21 C
Dhaka, BD
শুক্রবার, জানুয়ারি ১৬, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে শেখ রাসেল দিবস পালিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় মঙ্গলবার (১৮ অক্টোবর) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস পালিত হয়।

এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা
শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সম্প্রচার, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

“শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক” এই শ্লোগানে দিবসের শুরুতেই জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কালেক্টরেট চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান সম্প্রচার করা হয়।

পরে জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন ভুইয়া, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা।

আরো উপস্থিত ছিলেন, জেলা আ.লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন ইমনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে জেলা শিশু একাডেমীর আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধায় জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন করা হয়।

ধামরাইয়ে মজা খাওয়ার লোভ দেখিয়ে ৮বছরের শিশুকে ধর্ষণ-হাসপাতালে ভর্তি।

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ- ঢাকার ধামরাইয়ে চকলেটের লোভ দেখিয়ে ৮বছরের এক শিশুকে ধর্ষণ করেছে রতন কুমার সাহা (৫৫) এক কাচামাল ব্যবসায়ী।

শনিবার (১৫অক্টোবর) সকালে আহত অবস্থায় তাকে সাভার একটি মেডিকেল ভর্তি করা হয়।এর আগে শুক্রবার বিকাল বেলা চকলেটের লোভ দেখিয়ে বাড়ীর পাশে একটি পরিত্যাক্ত ভিটায় নিয়ে শিশুকে ধর্ষণ করে। ধর্ষণের পরে মেয়েটি প্রস্রাব করতে পারতেছে না।

পরে দ্রুত সাভার হাসপাতালে ভর্তি করছে।রতন কুমার সাহা ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের নান্নার দক্ষিণ পাড়া গ্রামের মৃত শিয়া সাহার ছেলে।ভুক্তভোগী পরিবার সুত্রে জানাযায়, গত শুক্রবার আমার ৮ বছরের শিশুকে চকলেটের লোভ দেখিয়ে বাড়ীর পাশে একটি জমির পরিত্যাক্ত ভিটায় নিয়ে রতন কুমার সাহা শিশুটিকে ধর্ষণ করে। এই সময় শিশুটির চিৎকারের শদ্ধ শুনে হক সাহেব নামের এক প্রতিবেশি দৌড়িয়ে গেল।ধর্ষণকারী রতন দৌড়িয়ে পালিয়ে যায়। পরে মেয়েটিকে উদ্ধার বাড়ীতে নিয়ে আসে। পরে রাতেই তার শরীরের অবস্থা খারাপ হয়ে পেট ফুলে এবং রক্তক্ষরণ হয়।

এরপর তাকে সাভার একটি হাসপাতালে ভর্তি করেন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মেয়েটি। এই বিষয়ে শিশুটির মা সীমা বেগম বলেন, আমার মেয়েকে রতন কুমার সাহা যা করেছে তা বলতে পারছি না। আমি মেয়েকে নিয়ে সাভার হাসপাতালে ভর্তি আছি। তবে মেম্বার মোঃ নুরুল ইসলাম ঠান্ডু বলেছে তোমরা মেয়েটিকে সুস্থ্য করে বাড়ীতে আস আমরা এক জায়গায় বসে মিমাংসা করে দিব। ভাই আমার স্বামী আইক্রীম বিক্রি করে সংসার চালায়। আমরা গরীব মানুষ আমাদের বিচার কে করবে। এই বিষয়ে শিশুটির বড় চাচা মোঃ রজ্জব ফকির বলেন, ঠান্ডু মেম্বার মিমাংসার ভার নিয়ে শিশুটিকে চিকিৎসার জন্য রতন কুমারকে টাকা দিতে বলেছে।এই বিষয়ে নান্নার ইউনিয়নের ৫ নং ওযার্ডের মেম্বার মোঃ নরুল ইসলাম ঠান্ডু বলেন, ধর্ষণের ঘটনায় ৮ বছরের শিশু আহত হয়। আমি তিন হাজার টাকা দিয়ে শিশুটিকে হাসপালে ভর্তি করার কথা বলেছি।

এই বিষয়ে ধামরাই থানার (ওসি তদন্ত) মোহাম্মদ ওয়াহেদ পারভেজ বলেন, ধর্ষণের বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ দেয়নি। তবে ধর্ষণের বিষয় কেউ আপোস করতে পারে না। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে খিচুড়ি খাওয়ালেন উপজেলা চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার :মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে সরকারি বাস ভবনে খিচুড়ি খাওয়ালেন উপজেলা চেয়ারম্যান।

মানিগঞ্জের সিংগাইর উপজেলার চেয়ারম্যান মুশফিকুর রহমান খান (হান্নান)এ খিচুড়ির আয়োজন করেন । খিচুড়ি খাওয়ানোর কথা স্বীকারও করেছেন এই উপজেলা চেয়ারম্যান । জানাযায় , সোমবার সকালে ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মানিকগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় ।

এদিন দুপুরে উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান তার পরিষদের পাশের সরকারি বাস ভবনে ভোটারদের খিচুড়ি খাওয়ান ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনারস মার্কার কর্মি শহিদুর রহমান শহিদ বলেন , উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান (হান্নান) রাতের আধারে টাকার বিনিময়ে চশমা মার্কার ভোট কিনেছেন ।

এছাড়া নির্বাচনের দিন দুপুরে তার সরকারি বাস ভবনে, অধিকাংশ ভোটারদের খিচুড়ি খাওয়ান তিনি । এর কারণে সিংগাইর সেন্টারে বিপুল ভোটে চশমা মার্কা বিজয়ী হয় । উপজেলা চেয়ারম্যান মুশফিকুর রহমান খান (হান্নান) বলেন , দূর দূরান্ত থেকে ভোটাররা উপজেলায় এসেছেন ভোট দিতে, তাই এই ভোটারদের জন্য দুপুরে খাওয়া – দাওয়ার ব্যবস্থা করেছি ।

নির্বাচনী দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্টেট ও উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) মোঃ মাঈদুল ইসলাম বলেন , খিচুড়ি খাওয়ানোর বিষয়ে আমার কাছে কেউ কোন ধরনের অভিযোগ করেননি । অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতো।

জেসিআই মানিকগঞ্জের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ প্রদান

সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: জেসিআই মানিকগঞ্জের আয়োজনে ৫৪০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়েছে। রবিবার (১৬ অক্টোবর)জেলার সিঙ্গাইর উপজেলার গোলাইডাংগা ব্যারিস্টার আশফাক মেমোরিয়াল হাসপাতালে এ চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এদিন জেসিআই মানিকগঞ্জের আয়োজনে চোখ, ডায়বেটিক, নাক, কান, গলা, দাঁত,গর্ভকালীন ও মাতৃত্বকালীন সময়ে মা ও শিশু চিকিৎসার ৫৪০ জন রোগীকে চিকিৎসা দেয়া হয়। সকাল থেকে রোগী দেখেন ডাক্তার মৌ সাহা এম.বি.বি.এস (ডি.ইউ),পিজিটি (গাইনী এন্ড অবস্),সি এম ইউ (আল্ট্রাসাউন্ড), ডাক্তার আবু তারেক বিডিএস,এমপিএইচ, পিজিটি-(ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি),পিজিটি-(কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিকস)সহ অন্যান্য ডাক্তারগণ।

এদিন বিনামূল্যে চিকিৎসা ও ঔষুধ প্রদান করা হয়।

ফ্রী মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বলধারা ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাজী আব্দুল মাজেদ খান।

এসময় জেসিআই মানিকগঞ্জের লোকাল প্রেসিডেন্ট ব্যারিস্টার ওলরা আফরিন ও ঢাকা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জের সিংগাইরে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ, ২৫ হাজার টাকা অর্থদণ্ড (ভিডিও)

স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ এঁর হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল সপ্তম শ্রেণীতে স্কুল পড়ুয়া অপ্রাপ্ত বয়স্ক (১২ বছর) বয়সী এক শিক্ষার্থী।

অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিবাহ দেওয়ার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইনে কনের বাবাকে ২৫ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার দিপন দেবনাথ ।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধল্লা ইউনিয়নের দক্ষিণ ধল্লা এলাকার ৯নং ওয়ার্ডে কনের বাবার বাড়িতে গিয়ে এবিবাবহ বন্ধ করার পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২৫ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

পরে সিংগাইর উপজেলা মহিলা অধিদপ্তরের কর্মকর্তা ও স্থানীয় মেম্বারের উপস্থিতিতে মেয়ের প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না মর্মে স্বীকারোক্তি নেওয়া হয় বলেও জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ ।

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপন দেবনাথ বলেন, এই উপজেলায় বাল্যবিবাহ কোনোভাবেই হতে দেওয়া হবে না। তবে গোপনে কোনো বাল্যবিবাহের আয়োজন করা হলে সংশ্লিষ্ট পরিবারের অভিভাবক, বর, আয়োজক ও নিকাহ রেজিস্ট্রারকে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

রাণীশংকৈলে মাদক সেবনের দায়ে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ তিন যুবকের জেল

হুমায়ুন কবির,রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোয়ার হোসেনসহ তিন যুবককে মাদক সেবনের অপরাধে ৫ দিনের জেল ও ১শত টাকা করে জরিমানা করেছে ভাম্যমাণ আদালত।

বুধবার (১২ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইন্দ্রজিৎ সাহা ভাম্যমাণ আদালতে তাদের সাজা প্রদান করেন।
উপজেলার লেহেম্বা ইউনিয়নের পাটগাঁও গ্রামের আবুর বাড়ির পাশের একটি গাঁজা সেবনের আড্ডাখানার ঘর থেকে ঠাকুরগাঁও গোয়েন্দা পুলিশের একটি দল এস আই ফরহাতের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় তাদের আটক করেন।

সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার দক্ষিণ বাশঁবাড়ী গ্রামের আব্দুর রহিমের ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনোয়ার হোসেন (৩২) একই গ্রামের ওমর আলীর ছেলে সালাউদ্দীন(৩৫) এবং রাণীশংকৈল পৌর শহরের দক্ষিণ পাড়ার নজরুল ইসলামের ছেলে মাসুদ রানা (৩০)।

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক সৌমিক রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইন্দ্রজিৎ সাহা বলেন, আটককৃতরা নিজেরাই মাদক সেবনের কথা স্বীকার করেছেন। তাই তাদের প্রত্যেককে মাদক আইনে ৫ দিনের করে বিনাশ্রম জেল ও ১শত টাকা করে অর্থদন্ড দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

রাণীশংকৈলে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানের সংরক্ষণ ও স্মৃতি যাদুঘর নির্মাণ বিষয়ক সভা

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কনফারেন্স কক্ষে বুধবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় মুক্তিযুদ্ধের ঐতিহাসিক স্থানসমূহের সংরক্ষণ ও স্মৃতি যাদুঘর নির্মাণে তালিকা প্রেরণ বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম, আবুল হোসেন, মুক্তিযুদ্ধকালিন কমান্ডার সিরাজুল ইসলাম, বিদেশী চন্দ্র রায়, প্রেসক্লাব পুরাতনের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।

বক্তারা সভায় মুক্তিযুদ্ধের স্মারক খুনিয়াদিঘির সংরক্ষণ ও উন্নয়নে বিভিন্ন বিষয় তুলে ধরেন। ইউএনও তার বক্তব্যে খুনিয়াদিঘির কার্যক্রমের কথা উল্লেখ করে বলেন, দিঘিটির জলাশয় নিয়ে মামলা চলছে।

প্রধানমন্ত্রী বরাবর নিসচা’ ধামরাই শাখার স্মারকলিপি প্রদান

মোঃ সম্রাট আলাউদ্দিন,ধামরাই(ঢাকা)থেকেঃ- সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিধিমালা চূড়ান্ত করে তা বাস্তবায়নের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্বারকলিপি প্রদান করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা’র) ধামরাই উপজেলা শাখা।

সোমবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী বরাবর লিখিত স্বারকলিপিটি ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীর কাছে তুলে দেন নিসচা’র ধামরাই উপজেলা শাখার সভাপতি এম. নাহিদ মিয়া।

এসময় আরো উপস্থিত ছিলেন নিসচা’র ধামরাই শাখার অর্থ সম্পাদক আব্দুল আলিম, সড়ক দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক এস এম রাশেদ হাসান, প্রকাশনা বিষয়ক সম্পাদক কষ্ট আহমেদ, কার্যকারী সদস্য তানভির ও সাইফুল ইসলাম।

স্বারকলিপিতে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ ২৯ বছর ধরে নিরাপদ সড়ক চাই (নিসচা) দেশব্যাপী
সড়ক দুর্ঘটনারোধে সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে। দেশ ও বিদেশের ১২০টি শাখার স্বেচ্ছাসেবী সড়ক যোদ্ধারা নিরলস পরিশ্রমের মাধ্যমে তাদের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে সড়ককে নিরাপদ করার জন্য দিন-রাত কাজ করে যাচ্ছে। তারই স্বীকৃতিস্বরূপ আপনি ( প্রধানমন্ত্রী) ২২ অক্টোবর মরহুমা জাহানারা কাঞ্চনের মৃত্যুর দিনটিকে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ হিসেবে ঘোষণা করেছেন। আপনার এই মহানুভবতায় আমরা কৃতজ্ঞ।

যে সমস্ত কারণে মানুষের মৃত্যু হয় তার মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু যদিও ৮ম স্থানে রয়েছে এবং এর ভয়াবহতা এমন চরম পর্যায়ে পৌঁছেছে যা অচিরেই ৩য় স্থানে নেমে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (গ্লোবাল স্ট্যাটাস রিপোর্ট অন রোড সেফটি ২০১৮ এর তথ্যমতে বিশ্বে প্রতিবছর প্রায় দশ লাখ পঁয়ত্রিশ হাজার মানুষের মৃত্যু হয় এবং প্রায় পঞ্চাশ লাখ মানুষ পঙ্গুত্ববরণ করে যার ৯০ ভাগ নিম্ন ও মধ্যবিত্ত আয়ের দেশে ঘটে থাকে। উন্নতমানের দেশসমূহের
তুলনায় এটি ৩ গুণ বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে বাংলাদেশে প্রতিবছর মৃত্যুর সংখ্যা প্রায় ২৫ হাজার, পাকিস্থানে ২৭ হাজার এবং ভারতে ৩ লক্ষ। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষমাত্রা ৩.৬ অর্জনের নিমিত্তে ২০৩০ সালের মধ্যে মৃত্যুর হার ৫০% কমিয়ে আনা এবং সে নিমিত্তে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রতিটি দেশকে তাগিদ দেওয়া হয়েছে। তাছাড়াও লক্ষমাত্রা ১১.২ এ রাস্তাকে সহজ, ব্যবহারযোগ্য এবং টেকসই যাতায়াত ব্যবস্থা সকলের জন্য নিশ্চিত করার উদ্দেশ্যে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের তাগিদ দেওয়া হয়েছে।

মাননীয় প্রধানমন্ত্রী আপনি জানেন দীর্ঘদিনের পথপরিক্রমায় সড়ক দূর্ঘটনারোধে আমরা যে বিষয়গুলো নিয়ে দাবী জানিয়ে আসছি তার
মধ্যে উল্লেখযোগ্য দেশে নতুন সড়ক নিরাপত্তা আইন তৈরি ও তা বাস্তবায়ন করা। এর প্রেক্ষিতে আপনার উদ্যোগে সড়ক পরিবহন আইন ২০১৮ প্রণীত হয়, জনগণের মধ্যে স্বস্থি ফেরত আসে কিন্তু এই আইনটি আপনার নির্দেশনা থাকা সত্ত্বেও এখনো বাস্তবায়ন হয়নি। কারণ আইনটির বিধিমালা প্রণয়ন হয়নি।

যার ফলে মূলত আইনটি অকার্যকর হিসেবে বিবেচিত হচ্ছে এবং প্রশাসন, আইনশৃঙ্খলা
বাহিনীসহ কেউই কার্যকরী ভূমিকা রাখতে পারছে না। এছাড়া জাতিসংঘ ঘোষিত সড়ক দুর্ঘটনার অন্যতম ৫টি পিলার যথাক্রমে ১. সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনা, ২. ঝুঁকিমুক্ত যানবাহন, ৩. সচেতন সড়ক ব্যবহারকারী, ৪. সড়ক দুর্ঘটনায় পরবর্তী করণীয়, ৫. গাড়ি চালনার উপযুক্ত পরিবেশ বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নেয়া যাচ্ছে না।

কারণ সড়ক দুর্ঘটনার জন্য জাতিসংঘের ৫টি অতি ঝুঁকিপূর্ণ বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছে। এই ৫টি ঝুঁকিপূর্ণ বিষয় হচ্ছে ১. গতি (ঝঢ়ববফ) ২. হেলমেট (ঐবষসবঃ) ৩. সিটবেল্ট (ঝবধঃনবষঃ) ৪. মদ্যপ অবস্থায় গাড়ী চালনা (উৎরহশ উৎরারহম) ও ৫. শিশু আসন (ঈযরষফ ঈধৎ জবংঃৎধরহঃং) । এই ৫টি ঝুঁকিপূর্ণ বিষয় নিশ্চিত ও বাস্তবায়ন করতে হলে আইনের যথাযথ প্রয়োগ অপরিহার্য। ডোপ টেস্টের সঠিক ব্যবহার ও মনিটরিং না থাকায় এখনও অনেক চালক মদ্যপান ও নেশাগ্রস্ত অবস্থায় গাড়ী চালাচ্ছে এবং আমাদের দেশে শিশুদের জীবন রক্ষার্থে শিশু আসনের কোন বিধান সড়ক পরিবহন
আইন ২০১৮-তে উল্লেখ নেই।

এছাড়া সড়ক পরিবহন আইন পুরোপুরি প্রয়োগে আমরা মনে করি বিআরটিএ’র কারিগরি সক্ষমতা বাড়াতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ করে ট্রাফিক বিভাগের সাথে সংশ্লিষ্টদের উপযুক্ত ট্রেনিংয়ের ব্যবস্থা করা, চালক, মালিক, পথচারী ও যাত্রীদের আইন সম্পর্কে জানাতে প্রচার মাধ্যমে ব্যাপক প্রচার ও সড়ক ব্যবহারকারী
সকলকেই নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন করে গড়ে তুলতে বিশেষ কর্মশালার গুরুত্ব রয়েছে। প্রতিটি বিষয় সড়ক পরিবহন আইনের বিধিমালায় অন্তর্ভূক্ত অথবা আপনার জোরালো নির্দেশনার দাাাবি জানাচ্ছি।

মাননীয় প্রধানমন্ত্রী, আপনি উদ্যোগ গ্রহণ করলে সড়ক পরিবহন আইন ২০১৮-এ উপরোক্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত করে বিধিমালা প্রণয়ন ও অনুমোদন করলে এবং সে অনুযায়ী প্রশাসন
ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকল মহল কাজ করলে সড়ক দুর্ঘটনা নিরসনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে। যার ফলে ঝউএ-এর লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।

কালিয়াকৈরে শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোবিন্দপুর এলাকায় ফালো পালোয়ান উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে এক শিক্ষার্থী কে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক বাবুল সিকদারের বিরুদ্ধে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থী কে শ্লীলতাহানির অভিযোগ করেন ওই শিক্ষার্থীর বাবা দেলোয়ার হোসেন। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় মাতাব্বরেরা কয়েকদিন যাবৎ শিক্ষার্থীর বাবা কে গ্রাম্য সালিসের আশ্বাস দিয়ে আসছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়।

পরে শনিবার ওই শিক্ষার্থীর বাবাকে প্রধান শিক্ষক ডেকে নিয়ে হুমকি দেয় বলেও জানা গেছে। শিক্ষার্থীর বাবা দেলোয়ার হোসেন বলেন, বাবুল মাস্টার আমার মেয়েকে শ্লীলতাহানি করেছে। সামাজিক মিমাংসার আশায় অভিযোগ দেই নি। আজ (শনিবার) আমাকে প্রধান শিক্ষক ডেকেছিল।

এ ব্যপারে শিক্ষক বাবুল সিকদার বলেন, এসব অভিযোগ বানোয়াট। আমি চক্রান্তের শিকার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল করিম বলেন, আমি শিক্ষার্থীর কাছ থেকে অভিযোগ শুনেছি। উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু বলেন, অভিযোগ পেয়েছি। আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনারোধে নিসচা’র মাসব্যাপী কার্যক্রমে ট্রাফিক সপ্তাহ পালন

মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই ঢাকা) আগামী ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই শাখার উদ্যোগে ১ অক্টোবর থেকে সড়ক দুর্ঘটনারোধে মাসব্যাপী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন সেচ্ছাসেবী এই সংগঠন।

এরই মধ্যে গত এক সাপ্তাহে উপজেলার ঢুলিভিটা বাসস্ট্যান্ড, কালামপুর বাসস্ট্যান্ড, কাওয়ালীপাড়া বাসস্ট্যান্ড, ধামরাই বাজার, আমতলা বাজারসহ বিভিন্ন এলাকায় সপ্তাহ ব্যাপি  নিরাপত্তা কর্মসূচি পালন করা হয়েছে।

৮ অক্টোবর থেকে এক সাপ্তাহ জুড়ে তিন চাকার চালকদের নিয়ে সন্ধ্যাকালীন প্রশিক্ষণ শুরু হবে। এছাড়া বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতা সভা,মসজিদের ইমাম,শিক্ষকসহ পুলিশের করণীয় সম্পর্কে সভা অনুষ্ঠিত হবে।পর্যায়ক্রমে ট্রাফিক কার্যক্রম, প্রশিক্ষণসহ মোট ২২টি কার্যক্রম পরিচালনা করা হবে মাসব্যাপী।

সেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার এমন উদ্যােগে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন সাধুবাদ জানিয়ে বলছেন, নিরাপদ সড়ক চাই নিজেদের উদ্যােগে যে সকল সামাজিক কার্যক্রম করছেন তা আমাদের সকলের জন্য মঙ্গলময়। আমরা নিজেরা নিজেদের নিরাপত্তার কথা ভাবছি না। কিন্তু এই সেচ্ছাসেবী সংগঠন কিন্তু ঠিকই আমাদের নিরাপত্তার কথা ভেবে বিভিন্ন ভাবে আমাদের সচেতন করছেন। নিরাপদে থাকার জন্য কোন ধরনের দূর্ঘটনা এড়ানোর জন্য আমাদের নিজেদেরই সচেতন থাকা প্রয়োজন। কিন্তু আমরা অনেকেই তা করি না।

ধামরাই পৌরসভার বাসিন্দা মোঃ নাজমুল হোসেন জানান, বিভিন্ন সময়ে ধামরাইয়ের অনেক জাগায় ট্রাফিক পুলিশের প্রয়োজন হয় সড়ক দুর্ঘটনা এড়াতে বা যানযট কমাতে। কিন্তু আমার বেশিরভাগই চোখে পরে সেইসব জাগায় এই সেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই এর সদস্যরা সেখানে কাজ করছে। আমাদের সবার নিরাপত্তা এবং সচেতন করতেই তাদের এত প্রচেষ্টা। ব্যাক্তিগত ভাবে আসলে আমি এই সংগঠনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এবিষয়ে নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার সভাপতি এম. নাহিদ মিয়া জানান, জাতীয় নিরাপদ সড়ক দিবস কে কেন্দ্র করে দুর্ঘটনা রোধে বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ইতি মধ্যে সড়কে শৃঙ্খলায়নে ট্রাফিক সপ্তাহ পালন সম্পূর্ণ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন সভা সেমিনার সহ চালক প্রশিক্ষণ কর্মসূচি রয়েছে।

সর্বশেষ আপডেট...