16.5 C
Dhaka, BD
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

আগামী ১৫ জুলাই জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত-শামসুজ্জামান দুদু

নিজস্ব প্রতিবেদক ঃআগামী ১৫ জুলাই জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। রোববার (২৩ জুন) বিকেলে নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের সাবেক নেতাদের নিয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

কাউন্সিলের দিন ভোটের মাধ্যমে নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে বলেও জানান তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, ইতিহাসের প্রয়োজনে আজকে আবার ছাত্রদলকে জেগে ওঠার প্রশ্ন দেখা দিয়েছে। সে কারণে আমরা নব উদ্যোমে ছাত্রদলকে এগিয়ে নেয়ার জন্য কাউন্সিলের উদ্যোগ নিয়েছি। যে কাউন্সিল অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে অনুষ্ঠিত হবে। আগামী জুলাই মাসের ১৫ তারিখে এই অনুষ্ঠানটি হবে।

যে মূহুর্তে এই অনুষ্ঠান শেষ হবে তখনই আপনারা ফলাফল জানতে পারবেন।

বেনাপোলে ব্যবসায়ী ট্রান্সপোর্ট মালিক সমিতির নেতার মৃত্যুতে বিচারের দাবীতে মানববন্ধন ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় ট্রান্সপোর্ট নেতা ও বিশিস্ট চালের আমদানীকারক শাহাদৎ হোসেন নেদু নিহতের প্রতিবাদে বেনাপোল স্থলবন্দরে মানব বন্ধন পালন করা হয়।

রবিবার (২৩ জুন) সকালে বেনাপোল কাস্টমস হাউজের সামনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই মানব বন্ধন পালন করে ব্যবসায়ীরা ও সাধারন মানুষ।

মানব বন্ধনে সড়ক দূর্ঘটনায় নেদুর মৃত্যুতে দোষীদের বিচারের দাবীতে বক্তব্য দেন- বেনাপোল ট্রান্সপোর্ট ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী, যুগ্ম সাধারন সম্পাদক নুরুজ্জামান রিপন সহ-সভাপতি মশিউর রহমান,সহ সভাপতি কামরুজ্জামান লিটন, সাংগঠনিক সম্পাদক আতিকুজ্জামান সনি।

এসময় উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম,প্রচার সম্পাদক মুছা করিম,পরিবহন ও বন্দর বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নুর ইসলাম,দপ্তর সম্পাদক কাওছার আলী,কার্য্যকরী সদস্য-১ খায়রুল ইসলাম,কার্য্যকরী সদস্য-২ শওকত হোসেন ।

মানব বন্ধনে বক্তারা বলেন, বেপরোয়া ও নিয়ন্ত্রণহীনভাবে গ্রীনলাইন পরিবহনের চালক গাড়ি চালানোর কারণে ব্যবসায়ী শাহাদৎ হোসেন নেদার জীবন দিতে হয়েছে। এমন ঘটনা যেন আর না ঘটে এজন্য চালকের ফাঁসি দাবি করেন বক্তারা।

এর আগে গতকাল বুধবার (১৯ জুন) বেনাপোল সড়কের আমড়াখালিতে গ্রীনলাইনের বাসচাপায় নিহত হন শাহাদৎ হোসেন নেদা। তিনি বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির কোষাদক্ষ ও বিশিষ্ট চালের আমদানীকারক ছিলেন।

এদিকে বাসচাপায় ব্যবসায়ী নিহতের ঘটনায় গ্রীনলাইন পরিবহনের চালককে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) সকালে নিহতের ছেলে বুল বুল ইসলাম শাকিল বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় এ মামলা দায়ের করেন।পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

ধামরাইয়ে আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ।

মোঃ সম্রাট আলাউদ্দিন(ধামরাই প্রতিনিধি) ঢাকার ধামরাইয়ে উপমহাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

রাজনৈতিক দল ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, আইয়ুবের সামরিক শাসন-বিরোধী আন্দোলন, ১৯৬৪-এর দাঙ্গার পর সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, ১৯৬৬-এর ছয় দফা আন্দোলন ও ১৯৬৯-এর গণঅভ্যুত্থানের পথ বেয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের ২৪ বছরের আপোষহীন সংগ্রাম-লড়াই এবং ১৯৭১ সালের নয় মাসের মুক্তিযুদ্ধ তথা সশস্ত্র জনযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করে।

আওয়ামীলিগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার ৪ ঘটিকার সময় মুন্নু কমিনিটি সেন্টারে কেক কেটে অনুষ্ঠানে উদ্ভোধন করেন প্রধান অতিথি ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি ,বায়রার সভাপতি, ঢাকা ২০আসনের এম.পি.বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজির আহমদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ত করেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এম.এ মালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এডভোকেট খন্দকার আবুল কাশেম রতন সহ-সভাপতি ঢাকা জেলা আওয়ামীগ,আর ও উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা আওয়ামীলিগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাখাওয়াত হোসেন সাকু,পৌর আওয়ামীলিগের সভাপতি পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরিজ উদ্দিন সিরাজ।ঢাকা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য বিল্লাল হোসেন। পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সানাউল হক সুজন,উপজেলা যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ,যুবলীগ নেতা হারুনর রশীদ রোকন ও ছাএলীগ-যুবলীগ সহ সুশীল সমাজের লোকজন উক্তঅনুষ্ঠানের পর ঢাকা আরিচা মহাসড়কে আনন্দ র‌্যালি দিয়ে শেষ করা হয়।

দারিদ্র্যের হার আরো কমিয়ে আনা হবে : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক ঃদেশে দারিদ্র্যের হার আমেরিকার চেয়েও কমিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দারিদ্র্যের হার আজকে ২১ দশমিক ৮ শতাংশে নামিয়ে এনেছি। আমার একটা লক্ষ্য আছে দারিদ্র্যের হার আরো কমিয়ে আনা।

আজ রবিবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে চলমান ১১০তম, ১১১তম এবং ১১২তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমেরিকায় দারিদ্র্যের হার বোধ হয় সতের কি আঠারো শতাংশ। যে করেই হোক তার (আমেরিকা) থেকে এক পারসেন্ট কমালেও আমাকে কমাতে হবে।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে আমরা দক্ষিণ এশিয়ার উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলব। এটাই চাই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সেটা মাথায় রেখেই ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ শান্তিপূর্ণ দেশ হিসেবে গড়ে তুলতে চাই।

সরকারি সহায়তা পেয়ে কেউ যেন কর্মবিমুখ না হয় সেভাবে কাজ করার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সহায়তা এমনভাবে দিতে হবে যাতে একেবারে না খেয়ে থাকে কিন্তু কর্মবিমুখ না হয়। না খেয়ে কষ্ট পাবে না কিন্তু কর্ম বিমুখ হতে পারবে না। সবাইকে কাজ করতে হবে সেভাবে, সবাইকে উৎসাহ দিতে হবে, শিক্ষা দিতে হবে।

তিনি আরো বলেন, আমাদের গৃহীত পদক্ষেপে আজকে আমরা যথেষ্ট দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি।

এ সময় আওয়ামী লীগ সরকারের জনকল্যাণমূলক কাজের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছিল বাঙালিদের অধিকার প্রতিষ্ঠার জন্য যে কারণে আপনারা দেখবেন আওয়ামী লীগ যখন সরকারে আসে তখন কিন্তু দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়।

এ ছাড়াও দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার কথা তুলে ধরে বঙ্গবন্ধুকন্যা বলেন, বাংলাদেশের অপরাজেয় যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা যেন থেমে না যায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছেন বলেই আজকে সর্বক্ষেত্রে বাঙালিরাই স্থান করে নিতে পারছে বাঙালিরা যে পারে সেটাই হচ্ছে বড় কথা।

অনুষ্ঠানে ১১০তম, ১১১তম এবং ১১২তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জুলাই থেকে ভারতে বিটিভির সম্প্রচার শুরু

নিজস্ব প্রতিবেদকঃ আগামী মাসে (জুলাই) ভারতে শুরু হচ্ছে বাংলাদেশ টেলিভিশন-বিটিভির সম্প্রচার। জুলাই মাসের যেকোনো দিন আনুষ্ঠানিকভাবে ভারতের দূরদর্শনে এই সম্প্রচার শুরু হবে। সেইসঙ্গে শোনা যাবে বাংলাদেশ বেতারের অনুষ্ঠানমালাও।

রবিবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ একথা জানান।

তিনি বলেন, নতুন স্বপ্নে বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান ভারতের দূরদর্শনে সম্প্রচারের লক্ষ্যে বাংলাদেশ টেলিভিশন ও প্রসার ভারতের মধ্যে একটি ওয়ার্কিং এগ্রিমেন্ট গত ৭ মে স্বাক্ষরিত হয়। সম্প্রতি ওয়ার্কিং এগ্রিমেন্টের চূড়ান্ত অনুমোদন দেয় ভারত সরকার।

বাংলাদেশ টেলিভিশন বর্তমানে mpeg2 ব্যবহার করছে।

সরেজমিন ডিডি ফ্রি ডিস স্থাপনা পরিদর্শন করে সিগন্যাল রিসিভ ও ডাউনলোড লিঙ্ক করাসহ mpeg4 স্ট্রিমের সিগন্যাল ডিডি ফ্রি ডিস এর জন্য গত ২৫ মে বিটিভির একটি কারিগরি দল ৩ দিনের সফরে নয়া দিল্লি যায়। ফিরে আসার পর জুলাই মাসের যেকোনো দিন আনুষ্ঠানিকভাবে বিটিভি ভারতে প্রচার শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তবে বেতার সম্প্রচার শুরু হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে মন্তব্য করেন তিনি।

৩ শর্ত মেনে বার্সায় ফিরছেন নেইমার

নিউজ ডেস্ক ঃচলতি বছর দল বদলের মৌসুম শুরু হওয়ার আগে থেকেই গুঞ্জন ছিলো পিএসজি ছাড়ছেন ব্রাজিলীয়ান তারকা ফুটবলার নেইমার। পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফিও প্রকাশ্যে ঘোষণা দেন ভালো প্রস্তাব পেলে নেইমারকে ছেড়ে দিতে প্রস্তুত তাদের ক্লাব।

এরপরই আলোচনায় আসে নেইমারের বার্সেলোনায় ফিরে আসার সম্ভাবনা নিয়ে। এদিকে, বার্সা অধিনায়ক লিওনেল মেসিও চায় বার্সায় ফিরে আসুক নেইমার। ফের লিওনেল মেসির সঙ্গে জুটি বাঁধতে আগ্রহ প্রকাশ করেন নেইমার নিজেও। আর সব ঠিক থাকলে খুব শিগরিই পুরানো ক্লাব বার্সেলোনায় ফিরতে চলেছেন তিনি।

সূত্রের খবর, বার্সায় আসতে হলে তিনটি শর্ত মানতে হবে নেইমারকে। স্প্যানিশ পত্রিকা দিয়ারিও স্পোর্ট’র দাবি, বার্সায় আসতে হলে নেইমারকে পূরণ করতে হবে ক্লাবের দেওয়া তিনটি শর্ত। এক- বেতনের পরিমান অনেক কমাতে হবে। দুই- বার্সার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে। তিন- জনসম্মুখে বার্সায় যোগ দেওয়ার ইচ্ছার কথা বলতে হবে।

জানা গেছে, ইতোমধ্য এই তিন শর্তে নেইমার ‘হ্যাঁ’ বলে দিয়েছেন। এমন দাবি করেছে ব্রাজিলের ম্যাগাজিন ‘স্পোর্টস’।

দিল্লিতে নারী সাংবাদিককে গুলি

নিউজ ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে মিতালি চন্দোলা নামে এক নারী সাংবাদিককে ধাওয়া করে গুলি করেছে দুষ্কৃতিরা। এসময় হামলাকারীদের প্রত্যেকেরই মুখ ঢাকা ছিল।

শনিবার রাতে পূর্ব দিল্লির অশোক নগরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজধানীতে নারীদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার রাতে পূর্ব দিল্লির এলাকা দিয়ে নিজের গাড়ি চালিয়ে নয়ডায় থেকে ফিরছিলেন ওই সাংবাদিক। এসময় হঠাৎই একটি গাড়ি তার গাড়িটিকে ওভারটেক করে। সেই সময়ে গাড়িতে বসে থাকা মুখোশ পরা কয়েকজন তার গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পরপর দু’টি গুলি তার গাড়ি লক্ষ্য করে ছুঁড়ে দুষ্কৃতিরা। এসময় একটি গুলি তার গাড়ির সামনের কাঁচে লাগে। অন্য গুলিটি কাঁচ ভেদ করে লাগে তার হাতে।

মিতালি জানিয়েছেন, তাকে লক্ষ্য করে গুলি চালানোর আগে তার গাড়ির সামনের কাঁচে ডিম ছুঁড়ে দুষ্কৃতিরা। ঘটনার পর আহত সাংবাদিককে ভর্তি করা হয় পূর্ব দিল্লির ধর্মশালা হাসপাতালে। বর্তমানে তার অবস্থা স্থিতিশিল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। কী কারণে মিতালির গাড়ি লক্ষ্য করে ডিম ও গুলি ছুঁড়া হয়েছে তার তদন্ত চলছে। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে কোনও গ্যাং যুক্ত আছে কি না তারও অনুসন্ধান চলছে।

মিতালির উপর যেভাবে হামলা চালানো হয়েছে, ঠিক একই কায়দায় ২০০৮ সালে রাজধানীর বসন্তকুঞ্জে এক সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছিল।

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে ব্যাটিংয়ে পাকিস্তান

বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ।

লর্ডসে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হবে।

বিশ্বকাপে স্বভাবতই সেমিফাইনালের দৌঁড়ে বেশ পিছিয়ে দুই দল। তাই সেমির লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখতে জয় ছাড়া ভিন্ন কোনো পথ খোলা নেই ক্রিকেটের দুই পরাশক্তির সামনে।

বিশ্বকাপে এখন পর্যন্ত একটি করে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান। ৬ ম্যাচে প্রোটিয়াদের হার ৪টি। আর ৫ ম্যাচে পাক ব্রিগেডের পরাজয় ৩টি। বৃষ্টির কারণে দুই দলের একটি করে ম্যাচ পরিত্যক্ত হয়। সমান ৩ পয়েন্ট সংগ্রহে রয়েছে তাদের।

পয়েন্ট টেবিলের নিচের দিকের এই দুই দল আজ একে অপরের মুখোমুখি। এই ম্যাচ দিয়েই ক্রিকেটের তীর্থভূমিতে ফিরছে বিশ্বকাপ।

বেনাপোলে স্বেচ্ছাসেবকলীগের সভাপতি’র বাড়িতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: শার্শা উপজেলার বেনাপোল পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার আলী মন্টুর বাড়িতে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শার্শা উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার বিকালে পৌর শহরের সোনালী ব্যাংকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি উপলক্ষ্যে দুপুরের পর থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আ.লীগ,যুবলীগের, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ,বাস্তহারা লীগ, শ্রমিকলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল সহকারে বেনাপোল ছোট আঁচড়া মোড়স্থ পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে সমাবেত হতে থাকে। বিকাল ৫টার পর তা বিশাল সমাবেশে রুপ নেয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাহাদুরপুর মোড় সোনালী ব্যাংকের সামনে গিয়ে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে ও বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য রাখেন পৌর আওয়ামীলীগের সভাপতি এনামুল হক মুকুল,সেক্রেটারী নাসির উদ্দিন,সাদিপুর ওয়ার্ডের কাউন্সিলর আহাদুজ্জামান বকুল, উপজেলা ছাত্রলীগের সেক্রেটারী ইকবাল হোসেন রাসেল,বাস্তহারা লীগের সেক্রেটারী মোহাম্মমাদ আলী।

এ সময় বক্তারা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি জুলফিকার মন্টুর বাড়িতে বোমা হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, রাতের আধারে যারা হামলা করে তারা আর যাই হোক বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হতে পারেনা। তারা অবিলম্বে বোমাবাজদের চিহ্নিত করে তাদের গ্রেফতারের দাবি জানান। প্রসঙ্গত বৃহস্প্রতিবার রাতে স্বেচ্ছাসেবকলীগের নেতা জুলফিকার আলী মন্টুর বাড়িতে অজ্ঞাত দূর্বত্তরা বোমা হামলা চালায়।

এ হামলায় আওয়ামীলীগের আরেকটি অংশ ( মেয়র গ্রপ) জড়িত বলে অভিযোগ আনেন বক্তারা। এসময় আরও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারী কামাল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দ্দার, সেক্রেটারী তৌহিদুল ইসলাম, সাবেক ছাত্রলীগ নেতা রুবেল, ইমরান,পারভেজ,শ্রমিক নেতা জসিম উদ্দিনসহ প্রমুখ।

মেগা বাজেটকে স্বাগত জানিয়ে জাবি ছাত্রলীগের আনন্দ মিছিল

সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি: ২০১৯-২০ সালের মেগা বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগ।

আজ শুক্রবার ( ১৪ জুন ) , দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট এলাকা থেকে এই আনন্দ মিছিল শুরু হয় এবং তা শহীদ মিনার চত্বর হয়ে ডেইরি গেইটে শেষ হয়। এই সময় তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন । এই আনন্দ মিছিলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ( জাবি ) ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল সহ প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গত ১৩ জুন বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরে দেশের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। জাতীয় সংসদে ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। কিন্তু অসুস্থতার কারণে ২০১৯-২০২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন প্রধানমন্ত্রী
শেখ হাসিনা।

উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের প্রথম বাজেট। আর বাংলাদেশের ৪৮তম, আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয়বার ক্ষমতায় আসার পর চলতি মেয়াদের প্রথম ও টানা ১১তম বাজেট।

সর্বশেষ আপডেট...