16.5 C
Dhaka, BD
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

ধামরাইয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে দুটি ড্রেজার মেশিন ধ্বংস।

মোঃ সম্রাট আলাউদ্দিন ( ধামরাই প্রতিনিধি):ঢাকার ধামরাই’তে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ বালু উত্তোলনের জোড়া দু’টি ড্রেজার মেশিন ধ্বংস।

ধামরাইতে কিছু অসাধু মহল স্থানীয় প্রভাব খাটিয়ে বংশী নদী ও ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে থাকে। এদেরকে কোনভাবেই দমিয়ে রাখা যাচ্ছে না।

এর আগেও কয়েকবার ভ্রাম্যমাণ আদালত অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছে। কিন্তু বালুখেকো রা জায়গা পরিবর্তন করে আবার কোথাও না কোথাও অবৈধ ড্রেজার মেশিন লাগিয়ে বালু উত্তোলন করে।

আজ ১১ই জুন মঙ্গলবার ধামরাই বংশী নদীতে অবৈধ বালু উত্তোলনের সময় ভ্রাম্যমান আদালতের অভিয়ানে ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নের উত্তর বাস্তা বংশী নদীর পাড়ে ভ্রাম্যমান আদালত প্রধান ম্যাজিষ্ট্রেট ও ধামরাই উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অন্তরা হালদার এ”অভিযান পরিচালনা করেন।

অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে গেলেও অবৈধ বালু উত্তোলনের উপকরন ৭০০ফুট প্লাস্টিকের পাইপ ও জোড়া দুটি ড্রেজার মেশিন ধ্বংস করে দেন।

ধামরাইয়ে ভোটার তালিকা হালনাগাদ প্রশিক্ষণ কর্মসুচি।

মোঃ সম্রাট আলাউদ্দিন ,ধামরাই (প্রতিনিধি):ঢাকার ধামরাইয়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৯ এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশক্ষিণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার(১০জুন) বেলা ২ঘটিকার সময় ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এই প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত হয়।

এই সময় ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণ কর্মশালায় সুপারভাইজার ও মাঠকর্মীদের উদেশ্য বক্তব্য রাখেন, মাননীয় নির্বাচন কমিশনার, বাংলাদেশে নির্বাচন বেগম কবিতা খানম, তিনি তার বক্তব্য বলনে, আপনারা সব সময় খেয়াল রাখবনে যাতে ভোটাররা কোন রকম হয়রানীর শিকার না হয়। তাই ভোটারদের তথ্য গুলি অত্যান্ত সতর্কভাবে নিতে হবে। যাতে করে কোন ভোটার যেন বয়স,নাম, বাবার নাম, মাতার নাম এবং ভোটারের ঠিকানা যেন ভুল না হয় সেইদিকে নজর রাখতেই হবে।এছাড়া তিনি আরও বলনে আমাদের মধ্যে তৃতীয় লিঙ্গের(হিজরা) লোকেরা যেন কোন ভাবে ভোটার হতে না পারে সেদিকে সর্তক থাকবেন।

এই সময় আর ও বক্তব্য রাখেন, নির্বাচন কমিশনার উপসচিব মোঃ ফয়সাল কাদের, ঢাকাজেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ রকিবুদ্দনি মন্ডল, সাভার সার্কেল এসপি মোঃ তাহমিদুল ইসলাম, ধামরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মোসাঃ আয়শা আক্তার, ধামরাই থানার (ওসিঅপারেশন) মোঃ মাসুদুর রহমান।

উপজলো নির্বাচন কমিশনের আয়োজনে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ প্রশিক্ষণ কর্মসুচি করা হয়।

ধামরাইয়ে প্রবাসীর স্ত্রী ও এক সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ।

মোঃ সম্রাট আলাউদ্দিন (ধামরাই প্রতিনিধি):ঢাকার ধামরাই প্রবাসীর স্ত্রী ও এক সন্তানের জননী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ।

সোমবার (১০ জুন) ধামরাই থানার এস আই শেখ সেকেন্দার ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি নিশ্চিত করেন।

তবে কিকারনে আত্মহত্যা করেছে তা জানা যায়নি বলে জানান তিনি।

জানা গেছে উপজেলার সূতিপাড়া গ্রামের লিয়াকত আলীর মেয়ে লিমা (২৩) গত ৫ বছর আগে বিয়ে হয় একই উপজেলার কুশুরা ইউনিয়নের বকচর গ্রামের নূরুল হকের ছেলে প্রবাসী খোরশেদ আলমের সঙ্গে বিয়ের পরে একটি কন্যা সন্তান জন্ম নেয় । স্বামী প্রবাসে থাকায় লিমা ৩ বছরের সন্তান নিয়ে বাবার বাড়িতেই মা বাবার সাথে থাকতো।

রোববার রাতে লিমার শয়ন কক্ষ থেকে পাশের কক্ষে হঠাৎ করে অস্বাভাবকি শব্দ শুনতে পান তার মা ও বাবা। পরে লিমাকে ঘরের আড়ার সাথে উড়না দিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

সোমবার দুপুরের দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে বলে জানান এসআই শখে সেকেন্দার।

বেনাপোল স্থল বন্দর পরিদর্শন করলেন ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস

রাসেল বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রফতানি বাণিজ্যিক কার্যক্রম ও পাসপোর্ট যাত্রী যাতায়াতে সুবিধি,অসুবিধা সরেজমিনে দেখতে পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস ।

শনিবার(০৮জুন) বিকাল ৩ টায় তিনি সফর সঙ্গী নিয়ে বেনাপোল ও ভারতের পেট্রাপোল বন্দর এলাকা পরিদর্শন করেন।

এদিকে হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস বেনাপোল চেকপোষ্ট এসে পৌছালে সেখানে তাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানান, বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়িক নেতৃবিন্দরা। এসময় হাইকমিশনারের বেনাপোল বন্দর পরিদর্শন উপলক্ষ্যে প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, খুলনা বিভাগীয় সহকারী হাইকমিশনার রাজেস কুমার,বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, ভারত -বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট,এক্সপোর্টের সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান, বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু সালে মাসুদ করিম ও ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল বাশার প্রমুখ।

জানা যায়, দেশের স্থলপথে ভারতের সাথে বাংলাদেশের যে বাণিজ্য হয় তার ৭০ শতাংশ হয় বেনাপোল বন্দর দিয়ে। কিন্তু সুষ্ট ভাবে বাণিজ্য পরিচালনায় এখানে নানান সমস্যা বিদ্যমান। এছাড়া সুনিদিষ্ট অভিযোগ ছাড়া চেকপোষ্ট প্যছেঞ্জার টার্মিনালে বিজিবি কর্তৃক পাসপোর্ট যাত্রীদের ব্যাগ তল্লাশীর বিষয়টিও নিয়ে আলোচনায় উঠে আসে। এসব সমস্যা ও
বাণিজ্যিক সম্ভবনা সরেজমিনে পরিদর্শন করতে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস বেনাপোল বন্দর পরিদর্শনে আসেন।

দুই দেশের ব্যবসায়ীরা মনে করছেন, ভারতীয় হাই কমিশনারের পেট্রাপোল-বেনাপোল বন্দর পরিদর্শনে চলমান বিভিন্ন সমস্যা সমাধানে যেমন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে তেমনি আমদানি-রফতানি বাণিজ্যে জটিলতা ও ভারত ভ্রমনে পাসপোর্ট যাত্রীদের দূর্ভাগ লাঘব হবে বলে জানান তারা।

সুন্দরগঞ্জে সাবেক মাদ্রাসা শিক্ষার্থীদের ঈদ পূর্ণমিলনী উৎযাপন

এনামুল হক,সুন্দরগঞ্জ,গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে “বামনডাঙ্গা আল হিকমা আলিম মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের আয়োজনে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার (৬জুন) সকাল ১১টায় উপজেলার বামনডাঙ্গায় “বামনডাঙ্গা আল হিকমা আলিম মাদ্রাসা”র নিজস্ব ক্যাম্পাসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আয়োজক কমিটির সভাপতি ও অত্র মাদ্রাসার সাবেক ছাত্র মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন,বামনডাঙ্গা আল হিকমা আলিম মাদ্রাসা”র ভারপ্রাপ্ত সুপার মোছাঃ ফেরদৌসি বেগম,সহকারী সুপার ছামিউল ইসলাম,সহকারী শিক্ষক আজহারুল ইসলাম টিটু, সাবেক ছাত্র সাইদুর রহমান,হুদানুর রহমান,লুৎফর রহমান লিটন,ইমরান মিয়া,ইউনুস আলী প্রামাণিকসহ প্রমূখ। অনুষ্ঠানে সবুজ মিয়া,জাহাঙ্গীর আলম,রাজ্জাক,জীম,মাসুদ রানা,জুয়েল রানা,জাকির,মমিনুল,মনিরা আক্তার,নাইমা আক্তার, মুন্নি আক্তারসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে ইসলামী সংগীত পরিবেশিত হয়।

সংগীত পরিবেশন করেন অত্র মাদ্রাসার শিক্ষার্থী সারা আক্তার, জাহাঙ্গীর রহমানসহ আরও অনেকেই সংগীত পরিবেশ করেন।

নিরপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের দলনেতা ডাঃ এনামুর রহমান

বিপ্লব সাভার ঃ রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত চারদিন ব্যাপি (৫-৮ জুন) ১২ তম সমন্বিত নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ দলের দলনেতা হিসেবে যোগ দিয়েছেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান।

চারদিন ব্যাপী আয়োজিত সম্মেলনে শুক্রবার (৭ জুন ) মস্কো সময় সকাল ১০: ৩০মিনিটে বাংলাদেশের পক্ষে রাশিয়ার ফায়ারম্যান ও উদ্ধার কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দিনের কর্মসূচি শুরু করেন।

পরবর্তীতে তিনি রাশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ঘঈগঈ ঘধঃরড়হধষ ঈৎরংরং গধহধমবসবহঃ ঈবহঃৎব) এবং সর্বোচ্চ বিপদ কালিন সময়ে উদ্ধার অভীযান পরিচালনাকারী দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠানটি ((খবধফবৎ ঈবহঃবৎ ভড়ৎ ঐরময জরংশ জবংপঁব ঙঢ়বৎধঃরড়হং) পরিষদর্শন করেন।

এর আগে বৃহস্পতিবার (৬ জুন) রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ১২ তম সমন্বিত নিরাপত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান বাংলাদেশ দলের দলনেতা হিসেবে অংশগ্রহন করে বাংলাদেশের পক্ষে ” দুর্যোগ মোকাবেলায় ও প্রস্তুতিতে বাংলাদেশের অভিজ্ঞতা ” শীর্ষক উপস্থাপনা উপস্থাপন করেন।

উল্লেখ্য এ সময় প্রতিমন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশ হতে আগত এবং স্বাগতিক দেশের বিশেষজ্ঞদের সাথে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনাকে এই আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রদর্শিত উচ্চমান সম্পন্ন প্রযুক্তি ব্যবহার করে কিভাবে সর্বোচ্চ আধুনিক করা যায় সেই বিষয়েও মতবিনিময় করেন।

যশোরের বেনাপোলে মদ সহ ভারতীয় নাগরিক আটক

রাসেল যশোর প্রতিনিধি ঃ যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার সকালে প্যাচেনজার টার্মিনাল থেকে ৮ বোতল মদ সহ রাকেশ রায় (১৯)নামে এক ভারতীয় নাগরিক কে আটক করেছে।সে উত্তর ২৪ পরগনা জেলার হাওড়া থানার জামদানী গ্রামের সুরনজন এর ছেলে। তার পাসপোর্ট নং এস ৭১৯১৩৯১।

আটক রাকেশ রায় পাসপোর্টে বিজনেস ভিসা লাগিয়ে প্রতিদিন শাড়ি থ্রিপিস ও কসমেটিক মালামাল নিয়ে বাংলাদেশ কাস্টমস কে ম্যানেজ করে বেনাপোল বাজারে বিক্রি করে থাকে। এ দিকে অনেকেই জানিয়েছেন শুধু রাকেশ রায় কেন এর মতো আরো প্রায় ৬০/৭০ জন ভারতীয় নাগরিক আছে তারা বিজনেস ভিসা লাগিয়ে বাংলাদেশ কাস্টমস কে ম্যানেজ করে প্রতিদিন সকালে শাড়ি থ্রিপিস ও কসমেটিক নিয়ে বেনাপোল বাজারে বিক্রি করে আবার বিকালে ফেরত চলে যায়। এতে বাংলাদেশ সরকার হারাচ্ছে লক্ষ লক্ষ টাকা রাজস্ব। শাড়ি থ্রিপিস কসমেটিক এর আড়ালে তারা মদ ও বহন করে থাকে বলে একাধিক সূত্র জানিয়েছেন।

বেনাপোল আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার বাকী বিল­াল জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতীয় একজন পাসপোর্ট যাত্রী বাংলাদেশ কাস্টমস চেকিং পার হয়ে বিপুল পরিমান মদ নিয়ে প্যাচেনজার টার্মিনালের সামনে অপেক্ষা করছে।

এমন সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের সদস্যরা সেখানে অভিযান চালিযয়ে ৮ বোতল মদ সহ রাকেশ রায়কে হাতেনাতে আটক করেন। আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

ধামরাইয়ে বাস-প্রাইভেটকার সংঘর্ষে: প্রাইভেটকারের চালক নিহত

আলাউদ্দিন সম্রাট ধামরাই প্রতিনিধি ঃ ঢাকার ধামরাইয়ে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেটকারের চালক বান্দু মোল্লা (৪০) নিহত হয়েছেন।

বুধবার (০৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলি বাস ষ্ট্যান্ড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।নিহত বান্দুু সাভার উপজেলার কাঠগড়া এলাকার রবিউল্লাহ ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যায় মানিকগঞ্জগামী একটি প্রাইভেটকার ঢাকা-আরিচা মহসড়কের ধামরাইয়ের বাথুলি বাস ষ্ট্যান্ডে পৌঁছলে বিপরিত দিক থেকে আসা ঢাকাগামী ভিলেজ লাইন পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই প্রাইভেটকার চালক বান্দু মোল্লাহর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে গোলরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুতফর রহমান সময়ের খবর ২৪ কে বলেন, খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করা হয় ও নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় বাসটিকে আটক করা গেলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন তিনি।

ঈদের শুরুতেই ঢাকায় বাগড়া দিয়েছে বৃষ্টি ।

বিপ্লব ঢাকা ঃ ঈদের শুরুতেই বাগড়া দিয়েছে বৃষ্টি। রাজধানী ঢাকায় রাত থেকেই ছিল থেমে থেমে মুশুল ধারার বৃষ্টি। ভোরে কিছুটা সময়ের জন্য থামলেও সকাল থেকেই শুরু হয়েছে ঝিরঝিরে তুমুল বৃষ্টি। কিন্তু তাতে ধর্মপ্রাণ মুসল্লিদের আটকায় কে? বৃষ্টি উপেক্ষা করেই সবাই পালন করছে পবিত্র ঈদের জামাত ।

আজ বুধবার (৫ জুন ) সকাল থেকে একটানা চলছে থেমে থেমে বৃষ্টি । এতে চরম ভোগান্তিতে পরেছেন রাজধানীবাসী। অনেকেই কাকভেজা হয়ে ঈদের নামাজ আদায় করেছেন।

তবে সকাল থেকে বৃষ্টি হলেও জাতীয় ঈদগাহে দেশের প্রধান ঈদ জামাত সুষ্ঠুভাবে শেষ হয়েছে। জাতীয় ঈদগাহে নামাজ ঠিকভাবে হলেও রাজধানীর বিভিন্ন স্থানে নির্ধারিত খোলা ময়দানে নামাজ হতে পারেনি বৃষ্টির কারণে। মসজিদগুলোতে ঈদ জামাত সরিয়ে নেওয়া হয়। তবে রাজধানীবাসী সবচেয়ে বড় ভোগান্তিতে পড়েছেন রাস্তার পাশে জায়গায় জায়গায় পানি জমে থাকায় । এছাড়াও টানা বৃষ্টির কারণে একস্থান থেকে অন্যস্থানে যেতে দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।

আবহাওয়াবিদদের তথ্যমতে, মৌসুমী বায়ূ বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি ধরনের সক্রিয় রয়েছে। তাই বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিকালের পর কয়েক পশলা বৃষ্টি হতে পারে।

বেনাপোল নামাজ গ্রাম ১১ কমিটির উদ্যোগে গরীব দুঃস্থদের মাঝে সেমাই-চিনি বিতরণ

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোলে নিম্ন আয়ের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সেমাই-চিনি বিতরণ করছেন নামাজ গ্রাম পশ্চিম পাড়া(১১)কমিটি নামের একটি সামাজিক সংগঠন।

মঙ্গলবার (৪ জুন) বেলা সাড়ে ১১টার সময় বেনাপোল নামাজ গ্রাম পশ্চিম পাড়া কুদ্দুস ষ্টোরের সামনে অবস্থিত ১১ কমিটির উদ্যোগে এ সেমাই-চিনি বিতরণ করা হয়।

১১ কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম (মিঠু) সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নামাজ গ্রাম ২নং ওয়ার্ডের স্বনামধন্য ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ কামরুজ্জামান (বাবলু), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীগের দপ্তর সম্পাদক এম আজিবার রহমান সাংবাদিক, আরো উপস্থিত ছিলেন মোঃ ইয়ার আলী,(১১) কমিটির সাধারন সম্পাদক মোঃ শওকত আলী,মোঃ মোখলেসুর রহমান, মোঃ শাহিন আলম,সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের কার্যকরী সদস্য ও পল্লী টিভি’র শার্শা উপজেলা প্রতিনিধি মোঃ সাইদুল ইসলাম, মাহাবুদ গাজী ও প্রমুখ।

সর্বশেষ আপডেট...