27 C
Dhaka, BD
রবিবার, জুলাই ১৩, ২০২৫

বেনাপোলে ডিবি’র অভিযানে ১টি ওয়ান শুটারগান ১রাউন্ড গুলি ও ইয়াবাসহ দুইজন আটক

বেনাপোলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে ১টি ওয়ান শুটারগান ১রাউন্ড গুলি ও ১০০ পিস ইয়াবাসহ দুইজন আটক।

মঙ্গলবার ভোর রাতে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) মারুফ আহম্মদ এর নেতৃত্বে বিশেষ অভিযান ডিউটি চলাকালীন জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই মোঃ শামীম হোসেনে, এএসআই মোঃ হোসেন আলী সংগীয় ফোর্সসহ বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ সাত(৭)মামলার আসামী আব্দুর করিম মাস্টার(৪০) ও হাসানুজ্জামান হাসান(৩৪)কে ১টি ওয়ান শুটারগান ১রাউন্ড গুলি ও ১০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাদের দুইজনকে আটক করা হয় । জেলা গোয়েন্দা শাখা(ডিবি) অফিসার্স ইনচার্জ মারুফআহম্মদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ দুইজন ব্যবসায়ীকে আটক করি।

আটককৃত আসামীদের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা রুজু করা হইয়াছে।

সাভারে জনপ্রিয় সাপ্তাহিক নিউজ গার্ডেন পত্রিকার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

সাভারে রমজান উপলক্ষে সাপ্তাহিক নিউজ গার্ডেন পত্রিকার আয়োজনে দোয়া ও ইফতার ইফতার মাহফিল অনুষ্ঠিত।

সোমবার সাভারের জনপ্রিয় পত্রিকা সাপ্তাহিক নিউজ গার্ডেন এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হল। সাভারের প্রানকেন্দ্র সাভার সিটি সেন্টারের সিটি ফুড প্যালেসে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ।

উক্ত ইফতার ও দোয়া মাহফিলে নিউজ গার্ডেনের মাননীয় সম্পাদক মোঃ উমর ফারুক এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ,সাভার মিডিয়া ক্লাবের সভাপতি এন টি ভি এর সিনিয়ার রিপোর্টার জনাব মোঃ জাহিদুর রহমান , সাভার প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট বাংলা টিভির স্টাফ রিপোর্টার জনাব জাবেদ মোস্তফা ,বাংলা ভিসনের রিপোর্টার জনাব নজরুল হুদা শাহিন,এশিয়ান টিভি রিপোর্টার ফাহাদি আজম, নিউজ গার্ডেনের হাসান চৌধুরী,নিউজ গার্ডেনের জনাব মোঃ জসীম উদ্দিন ,সাভার কলেজের সাবেক অধ্যক্ষ জানাব ছমির উদ্দিন ,মির্জা গোলাম হাফিজ কলেজের অধ্যক্ষ মোঃ মহসিন,তেঁতুলঝোড়া কলেজের অধ্যক্ষ ,সাভার সিটি সেন্টারের সভাপতি আলহজ ওমর আলী , সাভার সিটি সেন্টার দোকান মালিক ও ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান অভি,৭ নং ওয়াডের কাউন্সিলার জনাব আব্বাস আলী,সাভার ৮,৫,৬ এর কাউন্সিলার জনাবা নাজনিন আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী জনাব ফারুক দেওয়ান,সাভার পৌর আওয়ামীলীগ নেতা সাগর সাহা,সাভার পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জানাব আঃ হালিম , সাভার মহিলা লীগের সভাপতি সভাপতি কেয়া,সাভারের মহিলা আওয়ামীলীগ নেত্রি মুক্তা আজাদ ।
এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্য মান্য ব্যক্তি।

ইফতার শেষে সবার জন্য রুচি সম্মত ডিনারের আয়োজন করা হয়।

যশোরের নাভারণ খাদ্য গুদামে সরকারী ভাবে ধান ক্রয় শুরু

যশোরের শার্শা উপজেলার নাভারন খাদ্য গুদামে সোমবার সকাল ১১ টায় প্রান্তিক চাষীদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে (প্রতি মণ ১০৪০ টাকা) বোরো ধান সংগ্রহ ২০১৯ -এর শুভ উদ্বোধন করা হয়েছে। যশোর -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রান্তিক চাষীদের কাছ থেকে বোরো ধান ক্রয়ের উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, ঊপজেলা নির্বাহী আফিসার পুলক কুমার মন্ডল, উপজেলা খাদ্য কর্মকর্তা ইন্দ্রজিৎ, নাভারণ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তারূজ্জামান, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, , ঊপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল, সদর ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন এবং বিভিন্ন এলাকা থেকে আগত প্রান্তিক ছাষীরা।

প্রান্তিক চাষীদের কয়েকজন চাষী খুশিমনে জানান, সরকার এই ভাবে বোর ধান ক্রয় করলে আমাদের জমি চাষে ফসল ফলাতে আরও আগ্রহ বেড়ে গেল। শেখ হাসিনার সরকার চাষীদের প্রতি এইভাবে নজর দিলে চাষীরা জমি চাষে আর লোকসানে পড়বেনা।

বেনাপোলে হস্তান্তর করলেন ভারতে পাচার হওয়া তিন কিশোরকে

ভালো কাজের প্রলোভনে ভারতে পাচার হওয়া তিন কিশোকে বেনাপোল সীমান্ত দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেমন পুলিশ। সোমবার বিকাল ৫টার সময় তাদের বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে তাদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।

ফেরত আসা কিশোররা হলো, চট্রগ্রাম জেলার বায়জিদ বোস্তামি এলাকার আলমগীর হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন (১৪), বরিশাল জেলার জাকায়াত এলাকার হাবিবুল সরদারের ছেলে রমজান সরদার (১৯) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার মুজিবুর রহমান এর ছেলে নয়ন ফারাজি (১৫)।

ফেরত আসা রমজান সরদার জানায়, বাড়ি থেকে সে বন্ধুদের সাথে ভারত চলে যায় দালালের মাধ্যমে ভালো কাজের আসায়। এরপর তাকে দিল্লি রেল ষ্টেশন থেকে প্রায় সাত মাস আগে আটক করে ভারতীয় পুলিশ। পরে আদালতের মাধ্যমে আমাদের ‘জিয়াগাছি’ নামে একটি শেল্টার হোমে পাঠায়। সেখান থেকে ছাড়া পেয়ে আজ দেশে ফিরলাম।

রাইটস যশোর নামের একটি মানবাধিকার সংস্থার এরিয়া কোয়ার্ডিনেটর তৌফিকুজ্জামান বলেন, আমাদের সংস্থার মাধ্যমে ভারতে যোগাযোগ করে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে সাত মাস থেকে এক বছর শেল্টার হোমে থাকার পর এদের ফেরত আনা হযেছে। বেনাপোল কাষ্টমস ইমিগ্রেশন ও থানার আনুষ্ঠানিক কাজ শেষে যশোর নিয়ে যাওয়া হবে। এরপর তাদের পরিবারের সাথে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।

ধামরাই উপজেলায় ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিট্যাল মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরন।

আজ ২৭শে ‘মে রোজ- সোমবার বিকাল ৪ ঘটিকার সময় ধামরাই উপজেলা মিলনায়তন কক্ষে ধামরাই উপজেলার ১১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি’দের হাতে একযুগে একটি করে ডিজিট্যাল মাল্টিমিডিয়া প্রজেক্টর তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি -ঢাকা-২০ ধামরাই আসনের জাতীয় সংসদ সদস্য— জননেতা বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ ও ধামরাই উপজেলা প্রশাসন।

ধামরাই উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-২০ ধামরাই এর সাংসদ বীরমুক্তিযোদ্ধা জননেতা আলহাজ্ব বেনজীর আহমেদ বলেন- বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার সরকার। শিক্ষার উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন কর্মসূচী হাতে নিয়েছে। শিক্ষায় বর্তমান সরকার যে সমস্ত কর্মসূচী নিয়েছে বিশ্ব কোন সরকার এমন প্রদক্ষেপ গ্রহন করতে পারে নাই।

আগামীতে শিক্ষার উন্নয়নে আরো যুগান্তকারী কর্মসূচী গ্রহন করতে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগেের সভাপতি আলহাজ্ব গোলাম কবীর,মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সোহানা জেসমিন মুক্তা, ধামরাই উপজেলা আওয়ামীলীগের সাঃ সম্পাদক বীরমুক্তিযোদ্বা শওকত হোসেন সাকু, ঢাকা জেলা আওয়ামীলীগেন যুগ্ন সা: সম্পাদক মো: মিজানুর রহমান মিজান, সোনোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ লাল্টু,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা- কাজী আল রাশেদ মামুন,

এ’সময় আরো উপস্হিত ছিলেন ধামরাই উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগন,
ধামরাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগন, ধামরাই উপজেলা ও পৌর শাখার
ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।

বীরশ্রেষ্ঠ শহীদ মহিউদ্দিন জাহাঙ্গীর টোলঘর থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ আটক-১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চীন মৈত্রী সেতু বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর টোলঘর এলাকা থেকে রোববার রাত সোয়া ১০ টার দিকে ৭০ বোতল ফেনসিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার বাঘ দুর্গাপুর গুচ্ছগ্রামের মৃত নৈমুদ্দিনের ছেলে কামাল হোসেন (৪৬)। ডিবি পুলিশের এস.আই মোঃ আবু আব্দুল্লাহ জাহিদ জানান, গোপন সংবাদে জানতে পারি ফেনসিডিল বহন করে এক ব্যক্তি শহরের দিকে আস। খবর পাবার পর টোলঘরে ওঁৎ পেতে থাকি।

পরবর্তীতে এক ব্যক্তি আসলে ৭০ বোতল ফেনসিডিলসহ তাকে হাতে নাতে গ্রেফতার করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কামাল মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানান, এস.আই আব্দুল্লাহ জাহি। এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়ে।

পোরশায় আম ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা

ফরমালিন দেয়া এবং মেয়াদপূর্তির আগেই গাছ থেকে আম পাড়ায় সাজেমান (৫৫) নামে এক ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় ২৫মন ল্যাংড়া আম জব্দ করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে উপজেলার পলাশডাংগা আতাউর রহমান মাস্টারের বাগান থেকে তাকে আটক করা হয়। সাজেমান চাঁপাইনবাবগঞ্জ জেলার শীবগঞ্জ উপজেলার বিনোদপুর গ্রামের মৃতু ওয়াজেদ আলীর ছেলে।

পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, আমে ফরমালিন মেশানো হচ্ছে এমন সংবাদ পেয়ে পলাশডাংগা আতাউর রহমান মাস্টারের বাগানে অভিযান পরিচালনা করা হয়। এসময় হাতে নাতে সাজেমান আটক করে বিকেলে ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।

পোরশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হামিদ রেজা বলেন, সাজেমানকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়। উদ্ধারকৃত আমগুলির মধ্যে ১৫ মন আম ধ্বংস করা হয় এবং বাঁকী আম পোরশা বড় মাদ্রাসায় দিয়ে দেয়া হয়েছে।

থ্রোবল টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে

ভারতে থ্রোবল টূর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ ন্যাশনাল টিমের ২৬ সদস্যের একটি প্রতিনিধি দল ভারতে গেছেন।

শুক্রবার (২৪মে) সকাল সাড়ে ৮ টায় বেনাপোল চেকপোস্টে পাসপোর্টের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে দলটি ভারতে প্রবেশ করে।

আগামী ২৭ মে থেকে ২৯ মে পর্যন্ত ভারতের পাঞ্জাবে সার্কভুক্ত ৫টি দেশের মধ্যে এই টূর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আগামী ০২ জুুন তারা প্রতিযোগীতা শেষে দেশে ফিরবেন।

জানা যায়, ২৬ সদস্যের প্রতিনিধি দলে ২৪ জন খেলোয়াড় রয়েছেন। অনান্য দুই জন অফিসিয়াল। খোলোয়ারদের মধ্যে পুলিশ সদস্য রয়েছে ১১ জন,আনসার ৬ জন ও জেল পুলিশ সদস্য ৪ জন। টিম ম্যানেজার হিসাবে রয়েছেন মাসুুদ হোসেন ভিকি ও কোচ আজম আলী খান এবং শহিদুজ্জামান।

টিম ম্যানেজার মাসুদ হোসেন ভিকি বলেন, আমরা বিশ্বাস করি আমাদের ছেলে,মেয়েরা টুর্নামেন্টে জয়লাভ করে দেশের সুনাম বয়ে আনবে। পাশাপাশি এ টুর্নামেন্ট প্রতিবেশি সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সোহার্দ্য, স¤প্রতি ও বন্ধুত্বপূর্ণ সর্ম্পক্য জোরদারেও বড় ভূমিকা রাখবে।

পোরশা সীমান্তে বাংলাদেশী গরু ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে মোজাহারুল ইসলাম (৩৫) নামে এক গরু ব্যবসায়ীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বহিনী (বিএসএফ)।

শনিবার ভোরে ২৩১ নং পিলারের ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। আটক মোজাহারুল ইসলাম উপজেলার শীতলী গ্রামের জহিরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোজাহারুল ইসলামসহ কয়েকহন শুক্রবার রাতে গরু নিতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। পরে গরু নিয়ে আসার পথে শনিবার ভোরে ২৩১ নং পিলারের ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে আসতে পারলেও মোজাহারুলকে আটক করে বিএসএফ সদস্যরা।

নওগাঁ বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহাম্মাদ মাসুদ বলেন, শুনেছি এক গরু চোরাকারবারীকে ভারতের অভ্যন্তর থেকে বিএসএফ সদস্যরা আটক করেছেন। সন্ধ্যার পর আমরা পতাকা বৈঠকের সিদ্ধান্ত নিয়েছি।

ঠাকুরগাঁও-ধানের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ

ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালন ও মহাসড়ক অবরোধ করেছে ক্ষেত মজুর সমিতি।

শনিবার সকাল সদর উপজেলার খোচাবাড়ি হাটে ঘন্টাব্যাপী এ কর্মসুচি পালন করে কৃষক, ছাত্র ও ক্ষেত মজুর সমিতির নেতাকর্মীরা। এ সময় কৃষকসহ আন্দোলনকারীরা ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়ক এক ঘন্টা অবরোধ করে রাখে। আটকা পড়ে কয়েকশ যানবাহন।

প্রতিবাদ সভায় বক্তারা অবলম্বে বোরো ধানের ন্যায্য দাম নিশ্চিত করে কৃষক বাঁচানো দাবি জানিয়ে বলেন, সরকার উদ্যোগ গ্রহন না করলে কৃষকদের নিয়ে রাজপথে বৃহৎ আন্দোলনের কর্মসুচি গ্রহন করা হবে।

বক্তব্য দেন-সিপিবি নেতা আহসান হাবীব বাবু, বাসদ নেতা মাহাবুব আলম রুবেল, উদীচীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু , ছাত্র ইউনিনের সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

সর্বশেষ আপডেট...