27 C
Dhaka, BD
সোমবার, জুলাই ১৪, ২০২৫

সাভারে মাংসের দোকানে গরুর মাংসে কৃত্তিম ‘রক্ত’ মিশানোর অভিযোগে জরিমানা

সাভারে মাংসের দোকানে গরুর মাংসে কৃত্তিম ‘রক্ত’ মিশানোর অভিযোগে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শুক্রবার দুপুরেরে সাভার বাজার বাসস্ট্যান্ডে দিলকুশা মার্কেটের সামনে ‘মিঠু মিয়ার গোস্ত বিতান’ মাংসের দোকানে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মঞ্জুর হোসেন।

পরে ভ্রাম্যমান আদালত বড় পলিপ্যাকের ভিতরে সংরক্ষনে রাখা রং দিয়ে তৈরি করা কৃত্তিম ‘রক্ত’ জব্দ করে। তখন মাংস ব্যবসায়ী আসাদুল ইসলাম মিঠুকে আটক করেন। তখন মিঠু মাংসে রং মিশানোর কথা স্বীকার করলে আদালত তাকে দশ হাজার টাকা জরিমানা করে ।

আসে পাশের একাধিক ব্যক্তি নির্বাহী ম্যাজিষ্ট্রেটের সামনে অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে এই মাংস ব্যবসায়ী পচা ও বাসী মাংসে রং মাখিয়ে টাটকা মাংস হিসেবে প্রদর্শন করে তা বিক্রি করে আসছিল। এছাড়া ওজনেরও কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে মিঠু মিয়ার গোস্ত বিতান এর বিরুদ্ধে।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মঞ্জুর হোসেন বলেন, জব্দকৃত রং পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

আর প্রাথমিক ভাবে মাংস ব্যবসায়ী মিঠুকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ফজলে রাব্বি মন্ডল জানান, পশুর রক্ত হলে তা জমাট হয়ে যাবার কথা। কিন্তু প্রাথমিক পরীক্ষায় মনে হচ্ছে রক্তের সঙ্গে কেমিক্যাল মেশানো হয়েছে যার কারনে এখনো রক্ত টাটকা দেখাচ্ছে ।

সুন্দরগঞ্জে কাঠগড়া দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের কাটগড়া দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের ২০০৬ সালের এসএসসি পরিক্ষার্থীদের উদ্দ্যেগে কাটগড়া স্কুল হলরুমে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বন্ধু গ্রুপের সদস্য রনি বলেন, দীর্ঘদিন যাদের সাথে ফেসইবুক বা মোবাইলে বন্ধুত্বের কথা বলাবলি হয়েছে, এবার সামনাসামনি তাদের দেখবো। এক যুগের বেশি হলো হঠাৎ ফেলে আসা স্কুল কলেজ জীবন যেন আমাদের কাছে এখন রঙিন আলোয় উদ্ভাসিত হচ্ছে এ ইফতার মাহফিলের মাধ্যমে ও সব দূরত্বের অবসান ঘটবে ।

আয়োজক সোহানুর রহমান সুজন ও তারেক বলেন,আগামী বছর আরও বড় জাঁকজমক আয়োজনে সব বন্ধুদের নিয়ে ইফতার মাহফিলের আয়োজনের কথা ভাবছি আমরা।যাতে করে প্রতিবছরে কমপক্ষে একবার হলেও প্রতিটি বন্ধুদের দেখা হওয়ার সুযোগ হয়।

ইফতার মাহফিলের অন্যতম আয়োজক রমজানুল ইসলাম রন্জু বলেন, এবছর শুরুতে খুব সামান্য কয়েকজন বন্ধু মিলে যখন পরিকল্পনাটি করছিলাম, তখন ভাবতেও পারিনি এত সাড়া পাবো।আজ ইফতার মাহফিলে সবার উপস্থিতি দেখে মন আনন্দ মেতে উঠল।

বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের সহকারী শিক্ষক সোহানুর রহমান সুজন বলেন,আমাদের মধ্যে অনেকেই পেশাগত জীবনে পরিচিত লাভ করেছে কিন্তু আমরা যে একই সাথে একই ব্যাচে পড়াশুনা করেছি, তা কখনও বুঝতামই না এখানে না এলে।

বন্ধু গ্রুপের সদস্য রানা ইসলাম বলেন,কাটগড়া দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ে পড়াশুনা করেছি কিন্তু সারাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সাথের অসংখ্য শিক্ষার্থী আছে, যাদের সঙ্গে দীর্ঘদিন থেকে কথা হয়নি দেখা হয়নি এটা সত্যি দারুণ এক ব্যাপার তাদের সঙ্গে দেখা হবে।

বৈদেশিক মুদ্রার একটি চালানসহ বাংলাদেশি সাত পাচারকারী আটক

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্ত থেকে প্রায় তিন কোটি টাকা মুল্যের বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রার একটি চালানসহ বাংলাদেশি সাত পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড(বিজিবি) সদস্যরা।

শুক্রবার(৩১মে) সকাল ১১ টায় যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী চেকপোষ্ট হতে সাউথ লাইন পরিবহনে একটি বাস তল্লাশি করে বৈদেশিক মুদ্রাসহ পাচারকারীদের আটক করে বিজিবি। পরে গণনা ও জিজ্ঞাসাবাদ শেষে বিকাল ৫ টায় বিজিবি আটক পাচারকারীদের নাম ও বৈদেশিক মুদ্রার পরিমান সংবাদকর্মীদের জানায় । আটককৃত বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে, ২ লাখ ৫৩ হাজার ৪শ ইউএস ডলার, ৬৯ হাজার ৯৫০ পাউন্ড ও ৫ হাজার ৯০ ভারতীয় রুপি। আটক মুদ্রা পাচারকারীরা হলেন, শরিয়াতপুরের হাসিরকান্দি গ্রামের ইউছুফ হোসেনের ছেলে বেল্লাল হোসেন(২৮), বোনায়সরদার গ্রামের ইসকান্দের ছেলে আব্দুস ছালাম(৩০), পূর্বসারিঙ্গা গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে ইকবাল সরদার(২৮), চোকিদাকান্দি গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম(৪৪), হোসেন চৌকিদারের ছেলে কবীর হোসেন(৩৪), হাসিকান্দি গ্রামের ইউছুপের ছেলে সাইফুল ইসলাম(৩৪) ও সাতফুড়িয়াকান্দি গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মিরাজুল ইসলাম(২২)।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্ত পথে বিপুল পরিমানে বৈদেশিক মুদ্রার একটি চালান পাচার হচ্ছে। পরে বিজিবি আমড়াখালী চেকপোষ্টে সাউথ লাইনের একটি বাস থামিয়ে সন্দেহ ভাজন যাত্রীদের ব্যাগ তল্লাশি করা হয় । এসময় তাদের ব্যাগের মধ্য থেকে এসব বৈদেশিক মুদ্রা পাওয়া ২টির মধ্যে ২ নম্বর পৃষ্ঠা যায়। পরে মুদ্রা পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে সাত জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭টি পাসপোর্ট ,৭টি মোবাইল সেট, এটিএম কার্ড ৮টি ও মুদ্রা পাচারে ব্যবহৃত ৫টি কোমরের বেল্ট জব্দ করা হয়। যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে, কর্নেল মোঃ সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত বৈদেশিক মুদ্রার বাজার মুল্য আনুমানিক তিন কোটি টাকা।

আটকের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।

হোয়াইট হাউজের সামনে গায়ে আগুন দিয়ে যুবকের আত্মহত্যা ।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউজের সামনে এক যুবক নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। তার নাম অর্ণভ গুপ্ত (৩৩)।

স্থানীয় সময় বুধবার (২৯ মে) বিকেলে একটি পার্কে এ ঘটনা ঘটে। অর্ণভের মৃত্যুর কথা নিশ্চিত করেছে ন্যাশনাল পার্কের পুলিশ ডিপার্টমেন্ট। তবে কোনো রাজনৈতিক উদ্দেশে সে গায়ে আগুন দিয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। খবর এবিসি নিউজের।

সন্তান প্রসবের ক্ষেত্রে পরিস্থিতি জটিল না হলে সিজার না করানোর পরামর্শ:স্বাস্থ্যমন্ত্রী

সন্তান প্রসবের ক্ষেত্রে পরিস্থিতি জটিল না হলে সিজার না করানোর পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলন এই আহ্বান জানান তিনি।

জটিলতা এড়াতে প্রসবকালে প্রসূতিকে হাসপাতালে নিয়ে যাওয়ারও পরামর্শ দেন তিনি।

মন্ত্রী বলেন, ১৯৯৭ সাল থেকে বাংলাদেশে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হচ্ছে। মাতৃমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে এমডিজি (সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা) অর্জন সম্ভব না হলেও সরকার এ ব্যাপারে কাজ করছে। ২০১৫ সালে মাতৃমৃত্যু প্রতি লাখে ১৪৩ জন থাকার কথা ছিল। কিন্তু ২০১৭ সালে আমাদের দেশে এটা ১৭৬ জনেই রয়ে যায়। যদিও ২০১৮ সালে এটা ১৭২ জনে নামিয়ে আনা সম্ভব হয়েছে। এসডিজি লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৩০ সালের মধ্যে মাতৃমত্যু ৭০ জনে নামিয়ে আনার লক্ষ্যে সরকার কাজ করছে।

এক প্রশ্নের জবাবে জাহিদ মালেক বলেন, কোলগেট টুথপেস্টে ক্ষতিকারক উপাদান রয়েছে কিনা তা খতিয়ে দেখতে ভালো করে পরীক্ষা-নিরীক্ষার পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও অধিদফতরের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, টুথপেস্ট একটি প্রসাধনী বা কসমেটিকস সামগ্রী। এটি আমদানি ও দেখভালের সঙ্গে শিল্প মন্ত্রণালয় ও বিএসটিআই জড়িত। এ কারণে এর দায়িত্ব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের। জাহিদ মালেক বলেন, টুথপেস্ট আমদানি ও মানসম্পন্ন কিনা তা দেখার এখতিয়ার শিল্প মন্ত্রণালয় ও বিএসটিআইয়ের।

মান্দায় উপজেলা পরিষদের বাজেট ও ইফতার মাহফিল ।

নওগাঁর মান্দায় গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদের বাৎসরিক বাজেট ঘোষণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।

সভায় ২০১৯-২০ অর্থবছরের বাজেট পেশ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন। এ উপলক্ষে ইউএনও খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সামসুল আলম প্রামানিক, উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক হোসেন, উপজেলা প্রকৌশলী শাহ্ মো. শহিদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।

বাজেট ও ইফতার অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, স্থানীয় গণমাধ্যম কর্মিসহ সুধীজন অংশগ্রহণ করেন। ইফতার অনুষ্ঠানের আগে উপজেলা পরিষদের ৪ কোটি ৩২ লাখ, ২৬ হাজার ১৯৯ টাকার বাজেট উপস্থাপন করা হয়। শেষে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

চাঁদপুর রামচন্দ্রপুরে রাস্তা নির্মাণে ব্যাপক অনিয়ম ।

চাঁদপুর প্রতিনিধি ঃ চাঁদপুর সদরের বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামের মরহুম হারুন কমান্ডারের বাড়ি হতে রামচন্দ্রপুর খেয়াঘাট রাস্তা পাকাকরণের কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

প্রথম থেকেই অনিয়মের সাথে কাজ শুরু হলে এলাকার লোকজন ঠিকাদারকে বললেও তিনি কোনো কর্ণপাত করেননি। জানা যায়, একটি কুচক্রী মহলের সাথে আঁতাত করে তিনি নিজ খেয়াল খুশি মতো কাজ করে যাচ্ছেন।

কাজের অনিয়ম নিয়ে কিছুদিন পূর্বে এলাকাবাসী কাজ বন্ধ করে দিলে ঠিকাদার আর অনিয়ম করবে না বলে এমন অঙ্গীকারে কাজ শুরু করেন। কিন্তু আগের চেয়ে বেশি অনিয়ম করে কংক্রিট বিছানো হচ্ছে। এক নম্বর ইটের সাথে তিন নম্বর ইট বেশি ব্যবহার করছেন। এলাকার জনগণ ভয়ে কিছু বলতে সাহস পাচ্ছেন না। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার ক’ জন ব্যক্তি চাঁদপুর কণ্ঠকে বলেন, কাজের ঠিকাদার একেবারে নিন্ম মানের তিন নম্বর ইট দিয়ে কাজ করছেন। যা মানসম্মত না।

এ ইট দিয়ে কাজ না করাই ভালো। আর যে সকল তিন নম্বর ইট রাস্তায় ব্যবহার করা হয়েছে এ সকল ইটের অধিকাংশ ব্রিক ফ্রিল্ড-এর নদীর পাড়ে পড়ে থাকে। কাজের গুণগত মান একেবারে যে নি¤মানের যা স্বচোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সরেজমিনে দেখা যায়, ১ নম্বর কিছু ইটের সাথে বেশিরভাগই ৩ নম্বর ইট ব্যবহার করছে এবং বড় বড় করে ইটের কণা দেয়া হচ্ছে।

শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা বলেন, ঠিকাদার আমাদেরকে যেভাবে বলেছেন আমরা সেভাবে কাজ করছি। ঠিকাদার কোথায় জানতে চাইলে তারা বলেন, তিনি এখনো আসেননি। এ ব্যাপারে এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন।

ধামরাইয়ে বাস-মোটরসাইকেল সংঘর্ষ-মোটরসাইকেল আরোহী নিহত

মো: সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি): ঢাকার ধামরাইয়ে বালিয়া ইউনিয়নে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশিক (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যা ৬ টায় কালামপুর-মির্জাপুর আঞ্চলিক সড়কের তেলীগ্রাম এলাকার এ দুর্ঘটনা ঘটে।

আশিক ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের মাদারিপুর গ্রামের মঞ্জুর ছেলে।

পুলিশ জানায়, কালামপুর থেকে ছেড়ে আসা মির্জাপুরগামী একটি বাস তেলীগ্রাম পৌঁছালে অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেল সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী আশিক ঘটনা স্থলে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই) জুয়েল বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্থল পরিদর্শন করি। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাসটিকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।

যশোরের বেনাপোল পৌর আওয়ামীলীগ অফিস ভাংচুর ও চুরি ।

যশোরের বেনাপোল পৌর আওয়ামী লীগের কার্যলয়ে চুরি ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

এ সময় দুর্বৃত্তরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবির ফ্রেমও ভাংচুর করে। সোমবার রাত ১টার দিকে বেনাপোল ইউনিয়ন পরিষদের পাশে ফারুক মার্কেটের ২য় তলায় পৌর আওয়ামী লীগের অফিসে এই হামলা, চুরি ও ভাংচুরের ঘটনা ঘটে। বেনাপোল পৌর যুবলীগের আহŸায়ক সুকুমার দেবনাথ বলেন, সোমবার রাত ১টার দিকে একদল দুর্বৃত্তরা বেনাপোল বাজারে অবস্থিত আ.লীগ অফিসের ২য় তালার গেট ভেঙ্গে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি, চেয়ার, টেবিল ভাংচুর করে এবং ৩ টি কম্পিউটার চুরি করে নিয়ে যায়।

দুর্বৃত্তরা ইট মেরে অফিসের সাইন বোর্ড ভাংচুর করে। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু-সালেহ মাসুদ করিম বলেন, গভীর রাতে দুর্বৃত্তরা পৌর আওয়ামীলীগের অফিসে ভাংচুর করে পালিয়ে যায়। ভাংচুরের ঘটনায় থানায় অভিযোগ দিলে তদন্ত স্বাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনাস্থল পরিদর্শন করেন নাভারণ সার্কেলের এসপি জুয়েল ইমরান ও যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম লিটন।

পত্নীতলায় ব্যবসায়ীর ৬৬ মণ অপরিপক্ক আম ধ্বংস

নওগাঁর পত্নীতলায় ফরমালিন দেয়া এবং মেয়াদপূর্তির আগেই গাছ থেকে আম পেড়ে আড়তে নেয়ার সময় আশরাফুল ইসলাম নামের এক ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

এসময় সাড়ে ৬৬মন ল্যাংড়া আম জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩ টার দিকে উপজেলার মামুদপুরে প্রধান সড়কের পাশে জব্দকৃত আম মাটি চাপা দেন উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু সোয়েব খান, থানার উপ-পরিদর্শক (এসআই) জিল্লুর রহমান, সাবেক কাউন্সিলর দিলিপ চন্দ্র দাশ।

পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিত্বে অপরিপক্ক আম (ল্যাংড়া) আড়তে নেয়া হচ্ছে। এসময় উপজেলার শিহাড়া ইউনিয়নের আলপাকা মোড়ে সোমবার রাতে আশরাফুল ইসলামের আড়তে অভিযান পরিচালনা করা হয়। এসময় আড়ত থেকে সাড়ে ৬৬ মণ অপরিপক্ক ও কেমিকেল যুক্ত ল্যাংড়া আম জব্দ করা হয়।

তিনি বলেন, এই আম অপরিপক্ক আমে পাকানোর জন্য কেমিকেল মিশানো হয়েছিল। যা স্বাস্থের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমগুলো পরিপক্ক হওয়ার আগে নামানোর ফলে অর্থনৈতিক ভাবেও দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

পরে ওই ব্যবসায়ীর ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে অপরিপক্ক ও কেমিকেল যুক্ত আম মাটির নিচে চাপা দেয়া হয়।

সর্বশেষ আপডেট...