদক্ষেপের কারনে শতভাগ স্বচ্ছ ও যোগ্যতার মাপ কাঠিতে এমন অনেক সাহেব আলীই নিজের যোগ্যতার ভিত্তিতে যশোর জেলার পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রাপ্ত হচ্ছে।
সাহেবআলীরমতযশোর জেলার কোতয়ালী,চৌগাছা,ঝিকরগাছা,শার্শা,বেনাপোল,কেশবপুর,মনিরামপুর,
অভয়নগর ও বাঘারপাড়া থানার অনেক কৃষক,শ্রমিক,রিক্সাচালক,সেলুন কর্মচালীর সন্তানেরা কনস্টেবল পদে নিয়োগ প্রাপ্ত হয়েছে।
এ সবিই সম্ভব হয়েছে কর্মঠ,শতভাগ পেশাদায়িত্বের প্রতি যশোর জেলা সুযোগ্য পুলিশ সুপার জনাব মঈনুল হক,বিপিএম-বার,পিপিএম এর সুযোগ্য নেতৃত্বেও কারণে। এই নিয়োগ যশোর জেলার সকল মানুষের মুখে তার সুনাম ছড়িয়ে পড়েছে। প্রতিটি নিয়োগ এরুপ যোগ্যতার ভিত্তিতে হলে বাংলাদেশ পুলিশ মেধাবীদের দ্বারা গঠিত হবে। পুলিশের ভাবমূর্তি উজ্জল হবে এবং সাধারন মানুষ পুলিশের নিকট হতে তার প্রত্যাশিত সেবা পাবে।
যশোর পুলিশ লাইন্সে গত ২২/০৬/২০১৯ তারিখ হতে ২৬/০৬/২০১৯ তারিখ পর্যন্ত কনস্টেবল পদে সাধারন কোটা(পুরুষ)১৬০৬ জন, সাধারন কোটা(নারী)১৯৩ জন,মুক্তিযোদ্ধা কোটা(পুরুষ)৯৯জন, মুক্তিযোদ্ধা কোটা(নারী)১৫জন, পুলিশ পোষ্য কোটা ২৫জন,আনসার ভিডিপি কোটা ৫ জন,এতিম কোটা ৭ জন সর্ব মোট ১৯৫০ জন শারীরিক পরীক্ষায় অংশ নেই। তার মধ্যে শারীরিক পরীক্ষায় উত্তীর্ন হয়েছে ১০৬৯ জন।
২৭/০৬/২০১৯ তারিখে মেধা ও যোগ্যতার ভিত্তিতে সাধারন কোটা(পুরুষ) ১৩৬ জন, সাধারন কোটা(নারী) ৬০জন, মুক্তিযোদ্ধা কোটা(পুরুষ) ২১জন, মুক্তিযোদ্ধা কোটা(নারী) ২জন, পুলিশ পোষ্য কোটা ৪জন সর্বমোট ২২৩জন প্রার্থী প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছে।
সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি ঃ গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা হরতালের সমর্থনে ঢাকা-আরিচা মহসাড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরা। সকালে তারা মহাসড়ক অবরোধ করে হরতালের পক্ষে বিভিন্ন স্লোগান দিতে থাকে।
রোববার ভোর ৬টা থেকে প্রগতিশীল ছাত্র জোটের নেতা কর্মীরা দুই দফায় মহাসড়ক অবরোধ করে হরতাল কর্মসূচি পালন করছে। প্রথম দফায় ৬টা থেকে ৮টা পর্যন্ত অবরোধ কর্মসূচী শেষে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে মিছিল করা হয়। পরবর্তীতে পৌনে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান করে।
এর ফলে মহাসড়কে অবরোধের ফলে সমগ্র ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। দুই দিকে দীর্ঘ জানজটে ভোগান্তির শিকার হন কয়েক হাজার যাত্রী। ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করায় আটকা পড়েছে রাজধানীমুখী ২১ জেলার যানবাহন। এই এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। এ সময় পুলিশ বাহিনীকেও সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।পরবর্তীতে সকাল সাড়ে দশটায় ঘটনাস্থলে পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন উপস্থিত হয়ে অনুরোধ করলে অবরোধকারীরা মহাসড়ক ছেড়ে দেন।
এসময় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, ‘এ হরতাল সাধারণ জনগণের মুক্তির দাবিতে হরতাল। সরকার অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়িয়ে দিয়ে জনগণের ব্যয় বাড়িয়ে দিয়েছে। অবিলম্বে গ্যাসের দাম কমাতে হবে।’ হরতালে প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি নজির আমিন চৌধুরী জয়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার সভাপতি সুস্মতা মরিয়ম, সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মার্কবাদি জাবি শাখার সাধারণ সম্পাদক মাহাথির মোহাম্মদ সহ প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীকে মহাসড়কে অবস্থান করতে দেখা যায়।
উল্লেখ্য দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে মিছিল করছে জোটের নেতাকর্মীরা।
পল্টনের মিছিল থেকে দাবি করা হয়, হরতাল পালনের লক্ষ্যে খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় আয়োজিত মিছিলে পুলিশ হামলা চালিয়েছে ও গ্রেফতার করেছে। পল্টন থেকে মিছিলটি বাহাদুর শাহ পার্কের দিকে যেতে দেখা গেছে। অন্যদিকে শাহবাগ মোড়ে সড়ক বন্ধ করে দিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। এতে চারপাশে যানজটের সৃষ্টি হয়েছে।
সকালে রাজধানীর শাহবাগ, পল্টন, প্রেসক্লাব, মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকা ঘুরে দেখা গেছে, ঢিলেঢালাভাবে হরতাল চললেও কোথাও কোথাও হরতালের পক্ষে মিছিল ও নেতাকর্মীদের অবস্থান।
পল্টনের বিক্ষোভ সমাবেশ থেকে বাম গণতান্ত্রিক জোটের সাবেক সমন্বয়ক সাইফুল হক বলেন, ‘জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করছে। পুলিশ দিয়ে হামলা করে হরতাল ঠেকানো যাবে না।’
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ২৮ কেজি গাঁজা আটক করেছে যশোরের বিজিবি সদস্যের একটি বিশেষ দল।
শনিবার রাত ২টার দিকে বেনাপোল ঘটিকায় রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে এ বিপুল পরিমানের গাঁজা জব্দ করে বিজিবি। তবে এসময়ে বিজিবি সদস্যরা গাঁজা পাচারের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। জব্দকৃত মাদকদ্রব্য গুলোর সিজার মূল্য ২ লাখ ৮০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
বিপ্লব সাভার ঃ সাভারে হোসেন মিয়া নামের অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীর (১৭) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়নের নগরকোন্ডা নয়ানগর এলাকার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায় দুপুরে নিজ বাড়ির একটি কক্ষে কোন্ডা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হোসেন মিয়ার ঘরের আড়ার সাথে ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেন।
ময়না তদন্তের পরে জানাযাবে এটি হত্যা না আত্মহত্য বলে জানিয়েছে সাভার মডেল থানার ওসি অপারেশন জাকারিয়া হোসেন।
এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্ততি চলছে।
মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় পিতা-পুত্রকে ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে মাদক কারবারিরা। আহতদের সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে রাখা হয়েছে।
এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি ঘটেছে কুমরাইল এলাকায়। আহতরা হলেন পৌর এলাকার কুমড়াইল মহল্লার কাওসার ফেরদৌস (৪০) ও তার পুত্র বিজয় ফেরদৌস (১৮)।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে সজিব, খালাতো ভাই শাহীন ও মামা টুক্কু মিলে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে। সজিব মহল্লার কুমড়াইলের মৃত আলাউদ্দিনের ছেলে, এতে প্রায়ই বাধা দিয়ে আসছেন কাউসার ফেরদৌস ও তার ছেলে বিজয় ফেরদৌস। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে কাউসারকে তার দোকানের সামনে আকস্মিকভাবে পেটে ছুরিকাঘাত করে টুক্কু, সজিব ও শাহিন। কাউসারের চিৎকারে এগিয়ে যায় তার ছেলে বিজয়। তাকেও উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।
এতে পিতা-পুত্রের নাড়িভুঁড়ি বের হয়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। বিজয়কে লাইফ সাপোর্টে এবং কাউসারকে আইসিইউতে রাখা হয়েছে। ছেলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
বিজয় লিজেন্ড কলেজের ১ম বর্ষের ছাত্র এবং
এলাকায় ভদ্র ও শিষ্ট হিসেবে সুনাম রয়েছে। অন্যদিকে সজিব এবং তাদের সকল আত্নীয় স্বজনদের বিরুদ্ধে এলাকায় বিভিন্ন অপরাধমুলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
স্থানীয় জার্মান বাংলা ফুড এর পরিত্যক্ত কারখানায় তারা বিভিন্ন ধরনের অপকর্ম করত বলে জানায় এলাকাবাসী। সজিবের আত্মীয় স্বজনেরা প্রভাবশালী তাই ভয়ে এলাকার মানুষ ওদের বিরুদ্ধে কথা বলতে সাহস করে না। কিন্তু এখন এলাকায় মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। বিজয় গত ৩৬ ঘণ্টা যাবৎ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এখনও ওর জ্ঞান ফিরেনি। তার বাচার সম্ভাবনা নিয়ে হতাশ স্বজনরা।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, অভিযোগ পেয়েছি। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে, দ্রুতই আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি ঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি ) ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে ।
গণিত বিভাগের ৪৪তম আবর্তনের শিক্ষার্থী বেলাল শরিফকে সভাপতি এবং আইন ও বিচার বিভাগের ৪৪তম আবর্তনের শিক্ষার্থী তরিকুল ইসলাম তারেককে সাধারণ সম্পাদক করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৬ জুলাই) সদ্য সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক নতুন এই কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি রামিম, আমেনা, সুমন, মাহিদুল, ফরিদ, উচ্ছাস ও শাওন; যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ তাকিদ, রাকিবুল ইসলাম, উৎস দত্ত, লাইবা তাসনিয়া ও রমিম; সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সৌরভ সাহা, সাইদুর রহমান সাদী ও জুঁই খান; কোষাধ্যক্ষ আম্বিয়া খানম; সহকোষাধ্যক্ষ সায়মা ইসলাম বৈশাখী ও জেনী; প্রচার সম্পাদক তানভীর; সহপ্রচার সম্পাদক হিরক ও তাফিম বুশরা; দপ্তর সম্পাদক সবুজ শিকদার; সহদপ্তর সম্পাদক আপন; ছাত্রকল্যাণ সম্পাদক তারেক, শাকিল, সাদিয়া ও হালিমা সিথী; ক্রীড়া সম্পাদক মুন্না; সহক্রীড়া সম্পাদক রাসান ও প্রিয়ন্তী রেজা সিদ্দিকী নদী; সাংস্কৃতিক সম্পাদক সুমনা বিশ্বাস ও শ্রাবনী; সহসাংষ্কৃতিক সম্পাদক রেহমান আসিফ; আপ্যায়ন সম্পাদক ইমতিয়াজ এবং সহআপ্যায়ন সম্পাদক মাসুম বিল্লাহ ও তানভীর।
উল্লেখ্য যে, সংগঠনটি সূচনালগ্ন থেকে বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বিপ্লব সাভার ঃ বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করলেন আশুলিয়ার থানা যুব মহিলা লীগের সকল কর্মীরা ।
আজ শনিবার বিকাল ৫ ঘটিকায় আশুলিয়ার থানার গাজিরচট এলাকায় কেক কেটে র্যালি ও আলোচনা সভা আয়োজন করেন আশুলিয়া থানা যুব মহিলা লীগ।
এসময় উপস্থিত ছিলেন আশুলিয়া থানা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক মনিকা হাসান । সহ আশুলিয়া থানা যুব মহিলা লীগের সকল অঙ্গ সংগঠনের সদস্যরা । প্রথমে তারা কেক কেটে ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন ও পরে র্যালি আলোচনা সভার আয়োজন করেন। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সবার মাঝে ছড়িয়ে দিতে যুব মহিলা লীগের নেত্রীদের আহবান জানান।
মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: সীমান্ত সুরক্ষা কোর্চে অংশ নিতে ভারতীয় বিএসএফের ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছেন।শনিবার(০৬ জুলাই) দুপুর ১২ টায় বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রতিনিধি দলটি পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে বাংলাদেশে প্রবেশ করেন।
এর আগে বিএসএফ প্রতিনিধি দল বেনাপোল চেকপোস্ট নোমান্সল্যান্ডে পৌছালে বিজিবি তাদেরকে ফুল দিয়ে অর্ভথ্যনা জানায়। পরে বিভিন্ন সংস্থ্যার নিরাপত্তার মধ্য দিয়ে তাদেরকে গন্তব্যে উদ্দেশ্যে নেওয়া হয়।
রোববার (০৭ জুলাই) থেকে ১৭ জুলাই পর্যন্ত চটগ্রামের বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে সীমান্তসুরক্ষা কোর্চ অনুষ্ঠিত হবে।
ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের টুআইসি অরুন কুমার ভার্মার নেতৃত্বে প্রতিনিধি দলে নয় ডেপুটি কমান্ডার রয়েছেন।বিজিবি সুত্রে জানা যায়, সীমান্ত সুরক্ষা কোর্চে অংশ গ্রহনের মাধ্য দিয়ে যেমনি বিএসফ কর্মকর্তা বিজিবির কর্মকর্তাদের কাছ থেকে ভাল কিছু কৌশল শিখতে পারবে তেমনি পরামর্শ বিনিময়ে বিজিবি কর্মকর্তাও অভিজ্ঞতা অর্জন করবেন। এতে যেমন মাদক দ্রব্যের চোরাচালান, অস্ত্র ও গোলাবারুদ চোরাচালান, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশী নাগরিকদের হত্যা বন্ধ রোধ হতে বড় ভুমিকা রাখবে। তেমনি বিজিবি-বিএসএফের মধ্যে পারস্পরিক সোহার্দ্য ও আস্থা বৃদ্ধি পাবে।
যশোর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা বিএসএফ কর্মকর্তাদের আগমনের বিষয়টি নিশ্চিত করে জানান,কোর্চ শেষে আগামী ১৮ জুলাই ভারতীয় প্রতিনিধি দল বাংলাদেশ হতে ভারতে প্রত্যাবর্তন করবেন।