22 C
Dhaka, BD
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

বরিশালে সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত- প্রতিবাদ বিক্ষোভে উত্তাল বরিশাল ।

বরিশালে সড়ক দুর্ঘটনায় বিএম কলেজছাত্রীসহ সাতজন নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন বিএম কলেজ শিক্ষার্থীরা।

শনিবার সকাল ১১টার দিকে বিএম কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে শিক্ষার্থীরা মিছিলটি নিয়ে নথুল্লাবাদ হোসাইনিয়া মাদ্রাসায় গেলে পুলিশ বাধার দেয়।

প্রথমে সেখানে সড়ক অবরোধ করেন তারা। এরপর পুলিশের বাধা অতিক্রম করে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, তারা নিরাপদ সড়কের দাবিতে ও বিএম কলেজের মাস্টার্সের শিক্ষার্থী শিলা হালদারসহ সাতজন নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ ও বিক্ষোভ করছেন।

পুলিশ জানায়, শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে তারা । বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর মুকুল জানান, পরিস্থিতি স্বাভাবিক করার জন্য শিক্ষার্থীদের সঙ্গে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা কথা বলছেন।

ডাকসু- নির্বাচনে অনিয়ম ও কারচুপির প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করে ঢাবিতে ছাত্রদলের মিছিল ।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অনিয়ম ও কারচুপির প্রতিবাদে কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার (২৩ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে মিছিল শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে ছাত্রদল।

বিক্ষোভ মিছিল শুরুর আগে ডাকসুতে ছাত্রদলের জিএস প্রার্থী আনিসুর রহমান খন্দকার অনিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচনের সময় তাদের প্রতি অর্পিত পবিত্র দায়িত্ব পালন করেননি। ফলে আমরা এই নির্বাচন প্রত্যাখ্যান করছি এবং একইসঙ্গে পুনরায় নির্বাচনের দাবি জানাচ্ছি।

২৮ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যকারিতা শুরু-দায়িত্ব নিলেন নুর-রাব্বানি

বেলা ১১টায় ডাকসু ভবনে এ সভা শুরু হয় । এ সভার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নিলেন নবনির্বাচিত ভিপি-জিএস সহ বিভিন্ন পদের ২৫ জন প্রতিনিধি।

সভায় সভাপতিত্ব করেন ডাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামান। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ডাকসুর জিএস গোলাম রব্বানী। এরপর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রাব্বানী কেন্দ্রীয় সংসদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এসময় জিএস সভাপতির কাছে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের অনুমতি নেন। এক বছরের জন্য অনুমতি দেন ভিসি ড. আখতারুজ্জামান।

ডাকসু ভিপি নুরুল হক নূর বলেন, আট জন নিরপেক্ষ শিক্ষক যারা নির্বাচন পর্যবেক্ষণ করেছেন তারাও প্রশ্নবিদ্ধ ভূমিকার কারণে এই নির্বাচনের পুনর্নির্বাচন চেয়েছেন। সুতরাং বিতর্কিত নির্বাচনে আমরা চাই না মাননীয় প্রধানমন্ত্রীকে আজীবন সদস্য ঘোষণা করা হোক।

ডাকসু জিএস গোলাম রাব্বানী বলেন, ইতিপূর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডাকসুর আজীবন সদস্য করা হয়েছে। দ্বিতীয় ব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর নাম এসেছে। আমরা ডাকসুর পক্ষ থেকে সর্বসম্মতভাবে ডাকসুর সভাপতি বরাবর প্রস্তাব দিয়েছি।

মাওলানা আঃ লতিফ ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা’র ৪র্থতলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও ফলক উন্মোচন করলেন এমপি শামীম।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১নং বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের নগর কাটগড়ায় মাওলানা আঃ লতিফ ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার চারতলা
ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন ও ফলক উন্মোচন করা হয়েছে।২৩ শে মার্চ শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তি স্থাপন কাজের ফলক উন্মোচন করেন ২৯ গাইবান্ধা১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি।

এ উপলক্ষ্যে মাদ্রাসা ক্যাম্পাসে সাইদুজ্জামান সরকারের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৯গাইবান্ধা ১সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি।

কাটগড়া দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজমুল হুদা,কাটগড়া দ্বি মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলী প্রামানিক,৬নং সর্বানন্দ ইউনিয়ন পরিষদের জাপা’র সভাপতি মশিউর রহমান,১নং বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের জাপা’র সভাপতি রেজাউল আলম রেজা,উক্ত মাদ্রাসার সাঃসম্পাদক আঃরাজ্জাক,উক্ত মাদ্রাসার উপদেষ্টা পরিষদের সদস্য ও মাদ্রাসার জমিদাতা শফিকুল ইসলাম মাষ্টার, এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আব্দুল বাতেন চৌধুরী,একরামুল হক, রানা প্রামাণিক,সজিব ইসলাম প্রমুখ।

নওগাঁয় স্বাধীনতা দিবস উপলক্ষে লং রান প্রতিযোগিতা অনুষ্ঠিত ।

আগামী বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নওগাঁয় এই প্রথম অনুষ্ঠিত হলো স্বাধীনতা দিবস লং রান প্রতিযোগিতা। জেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে। শনিবার সকাল ৮টায় নওগাঁ সার্কিট হাউজে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মিজানুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম। প্রতিযোগিতায় জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শহরের বিভিন্ন শ্রেণিপেশার মহিলা ও পুরুষরা অংশগ্রহণ করেন। লং রান সার্কিট হাউজ থেকে শুরু হয়ে শহরের কাজীর মোড়, মুক্তির মোড়, পুরাতন বাসস্ট্যান্ড ও তাজের মোড়ের ৪টি স্টেশন পার হয়ে প্রায় ৪কিমি রাস্তা শেষে জেলা স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে আগামী স্বাধীনতা দিবসে প্রথম ৩০জনকে এবং প্রথম ৩জন পুরুষ ও মহিলাদের বিশেষ পুরস্কার প্রদান করা হবে।

জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, সাধারণ মানুষ বিশেষ করে বর্তমান প্রজন্মকে দেশ গঠনে সচেতন করা এবং পাশাপাশি নিয়মিত সকালে হাঁটাসহ দেশের বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম সম্পর্কে মানুষের কাছে মেসেজ পৌঁছে দিতে এ আয়োজন করা হয়েছে।

ধামরাই রিপোর্টার্স ক্লাবের আহবায়ক কমিটি গঠন।

চ্যানেল ২৪ এর সাংবাদিক অপু ত্তহাবকে প্রধান আহবায়ক করে ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

২১ মার্চ্ বৃহস্পতিবার ধামরাই বাজারে ক্লাব র্কায্যলয়ে গঠিত আহবায়ক কমিটিতে রয়েছেন সময় টিভির সাংবাদিক মোজাফ্ফর হোসেন জয়, জি টিভির সাংবাদিক আইয়ূব খান,

আমাদের নতুন সময়ের আদনান হোসেন ত্ত বাংলা টিভির হুমায়ুন কে যুগ্ন আহবায়ক করে এ কমিটি গঠন করা হয়।
আগামী ১ মে ২০১৯ এর মধ্যে ধামরাই রিপোর্টার্স ক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষ্যে কাজ করবে ৫ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি।
নতুন কমিটি গঠনের আগ পর্যন্ত বর্তমান কমিটি কার্যক্রম চালিয়ে যাবে বলে সাধারণ সভায় সিদ্ধান্ত হয়।

জিটিভির সাংবাদিক আইয়ূব খানের সভাপতিত্বে সাধারণ সভায় বক্তব্য রাখেন ক্লাবের সদস্য বৃন্দ। আমাদের ক্লাবের সদস্যরা হলেন –অপু ত্তহাব-চ্যানেল ২৪,মোজাফ্ফর হোসেন জয়-সময় টিভি, আব্দুল হালিম-বৈশাখী টিভি , জাকির হোসেন-চ্যানেল আই , জাহিদ হাসান- এটি এন নিউজ ,হুমায়ুন রশিদ বাংলা টিভি, রাজন-সি এন এন বাংলা টিভি,

আমাদের নতুন সময়-আদনান হোসেন,মোঃসম্রাট আলাউদ্দিন -দৈনিক প্রভাতী খবর,জাকির হোসেন দৈনিক খবরের আলো-সহ আমাদের স্বনাম ধন্য আরো ১১ টি জাতীয় পেপারের সন্মানিত সদস্য রয়েছে

২০১৫ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি ইতিমধ্যে দেশ বিদেশে বেশ পরিচিতি লাভ করেছে আমরা এটিকে আরো পরিসর করে দেশ ত্ত জাতির কল্যানে অবধান রাখতে চাই এবং সত্য উদঘাটনে আমরা বদ্ধপরিকর এ শ্লোগানকে সামনে রেখে ক্লাবের সাধারন সভা সমাপ্ত করা হয়।

বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থা ও বামনডাঙ্গা আইটি’র যৌথ উদ্যোগে শিশু শিলাকে আর্থিক সহায়তা প্রদান।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থা ও বামনডাঙ্গা আইটি’র যৌথ উদ্যোগে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় দরিদ্র অসহায় শিশু শিলাকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।২২শে মার্চ (শুক্রবার) বিকাল ০৫ টায় বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার নিজস্ব অফিস কার্যালয়ে মিঠাপুকুর উপজেলার ১৫নং বড় হযরতপুর ইউনিয়নের মাঝগ্রাম মৌজার বাসিন্দা মোঃ ওয়ারেছ আলীর শিশু কন্যা শিলাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার সভাপতি শরিফুল ইসলাম লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল আলম রেজা।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ শাহিন,১নং বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজমুল হুদা,বামনডাঙ্গা ইউনিয়ন সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ’র সমেশ উদ্দিন বাবু, বামনডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ,বামডাঙ্গা আইটি’র পরিচালক ইন্জিনিয়ার রেজাউল ইসলাম বাদল,
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন,বামনডাঙ্গা কল্যাণ সংস্থার সহ-সভাপতি সজিব ইসলাম,বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার প্রচার সম্পাদক মাজহারুল ইসলাম মিঠু, বামনডাঙ্গা মানব কল্যাণ সংস্থার দপ্তর সম্পাদক যতন কুমার, লাবীব,মাসুদ,লাবণ্য,আবীদ,আশিকুর,তাপস প্রমুখ।

নওগাঁ সদর সহকারী পুলিশ সুপার কার্যালয়ের উদ্ধোধন

নওগাঁয় গণপূর্ত বিভাগের তত্বাবধানে ১ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নওগাঁ সদর সহকারী পুলিশ সুপার (সার্কেল) কার্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্ধোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে নব নির্মিত ভবনের ফলক উন্মোচন করেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি এম খুরশীদ হোসেন বিপিএম বার, পিপিএম।

এসময় অন্যানের মধ্যে নওগাঁর পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগন সহ সুধীবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, সাধারন মানুষের দোড় গোড়ায় পুলিশের সেবা পায় সেজন্য নিরলস ভাবে কাজ করতে হবে। মাদকের ব্রিুদ্ধে মাননীয় প্রধান মন্ত্রী জিরো টলারেন্স ঘোষনা করেছেন।

সেই ঘোষনা আমাদেরকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে হবে। সন্ত্রাস, জঙ্গীবাদ নির্মূল করে সুশাসন বাস্তবায়ন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

ধামরাইয়ে সিএনজি ট্রাক মুখমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৩

ঢাকার ধামরাইয়ে কালামপুর-বালিয়া আঞ্চলিক -সড়কে দ্রুতগামী ট্রাক ও সিএনজির মুখমুখি সংঘর্ষে সিএনজির এক যাত্রী অধীর পাল(৩৫) নামে ১ নিহত হয়েছে বলে জানাগেছে। এতে আহত হয়েছে সিএনজির আরও ৩ যাত্রী। আহতদের মধ্যে সিএনজির ড্রাইভার অবস্থা আশংকাজনক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২২মার্চ ) বেলা ১২ঘটিকার সময় ধামরাই উপজেলার কালামপুর-বালিয়া আঞ্চলিক সড়কের চৌরাস্তা নামক এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত অধীর পালের বাড়ী ধামরাই উপজেলার চৌহাট ইউনিয়নের চৌহাট পালপাড়া গ্রামের সুবল চন্দ্র পালে ছেলে ।
এই ব্যাপারে প্রত্যেকদশীর্রা জানান, আজ বেলা ১২ ঘটিকার সময় ঢাকা থেকে কালামপুর দিয়ে বালিয়া হয়ে টাঙ্গাইল যাওয়ার পথে চৌরাস্তা নামক স্থানে পৌছালে বালিয়া থেকে কাওয়ালীপাড়া গামী একটি সিএনজির সাথে মুখমুখি সংঘর্ষ হলেসিএনজির এক যাত্রী ঘটনাস্থলে মারাযায়। এতে সিএনজির ড্রাইভারসহ ৩জন আহত হয়। আহতদের ডাকচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাদেও উদ্ধার করে কাওয়ালীপাড়া জনতা ক্লিলিনিকে ভর্তি করা হয়। এদের মধ্যে সিএনজির ড্রাইভারের অবস্থা আশংকাজনক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ব্যাপারে কাওয়ালীপাড়া পুলিশ তদন্ত কেন্দের (এস আই) মোঃ কামরুজামান জানান, আজ বেলা ১২ ঘটিকার সময় টাঙ্গাইল গামী একটি ট্রাকের সাথে বালিয়া থেকে কাওয়ালীপাড়া গামী একটি সিএনজির সাথে চৌরাস্তা নামক এলাকায় মুখমুখি সংঘর্ষ হলে সিএনজিতে থাকা এক যাত্রী মাথায় আঘাত লেগে ঘটনাস্থলে মারাযায়। এতে সিএনজির ড্রাইভারসহ ৩জন আহত হয়। আহতদের উদ্ধার করে কাওয়ালীপাড়া জনতা ক্লিলিনিকে ভর্তি করা হয়।

পরে সিএনজির ড্রাইভারের অবস্থা আশংকাজনক হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এতে ঘাতক ট্রাকটি আটক করা যায়নি।

জাবিতে “সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ” এর বিশ্ব পানি দিবস উৎযাপন ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ জাবি শাখার পক্ষ থেকে বিশ্ব পানি দিবস উৎযাপন করা হয়েছে।

আজ(২২ শে মার্চ ,শুক্রবার ) বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের ২য় তলায় বিশ্ব পানি দিবস উৎযাপন করল “সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ” জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সকল স্তরের স্বেচ্ছাসেবী পবিরেশ যোদ্ধারা। এক্ষেত্রে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান উপদেষ্টা ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সম্মানিত প্রভোষ্ট অধ্যাপক ড. আবদুল্লাহ হেল কাফি,এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর গর্ব প্রাণীবিদ্যা বিভাগের শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক ড.কবীরুল বাশার যিনি বিশ্বে বাংলাদশের প্রতিনিধি হিসেবে বহুবার দেশের জন্য সম্মান বয়ে এনেছেন।

অনুষ্ঠানের শুরুতেই “সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ” জাবি শাখার পক্ষ থেকে প্রধান আলোচককে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তৌফিক আহমেদ ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল আজিম সৈকত।

আলোচনার সভায় আরও ছিলেন বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি সৈয়দ সিফাত, সহ – সভাপতি সানজিদা নাহার সহ সকল স্তরের নেতাকর্মীবৃন্দ।

আলোচনার সভার সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন অগ্রদ্বীপ ঘোষ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা কমিটির সহ-সভাপতি সামিন ইয়াসির সাফিন।

প্রধান আলোচক অধ্যাপক ড.কবিরুল বাশার পানি দিবসের অনুষ্ঠানে তার ব্যক্তিগত জীবনের গবেষণা ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে শিক্ষার্থীদের মাঝে বিষদ আলোচনা করেন। আবহাওয়া ও জলবায়ু, পরিবেশ প্রকৃতি নিয়ে তার আলোচনার মাধ্যমে তিনি প্রমাণ করে দেন পানির অপর নাম জীবন। তিনি তার বাস্তব জীবনে অনেক দেশ ভ্রমণ করেছেন একজন বিজ্ঞানী হিসেবে ।

তার অভিজ্ঞতার আলোকে বাংলাদেশকে একটি সম্ভাবনার দেশ বলে আখ্যায়িত করেন এই গবেষক। এছাড়াও শিক্ষার্থীদের প্রশ্নউত্তর পর্বে তিনি গুরুত্বপূর্ণ আলোচনার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

“সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ” জাবি শাখার সভাপতি ,তৌফিক আহমেদ বলেন,“পৃথিবীর শতকরা ৭০% পানি,যার মধ্যে মাত্র ২.৫০% ব্যবহার উপযোগী এর মধ্যে মাত্র ১% পানি সহজলভ্য । বর্তমানে পৃথিবীতে প্রাণ ৭৫ কোটি মানুষ নিরাপদ পানি থেকে বঞ্চিত, যা ২০২৫ সালের মধ্যে ১৮০ কোটি ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হয়, গত ৪০ বছরে ঢাকা শহরে ভূগর্ভস্থ পানির স্তর নেমে গেছে ৫৫ মিটার, যা আগামীতে আরও ভয়াবহ আকার ধারণ করবে”তিনি আরও বলেন,

“প্রতিদিন আমরা দাঁত ব্রাশ করতে প্রায় ১২লিটার এবং গোসল করতে প্রায় ৯০ লিটার পানি খরচ করি অথচ বিশ্বের অনেক দেশ শুধুমাত্র এই মৃদু পানির অভাবে জীবনযাপন করছে ,পানির অপর নাম জীবন কিন্তু এই পানিই আবার মৃত্যুর কারণ যখন তা দূষিত হয়।
শুধুমাত্র পরিষ্কার পানি ব্যবহার এর মাধ্যমে এবং পানির সুষ্ট ব্যবহার এর মাধ্যমেই আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই সম্পদ রেখে যেত পারি । তিনি সকলের উদ্দেশ্যে আরও বলেন,
“আসুন আমরা সচেতন হই এবং সমাজের সকল স্তরে পানির সুষ্ঠ ব্যবহার নিশ্চিত করি।”

সর্বশেষ আপডেট...