16 C
Dhaka, BD
রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬

জাবিতে হামলার শিকার ইবির হ্যান্ডবল দল,আহত ৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খেলা চলাকালীন সময়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের ওপর হামলা চালিয়ে ব্যাপক মারধর করে জাবির(জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়) খেলোয়াড় ও শিক্ষার্থীরা।

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপের হ্যান্ডবল প্রতিযোগিতার সেমিফাইনাল খেলা চলাকালীন সময়ে এ মারধরের ঘটনা ঘটে। এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শক ও খেলোয়াড়রা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) খেলোয়াড়দের উপর হামলা চালায়।

এই হামলার ঘটনায় ইবির সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান, ক্রীড়া বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহলসহ ৯জন খেলোয়াড় গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে খেলোয়াড় রাব্বি ও ইমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় ।

বুধবার (১০ এপ্রিল) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জাবি ও ইবির মধ্যেকার খেলা চলাকালীন সময়ে এ ঘটনা ঘটে।

এছাড়া হামলায় ঘটনাস্থলেই জ্ঞান হারান এক খেলোয়াড়। আহতদের মধ্যে খেলোয়াড় আশিক, ইমন, শিমুল, রাব্বি, সাকিব, রিদয়, সালমান, জাকারিয়া, দিপন, শোভন, সালফি, সৌরভসহ অন্যান্যরা সাভার এনাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বুধবার বিকাল ৪টায় জাবির মাঠে ইসলামী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল খেলা অনুষ্ঠিত হয়। এতে শুরু থেকেই আক্রমাত্মক ছিলো জাবি দলের খেলোয়াড় ও দর্শকরা। খেলায় ইবি তিন পয়েন্টে এগিয়ে গেলে উপর্যপুরি ফাউল করতে থাকে জাবির খেলোয়াড়রা।

একপর্যায়ে ইবির খেলোয়াড়রা ফাউল আবেদন করলে তাদের ওপর চড়াও হয় জাবি খেলোয়াড়রা। একই সময় মাঠে ঢুকে পড়ে জাবির দর্শকরা। তারা খেলোয়াড়দের উপর হামলা শুরু করে। এসময় তারা রড, লাঠিসোডা দিয়ে আঘাত করে খেলোয়াড়দের। এদিকে ইবির শিক্ষক কোচ ও কর্মকর্তারা তাদের ঠেকাতে গেলে তাদের ওপরও হামলা করে তারা।

হামলার শিকার ইবির সাবেক প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘খেলায় নূন্যতম নিরাপত্তা ছিল না। তারা আমাদের খেলোয়াড়দের ওপর হামলা করলে আমরা যখন থামাতে যায় তারা আমাদের ওপরও হামলা করে। শিক্ষক পরিচয় দিলেও তারা হামলা থামায় নি।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমার কাছে একটি ভিডিও ফুটেজ আছে। এ ফুটেজ থেকে চিহ্নিত করে আমরা ব্যবস্থা গ্রহণ করব।’
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ইতোমধ্যে আমরা ইউজিসি ও শিক্ষমন্ত্রণালয়ের নিকট বিচার দাবি করছি। সেই সঙ্গে জাবিকে সকল প্রকার খেলাধূলা থেকে কালো তালিকায় রাখার দাবি জানাচ্ছি।’

এদিকে হামলার খবর ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পৌছানোর সাথে সাথে বিক্ষোভে ফেটে পড়ে তারা। ঘটনার প্রতিবাদে প্রায় দুই ঘন্টা খুলনা-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে প্রকাশ্য ক্ষমা চাওয়া ও জাবিকে সকল প্রকার খেলা থেকে নিষিদ্ধ করার দাবি জানান। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও প্রক্টরের অনুরোধে এবং যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি। বুধবার সন্ধ্যায় পৃথক বার্তায় এ নিন্দা, প্রতিবাদ ও শাস্তির দাবি জানানো হয়।
এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, ‘ইবি শিক্ষক সমিতি এই হামলার তীব্র নিন্দা জানাই। একইসাথে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’ এসময় ড. কামাল উদ্দিন ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হওয়ায় নিজেই নিজেকে ধিক্কার জানান।

এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীদের বিরুদ্ধে ইবি হ্যান্ডবল টিমকে বন্দুক দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ আছে। ফলে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী রবিবার (৭ এপ্রিল) বিকাল ৪টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও খেলার পূর্ব মুহূর্তে ইবি টিম দুপুর ৩টায় মাঠে উপস্থিত হয়ে অনুশীলন করেও খেলা প্রত্যাহার করে চলে যায়।

ইসলামি বিশ্ববিদ্যালয় হ্যান্ডবল দলের অধিনায়ক আশিক অভিযোগ করেন, ‘আমরা যাতে ভালোভাবে খেলতে না পারি সেজন্য তিনবার আমাদেরকে হুমকি দেওয়া হয়। প্রথমবার এম এইচ হলের দোকানের পাশে। তারপর মাঠে আসলে ১৫-২০ জনের মত আবার আমাদেরকে হুমকি দেয়। পরে একপর্যায়ে দুজন এসে বন্দুক দেখিয়ে বলে মাথার খুলি ওড়িয়ে দিবে। এমন হুমকি দেওয়ার পর আমরা মাঠ ছেড়ে চলে আসি।’

ধামরাইয়ে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

ঢাকার ধামরাই উপজেলা ভূমি অফিসের উদ্যোগে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।
আজ বুধবার (১০ এপ্রিল) সকাল ১১ ঘটিকার সময় এ বর্ণাঢ্য র‌্যালিটি ধামরাই যাত্রাবাড়ি ভূমি অফিস থেকে বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় যাত্রাবাড়ি ভূমি অফিসে এসে শেষ হয়। ধামরাইয়ে ভূমির উন্নত ও দক্ষ ব্যবস্থাপনা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকরনের মাধ্যমে জনগনের ভূমি বিষয়ক সকল সেবা প্রদানের লক্ষে এ আয়োজন করা হয়।

এ সময় ভূমি সেবা সপ্তাহ ২০১৯ উৎযাপন উপলক্ষে বক্তারা বলেন, সাধারন মানুষ যেন হয়রানির স্বীকার না হয় সে জন্য ই-নামজারি সেবা প্রদান, আবেদন গ্রহন,নিষ্পত্তিকরন, খাস জমির আবেদন গ্রহন,ও কবুলিয়াত প্রদান ,রিভিউ ও মোকাদ্দামার আবেদন গ্রহন, ভূমি অধিক গ্রহন, সার্টিফিকেট মামলা সংক্রান্ত কাজের সাথে সম্পৃক্ত ব্যাংকারদের কার্যক্রম প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভূমি সেবা কার্যক্রমের অর্ন্তভূক্তকরন , অনলাইন জবাবদিহিতাসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ পেশ করেন।

ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি এবং ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো সহ বেশ কয়েকটি লক্ষে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিদ হাসান।

এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, ভারপ্রাপ্ত কানুনগু মিজানুর রহমান, নাজির কাম ক্যাশিয়ার আব্দুল আলিম, উপ-সহকারী কর্মকর্তা (সদর) ফারদিনা আক্তার, ও হারুনর রশিদ, শফিকুল ইসলাম, গরীব শাহ, সার্ভেয়ার তমসের আলী ও রাকিবুল হোসেন প্রমুখ।

যশোরের বেনাপোল বারপোতা সীমান্ত থেকে ৬৬৮ বোতল ফেন্সিডিলসহ আটক-১ ।

যশোরের পোর্ট থানাধীন গ্রামস্থ দক্ষিন বারপোতা কাঁচা রাস্তার মোড় থেকে ৬৬৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি সদস্যরা।

বুধবার ভোর রাতে পুটখালী বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিন বারপোতা গ্রাম থেকে ৬৬৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ জাহিদ হাসান(৩০)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়।আটক মাদক ব্যবসায়ী জাহিদ হাসান শিবনাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৬৬৮ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত আসামী ও মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

চার দফা দাবিতে জাবির লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

লোকপ্রশাসন বিভাগকে কলেজ পর্যায়ে অন্তর্ভুক্তির দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।

বুধবার (১০ এপ্রিল) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ‘অমর একুশে’ ভাস্কর্য এর সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে দাবি জানান ৪৩ তম আবর্তনের শিক্ষার্থী মোঃ সেলিম রেজা । তিনি বলেন ‘৪১ তম বিসিএস থেকে লোকপ্রশাসন কে শিক্ষা ক্যাডারের আওতাভুক্ত করা, লোকপ্রশাসন বিভাগের জন্য আলাদা ক্ষেত্র তৈরী করা এবং দক্ষ প্রশাসক গড়ে তোলার জন্য লোকপ্রশাসনের জ্ঞান কলেজ পর্যায়ে ছড়িয়ে দিতে হবে’

মানববন্ধনে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের ৪৩ তম আবর্তনের শিক্ষার্থী মাহমুদুল ইসলাম মিলন, ৪৫ তম আবর্তনের আমিরুল ইসলাম সুজন, ৪৬ তম আবর্তনের খায়রুল কবির নবেল, ৪৭ তম আবর্তনের উপমা পাল ও মোখলেসুর রহমান এবং ৪৮ তম আবর্তনের আজহারুল হাসান ও তাহমিনা।

বক্তব্যে লোক প্রশাসন বিভাগের ৪৬ তম আবর্তনের খায়রুল কবির নবেল বলেন, ‘ প্রথম বর্ষ থেকে স্নাতকোত্তর পর্যন্ত আমারা যেসব বিষয়ে পড়ি তা আমাদের মাঝে নেতৃত্ব গুণাবলি তৈরি করে,অথচ আমরা সরকারের পর্যায়ে আমরা কোন ক্ষেত্র পায় না, তাই বিসিএস সহ সরকারের বিভিন্ন পর্যায়ে লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের জন্য ক্ষেত্র তৈরি করতে হবে ও জাতীয় পর্য়ায়ে কলেজ সমূহে লোকপ্রশাসন বিভাগকে অন্তর্ভুক্তি করতে হবে। এই দাবি গুলো এখন সকল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সকল শিক্ষার্থীদের দাবি’।

৪৫ তম আবর্তনের শিক্ষার্থী আমিরুল ইসলাম সুজন বলেন, ‘ উন্নত বিশ্বে লোক প্রশাসন বিভাগকে অনেক গুরুত্ব দেওয়া হয়,লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা সরকার ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে ভালো জানেন, তাছাড়া সরকার ও প্রশাসনের বিভিন্ন সেক্টর সহ সকল অবকাঠামো লোকপ্রশাসন এর সাথে জড়িত, তাই লোকপ্রশাসনের শিক্ষার্থীরা এসব জায়গায় গেলে দক্ষতার সাথে কাজ করতে পারবে। আমাদের এসব দাবির সাথে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীরা একমত’
৪৩ তম আবর্তনের মাহমুদুল ইসলাম মিলন বলেন,‘আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার, আমরা আশা করি, জাতীয় পর্যায়ে কলেজসূহে লোকপ্রশাসন বিভাগকে অন্তর্ভুক্তির মাধ্যমে সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে’।

অপরদিকে বাংলাদেশ লোকপ্রশাসন শিক্ষা কেন্দ্রের সদস্য সচিব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় লোকপ্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. জেবউননেছা বলেন, ‘লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীদের দাবি সমূহ বাস্তবায়নে আমরা একটি সম্মিলিত ঐক্যজোট গড়ে তুলেছি এবং আমরা আমাদের বিভিন্ন কর্মসূচি নির্ধারন করেছি। এরই ধারাবাহিকতায় আজ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আমরা আমাদের দাবি আদায়ের জন্য শান্তিপূর্ন আন্দোলন ও কর্মসূচি চালিয়ে যাব’।

অপরদিকে, চার দফা দাবিতেআজ বুধবার (১০ এপ্রিল) সারাদেশের ১০ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে , মানববন্ধনে অংশ নেওয়া বিশ্ববিদ্যালয় গুলো হল, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেসনালস, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য যে, গত ৭ এপ্রিলে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থীবৃন্দ সর্বপ্রথম ২০০ শিক্ষার্থীর স্বাক্ষর গ্রহণের মাধ্যমে স্বাক্ষর কর্মসূচি গ্রহণ করে,এরপর অন্যান্য বিশ্ববিদ্যালয়ে শুরু হয়।

মান্দায় ভূমি সেবা সপ্তাহ পালন

নওগাঁর মান্দায় র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে ভূমি সেবা সপ্তাহ ২০১৯ পালন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ৯.৩০ দিকে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে ইউএনও খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। সহকারি কমিশনার (ভূমি) এসএম হাবিবুল হাসানসহ র্যালীতে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন,প্রকল্প কর্মকর্তা রেজাউল করিম, কৃষি কর্মকর্তা গোলাম ফারুক হোসেন ,মান্দা থানা আদশ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক অনুপ কুমার মহন্ত , শিক্ষা কর্মকর্তা মকলেছুর রহমান,প্রসাদপুর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক রেজাউল ইসলাম, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম এবং উপজেলার অনান্য কর্মকর্তা ও ছাত্রছাত্রীরা।

দিবসটিকে সামনে রেখে ভূমি সংক্রান্ত সেবা ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে উপজেলা ভূমি অফিসের সামনে ৩ টি ষ্টল বসানো হয়েছে। এসব ষ্টলে ভূমি সংক্রান্ত লিফলেট ও যাবতীয় তথ্য পাওয়া যাবে বলে সংশ্লিস্ট সুত্রে জানা গেছে।

শার্শায় ম্যাসহিস্ট্রোরিয়ায় আক্রান্ত হয়ে ৩০ স্কুল শিক্ষার্থী আহত

যশোরের শার্শায় ম্যাসহিস্ট্রোরিয়ায় আক্রান্ত হয়ে ৩০ জন স্কুল শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার সকালে শার্শা উপজেলার পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সকালে প্রতিদিনের ন্যায় ছাত্র-ছাত্রীরা স্কুলে আসতে থাকে। ১১টার সময় হঠাৎ করে ছাত্র-ছাত্রীরা একের পর এক অসুস্থ্য হতে থাকে। এসময় সহকর্মীরা ও স্কুলের শিক্ষকরা তাদের প্রাথমিক চিকিৎসা দিতে থাকে।

কিন্তু পরিস্থিতি সামাল দিতে না পেরে এবং অসুস্থ্য শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকলে তাদেরকে বেনাপোল ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রæত চিকিৎসার জন্য শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে, চৌগাছা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

এদিকে স্থানীয়রা ও অসুস্থ্য শিক্ষার্থীদের অভিভাবকরা বলছে গত দু’দিন আগে স্কুলে সকল শিক্ষার্থীদের একটি করে ক্রিমী নাশক টেবলেট খাওয়ানো হয়। আর সে কারনেই শিক্ষার্থীরা অসুস্থ্য হয়ে পড়ছে।
এখবর শুনে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাসান হাফিজুর রহমান ঘটনা স্থল পরিদর্শন করেছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ্য শিক্ষার্থীদের চিকিৎসার খোজ খবর নিয়েছেন।

অসুস্থ্য শিক্ষার্থীরা হচ্ছে, সাব্বির হোসেন (১২), আলিফজান (১০), রাখী খাতুন (১২), রিমা খাতুন (১১), মারিয়া খাতুন (১২), রিতু (১২), রাসেল হোসেন (১৩), সাইমা খাতুন (১২), শাপলা খাতুন (১২), আখন বেগম (১৩), মুন্নি (১০), লাখী খাতুন (১৩), মীম (১২), আখি খাতুন (১৩), আরিফা খাতুন (১৪), খাদিজা খাতুন (১৪), আলিমন নেছা (১৫), মিকাইল হোসেন (১৩), আশরাফ আলী (১৪), আলামিন হোসেন (১৫), মাফুজা খাতুন (১৩), সুইটি খাতুন (১৪)সহ আরো অনেকে।

শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অশোক কমুার সাহা জানান, সকালে পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ম্যাসহিস্ট্রোরিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসলে তাদের দ্রæত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে ভয় পাওয়ার কিছু নাই চিকিৎসা নিলে সুস্থ্য হয়ে উঠবে।

স্বামীর বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের অভিযোগ স্ত্রীর ।

যৌতুকের দাবিতে বেধড়ক মারপিট করে দির্ঘ দিন তার বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার অভিয্গো করেছে আলেয়া খাতুন নামে (২৫) এক গৃহবধু। আলেয়া খাতুন অভিযোগ করে বলেন তার স্বামী তাকে প্রায় মারপিট করত, যৌতুকের দাবিতে। তার কাছে ৫ লাখ টাকা দাবি করে তার স্বামী।

এরই মধ্যে সে যৌতুকের লোভে আরো দুটি বিয়ে করে। আমাকে আমার স্বামী রিপন মাঝে মধ্যে ৫ লাখ টাকা নিয়ে ফেরত আসতে বলে। আমি গরীব অসহায় পরিবারের একজন মেয়ে। আমার বাবা একজন কৃষক। তিনি এত টাকা কোথা থেকে দিবে।

আলেয়া খাতুন আরো জানায় ২০০৮ সালে তার বিয়ে হয় শার্শা উপজেলার খামারপাড়া গ্রামের নজিবুল্লাহর ছেলে সিরাজুল ইসলামের ছেলে রিপন এর সাথে। এরই মধ্যে তার এক ছেলে ও এক মেয়ের জন্ম হয় রিপনের ঘরে। সন্তান হওয়ার পর থেকে রিপন আমাকে মারপিট করে আরো বেশী করে যৌতুকের দাবিতে। আমি তার দাবি মত তাকে ৫ লাখ টাকা দিতে না পারায় সে আমাকে প্রায় দুই বছর পিতার বাড়িতে রেখে দিয়েছে। আমার বিয়ের পর সে আমার পিতার নিকট থেকে নগদ একলাখ টাকা সহ সংসারের অন্যান্য জিনিস পত্র নিয়েছে। এসব দেওয়ার পরও সে আমাকে নেশা করে এসে শারীরীক ভাবে নির্যাতন করে । আমি কয়েকবার তার নির্যাতনের শিকার হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছি।

আমি প্রশাসন সহ সকল সচেতন মহলের কাছে বিচারের দাবি জানাচ্ছি।

ধামরাইয়ে শিক্ষা সফরের গাড়ীর সাথে কার্ভাড ভ্যানের মুখোমুখি সংর্ঘষে আহত ৩১।

ঢাকা ধামরাইয়ে শ্রীরামপুর এলাকায় কার্ভাড ভ্যানের সাথে পিকনিকের বাসের সাথে সংর্ঘষে বাসটি পল্টি খেয়ে খাদে পড়ে পাটগ্রাম সরকারী অনাথ বন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষকসহ ৩০ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে।
আজ মঙ্গলবার (৯ এপ্রলি) সকাল ১২ ঘটিকার সময় ঢাকা-আরিচা মহাসড়কে শ্রীরামপুর এলাকায় এ র্দুঘটনাটি ঘটে।

এই ব্যাপারে প্রত্যক্ষর্দশীরা জানান, আজ সকালে পাটগ্রাম অনাথ বন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা সফরের উদ্দেশ্য হরিরামপুর থেকে বাসযোগে ধামরাই সুতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকায় পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কার্ভাডভ্যান শিক্ষা সফরের বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে বাসটি পল্টি খেয়ে রাস্তার উত্তর পাশে খাদের মধ্যে পড়ে গিয়ে একজন শিক্ষক সহ ৩০জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। তাদের ডাক চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে আহতদরে উদ্ধার করে শ্রীরামপুর মমতাজ বদরুদ্দিন জেনারেল হাসপাতালে র্ভতি করা হয়।

এ ব্যাপারে গোলড়া হাইওয়ে থানার (ওসি) মোঃ লুৎফর রহমান জানান, সকাল ১২ ঘটকিার সময় ধামরাই শ্রীরামপুর এলাকায় একটি শিক্ষা সফরের ভিলেজ লাইন বাসটির সাথে মুখোমুখি সংর্ঘষে বাসটি খাদে পড়ে একজন শিক্ষকসহ ৩০ শিক্ষার্থী আহত হয়। এদের মধ্যে আবুল হাসনাত সোয়াদকে উন্নত চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে প্ররেণ করা হয়।

বাংলাদেশ পুলিশ আর্তমানবতার সেবাই নিয়োজিত-এসআই লতিফ বেনাপোল ।

যশোরের বেনাপোলে আর্তমানবতার সেবায় এগিয়ে এল বেনাপোল পোর্ট থানার এসআই এইচ এম লতিফ।

ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের গাড়িতে আসা অজ্ঞান পার্টির খপ্পরে পড়া জয়নাল নামে এক যাত্রীকে বেনাপোল ২২ নং এর সামনে গাড়ি থেকে নামিয়ে দেয় কন্ডাক্টার ও হেলপার।অজ্ঞান পার্টির কবলে পড়া জয়নাল আবেদীন গাজিপুর জেলার হাতিমারা থানার সারাজাই গ্রামের আব্দুল বারেকের ছেলে।

বুধবার ভোর ৫ টার সময় অজ্ঞান অবস্থায় বেনাপোল ২২ নং গেটের সামনে একজন অজ্ঞাত লোককে পড়ে থাকতে দেখে স্থানীয়রা বেনাপোল পোর্ট থানায় সংবাদ দেয়। এসময় আর্তমানবতার সেবায় পোর্ট থানার এসআই এইচ এম লতিফ তার ফোর্স নিয়ে অজ্ঞাত ব্যাক্তিকে উদ্ধার করে নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বেনাপোল পোর্ট থানা পুলিশ গাড়ির সুপার ভাইজার মশিউর রহমান ও ড্রাইভারকে আটক করেছে পুলিশ।

বেনাপোল পোর্ট থানার এসআই এইচ এম লতিফ জানান, বাংলাদেশ পুলিশ আর্তমানবতার সেবাই নিয়োজিত। তারা মানুষের বিপদ আপদের সময় সবসময় পাশে থাকবে। এটাই তাদের দায়িত্ব কর্তৃব্য। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি মাত্র।

জেলে বসেই আ.লীগ নেতা ইছাহাক হত্যার পরিকল্পনা ।

নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসাহাক হোসেনকে খুনের পরিকল্পনা হয় জেলখানায় বসে।

পরিকল্পনা বাস্তবায়নে খুনি ভাড়া করা হয়। তাঁদের একজনের নাম হারুন প্রামাণিক। তিনি ঘটনার দেড় মাস আগে থেকে হত্যার মূল পরিকল্পনাকারী নজিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ ওরফে লিটুর বাড়িতে যাতায়াত করতে থাকেন। একদিন সুযোগ বুঝে ইসাহাককে পৌরসভার নিজ বাড়িতে হারুন ও তাঁর সহযোগীরা এলোপাতাড়ি ছুরিকাঘাতে খুন করেন।

আলোচিত এই হত্যাকাণ্ডের প্রায় পাঁচ মাস পর গত রোববার গাজীপুরের কালিয়াকৈর থানার ডাইনকিনি এলাকা থেকে হারুন প্রামাণিককে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে সোমবার আদালতে হাজির করা হলে আওয়ামী লীগ নেতা ইসাহাক (৭০) খুনের বিষয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হারুনের বাড়ি রানীনগর উপজেলার ভিটি উত্তরপাড়া গ্রামে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পত্নীতলা থানার পরিদর্শক জহুরুল হক ও আদালত সূত্রে জানা গেছে, জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতা ইসাহাকের সঙ্গে নজিপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদের বিরোধ চলে আসছিল। ইসাহাক খুনের দুই-তিন মাস আগে আবুল কালাম আজাদ নওগাঁ জেলহাজতে থাকার সময় হারুনসহ মামলার অন্য আসামিদের সঙ্গে পরিচয় হয়। হারুন ও তাঁর সহযোগীরা কাউন্সিলর আবুল কালামের কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকার চুক্তিতে ইসাহাককে খুন করতে রাজি হন। জেল থেকে জামিনে বের হয়ে ইসাহাককে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করতে হত্যার ঘটনার দেড় মাস আগে থেকে ভাড়াটে খুনি হারুন কবিরাজ বেশে কাউন্সিলরের বাড়িতে যাতায়াত করতে থাকেন। গত বছরের ৪ ডিসেম্বর ইসাহাককে হত্যার উদ্দেশ্যে খুনিরা ইসাহাকের বাড়ির গ্যারেজে অবস্থান করছিলেন। ওই দিন রাত নয়টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিস থেকে ইসাহাক নিজের গাড়িতে বাড়ি ফিরছিলেন। তাঁর বাড়ি ফেরার বিষয়ে খুনিদের মুঠোফোনে সংকেত দেন কাউন্সিলর আবুল কালাম। ইসাহাক গাড়ি নিয়ে বাড়িতে পৌঁছামাত্রই খুনিরা তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ সময় তাঁর গাড়ির চালকও আহত হন। পরে ইসাহাকের মৃত্যু হয়।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র বলেন, হারুনকে গ্রেপ্তার এবং তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দির ফলে আওয়ামী লীগ নেতা ইসাহাক হোসেন হত্যার পুরো রহস্য এখন উদ্‌ঘাটিত হয়েছে। এখন পর্যন্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আরও কিছু খুনির নাম পাওয়া গেছে। তবে তদন্তের স্বার্থে তাঁদের নাম বলা যাবে না। তাঁরা পলাতক। তাঁদেরও শিগগির গ্রেপ্তার করা হবে।

গত বছরের ৪ ডিসেম্বর নিজের বাড়ির গ্যারেজে ছুরিকাঘাতে খুন হন ইসাহাক হোসেন। পরদিন পত্নীতলা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা হয়। মামলার পর ওই দিনই এ ঘটনায় জড়িত সন্দেহে নজিপুর পৌরসভার কাউন্সিলর আবুল কালাম আজাদ, তাঁর ভাই লোকমান হোসেন ও ইসাহাক হোসেনের বাড়ির কেয়ারটেকার আনিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা এখনো কারাগারে। এ ঘটনায় করা হত্যা মামলার অভিযোগপত্র এখনো আদালতে জমা দেয়নি পুলিশ।

সর্বশেষ আপডেট...