34 C
Dhaka, BD
বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

সাভারের হেমায়েতপুরে নারী শ্রমিককে গণধর্ষনের ঘটনায়, মামলা দায়ের ।

সাভারে এক নারী পোশাক শ্রমিক (২০) গণধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় রবিবার সকালে একটি গণধর্ষণের মামলা দায়ের করেছেন সাভার মডেল থানায়। ঘটনাটি ঘটেছে সাভারের হেমায়েতপুরের নতুনপাড়া এলাকায়।

ধর্ষণের শিকার ওই পোশাক শ্রমিক সাভারের গেন্ডা এলাকায় মিন্টু উকিলের বাড়িতে ভাড়া থাকতো। সে বরিশাল জেলার ইয়ারপুর থানার রবিন্দনগর গ্রামের আব্দুল মান্নান বেপারীর মেয়ে।

গণধর্ষণের শিকার ওই পোশাক শ্রমিকের ভাই আরিফ জানান, তার বোন গেল চার মাস হয় হেমায়েতপুরের নতুনপাড়া এলাকায় জিসান গার্মেন্টে এ হেলপার পদে চাকুরী নেয় এসময় ওই পোশাক কারখানার রাকিব নামের এক অপারেটর এর সাথে তার পরিচয় হয় পরে গেল ১৪ ফেব্রæয়ারি বিশ^ ভালোবাসা দিবসে ওই পোশাক শ্রমিককে গার্মেন্টস এর পাশে একটি নির্জন যায়গায় ডেকে নেন রাকিব। এসময় ওই পোশাক শ্রমিককে রাকিব ও তার ৮ বন্ধু মিলে ভয়ভিতি দেখিয়ে গণধর্ষণ করেন। ধর্ষণের ঘটনাটি কাউকে বললে ওই যুবকরা তাকে হত্যা করবে বলে হুমকি দেন। পরে আজ সকালে ওই পোশাক শ্রমিক সাভার মডেল থানায় উপস্থিত হয়ে নয় জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন।

এঘটনায় পুলিশ গণধর্ষণের শিকার পোশাক শ্রমিককে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান ষ্টফ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে।

সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্য গোলাম নবী বলেন, ধর্ষণকারীদের আটক করার প্রক্রিয়া চলছে।

শার্শায় মসুর চাষ লাভের আশায় গাছ পরিচর্যায় ব্যস্ত চাষিরা ।

দেশের প্রধান একটি খাদ্যশস্যের মধ্যে মসুর ডাল অন্যতম।

মানব দেহে প্রচুর পরিমান আমিষের চাহিদা পুরণ করে এই মসুর ডাল। মসুর ডালে রয়েছে প্রচুর পরিমান খনিজ পদার্থ, আঁশ, খাদ্য শক্তি, লোহ ক্যারোটিন, ভিটামিন বি, শর্করা ইত্যাদি। তাই প্রতিদিন খাবার টেবিলে মসুর ডালের জুড়িমেলা ভার।
চলতি মৌসুমে যশোরের শার্শা উপজেলায় ব্যাপক ভাবে চাষ হয়েছে মসুর ডালের।

মাঠে মাঠে বিস্তৃর্ণ এলাকা জুড়ে সবুজে ভরে গেছে মসুরের গাছ। আবহাওয়া অনুকুলে থাকলে চলতি বছরে মসুরের বাম্পার ফলন হবে বলে আশা করছেন এখানকার চাষিরা। তবে মসুর ডালের তুলনামুলক ভাবে দাম একটু কম থাকায় এবছর আশানারুপ ভাবে মসুরের চাষ একটু কম হয়েছে বলে জানা যায়। কৃষি নির্ভর ও চাষ যোগ্য উপজেলা হিসাবে দারুন ভাবে পরিচিতি রয়েছে যশোরের শার্শা উপজেলা। রিপোর্ট করেছেন আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলাম।

গোটা বছর জুড়েই নানা রকম ফষল উৎপাদনে এই উপজেলার সুনাম রয়েছে। আর এখানকার চাষিদের কঠিন পরিশ্রম ও কঠোর পারদর্শিতার কারণে কৃষকরা প্রতিবছরই সুফল পেয়ে থাকে। ধীরে ধীরে শার্শার চাষযোগ্য ফসলের মধ্যে মসুর অন্যতম হলেও কমে এসছে এই মসুর চাষ। উপজেলার কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে শার্শা উপজেলায় ৭শ ১০ হেক্টর জমিতে মসুর চাষ হয়েছে। যা গত বছরের থেকে ১০ হেক্টর কম চাষ হয়েছে। এর মধ্যে বারি মসুর-৬, বারি মসুর-৭ ও বারি মসুর-৩ চাষ হয়েছে তবে এই উপজেলায় বারি মসুর-৩ চাষ বেশি হয় বলে জানা যায়।

মসুর (ডাল) এর চাহিদা বাজারে ব্যাপক হারে বলেই এই চাষের উপর এখানকার চাষিদের আগ্রহ অনেক বেশি। উপজেলার মসুর চাষিরা জানান, বাজারে মসুরের চাহিদা অনেক বেশি তাছাড়া দামও তুলনামুলক ভাবে কম না এজন্য এই চাষের উপর চাষিদের আগ্রহ একটু বেশিই দেখা যায়।

শার্শা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ শোতম কুমার শীল জানান, মসুর ডাল চাষের জন্য চষিদের একটু বেশি পরিচর্যা করতে হয়। ভালো ভাবে পরিচর্যা করলে ফলন ভালো হয় এবং ৯০ থেকে ১১৫ দিনের মধ্যে মসুর ডাল ঘরে তোলা সম্ভব। চলতি মৌসুমে আবহাওয়া অনুকুলে থাকায় মসুরের ভালো ফলন হয়েছে। কোন প্রকার পোকার আক্রমন বা রোগ বালায় না হলে কুষকরা লাভবান হবে বলে আশা করছি। তাছাড়া উপজেলার মসুর চাষিদের সর্বদা পরামর্শ ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হচ্ছে।

দিলকুশা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ায় গভর্নিং বডির চেয়ারম্যান ইসমাইল চৌধুরী সম্রাট কে ফুলের শুভেচ্ছা

প্রথম বিভাগ হকি লীগ ২০১৮, দিলকুশা স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ায় দিলকুশা স্পোর্টিং ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান যুব আইকন আমাদের অভিভাবক ইসমাইল চৌধুরী সম্রাট মামার সাথে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন খেলোয়াড় ও ক্লাব কর্মকতা বৃন্দ।

গ্রীণ ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে শনিবার হকি ঢাকা ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামছে দিলকুশা স্পোর্টিং ক্লাব। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। এর আগে দুপুরে বর্ণক সমাজ খেলবে শান্তিনগর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে।

আজ লিগের শেষ ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।

শিরোপা জয়ের দ্বারপ্রান্তেই রয়েছে দিলকুশা। লিগে এখন পর্যন্ত নয় ম্যাচের সবগুলোতে জিতে পূর্ণ ২৭ পয়েন্ট পেয়ে তালিকার শীর্ষস্থানে রয়েছে তারা। হকি ঢাকা ইউনাইটেড সমান ম্যাচে ২৫ পয়েন্ট পেয়ে দ্বিতীয়স্থানে আছে। শেষ ম্যাচে দিলকুশা জিতলে পূর্ণ ৩০ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হবে। ম্যাচটি ড্র হলেও তাদের ঘরেই যাবে শিরোপা।

শিরোপা ঘরে তুলতে হলে দিলকুশার বিপক্ষে জিততেই হবে হকি ঢাকা ইউনাইটেডকে। যা তাদের জন্য বেশ কষ্টসাধ্য। কারণ লিগে শুরু থেকেই দূর্দান্ত গতিতে এগিয়ে চলছে দিলকুশা। এ পর্যন্ত নয় ম্যাচে তারা গোল করেছে ৮৭টি। বিপরীতে তাদের হজম করতে হয়েছে মাত্র ৪ গোল। হকি ঢাকা ইউনাইটেড ৮০টি গোল করে ১০ হজম করেছে।

অন্যদিকে লিগ থেকে অবনমনের পথে রয়েছে বর্ণক সমাজ। নয় ম্যাচ শেষে তারা কোনো পয়েন্ট পায়নি। শেষ ম্যাচে শনিবার শান্তিনগরকে হারালেও তাদের লাভ হবেনা। কারণ শান্তিনগর নয় ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে অবনমন এড়িয়েছে আগেই।

এদিকে শুক্রবার নিজেদের শেষ ম্যাচে সহজ জয় পেয়েছে পিডব্লিউডি এসসি। মওলানা ভাসানী স্টেডিয়ামে তারা ৬-১ গোলে হারায় রেলওয়ে এসসিকে। বিজয়ী দলের হয়ে আকাশ ও রিপন দু’টি করে এবং পরিমল ও ছোট রিপন একটি করে গোল করেন। রেলওয়ের পক্ষে এক গোল শোধ দেন আজিজুদ্দিন ছোটন।

এ জয়ে পিডব্লিউডি দশ ম্যাচে ২১ পয়েন্ট পেয়ে চতুর্থস্থানে থেকে লিগ শেষ করলো। সমান ম্যাচে ১৩ পয়েন্ট পাওয়া রেলওয়ের অবস্থান ষষ্ঠ।

বেনাপোল পুটখালী সীমান্তে ১৪ পিস স্বর্ণের বারসহ আটক-১ ।

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৪ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শনিবার(১৬/০২/১৯ইং) তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুটখালী বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামস্থ বিজিবি’র মসজিদ বাড়ি পোস্টের সামনে পাকা রাস্তার পাশে শ্রী দিলীপ হাওলাদার(৩৫)নামে এক পাচারকারী অভিনব কায়দায় সেন্ডেলের সোলের ভিতরে রাখা ১৪ পিস স্বর্ণের বারসহ তাকে আটক করতে সক্ষম হয় বিজিবি।আটক স্বর্ণ পাচারকারী দিলীপ হাওলাদার বালুন্ডা গ্রামের ক্ষুদিরাম হাওলাদার এর ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ১৪ পিস স্বর্ণের বারসহ একজনকে আটক করতে সক্ষম হয়।আটককৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৮১ লক্ষ ৫০ হাজার টাকা।

আটককৃত আসামী ও স্বর্ণের বার বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়া চলছে বলে তিনি আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে নিশ্চিত করেন।

ঠাকুরগাঁও হরিপুরে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষের ঘটনার তদন্ত কমিটির তদন্ত শুরু ।

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরমপুর গ্রামে গরু জব্দ করাকে কেন্দ্র করে বিজিবি-গ্রামবাসীর সংঘর্ষের ঘটনার তদন্ত করেছে তদন্ত কমিটি ।

শনিবার বিকাল ৫টায় ঘটনাস্থল পরিদর্শন করেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট নুর কুতুবুল আলম।
স্বাক্ষ্য গ্রহণের প্রথম দিনে প্রকাশ্যে স্বাক্ষ্য প্রদানের জন্য ঘটনাস্থলে ৮ স্বাক্ষ্য প্রদানে রাজি হন এবং স্বাক্ষ্য প্রদান করেন। যা কাগজে লিপিবদ্ধ করা হয়।

ঘটনাস্থল পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান জানান, বিজিবি-গ্রামবাসী সংঘর্ষের ৩ জন নিহত ও ১৫ জন আহতের ঘটনায় আজ শনিবার আনুষ্ঠানিক ভাবে তদন্ত শুরু করা হলো। ঘটনাস্থল চারপাশ পরিদর্শন করেছে তদন্ত কমিটি। ঘটনার প্রত্যক্ষদর্শীদের স্বাক্ষ্য এক এক করে গ্রহণ করা হবে। এ ছাড়াও যারা গোপনে স্বাক্ষ্য প্রদানে ইচ্ছুক তাদের স্বাক্ষ্য গোপনে নেয়া হবে।

তিনি আরও বলেন, সংঘর্ষে নিহত ও আহতদের পরিবারের মধ্যে যারা ঘটনার প্রত্যক্ষদর্শী তাদের স্বাক্ষ্য প্রথমে এবং এলাকার লোকজন যারা ঘটনা দেখেছেন তাদের স্বাক্ষ্য গ্রহণ করা হবে। ঘটনাস্থলে স্বাক্ষ্য প্রদানে আগ্রহীদেরকে তালিকা নাম লেখানোর জন্য আহব্বান করেন তিনি।
তদন্ত কমিটি ঘটনাস্থলে পরিদর্শনের সময় তদন্ত কমিটির সদস্য হরিপুর উপজেলা নির্বাহী অফিসার এমজে আরিফ বেগ, অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুল আলম, হরিপুর থানার ওসি আমিরুজ্জামানসহ স্থানীয় জন প্রতিনিধি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।
শনিবার সকাল ১১টার সময় বিজিবি’র প্রায় ১৫০ জন সদস্য মোটরসাইকেল ও গাড়ী নিয়ে এসে হরিপুরের বহরমপুর গ্রামের হবিবর রহমান ও জসিমকে ক্যাম্পে নিয়ে যান। তাদের কে ঘটনার সম্পর্কে জিজ্ঞাসাবাদের পর আবার পুনরায় গ্রামে দিয়ে যায় বিজিবি’র সদস্যরা।

হবিবর রহমান জানান, দুপুরে হঠাৎ বিজিবি এলাকায় প্রবেশ করে আমাকে গাড়ীতে তুলে নিয়ে যায়। ক্যাম্পে ঘটনা সম্পর্কে জিজ্ঞাসা শেষে আমাকে আবার পুনরায় গ্রামে দিয়ে যায় বিজিবি’র সদস্যরা।এর আগে নিহতদের লাশ পরিবারের হস্তান্তর করার পর ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম ঘটনার সুষ্ঠু তদন্তে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেন। তদন্ত কমিটি ৩ দিনের মধ্য তদন্ত শেষ করে তার প্রতিবেদন জেলা প্রশাসকের নিকট জমা দিবেন। পাশাপাশি নিহতদের লাশ দাফনের জন্য ২০ হাজার টাকা নিহতদের পরিবারকে প্রদান করেন।

তদন্ত কমিটির অন্য ৬ জন সদস্য হলেন, পীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, হরিপুর উপজেলা নির্বাহী অফিসার, ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তর বিজিবি’র সহকারী পরিচালক, ঠাকুরগাঁও পাবলিক প্রসিকিউটর, হরিপুর থানার ওসি, স্থানীয় ইউনিয়নের চেয়ারম্যান ।

সুন্দরগঞ্জে নির্মাণ শ্রমিক লীগের আনন্দ র‍্যালী ।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী নির্মাণ শ্রমিক লীগের উদ্যোগে আনন্দ র‍্যালী ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটি কর্তৃক প্রথমবারের মত এই উপজেলা কমিটি অনুমোদন দেয়ায় গতকাল সন্ধ্যায় র‍্যালীটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন নব-গঠিত কমিটির সভাপতি- লাবলু সরকার, সাধারণ সম্পাদক- শরিফুল ইসলাম লেবু।

র‍্যালী ও পুস্পমাল্য অর্পণকালে নেতৃত্ব দেন জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-আহ্বায়ক- সাজেদুল ইসলাম, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক- হোসনে আরা বেগম বিউটি। বক্তব্য রাখেন, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের সভাপতি- জাহাঙ্গীর আলম মাস্টার, উপজেলা আওয়ামী শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি- জহুরুল হক, সাংগঠনিক সম্পাদক- সুজা মিয়াসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮২ মাদকদ্রব্য উদ্ধার ।

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৮২ মাদকদ্রব্য উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ জেলায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। গত শুক্রবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থান থেকে মাদক ব্যবসায়ী ও সেবনকারীসহ বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরো ৮২জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সাথে উদ্ধার করা হয়েছে বিভিন্ন প্রকার মাদকদ্রব্য্য। এর আগে গত বৃহস্পতিবার রাতে ১২৩জনকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার অফিসার ইন চার্জ (অপারেশন) মো. ইদ্রিস আলী জানান, শুক্রবার সকাল থেকে দিবগত রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ ২৫জনকে গ্রেপ্তার করা গয়েছে। তাদের মধ্যে ৭০ পিচ ইয়াবাসহ নয়াগোলা এলাকার আয়েশা নামের এক নারী ও ২০ গ্রাম গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে শিবগঞ্জ থানা পুলিশ জানায়, মাদক ব্যবসা ও মাদক সেবন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ৩৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপর দিকে গোমস্তাপুর থানার অফিসার ইন চার্জ মো. জসিম উদ্দিন জানান, ১১০ গ্রাম গাঁজাসহ ২জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২জন ও মাদক সেবনকারী ৪জনসহ ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে নাচোল থানার অফিসার ইন চার্জ জৌধুরী জোবায়ের আহমেদ জানান, নাচোল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩জন মাদক সেবনকারী ও ৭জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া ভোলাহাট থানার অফিসার ইন চার্জ নাসির উদ্দিন মন্ডল জানান, বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারী ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট থানার এসব কর্মকর্তা জানিয়েছেন।

ধামরাইয়ে বেলীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিক্ষিকা ৪ বছর ৫ মাস ধরে অনুপস্থিত।

ঢাকার ধামরাই উপজেলার ৪৮নং বেলীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস নামের একজন সহকারি মহিলা শিক্ষক ৪ বছর ৫ মাস ধরে অনুপস্থিত রয়েছেন। ।

শিক্ষিকার এ দীর্ঘদিন অনুপস্থিত থাকার বিষয়টি বিদ্যালয় থেকে বার বার জানানো হলেও সংশ্লিষ্ট দপ্তর কোন ব্যবস্থা নিচ্ছেন না। কর্তৃপক্ষের উদাসিনতার কারণে এখনো পদটি শুণ্য করা হয়নি। অপরদিকে শিক্ষক সল্পতার কারণে কোমলমতি শিক্ষার্থীদের পড়া লেখা বিগ্নিত হচ্ছে।
জানা গেছে, পটুয়াখালী জেলা সদর উপজেলার ৪নং তেলিখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে সহকারী শিক্ষক মোসাঃ জন্নাতুল ফেরদৌসকে ধামরাই উপজেলার ৪৮নং বেলীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১২ সালের ২৯ মার্চ বদলি করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচলক।
যথানিয়মে পটুয়াখালী জেলা সদর উপজেলা শিক্ষা অফিসার ওই বিদ্যালয় থেকে ২০১২সালের ১ এপ্রিল কার্যাব্যাহতি প্রদান করেন।

পরে ৫এপ্রিল ধামরাই উপজেলা শিক্ষা অফিসে ও ৪৮নং বেলীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে। যোগদানের পর থেকেই নানা অজুহাত দেখিয়ে বেশ কিছুদিন ছুটিও ভোগ করেন। সর্বশেষ ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর থেকে অসুস্থতার কারন দেখিয়ে চাকরি হতে অবসরের জন্য আবেদনও করেন। এ দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকলেও ওই শিক্ষিকার আবেদন মঞ্জুর হয়েছে কিনা ধামরাই উপজেলা শিক্ষা অফিস বলতে পারছেন না।

এব্যাপারে উপজেলার ৪৮নং বেলীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রোজিনা আক্তার বলেন, জান্নাতুল ফেরদৌস দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিতের বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে মাধ্যম করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর আবেদন দেয়া হয়েছে এর কোন সুরাহা পাচ্ছিনা। তিনি আরো বলেন, আমার এ বিদ্যালয় এক শিপ্টের ক্লাস চলে। একজন শিক্ষক যদি এতোদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকে তা হলে তার ক্লাস গুলি কিভাবে ম্যানেজ করি।

উপজেলা শিক্ষা অফিসার কাজী রাশেদ মামুন বলেন, ওই শিক্ষিকার ব্যাপারে জেলা শিক্ষা অফিসারকে জাননো হয়েছে। এমনকি তার ঠিকানা ও মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে পাচ্ছি না। এব্যাপারে আবারো ওপরে জানানো হবে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, বিষয়টি আমার জানা নেই। খোজ নিয়ে দেখি কি করা যায়।

ওই বিদ্যালয় গিয়ে জানা গেছে, দীর্ঘ এক বছর ধরে অজ্ঞাত কারনে বিদ্যালয় পরিচালনা কমিটিও নেই।

শিবগঞ্জের রানীহাটি বাজারে অভিযান চালিয়ে ৩৬৪০ ইয়াবা সহ ২ জন গ্রেফতার ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজারের একটি মার্কেটে শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে ৩৬৪০ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারী কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ ।

গ্রেফতারকৃতরা হলো কমলকান্তপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে মোঃ আমিনুল ইসলাম বাচ্চু (৩০) এবং ঘোড়াপাখিয়া গ্রামের মৃত শরিফুর রহমানের ছেলে রফিকুল ইসলাম (৪২)।

র‌্যাব জানায় গোয়েন্দা নজরদারীর অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অতিঃ পুলিশ সুপার মোঃ যায়েদ শাহরীয়ার এর নেতৃত্বে শুক্রবার বিকেলে জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি বাজারস্থ মেস্তার মেম্বার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ৩৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আমিনুল ইসলাম বাচ্চু ও রফিকুল ইসলাম কে হাতেনাতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত ঘটনাস্থলে অবস্থান করছিল বলে উপস্থিত লোকজনের সম্মুখে স্বীকার করে বলে র‌্যাব জানায়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টঙ্গীতে চার দিনের বিশ্ব ইজতেমার প্রথম দিন আজ ,জুমার নামাজে লাখো মুসল্লির ভিড়

টঙ্গীতে চার দিনের বিশ্ব ইজতেমার প্রথম দিন জুমা বার হওয়ায় ইজতেমা মাঠে অনুষ্ঠিত হয়েছে স্মরণকালের বৃহত্তম জুমার জামাত। দুপুর ১টা ৪০ মিনিটে জুমার জামাত শুরু হয় । ওই নামাজের ইমামতি করেন কাকরাইল মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জোবায়ের ।

ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার লাখ লাখ মুসল্লি ইজতেমাস্থলে হাজির হন। ভোর থেকেই রাজধানীসহ আশপাশের এলাকা থেকে ইজতেমা মাঠের দিকে মানুষের ঢল নামে। দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশপাশের খোলা জায়গাসহ সবস্থান জনসমুদ্রে পরিণত হয়।

বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা মাঠের দিকে ছুটে আসেন জুমার নামাজ আদায় করার জন্য। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলি-গলিসহ যে যেখানে পেরেছেন হোগলা পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জুমার নামাজে শরিক হয়েছেন।

এদিকে রাস্তায় নামাজ আদায়ের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল সাময়িক বন্ধ থাকে ।

জুমার নামাজে শরিক হন ধর্মমন্ত্রী অ্যাডভোকেট শেখ মুহাম্মদ আব্দুল্লাহ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াইএম বেলালুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজম উল্লাহ খানসহ প্রমূখ।

জুমার নামাজ আদায় করতে আশপাশের জেলার অনেক মুসল্লিরা এখানে এসেছেন। জুমার নামাজ উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা নেয়া হয়েছে। যানজটমুক্তভাবে চলাচলের জন্য পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশ রাখা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ওয়াই এম বেলালুর রহমান বলেন, আগামীকাল শনিবার মোনাজাত হবে । ইজতেমায় অংশ নেয়া মুসল্লি ছাড়াও অসংখ্য মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিতে এখানে আসবেন। সেটির জন্য ট্রাফিক ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও জানান, শুক্রবার মধ্যরাত থেকে টঙ্গী ব্রিজ, কামারপাড়া ব্রিজ, ভোগড়া বাইপাস, মীরেরবাজার এলাকায় ব্যারিকেড দিয়ে ইজতেমা সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল বন্ধ রাখা হবে। ইজতেমা শেষে যাওয়ার সময় একই ব্যবস্থাপনা অব্যাহত থাকবে। আমরা নাগরিকদের কাছে আশা করব তারা যেন সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখেন। রাস্তায় যে ট্রাফিক পুলিশ কাজ করবে তাদের সহযোগিতা করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ও হাইওয়ে পুলিশ।

সর্বশেষ আপডেট...