27 C
Dhaka, BD
সোমবার, জুলাই ১৪, ২০২৫

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ব্যাটিংয়ে পাকিস্তান

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।

লর্ডসে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

বিশ্বকাপে স্বভাবতই সেমিফাইনালের দৌঁড়ে বেশ পিছিয়ে দুই দল। তাই সেমির লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখতে জয় ছাড়া ভিন্ন কোনো পথ খোলা নেই ক্রিকেটের দুই পরাশক্তির সামনে।

বিশ্বকাপে এখন পর্যন্ত একটি করে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান। ৬ ম্যাচে প্রোটিয়াদের হার ৪টি। আর ৫ ম্যাচে পাক ব্রিগেডের পরাজয় ৩টি। বৃষ্টির কারণে দুই দলের একটি করে ম্যাচ পরিত্যক্ত হয়। সমান ৩ পয়েন্ট সংগ্রহে রয়েছে তাদের।

পয়েন্ট টেবিলের নিচের দিকের এই দুই দল আজ একে অপরের মুখোমুখি। এই ম্যাচ দিয়েই ক্রিকেটের তীর্থভূমিতে ফিরছে বিশ্বকাপ।

বেনাপোলে স্বেচ্ছাসেবকলীগের সভাপতি’র বাড়িতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: শার্শা উপজেলার বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টুর বাড়িতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শার্শা উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার বিকালে পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি উপলক্ষ্যে দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আ.লীগ,যুবলীগের, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ,বাস্তহারা লীগ, শ্রমিকলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল সহকারে বেনাপোল ছোট আঁচড়া মোড়স্থ পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে সমাবেত হতে থাকে। বিকাল ৫টার পর তা বিশাল সমাবেশে রুপ নেয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাহাদুরপুর মোড় সোনালী ব্যাংকের সামনে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ও বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল,সেক্রেটারী নাসির উদ্দিন,সাদিপুর ওয়ার্ডের কাউন্সিলর আহাদুজ্জামান বকুল, উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী ইকবাল হোসেন রাসেল,বাস্তহারা লীগের সেক্রেটারী মোহাম্মমাদ আলী।

এ সময় বক্তারা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার মন্টুর বাড়িতে বোমা হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, রাতের আধারে যারা হামলা করে তারা আর যাই হোক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারেনা। তারা অবিলম্বে বোমাবাজদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের দাবি জানান। প্রসঙ্গত বৃহস্প্রতিবার রাতে স্বেচ্ছাসেবকলীগের নেতা জুলফিকার আলী মন্টুর বাড়িতে অজ্ঞাত দূর্বত্তরা বোমা হামলা চালায়।

এ হামলায় আওয়ামীলীগের আরেকটি অংশ ( মেয়র গ্রপ) জড়িত বলে অভিযোগ আনেন বক্তারা। এসময় আরও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারী কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দ্দার, সেক্রেটারী তৌহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা রুবেল, ইমরান,পারভেজ,শ্রমিক নেতা জসিম উদ্দিনসহ প্রমুখ।

মেগা বাজেটকে স্বাগত জানিয়ে জাবি ছাত্রলীগের আনন্দ মিছিল

সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি: ২০১৯-২০ সালের মেগা বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগ।

আজ শুক্রবার ( ১৪ জুন ) , দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট এলাকা থেকে এই আনন্দ মিছিল শুরু হয় এবং তা শহীদ মিনার চত্বর হয়ে ডেইরি গেইটে শেষ হয়। এই সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন । এই আনন্দ মিছিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি ) ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল সহ প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গত ১৩ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরে দেশের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। জাতীয় সংসদে ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কিন্তু অসুস্থতার কারণে ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।

উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের প্রথম বাজেট। আর বাংলাদেশের ৪৮তম, আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয়বার ক্ষমতায় আসার পর চলতি মেয়াদের প্রথম ও টানা ১১তম বাজেট।

ধামরাইয়ে তেঁতুলিয়া ও কাকারন বাজারে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে শুভেচ্ছা বিনিময়

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : ধামরাই ভাড়ারিয়া ইউনিয়নে ৯ নং ওয়ার্ডে আজ ১৪.০৬.২০১৯ ইং শুক্রবার বিকেল ৪ ঘটিকার সময় ঢাকা -২০ এর মাননীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামীলীগ ও বায়রার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে তেতুলিয়া বাজার ও কাকরান বাজারে নেতা কর্মীর মাঝে শুভেচ্ছা বক্তব্যে দেন।

তিনি তার বক্তব্যে দেশ ও জাতির উন্নয়নের কথা বলেন পাঁচ বছরে ধামরাইতে ৫০ বছরে উন্নয়ন হবে ইনশাল্লাহ কোন রাস্তা ঘাট, কালবাট, ব্রিজ,সকল কিছুই স্বয়ংসম্পূর্ণ হবে। ধামরাই শরীফবাগ বাজার থেকে কাকরান বাজার পর্যন্ত হাজার হাজার মানুষের চলাচলের রাস্তা খুবই খারাপ অবস্থা এই রাস্তাটির তিনি নতুন করে রাস্তাটি সংস্কার করে দিবে বলেছেন। এবং ছোটখাটো যত কাজ আছে সেগুলি তিনি করে দিবেন। ।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, উপজেলা ভাইস চেয়্যারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, সানোড়া ইউনিয়নের চেয়্যারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক খালেদ মাসুদ লালটু,
উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান ও উপজেলা যুবলীগ নেতা হারুন অর রশিদ। এবং উপজেলা আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমানা্।

উপজেলা ছাত্রলীগের আহবায়ক মৃদুল হাসান, এবং অন্যান্য নেতাকর্মী ও সুশীল সমাজের লোকজন।

বেনাপোলে ছাত্রলীগ নেতার বাড়ি থেকে বোমা তৈরীর সরঞ্জম,ম্যাগজিন ও মাদক উদ্ধার

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম, ম্যাগজিন, গুলি ও ফেনসিডিল উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানান,গোপন সংবাদেও ভিত্তিতে সার্কেল এসপি স্যারসহ আমরা রাত ১টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেনের বাড়িতে অভিযান চালায়। তার বাড়ি থেকে বোমা তৈরির সরঞ্জম, ১২টি ম্যাগজিন, পিস্তলের তিন রাউন্ড গুলি, আটটি দেশীয় অস্ত্র, হাতুড়ি ও ৩৩ বোতল ফেনসিডিল উদ্ধার করি। এবিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকুল হোসেন জানান, রাজনৈতিক চাপে তিনি গত ছয় মাস ধরে এলাকা ছাড়া।

ওই বাড়িতেও কেউ থাকেন না। হয়রানি করতেই প্রতিপক্ষের সাজানো এই ঘটনা ঘটিয়েছে।

সাভারে হানিফ পরিবহন বাসের চাপায় ১ মোটরসাইকেল আরোহী নিহত।

বিপ্লব সাভার ঃ আজ শুক্রবার আনুমানিক সকাল ১০ টার দিকে মধুমতি মডেল টাউনের উত্তর পাশে, পেট্টল পাম্পের সামনে উল্টো দিক থেকে আসা হানিফ পরিবহনের অভি একটি কোচ যাহার নাম্বার ( ঢাকা মেট্র ব ১৪-৭৩৫০) ঢাকা গামী মোটর সাইকেলকে কে চাপা দিলে মোটর সাইকেলটি দুমড়ে মুচড়ে যায় । এসময় হানিফ পরিবহনের গাড়ী সহ ড্রাইভার পালিয়ে যায় ।

এতে মিন্টু মোল্লা ও সাজু নামের দুই জন গাড়ীর নিচে চাপা পরে , প্রত্যক্ষ দর্শী লোক জন পুলিশকে খবর দিলে পুলিশ এসে দ্রুত তাদেরকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে যায় । কর্তব্যরত চিকিৎসক মিন্টু মোল্লা কে মৃত বলে জানায় ও সাজু কে জরুরী বিভাগে নিয়ে যান । কর্তব্যরত চিকিৎসক আরো জানান সাজুর অবস্থা আসঙ্খা জনক, তাহার একটি পা সম্পূর্ণ ভেঙ্গে গেছে ।

পুলিশের তদন্ত কর্মকর্তা কামরুল ইসলাম সময়ের খবর ২৪ কে বলেন
মৃত মিন্টু মোল্লা (২৬) মিরপুর সরকারী বাঙলা কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র, মৃত মিন্টু মোল্লা কেরামত মোল্লার ছেলে । ও সাজু (২২) মোঃ ফারুক মিয়ার ছেলে । তাহাদের দু জনের বাড়ী ঢাকার কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের কুনী হাটি গ্রামে ।

এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি ।

সাভারে সেপটি ট্যাংক থেকে ২ নির্মান শ্রমিকের লাশ উদ্ধার।

ষ্টাফ রিপোর্টার সাভার ঢাকা ঃ সাভারে একটি নির্মাণাধীন ভবনের সেপটি ট্যাংকে পড়ে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গতকাল ১৩ই জুন বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের মজিদপুর এলাকার জাহাঙ্গীর আলমের নির্মাণাধীন বাড়ির সেপটি ট্যাংক থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার ফায়ার সার্ভিস সদস্যরা।।

সাভার ফায়ার সার্ভিস জানায় সকাল থেকে ওই নির্মাণাধীন ভবনে পাঁচ জন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন এসময় একজন নির্মাণ শ্রমিক সেপটি ট্যাংকের ভিতর থেকে একটি বাঁশ উঠাতে গেলে বিষাক্ত গ্যাসে তার মৃত্যু হয়। পরে আরেক জন শ্রমিক তাকে উদ্ধারে সেপটি ট্যাংকে নামলে সেও বিষাক্ত গ্যাসে মারা যায়। পরে খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস সন্ধ্যায় সেপটি ট্যাংক থেকে দুই জনের লাশ উদ্ধার করে। এঘটনার পর থেকে বাড়ির মালিক পলাতক রয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরির্দশক আবু সাঈদ পিয়াল বলেন নির্মাণাধীন ভবনের মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর উত্তরায় চলন্ত গাড়ির ভেতর উবার চালককে গলা কেটে হত্যা

মোমেন ঢাকা ঃ রাজধানীর উত্তরায় চলন্ত গাড়ির ভেতর উবার চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উত্তরার ১৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডে এ ঘটনা ঘটে।

নিহত উবার চালকের নাম আরমান । আরমান ঢাকায় মিরপুর ১১ নম্বর এলাকায় বাস করতেন। তার গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদীতে বলে জানা গেছে।

রামপুরার নর্থ সাউথ রোড থেকে ১১.২০ মিনিটে উবারের অনলাইনে আরমান উত্তরায় যাওয়ার জন্য একটি কল পান । রাত ১২.১৪ মিনিটে উত্তরার ১৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডে পৌঁছান তিনি । গন্তব্য পৌঁছানোর পর পরই কোন এক সময়ে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ সন্দেহ করছে।

পুলিশ জানিয়েছে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি । তবে গাড়ি ছিনতাইয়ের চেষ্টা থেকে কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে সন্দেহ করছেন।

৪৮তম বাজেট ৫ লাখ ২৩ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব হতে যাচ্ছে আজ।

নিজস্ব প্রতিবেদকঃ ৪৮তম বাজেট প্রস্তাব ঘোষণা হতে যাচ্ছে আজ । বরাবরের মতো এবারও বাড়ছে বাজেটের আকার। ২০১৯-২০ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ৫ লাখ ২৩ হাজার কোটি টাকা। অতীতের ধারাবাহিকতায় এই বাজেটেও থাকছে বড় অংকের ঘাটতি। বৈদেশিক ঋণ, সঞ্চয়পত্র ও ব্যাংকঋণকে ঘাটতি মেটানো অর্থের উৎস হিসেবে ব্যবহার করা হতে পারে।

প্রশাসনিক ব্যয় মেটানোর পাশাপাশি রাস্তাঘাট ও অবকাঠামো উন্নয়নে সদ্য স্বাধীন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের প্রথম বাজেট ছিল অনেকটাই বিদেশি অনুদান ও ঋণ নির্ভর। ১৯৭২ সালের ৩০ জুন মাত্র ৭৮৬ কোটি টাকার বাজেট উপস্থাপন দেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদ। ১৯৭৪ সালে বাজেটের আকার ছাড়ায় ১ হাজার কোটি টাকা, যা ১৯৮৮ সালে দাঁড়ায় ১০ হাজার ৫৬৫ কোটি টাকায়।

২০০৩ সালে ঘোষিত ৩১তম বাজেট প্রথমবারের মতো ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়ে যায়। অর্থমন্ত্রী সাইফুর রহমানের পেশ করা ওই বাজেটের আকার ছিল ৫১ হাজার ৯৮০ কোটি টাকা।

৬ বছর পর ২০০৯-১০ অর্থ বছরে যা ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রস্তাবিত সে বাজেটের আকার ছিল ১ লাখ ১৩ হাজার ১৭০ কোটি টাকা।

২০১১ সালের ৯ জুন পেশ করা বাজেটের আকার ছিল ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকা। মহাজোট সরকারের গত মেয়াদের শেষ বাজেট দুই লাখ কোটি টাকা ছাড়িয়ে যায়, আকার ছিল ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা।

দ্বিতীয় মেয়াদের মহাজোট সরকারের প্রথম বাজেট দেয়া হয় ২০১৪ সালের ৫ জুন। যার আকার ছিল আড়াই লাখ কোটি টাকার বেশি । দুইবছর পরই ২০১৬-১৭ অর্থবছরের বাজেটের আকার দাঁড়ায়, ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা।

২০১৭-১৮’র বাজেট ৪ লাখ কোটির মাইলকফলকে পৌঁছায় আর চলতি অর্থবছরের বাজেট ঘোষণা করা হয় ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা।

অপহৃত রুবেল মিয়াকে ৩২ ঘণ্টা পরগাজীপুর চান্দিনা চৌরাস্তা থেকে উদ্ধার-চক্রের দুই সদস্যকে আটক

নিজস্ব প্রতিবেদকঃ অপহরণ করে মুক্তিপণ চাওয়ার ৩২ ঘণ্টা পর অপহৃত রুবেল মিয়াকে গাজীপুর চান্দিনা চৌরাস্তা থেকে উদ্ধার করেছে নেত্রকোনার ডিবি পুলিশ। অপহরণের সাথে জড়িত অপহরণ চক্রের দুই সদস্যকে আটক হয়েছেন ।

ঈদের ছুটি শেষে গত রোববার বিকেলে সে বাসযোগে ঢাকায় ফেরার পথে বাসের মধ্যেই অপহরণ চক্রের দুই মেয়ে তার সাথে পরিচয় হয়। তারা তাকে ভাইয়ের মতো দেখতে বলে আলাপ আলোচনার মাধ্যমে তার সাথে সখ্যতা গড়ে তুলে গাজীপুর চান্দিনা চৌরাস্তায় নিয়ে যায়। সেখানে রুবেলকে মারধর করে তার বাবার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

নেত্রকোনার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম বুধবার (১২ জুন) বেলা ২টার দিকে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।

তিনি জানান, জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটী ইউনিয়নের হাপানিয়া গ্রামের কৃষক মো. আব্দুল্লাহর ছেলে রুবেল মিয়া সিঙ্গাপুর যাওয়ার জন্য ঢাকার একটি ট্রেনিং সেন্টারে সিলিং বোর্ড তৈরির তিন মাসের প্রশিক্ষণ নিচ্ছিল।

রুবেলের বাবা আব্দুল্লাহ সোমবার সকালে নেত্রকোনা পুলিশ সুপারের সহযোগিতা কামনা করেন। পরে ডিবি পুলিশের একটি টিম মুক্তিপণের টাকা নিয়ে গত মঙ্গলবার চান্দিনা চৌরাস্তায় পৌঁছে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে অপহরণ চক্রের দুই সদস্যকে আটক করে।

আটককৃতরা হচ্ছে, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ছয়আনী নামাপাড়া গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে পাভেল মিয়া (২৫) ও পাগলা উপজেলার ডিক্রীভূমি গ্রামের মৃত বুলবুল শেখের ছেলে সুজন উদ্দিন অপু (২৫)।

সর্বশেষ আপডেট...