26 C
Dhaka, BD
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫

পুলিশে নিয়োগের কথা বলে ঘুষ গ্রহণ, এসপির দেহরক্ষীসহ আটক – ৪

সময় ডেস্ক ঃ মাদারীপুরে পুলিশের কনস্টেবল নিয়োগে ঘুষ গ্রহণ ও অনিয়মের অভিযোগে পুলিশ সুপারের (এসপি) দেহরক্ষীসহ চার পুলিশ সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এসপির দেহরক্ষীসহ দুই কনস্টেবলকে আটকের পর পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়েছে। একই অভিযোগে আরও দুই পুলিশ কর্মকর্তাকে জেলা থেকে অন্যত্র বদলি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার সুব্রত কুমার হালদার।

স্থানীয় ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মাদারীপুরে পুলিশ কনস্টেবল নিয়োগে ঘুষ গ্রহণ ও অনিয়মের অভিযোগ ওঠায় পুলিশ সদর দপ্তর থেকে অপরাধীদের ধরার জন্য বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদারীপুরের এসপি সুব্রত কুমার হালদারের দেহরক্ষী পুলিশ সদস্য নুরুজ্জামান সুমনকে মোটা অঙ্কের ঘুষ গ্রহণের নগদ টাকাসহ আটক করা হয়। একই অপরাধে পুলিশ লাইন্সের ম্যাস ম্যানেজার জাহিদ হোসেনকে আটক করা হয়। তাদের দুজনকেই পুলিশ সদর দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে।

অন্যদিকে পুলিশের টিআই গোলাম রহমান এবং পুলিশ হাসপাতালের স্বাস্থ্য সহকারী পিয়াস বালার কাছ থেকেও ঘুষের টাকা উদ্ধার করা হয়। পরে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাদের দুজনকে অন্যত্র বদলি করা হয়েছে।

ঘটনাটি গত সোমবার রাতে হলেও বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। কয়েক দফায় মাদারীপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সাংবাদিকদের সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলতে রাজি হয়নি তারা।

পরে বিষয়টি জানতে গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সোহেল রানাকে মাদারীপুরের সাংবাদিকরা জানালে তিনি আটকের বিষয়টি স্বীকার করেন। বৃহস্পতিবার রাতেই মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হালাদার জরুরি সংবাদ সম্মেলন ডেকে বিষয়টি অবগত করেন।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সোহেল রানা মুঠোফোনে সাংবাদিকদের জানান, মাদারীপুরের একাধিক পুলিশ সদস্যের বিরুদ্ধে পুলিশে নিয়োগ দেওয়ার কথা বলে টাকা গ্রহণের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ হিসেবে কাউকে ছাড় দেওয়া হয়নি। আমরা সুস্থ এবং নির্ভেজাল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যা যা করা দরকার পুলিশ হেডকোয়ার্টার তা করেছে। যে সকল জেলা থেকেই আমরা খবর পেয়েছি সেখানেই আমরা ব্যবস্থা নিয়েছি।

মাদারীপুর পুলিশ সুপার সুব্রত কুমার হালদার সংবাদ সম্মেলনে জানান, গত ২৪ জুন গোপন সংবাদে জানা যায়, পুলিশ লাইন্সের ম্যাস ম্যানেজার জাহিদ হোসেন মোটা অঙ্কের উৎকোচ গ্রহণের মাধ্যমে পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়ার চেষ্টা করছে। এই সংবাদের ভিত্তিতে ওই দিনই ডিআইজি ঢাকা রেঞ্জ ও মাদারীপুর সদর থানা পুলিশের সহযোগিতায় তাকে পুলিশ প্রহরায় আটক করে সদর সপ্তরে পাঠিয়ে দেওয়া হয়। পরের দিন একই অভিযোগে এসপির দেহরক্ষী নূরুজ্জামান সুমনকে ৩ লাখ টাকাসহ আটক করে ঢাকা পাঠানো হয়।

এ ছাড়া গোয়েন্দা সংস্থা ও পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তৎপরতায় প্রতারণার অভিযোগে ট্রাফিক ইন্সপেক্টর গোলাম রহমান ও পুলিশ লাইন্স হাসপাতালের স্বাস্থ্য সহকারী পিয়াস বালাকে অন্যত্র বদলি করা হয়। আকটকৃত ও বদলিকৃতদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে অধিকতর তদন্ত চলছে।

সাভারের ভাকুর্তায় ভেকু দিয়ে ব্যবসায়ীর দোকান পাট ভাংচুর ১৫ লক্ষ টাকার মালামাল লুটপাট।

ষ্টাফ রিপোর্র্টার সাভার : সাভারের ভাকুর্তা ইউনিয়নে জমি জমা নিয়ে বিরোধের জের ধরে ভেকু দিয়ে প্রতিপক্ষের দোকান পাট ভাংচুর করা হয়েছে। লুটপাট করা হয়েছে ১৫ লক্ষ টাকার মালামাল।

গত ২৬শে জুন ২০১৯ বুধবার সকালে উপজেলার ভাকুর্তা ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের খাগুরিয়া নোয়াখালী মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় দোকানের মালিক মোঃ মনির হোসেন বলেন, তার ত্রুয়কৃত ১০ শতাংশ জমির উপরে কয়েকটি দোকান ঘর নির্মান করে গত সাত মাস যাবৎ সেখানে পোল্ট্রি মুড়গি, গোডাউন ও মুদি দোকান, ব্যবসায়ীক কর্য্যত্রুম পরিচালনা করে আসছিলেন তিনি।

গত বুধবার সকাল ১০ টার দিকে প্রতিপক্ষ আশ্রাফ উদ্দিনের নেতৃত্বে প্রায় দের দুইশো লোকজন লাঠিসোটা নিয়ে ভেকু দিয়ে, জোর পূর্বক ভাবে তিনটি দোকান ঘর ভেঙ্গে দেয়া হয় এবং দোকানে থাকা প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুটপাট করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

তিনি আরো বলেন, একই এলাকার মোঃ আশ্রাফ উদ্দিন দির্ঘদিন ধরে জমিটির ত্রুয় সুত্রে মালিকানা দাবিকরে জবর দখলের পায়তারা করে আসছিলেন। প্রতিপক্ষের সাথে জমিটির মালিকানা নিয়ে ঢাকা জেলা জজ আদালতে একটি জাল জালিয়াতি মামলা ও চলমান রয়েছে।

আদালতে মামলা চলাকালীন অবস্থায় হঠাৎ করে কোটের রায় বা, নির্দেশ ছারাই জোর পূর্বক ভাবে তার দোকান ঘর ভাংচুর করে লুটপাট করা হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ী মনির হোসেন।

এ সময় তিনি আরো বলেন, এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল মোঃ তাহমিদুল ইসলাম ২৭শে জুন ২০১৯ ইং বৃহস্পতিবার জমিটির কাগজ পত্রসহ সাভার মডেল থানায় হাজির থাকার জন্য নোটিশ প্রদান করেন। এদিকে নোটিশ অনুযায়ী থানায় কাজির থাকার একদিন আগেই প্রতিপক্ষ মোঃ আশ্রাফ উদ্দিনের নেতৃত্বে ২৬শে জুন ২০১৯ইং বুধবার সকাল ১০টার দিকে ভেকু দিয়ে তার তিনটি দোকান ঘর ভাংচুর করা হয়। এ সময় দোকানে থাকা প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল লুটপাট করা হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ী মনির হোসেন। সে আরো বলেন, ভাংচুর ও লুটপাটের সময় ৯৯৯ নাইনে ফোন করে বিষয়টি জানানোর কিছুক্ষন পরে ভাকুর্তা পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম ঘটনাস্থলে পৌছালে তারা পালিয়ে যায়।

যশোরের বেনাপোলে বিএসএফের গুলিতে বাংলাদেশি গরু পাচারকারী আহত

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে গরু পাচারকারী মনিরুল ইসলাম (৩৮) নামে এক বাংলাদেশি আহত হয়েছে।

বৃহস্পতিবার ভোর রাতে ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশ আসার চেষ্টা করলে ভারতের অভ্যন্তরে আংড়াইল এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় বিএসএফ সদস্যরা বাংলাদেশি রাখালদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

বিজিবি সুত্রে জানা যায়, মনিরুল ইসলাম সহ ৩ জন গরু চোরাকারবারী বেনাপোল পুটখালী সীমান্ত এলাকা দিয়ে ভারতের আংড়াইল এলাকায় প্রবেশ করে বৃহস্পতিবার ভোরে ২ টি গরু নিয়ে বাংলাদেশ সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি করে। এতে মনিরুল ইসলাম এর পিঠে গুলিবিদ্ধ হয় এবং অন্য দুইজন পালিয়ে যায়। আহত মনিরুল নদী সাঁতরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে।

২১ বর্ডারগার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার জানান, অবৈধভাবে ভারত থেকে গরু আনার সময় এক বাংলাদেশী যুবক বিএসএফের গুলিতে আহত হয়েছে। বিজিবি’র একটি দল যশোর সদর হাসপাতালে গিয়ে আহত ব্যক্তির জবানবন্দি গ্রহণ করে এবং সেই মোতাবেক তার বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সাভারে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে বাসের ধাক্কায় আহত ৫০

বিপ্লব সাভার : আজ বিকাল সময় ৪ টার দিকে সাভারের ফুলবাড়িয়ার হাংক্ষি ভাঙ্গা এলাকায় সুবর্ণ চেয়ার কোচ যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কায় ৫০ জন আহতের ঘটনা ঘটে ।

ফরিদপুর থেকে ছেরে আসা যাত্রীবাহী বাস টি ঢাকা আরিচা মহাসড়কের সাভারের ফুলবাড়ীয়া বাস স্ট্যান্ড ছেরে আসার পর পরই যাত্রীবাহী সুবর্ণ চেয়ার কোচটি নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে  ধাক্কা দেয় যাহার নাম্বার (ঢাকা মেট্রো – ব – ১৪-২৬১৬) এতে কমপক্ষে ৫০ জন আহতের হয়েছে বলে জানায়ায় । তবে গুরুতর আহতের কথা জানা যায়নি ।

সাভারে দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত।

ষ্টাফ রিপোর্টার সাভার : বৃস্পতিবার সকালে সাভার থানা ষ্টান্ড তালবাগ এলাকায় সচেতন নাগরিক কমিটি সনাক এর উদ্দোগে স্থানীয় কর্মরত সকল সাংবাদিকদের সাথে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সাভার প্রেস ক্লাবের সভাপতি মোঃ নাজমুজ সাকিব, সাধারন সম্পাদক গোবিন্দ আর্চাজ্য, সাবেক সভাপতি জাভেদ মোস্তফা, দৈনিক প্রথম আলো প্রত্রিকার নিজস্ব প্রতিবেদক অরুপ রায়, আর টিভির ষ্টাফ রিপোর্টার মোঃ জিয়াউর রহমান জিয়া, বাংলাভিশনের সাভার প্রতিনিধি মোঃ শাহিন আহম্মেদ, কালের কণ্ঠ প্রত্রিকার সাভার প্রতিনিধি মোঃ তায়েফুর রহমান, মুভি বাংলা টিভির সাভার প্রতিনিধি মোঃ মহিবুল আলম রানা সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

টিআইবির সাভার এলাকার এরিয়া ম্যানেজার মোঃ বুলবুল আহম্মেদের সঞ্চালনায়
আয়োজিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন সাভার সচেতন নাগরিক কমিটির
সভাপতি অধ্যাপক দিপক কুমার রায়, সাভার প্রেস ক্লাবের সভাপতি মোঃ নাজমুস সাকিব, সাধারন সম্পাদক গোবিন্দ আর্চাজ্য ও সাবেক সভাপতি জাভেদ মোস্তফা।

এসময় মত বিনিময় সভায় বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিণ্ঠানের সচ্ছতা ও জবাবদিহিতা সৃষ্টির মাধ্যমে দুর্নীতিরোধ ও দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন জোর্দার করার মাধ্যমে দুর্নীতি বিরোধী চাহিদা সৃষ্টিকরা সহ বিভিন্ন বিষয়ে তুলে ধরা হয়।

সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের প্রচার সম্পাদক রাসেলকে মোবাইল বাবুর হত্যার হুমকি ।

বেনাপোল(যশোর)প্রতিনিধি: ভারতীয় মোবাইল চোরাচালানী ও চাঁদাবাজি আলোচিত সমালোচিত খেতাবে ভুষিত মোবাইল বাবু এখন বেনাপোল বাসীর জন্য আতংক হয়ে দাড়িয়েছে।

সে মোবাইল ব্যবসার অন্তরালে সে বিভিন্ন কায়দায় প্রশাসনের ভয় দেখিয়ে চাঁদাবাজি, মানিলোকের মানহানীর কাজ করে চলেছে। প্রেসক্লাব যশোরে সুকমনি নামের এক মহিলার সংবাদ সম্মেলনের মাধ্যমে মোবাইল বাবুর চাঁদাবাজি ও বিভিন্ন প্রলোভনে কাহিনী জানাজানি হয়।

সংবাদ সম্মেলনকারী সুকমনি বলেন, তার স্বামী সন্তান নিয়ে মোবাইল বাবুর ভয়ে বাড়ী থেকে বের হতে পারছে না। এদিকে সুকমনি এবং তার পরিবার প্রান ভিক্ষা চেয়ে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সাংবাদিকবৃন্দের কাছে সাহায্য প্রার্থনা করে। সুকমনি এবং তার স্বামী রুবেলের একটি আবেদন প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা দপ্তর থেকে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হওয়ায় মোবাইল বাবুর নজরে আসে সে ক্ষিপ্ত হয়ে সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের প্রচার ও প্রকাশনা দপ্তরের দায়িত্বে থাকা মোঃ রাসেল ইসলামকে সরাসরি প্রাননাশের হুমকি দেয়।

হুমকির ঘটনাটি ক্লাবে পৌছালে ক্লাবের সম্মতিতে মোবাইল বাবুর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় সাধারন ডায়েরী করে ভুক্তভোগী রাসেল ইসলাম। যাহার মামলার জিডি নং ১০৪০। তাং২৬/০৬/১৯ইং

মাদ্রাসার প্রধান শিক্ষকের কাছে ৮ বছরের শিশু নির্যাতিত।

চাদঁপর প্রতিনিধি ঃ চাঁদপুর সদরের ইসলামপুর গাছতলা খাজা আহমেদ শাহ্ হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক পাশবিক নির্যাতনের শিকার হন ৮ বছরের শিশু ছাএ নাঈম বেধরক মারধর করে প্রধান শিক্ষক খাজা জোবায়ের।

ঘটে ২৪/৬/২০১৯ ইং তারিখে লাথি, কিল, ঘুষি ও বেতের আগাতে জর্জরিত দরিদ্র পরিবারের শিশুটি শিশুটির পরিবার মাদ্রাসা শিক্ষকের প্রতিপত্তির কাছে অসহায় বলে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
নাঈম জানায় পড়ার নাম করে হুজুর প্রায় আমাকে মারধর করে।
গত ২৪ জুন ও পড়ার নাম করে হুজুর কিল ঘুষি লাথি মারে। এমনকি লাঠি দিয়ে আমার পায়ে ওপাজরে আঘাত করে। আমরা অসহায় বলে কিছু বলতে সাহস পাইনি। মারধরের বিষয়ে কাউকে যেন কিছু না বলি এনিয়ে হুজুর সাশিয়ে থাকেন।
এমনকি কোথায় যেন কোন অভিযোগ না করি সে বিষয়ে সতর্ক করেন ।

তাহলে এভাবেই চলবে শিশু নির্যাতন প্রশাসনের সহায়তা কামনা করে শিশুটির বাবা বলেন আমি দরিদ্র মানুষ তাই আমার পাশে কেউ নেই। এর আগেও হুজুর বেশ কয়েকবার আমার ছেলেকে অনেক কঠিন ভাবে আঘাত করে।

সেগুলির ছবি তুলে আমি রেখেছিলাম কিন্তু হুজুর আমাকে ডেকে নিয়ে ভয় দেখায় ছবি যদি আমি ডিলিট না করি এবং কাউকে কিছু বলি তাহলে আমার পরবর্তীতে ক্ষতি করবে।

আমি গরিব একজন মানুষ ঝাল মুড়ি বিক্রি করে খায় আমি প্রশাসনের কাছে সাহায্য চাই আপনারা এর বিচার করুন নিউজটি লেখা পর্যন্ত শিশুটি ঠিকমতো দাঁড়াতে পারছে না।

যশোরের বেনাপোল পুটখালী থেকে ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক-৩

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ৫৫ পিস ইয়াবা ও ৬ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।

বুধবার (২৬ জুন) ভোরে ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে পুটখালী ক্যাম্পে নিয়ে আসে।

আটককৃতরা হলো- বেনাপোল পোর্ট থানার রাজগঞ্জ গ্রামের হযরত আলীর ছেলে আজিজুল (৩৬) এবং পুটখালী গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে সফিকুল ইসলাম (৩৫) ও একই গ্রামের ফজলে করিমের ছেলে মন্টু (৪০)।

খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর সৈয়দ সোহেল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেট এনে সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থায় করছে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালী ক্যাম্পের সুবেদার মশিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে আজিজুলের কাছ থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং সফিকুল ও মন্টুর কাছ থেকে ৬ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে আটক করেন।

আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

উলাশীর নীলকুঠি পার্কে-বোমা হামলা ক্ষয়ক্ষতির পরিমান ১৫ লাখ টাকা

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোর জেলার শার্শা উপজেলায় একমাত্র আধুনিকতম বিনোদন পার্কটি এখন ঝুকির মুখে নীলকুঠি নামের এই পার্কটিতে মঙ্গলবার(২৫/০৬/২০১৯ইং) তারিখ সকাল ৮ টার দিকে শতাধিক দুর্বৃত্ত নীলকুঠিতে হামলা চালায়। তারা প্রথমে বিনোদন কেন্দ্রর্টিকে আসা পর্যটকদের উপর বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করে। এতে অনেকে আহত হয়।

জীবন বাঁচতে তারা পাশর্^বর্তী বাড়ী ঘরে আশ্রয় নেয়। পরে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য,বিনোদন কেন্দে নির্মিত শৈল্পীক নিদর্শন গুলি ভাংচুর,শাতাধিক বনজ,ফলজ গাছ কেটে ফেলে। এতে বিনোদন কেন্দ্রটিতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে নীলকুঠি পার্কের স্বত্ত¡াধিকারী এবং উলাশী ইউনিয়ন পরিষদের সদস্য তরিকুল ইসলাম মিলন সাংবাদিকদের জানান। তিনি আরও বলেন পার্ক সংলগ্ন পার্শ্ববর্তী ঝিকরগাছা থানার নির্বাস খোলা ইউনিয়নের মির্জাপুর গ্রামের ২নং ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার আইনাল এর নির্দেশে এই তান্ডব চালানো হয়। বিএনপি-জামায়াত তুষ্ট আইনাল লোক দ্বারা ইতো পুর্বে উলাশী বাজারে তার উপর বোম বিস্ফোরন ঘটিয়ে হত্যা চেষ্টা চালায়।

আল্লাহর অশেষ রহমতে সে চালানে আমি বেঁচে যাই। আবেগ ঘন কন্ঠে তিনি সাংবাদিকদের বলেন, অত্র এলাকায় শুধুমাত্র মানুষের বিনোদনের কথা চিন্তা করে সম্পুর্ন নিজস্ব অর্থায়নে পার্কটি নির্মান কাজ হাতে নিয়েছি। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সহ যোদ্ধা হয়ে কাজ করে চলেছি। বিএনপি-জামায়ত তা ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে। পার্কের কর্মকর্তা-কর্মচারীরা কয়েকজন হামলাকারীদের চিহিৃত করতে সক্ষম হয়।

এ হামলার ঘটনায় ক্ষতিপুরনের দাবী জানিয়ে চিহিৃতদের বিরুদ্ধে মামলা করবেন বলে পার্কের স্বত্তাধীকারী তরিকুল ইসলাম মিলন জানান। এদিকে হামলার পর পরই ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক পুলিশের একটি দল সেখানে পৌছান। পুলিশের আগমনের খবর টের পেয়ে বোম হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনার পর থেকে ঝিকরগাছা থানা,নাভারন সার্কেলের পুলিশ কর্মকর্তাগন শার্শা থানার পুলিশ এবং হাইওয়ে পুলিশের টহলদল সেখানে সর্বক্ষনিক পাহারায় রয়েছেন।

ধামরাইয়ে সরকারি রাস্তা কেটে প্রকল্পহীন নতুন রাস্তা তৈরি।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাই উপজেলায় রোয়াইল ইউনিয়নের ফরিঙ্গা গ্রামের মধ্যপাড়া মসজিদ থেকে ফরিঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সরকারি রাস্তাটির ইট সলিং কেটে অবৈধ ভাবে নিজ সার্থে নতুন রাস্তা তৈরি করলেন একই এলাকার মিজান মোল্লা,ওয়াসিম মোল্লা ও ইয়াকুব মোল্লা।

এতে ঔ গ্রামের আব্বস আলীর বাড়ি সহ প্রায় ২০ টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়। সরোজমিনে গিয়ে যানা যায়,মিজান মোল্লা আব্বাস আলীর কাছে রাস্তা বাবত ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে।

চাঁদা দিতে অস্বীকার করেন আব্বাস আলী, এতে ক্ষিপ্ত হয়ে তার চলাচলের রাস্তা বন্ধ করে দেন এবং কৌশলে তার বাড়ির পিছনের রাস্তার মাটি জোর করে কেটে নিয়ে প্রকল্পহীন নতুন রাস্তা নিজ স্বার্থে তৈরি করে।

এ ব্যাপারে ৭নং ওয়ার্ডের মেম্বার সরোয়ার মোল্লা বলেন,এটা আমার ওয়ার্ড এটা কোন প্রকল্পের কাজ এবং কিভাবে কাজ করছে তা আমি জানিনা,এ কথা বলাতেই মিজান মোল্লা গং সরোয়ার মেম্বার কে বিভিন্ন ভাবে লাঞ্ছিত করে।

এ ব্যাপারে চেয়ারম্যান সামছুদ্দিন মিন্টু বলেন
এটা কোন প্রকল্পের কাজ না আমি মৌখিক ভাবে তাদের রাস্তা করার অনুমতি দিয়েছি। তবে রাস্তা খুঁড়ে অন্য রাস্তা তৈরি করার অনুমতি দেই নাই।

মাটি সংকটের কারনে হয়তো পুরাতন রাস্তা কেটে নতুন রাস্তা করা হয়েছে, তিনি বলেন নতুন রাস্তার প্রকল্প নেয়া হচ্ছে আর কাটা রাস্তাটি মাটি দিয়ে ভরে দেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম বলেন এ বিষয়ে লিখিত একটি অভিযোগ পাওয়া গেছে তবে তদন্ত করে পর্যাপ্ত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ আপডেট...