28 C
Dhaka, BD
সোমবার, জুলাই ১৪, ২০২৫

ধামরাইয়ে ২ নারী সহ ৫ মাদক বিক্রেতা আটক

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি): ঢাকার ধামরাইয়ে একটি ট্রাক থেকে ২ নারী সহ ৫ মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাব -৪। এসময় তাদের দেহ তল্লাশি চালিয়ে ১৭৬ বোতল ফেনসিডির উদ্ধার করা হয়।

মঙ্গলবার(১১ জুন) সন্ধ্যায় কালামপুর বাস স্ট্যান্ড এলকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা থানার মোহাম্মদপুর গ্রামের মৃত শেখ জামাল উদ্দিনের মেয়ে সাবিনা বেগম (৩২) ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হুদাপাড়া গ্রামের আলী আজমের মেয়ে শ্যামলী আক্তার (২১) ও ছেলে মামুন মিয়া (১৮) চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার হরিহর গ্রামের সিরাজুল মন্ডলের ছেলে রাজি হোসেন(১৯) একই থানা জেলার রহিম মন্ডলের ছেলে তুহিন।

এ ব্যাপারে র‌্যাব -৪ এর এস আই সুকল্যাণ বিশ্বাস জানান ,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারলাম কালামপুর বাস স্ট্যান্ড এলাকা থেকে একটি ট্রাকে করে বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে ২ নারী সহ ৫ জন রওনা হচ্ছে পরে ওই এলাকায় অভিজান চালিয়ে তাদের আটক করি।এসময় তাদের কাছ থেকে ১৭৬ বোতল ফনেসিডিল উদ্ধার করি।এঘটনা একটি মামলা দায়ের করা হয়েছে।

ধামরাইতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস ও ঈদ পূর্ণমিলনী উদযাপিত

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি) : আজ১১ই জুন মঙ্গলবার ধামরাই মোকামটোলা ধামরাই উপজেলা আওয়ামীলীগ পার্টি অফিসে দুপুর ১২টায় ধামরাই উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ আয়োজিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি ও ঈদ পূর্ণমিলনী উদযাপিত।

আজ ১১ই জুন প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি- শেখ হাসিনার কারামুক্তি দিবস। প্রায় ১১মাস কারাভোগের পর ২০০৮ সালের ১১জুন সংসদ ভবন চত্তরে স্হাপিত বিশেষ কারাগার থেকে শেখ হাসিনা মুক্তি পেয়েছিলন।
২০০৭ সালের ১৬ই জুলাই সেনা সমর্থিত ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেফতার হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী।

কারাবন্দী থাকাকালীন সময়ে কারাগারের অভ্যন্তরে অসুস্হ্য হয়ে পড়েন শেখ হাসিনা। তখন বিদেশে তার উন্নত চিকিৎসার জন্য তাকে মুক্তি দেওয়ার দাবী উঠে বিভিন্ন মহল থেকে। আওয়ামীলীগ সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনেরর ক্রমাগত চাপ আপোষহীন মনোভাব ও অনড় দাবীর পরিপ্রেক্ষিতে অবশেষে শেখ হাসিনাকে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার মুক্তি দিতে বাধ্য হয়।

সেই দিনটিকে স্মরণীয় করে রাখতে সারা দেশের ন্যয় ধামরাই উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কারামুক্তি দিবস ও ঈদ পূর্ণমিলনী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি- মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক- মোঃ আবদুল্লাহ আল-মাহমুদ শোকরানা”র সঞ্চালনায় বক্তব্য রাখেন— ঢাকা জেলা উত্তরের সহ- সভাপতি- মোঃ আব্দুর রউফ,যুগ্ন সা: সম্পাদক- মোঃ ফারুক হোসেন,ধামরাই উপজেলার শাখা সহ- সভাপতি- মোঃ ওয়াসিম রাজা, মোঃ মজনু মিয়া, যুগ্ন সা: সম্পাদক- এন এম আমিনুর রহমান খান, ডাঃ জিয়া সিকদার, সাংগঠনিক সম্পাদক- জি এম বাকার সিদ্দিকী, মোঃ নাজমুল হোসেন,ধামরাই পৌর যুগ্ন আহবায়ক মোঃ কামরুজ্জামান (রঞ্জু), উপজেলার শাখা কার্যনির্বাহী সদস্য শ্রী দুলাল সরকার সহ জেলা,উপজেলা,পৌর ও ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগ নেতৃবৃন্দ।

নওগাঁ মান্দায় অবৈধভাবে খাস পুকুর দখল করায় মানববন্ধন ও প্রতিবাদ সভা

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় অবৈধভাবে তিনটি খাস পুকুর ও একটি কবরস্থান দখলের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা।

উপজেলার ভালাইন ইউনিয়নের মুয়াই গ্রামের দখলবাজ আফসার আলী মন্ডল ও উজ্জল হোসেন প্রামানিকের বিরুদ্ধে গতকাল সোমবার বিকেলে লীলাবাজারে এ কর্মসূচি পালন করা হয়েছে।

মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত এক প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহীম আলী বাবু, ইউপি সদস্য ওসমান আলী হাজারীসহ স্থানীয় খয়ের আলী, রুস্তম আলী, ডা. গোলাম মোস্তফা, রফিজ উদ্দিন তরফদার, মাহবুব আলী, জিল্লুর রহমান, বয়োজিদ দেওয়ান, আরিফ দেওয়ার, হাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা দাবি করেন, মুয়াই মৌজায় এক নম্বর খতিয়ানভূক্ত তিনটি পুকুর ও একটি কবরস্থান দখল করে নিয়েছেন স্থানীয় দখলবাজ আফসার আলী মন্ডল ও উজ্জল হোসেন প্রামানিক। জাল কাগজপত্র তৈরি করে ওই পুকুরগুলো নিজেদের দাবি তারা ২০১৫ সালে নওগাঁর সহকারি জজ আদালতে মামলা দায়ের করেন। মামলার কাগজপত্র উপজেলা ভূমি অফিসে দাখিল করে ওই পুকুরগুলোর লীজ দেয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করেন তারা। মামলা নিষ্পত্তি না হওয়ার আগেই পুকুরগুলো জবরদখল মাছ চাষ শুরু করা হয়েছে।
বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে ওইসব পুকুর লীজ নিয়ে মাছ চাষ করে জীবিকা নির্বাহী করে আসছিলেন স্থানীয় মৎস্যজীবী সমিতির সদস্যরা। হঠাৎ করেই বাংলা ১৪২৬ সনে পুকুরগুলোর লীজ বন্ধ করে দেন উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি। পুকুরগুলো অবৈধ দখলমুক্ত করে প্রকৃত মৎস্যজীবীদের মাঝে লীজ দেয়ার দাবি করেন বক্তারা।

পুকুরগুলো জবরদখলের অভিযোগ অস্বীকার করেছেন উজ্জল হোসেন প্রামানিক। এ প্রসঙ্গে তিনি বলেন, পুকুরগুলোর পক্ষে আমাদের কাগজপত্র রয়েছে। এ বিষয়ে আদালতে মামলা দায়ের করেছি।

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম হাবিবুল হাসান বলেন, আদালতে মামলা চলমান থাকায় পুকুরগুলো লীজ দেয়া সম্ভব হয়নি। এ বিষয়ে জিপির মতামত চেয়ে পত্র দেয়া হয়েছে।

ধামরাইয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে দুটি ড্রেজার মেশিন ধ্বংস।

মোঃ সম্রাট আলাউদ্দিন ( ধামরাই প্রতিনিধি):ঢাকার ধামরাই’তে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ বালু উত্তোলনের জোড়া দু’টি ড্রেজার মেশিন ধ্বংস।

ধামরাইতে কিছু অসাধু মহল স্থানীয় প্রভাব খাটিয়ে বংশী নদী ও ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে। এদেরকে কোনভাবেই দমিয়ে রাখা যাচ্ছে না।

এর আগেও কয়েকবার ভ্রাম্যমাণ আদালত অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে। কিন্তু বালুখেকো রা জায়গা পরিবর্তন করে আবার কোথাও না কোথাও অবৈধ ড্রেজার মেশিন লাগিয়ে বালু উত্তোলন করে।

আজ ১১ই জুন মঙ্গলবার ধামরাই বংশী নদীতে অবৈধ বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালতের অভিয়ানে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর বাস্তা বংশী নদীর পাড়ে ভ্রাম্যমান আদালত প্রধান ম্যাজিষ্ট্রেট ও ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার এ”অভিযান পরিচালনা করেন।

অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলেও অবৈধ বালু উত্তোলনের উপকরন ৭০০ফুট প্লাস্টিকের পাইপ ও জোড়া দুটি ড্রেজার মেশিন ধ্বংস করে দেন।

ধামরাইয়ে ভোটার তালিকা হালনাগাদ প্রশিক্ষণ কর্মসুচি।

মোঃ সম্রাট আলাউদ্দিন ,ধামরাই (প্রতিনিধি):ঢাকার ধামরাইয়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৯ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশক্ষিণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার(১০জুন) বেলা ২ঘটিকার সময় ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত হয়।

এই সময় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণ কর্মশালায় সুপারভাইজার ও মাঠকর্মীদের উদেশ্য বক্তব্য রাখেন, মাননীয় নির্বাচন কমিশনার, বাংলাদেশে নির্বাচন বেগম কবিতা খানম, তিনি তার বক্তব্য বলনে, আপনারা সব সময় খেয়াল রাখবনে যাতে ভোটাররা কোন রকম হয়রানীর শিকার না হয়। তাই ভোটারদের তথ্য গুলি অত্যান্ত সতর্কভাবে নিতে হবে। যাতে করে কোন ভোটার যেন বয়স,নাম, বাবার নাম, মাতার নাম এবং ভোটারের ঠিকানা যেন ভুল না হয় সেইদিকে নজর রাখতেই হবে।এছাড়া তিনি আরও বলনে আমাদের মধ্যে তৃতীয় লিঙ্গের(হিজরা) লোকেরা যেন কোন ভাবে ভোটার হতে না পারে সেদিকে সর্তক থাকবেন।

এই সময় আর ও বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনার উপসচিব মোঃ ফয়সাল কাদের, ঢাকাজেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ রকিবুদ্দনি মন্ডল, সাভার সার্কেল এসপি মোঃ তাহমিদুল ইসলাম, ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মোসাঃ আয়শা আক্তার, ধামরাই থানার (ওসিঅপারেশন) মোঃ মাসুদুর রহমান।

উপজলো নির্বাচন কমিশনের আয়োজনে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ প্রশিক্ষণ কর্মসুচি করা হয়।

ধামরাইয়ে প্রবাসীর স্ত্রী ও এক সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি):ঢাকার ধামরাই প্রবাসীর স্ত্রী ও এক সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ।

সোমবার (১০ জুন) ধামরাই থানার এস আই শেখ সেকেন্দার ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন।

তবে কিকারনে আত্মহত্যা করেছে তা জানা যায়নি বলে জানান তিনি।

জানা গেছে উপজেলার সূতিপাড়া গ্রামের লিয়াকত আলীর মেয়ে লিমা (২৩) গত ৫ বছর আগে বিয়ে হয় একই উপজেলার কুশুরা ইউনিয়নের বকচর গ্রামের নূরুল হকের ছেলে প্রবাসী খোরশেদ আলমের সঙ্গে বিয়ের পরে একটি কন্যা সন্তান জন্ম নেয় । স্বামী প্রবাসে থাকায় লিমা ৩ বছরের সন্তান নিয়ে বাবার বাড়িতেই মা বাবার সাথে থাকতো।

রোববার রাতে লিমার শয়ন কক্ষ থেকে পাশের কক্ষে হঠাৎ করে অস্বাভাবকি শব্দ শুনতে পান তার মা ও বাবা। পরে লিমাকে ঘরের আড়ার সাথে উড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

সোমবার দুপুরের দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে বলে জানান এসআই শখে সেকেন্দার।

বেনাপোল স্থল বন্দর পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস

রাসেল বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্যিক কার্যক্রম ও পাসপোর্ট যাত্রী যাতায়াতে সুবিধি,অসুবিধা সরেজমিনে দেখতে পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস ।

শনিবার(০৮জুন) বিকাল ৩ টায় তিনি সফর সঙ্গী নিয়ে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর এলাকা পরিদর্শন করেন।

এদিকে হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস বেনাপোল চেকপোষ্ট এসে পৌছালে সেখানে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়িক নেতৃবিন্দরা। এসময় হাইকমিশনারের বেনাপোল বন্দর পরিদর্শন উপলক্ষ্যে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় সহকারী হাইকমিশনার রাজেস কুমার,বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, ভারত -বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট,এক্সপোর্টের সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান, বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু সালে মাসুদ করিম ও ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল বাশার প্রমুখ।

জানা যায়, দেশের স্থলপথে ভারতের সাথে বাংলাদেশের যে বাণিজ্য হয় তার ৭০ শতাংশ হয় বেনাপোল বন্দর দিয়ে। কিন্তু সুষ্ট ভাবে বাণিজ্য পরিচালনায় এখানে নানান সমস্যা বিদ্যমান। এছাড়া সুনিদিষ্ট অভিযোগ ছাড়া চেকপোষ্ট প্যছেঞ্জার টার্মিনালে বিজিবি কর্তৃক পাসপোর্ট যাত্রীদের ব্যাগ তল্লাশীর বিষয়টিও নিয়ে আলোচনায় উঠে আসে। এসব সমস্যা ও
বাণিজ্যিক সম্ভবনা সরেজমিনে পরিদর্শন করতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস বেনাপোল বন্দর পরিদর্শনে আসেন।

দুই দেশের ব্যবসায়ীরা মনে করছেন, ভারতীয় হাই কমিশনারের পেট্রাপোল-বেনাপোল বন্দর পরিদর্শনে চলমান বিভিন্ন সমস্যা সমাধানে যেমন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে তেমনি আমদানি-রফতানি বাণিজ্যে জটিলতা ও ভারত ভ্রমনে পাসপোর্ট যাত্রীদের দূর্ভাগ লাঘব হবে বলে জানান তারা।

সুন্দরগঞ্জে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী উৎযাপন

এনামুল হক,সুন্দরগঞ্জ,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে “বামনডাঙ্গা আল হিকমা আলিম মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (৬জুন) সকাল ১১টায় উপজেলার বামনডাঙ্গায় “বামনডাঙ্গা আল হিকমা আলিম মাদ্রাসা”র নিজস্ব ক্যাম্পাসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি ও অত্র মাদ্রাসার সাবেক ছাত্র মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন,বামনডাঙ্গা আল হিকমা আলিম মাদ্রাসা”র ভারপ্রাপ্ত সুপার মোছাঃ ফেরদৌসি বেগম,সহকারী সুপার ছামিউল ইসলাম,সহকারী শিক্ষক আজহারুল ইসলাম টিটু, সাবেক ছাত্র সাইদুর রহমান,হুদানুর রহমান,লুৎফর রহমান লিটন,ইমরান মিয়া,ইউনুস আলী প্রামাণিকসহ প্রমূখ। অনুষ্ঠানে সবুজ মিয়া,জাহাঙ্গীর আলম,রাজ্জাক,জীম,মাসুদ রানা,জুয়েল রানা,জাকির,মমিনুল,মনিরা আক্তার,নাইমা আক্তার, মুন্নি আক্তারসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে ইসলামী সংগীত পরিবেশিত হয়।

সংগীত পরিবেশন করেন অত্র মাদ্রাসার শিক্ষার্থী সারা আক্তার, জাহাঙ্গীর রহমানসহ আরও অনেকেই সংগীত পরিবেশ করেন।

নিরপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের দলনেতা ডাঃ এনামুর রহমান

বিপ্লব সাভার ঃ রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত চারদিন ব্যাপি (৫-৮ জুন) ১২ তম সমন্বিত নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ দলের দলনেতা হিসেবে যোগ দিয়েছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান।

চারদিন ব্যাপী আয়োজিত সম্মেলনে শুক্রবার (৭ জুন ) মস্কো সময় সকাল ১০: ৩০মিনিটে বাংলাদেশের পক্ষে রাশিয়ার ফায়ারম্যান ও উদ্ধার কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দিনের কর্মসূচি শুরু করেন।

পরবর্তীতে তিনি রাশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ঘঈগঈ ঘধঃরড়হধষ ঈৎরংরং গধহধমবসবহঃ ঈবহঃৎব) এবং সর্বোচ্চ বিপদ কালিন সময়ে উদ্ধার অভীযান পরিচালনাকারী দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠানটি ((খবধফবৎ ঈবহঃবৎ ভড়ৎ ঐরময জরংশ জবংপঁব ঙঢ়বৎধঃরড়হং) পরিষদর্শন করেন।

এর আগে বৃহস্পতিবার (৬ জুন) রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ১২ তম সমন্বিত নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান বাংলাদেশ দলের দলনেতা হিসেবে অংশগ্রহন করে বাংলাদেশের পক্ষে ” দুর্যোগ মোকাবেলায় ও প্রস্তুতিতে বাংলাদেশের অভিজ্ঞতা ” শীর্ষক উপস্থাপনা উপস্থাপন করেন।

উল্লেখ্য এ সময় প্রতিমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশ হতে আগত এবং স্বাগতিক দেশের বিশেষজ্ঞদের সাথে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে এই আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রদর্শিত উচ্চমান সম্পন্ন প্রযুক্তি ব্যবহার করে কিভাবে সর্বোচ্চ আধুনিক করা যায় সেই বিষয়েও মতবিনিময় করেন।

যশোরের বেনাপোলে মদ সহ ভারতীয় নাগরিক আটক

রাসেল যশোর প্রতিনিধি ঃ যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার সকালে প্যাচেনজার টার্মিনাল থেকে ৮ বোতল মদ সহ রাকেশ রায় (১৯)নামে এক ভারতীয় নাগরিক কে আটক করেছে।সে উত্তর ২৪ পরগনা জেলার হাওড়া থানার জামদানী গ্রামের সুরনজন এর ছেলে। তার পাসপোর্ট নং এস ৭১৯১৩৯১।

আটক রাকেশ রায় পাসপোর্টে বিজনেস ভিসা লাগিয়ে প্রতিদিন শাড়ি থ্রিপিস ও কসমেটিক মালামাল নিয়ে বাংলাদেশ কাস্টমস কে ম্যানেজ করে বেনাপোল বাজারে বিক্রি করে থাকে। এ দিকে অনেকেই জানিয়েছেন শুধু রাকেশ রায় কেন এর মতো আরো প্রায় ৬০/৭০ জন ভারতীয় নাগরিক আছে তারা বিজনেস ভিসা লাগিয়ে বাংলাদেশ কাস্টমস কে ম্যানেজ করে প্রতিদিন সকালে শাড়ি থ্রিপিস ও কসমেটিক নিয়ে বেনাপোল বাজারে বিক্রি করে আবার বিকালে ফেরত চলে যায়। এতে বাংলাদেশ সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকা রাজস্ব। শাড়ি থ্রিপিস কসমেটিক এর আড়ালে তারা মদ ও বহন করে থাকে বলে একাধিক সূত্র জানিয়েছেন।

বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার বাকী বিল­াল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতীয় একজন পাসপোর্ট যাত্রী বাংলাদেশ কাস্টমস চেকিং পার হয়ে বিপুল পরিমান মদ নিয়ে প্যাচেনজার টার্মিনালের সামনে অপেক্ষা করছে।

এমন সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিযয়ে ৮ বোতল মদ সহ রাকেশ রায়কে হাতেনাতে আটক করেন। আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ আপডেট...