17 C
Dhaka, BD
শনিবার, জানুয়ারি ১৭, ২০২৬

যশোরের বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় বই আটক ।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের সদস্যরা মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার সময় প্যাসেন্জার টার্মিনালে সামনে থেকে ৫০৩ কেজি ভারতীয় বিভিন্ন প্রকার বই উদ্ধার করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি ।

আইসিপি ক্যাম্প কমান্ডার জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার সময় গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান ভারতীয় বই এনে ঢাকা নেওয়া জন্য বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেন্জার টার্মিনালে সামনে স্থানে অবস্থান করছে ।
এমন সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামান, নায়েক মজিবর,নায়েক সুমন (এফআইজি গোয়েন্দা বিজিবি) সিপাহী সিদ্দিকুর রহমান, সিগন্যাল মঈনুল আহসান ও সিপাহী নওশের সেখানে অভিযান চালিয়ে ৫০৩ কেজি ভারতীয় বই উদ্ধার করেন। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

উদ্ধারকৃত বই গুলো বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে বলে তিনি আমাদের বেনাপোল প্রতিনিধি মোঃ রাসেল ইসলামকে জানিয়েছেন বিজিবি।

তালশাড়ী সানরাইজ পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ ।

বেনাপোল তালশাড়ী সানরাইজ পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মঙ্গলবার ১৯শে ফেব্রয়ারী সকাল সাড়ে ৯টায় ঐতিহ্যবাহী বেনাপোল বলফিল্ড মাঠে অনুষ্ঠিত হয়েছে।

সানরাইজ পাবলিক স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আজিম উদ্দিন গাজীর সভাপতিত্বে ও বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের ব্যাংক বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন মিন্টুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পরপর ৩ বার জাতীয় সংসদের নির্বাচিত সাংসদ শেখ আফিল উদ্দিন এমপি।

বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,শার্শা উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান, শার্শা উপজেলার ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুর বর,শার্শা উপজেলার আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ইব্রাহিম খলিল,শার্শা উপজেলার যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল,সাধারন সম্পাদক নাসির উদ্দিন, বেনাপোল পৌর কাউন্সিলর আহাদুজ্জামান বকুল ও তারিকুল ইসলাম তুহিনের সহধর্মিনী সালমা আলম,ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার,সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেল, সানরাইজ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,দিঘীরপাড় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথী শেখ আফিল উদ্দীন উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্য বলেন খেলাধুলার পাশাপাশি শার্শা উপজেলার প্রতিটি শিক্ষার্থী শিক্ষা ক্ষেত্রে হবে এক একটি উজ্জল নক্ষত্র। তখনই আমার এমপি হওয়া সার্থক হবে।বর্তমান সরকারের আমলে শিক্ষকরা সকল সুযোগ সুবিধা ভোগ করছেন, বিগত যে কোন সরকারের আমল থেকে আওয়ামীলীগ সরকারের আমলে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন করা হয়েছে। তিনি শিক্ষকদের মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিতকল্পে সৃষ্টিশীল, আধুনিক, তথ্য প্রযুক্তিনির্ভর, বিজ্ঞানমনস্ক, সামাজিকভাবে দায়বদ্ধ, নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষক হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানান । পাশাপাশি শিক্ষার্থীদেরকে ভাল ভাবে পড়াশুনা করে মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠার আহŸান জানান।

এর আগে সানরাইজ পাবলিক স্কুলের শিক্ষার্থীরা প্রধান অতিথী শেখ আফিল উদ্দীন এমপিসহ উপস্থিত অতিথী বৃন্দকে ক্রেষ্ট ও ফুলের তোড়া উপহার দেন।

যশোর জেলার শ্রেষ্ঠ এসআই হলেন বেনাপোল পোর্ট থানার মনির হোসেন ।

যশোরের বেনাপোল পোর্ট থানার এসআই মনির হোসেন শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন।

মাদক দ্রব্য উদ্ধার,গ্রেপ্তারী পরোয়ানা তামিল,মানব পাচার,ছিনতাই ও চুরি রোধসহ সামগ্রিক আইন শৃংখলা রক্ষায় যশোর জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন বেনাপোল পোর্ট থানার এসআই মনির হোসেন।

আজ সোমবার (১৮/০২/১৯ইং) তারিখ যশোর জেলা পুলিশ সুপার মঈনুল হক এই সম্মাননা স্বীকৃতি ক্রেষ্টটি এসআই মনির হোসেন এর হাতে তুলে দেন। উক্ত সম্মাননা স্বীকৃতি অনুষ্ঠান যশোর জেলা পুলিশ লাইনে এই পুরস্কারটি প্রদান করা হয় ।

১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে বেশির ভাগ এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে তিতাস কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে জানায়, মেট্রোরেল প্রকল্পের আওতায় পাইপলাইন স্থানান্তর কাজের জন্য মঙ্গলবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে বেশির ভাগ এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ।

আশুলিয়ায় জিটিসিএলের সঞ্চালন লাইনে হঠাৎ সমস্যা দেখা দেয়ায় জরুরি রক্ষণাবেক্ষণের কারণে শনিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে রাজধানীর বেশির ভাগ এলাকায় বন্ধ ছিল গ্যাস সরবরাহ। পরিস্থিতি স্বাভাবিক হতে রোববার (১৭ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত অপেক্ষায় থাকতে হয় ।

আর এর দু’দিন বিরতির পর মঙ্গলবার সন্ধ্যায় আবারো গ্যাস সরবরাহ বন্ধ থাকছে রাজধানীর বড় অংশ জুড়ে। তিতাস গ্যাস জানায়, মেট্রোরেল প্রকল্পের আওতায় জরুরি রক্ষণাবেক্ষণের জন্য মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে থেকে ১২ ঘণ্টার জন্য গ্যাসের সরবরাহ বন্ধ থাকছে মিরপুর, শ্যামলী, আগারগাঁও, মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, পুরান ঢাকা, মতিঝিল, কমলাপুর, মিন্টু রোড, বঙ্গভবন, গণভবন ও জাতীয় সংসদ ভবন এলাকায় ।

তিতাস গ্যাস পরিচালক (অপারেশন) প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান বলেন, মেট্রোরেল প্রকল্প কাজের জন্য শাহবাগ মোড় এলাকায় তিতাস গ্যাস পাইপ লাইনটি স্থানান্তরের জন্য ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে ।

তিতাস গ্যাস মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রকৌশলী আবদুল ওহাব তালুকদার বলেন, এলএনজি চালু হওয়ার পরে আমরা ২৪ থেকে ২৫ টাকা করে এলএনজি কিনে ব্যবহার করছি। তাই গ্যাসের দাম বাড়ানো হবে।

২১ ফেব্রুয়ারি উপলক্ষে ঢাবিতে আইডি কার্ড ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি ।

২১ ফেব্রুয়ারি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ।

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় আগামী বুধবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে ডিএমপির সংবাদমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সেই সঙ্গে বুধবার সন্ধ্যা ৬টা থেকে পর দিন ২১ ফেব্রুয়ারি রাত ১১টা পর্যন্ত ঢাবি এলাকার সড়কে সব ধরনের যান চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

রোববার (১৭ ফেব্রুয়ারি) ডিএমপি হেডকোয়ার্টার্সে ‘শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৯’ উপলক্ষে নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত সমন্বয়সভায় এ সিদ্ধান্ত হয়।

যথাযথো মর্যাদায় রাবিতে শহীদ জোহা দিবস পালন ।

আজ জোহা দিবস এর ৫০ বছর,স্বীকৃতির দাবি রাবিতে । আমার বুকে গুলি ছাত্র নয়য়। রাবিতে পালিত হচ্ছে দিবসটি।১৯৬৯ সালের ১৮ই ফেব্রুয়ারি। সামরিক জান্তা আইয়ুব খানের স্বৈরশাসনের বিরুদ্ধে দেশব্যাপী চলছে গণঅভ্যুত্থান। রাজশাহী বিশ্ববিদ্যালয়েও (রাবি) শুরু হয় আন্দোলন। আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারে দাবিতে ও সার্জেন্ট জহুরুল হক হত্যার প্রতিবাদে এদিন সকালে মিছিল বের করে রাবি শিক্ষার্থীরা। ১৪৪ ধারা ভেঙ্গে জড়ো হতে থাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে।

এসময় ছাত্র আন্দোলন ঠেকাতে একই স্থানে অস্ত্রশস্ত্র নিয়ে অপেক্ষা করে পাকিস্তানি সেনারা। তুমুল উত্তেজনার এক পর্যায়ে শিক্ষার্থীদের লক্ষ্য করে গুলি ছুড়তে উদ্ধত হয় সেনাবাহিনী। এসময় ছুটে আসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর ও রসায়ন বিভাগের শিক্ষক ড. শামসুজ্জোহা। শিক্ষার্থীদের সামনে দাঁড়িয়ে বলেন, ডোন্ট ফায়ার! কোন ছাত্রের গায়ে গুলি লাগার আগে যেন আমার বুকে গুলি লাগে।

এক পর্যায়ে শিক্ষার্থীদের ফিরিয়ে নেয়ার শর্তে পাকিস্তানী সেনাদের গুলি করতে নিষেধ করেন। কিন্তু তাঁর কথায় কর্ণপাত করে না বর্বর সেনারা। হঠা পিস্তল বের করে ড. জোহাকে লক্ষ্য করে গুলি করেন ক্যাপ্টেন হাদী। গুলিবিদ্ধ ড. জোহাকে তারা রাজশাহী মিউনিসিপল অফিসে তুলে নিয়ে যায়। এরপর বেয়নেট দিয়ে খুঁচিয়ে নৃশংসভাবে হত্যা করা হয় তাঁকে। শহীদ হন ড. জোহা।
বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতেই চোখে পড়বে তাঁর নামে জোহা চত্বর। প্রশাসন ভবনের সামনে এই জোহা চত্বরে সমাহিত করা হয় তাঁকে। কালের স্বাক্ষী হয়ে শায়িত আছেন তিনি।

ড. শামসুজ্জোহা পশ্চিমবঙ্গের বাকুড়ায় জন্মগ্রহণ করেন। তিন ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। ১৯৪৮ সালে বাকুড়া জেলা স্কুল থেকে মাধ্যমিক এবং ক্রিশ্চান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ১৯৫৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক ও ১৯৫৪ সালে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ১৯৬১ সালের ২৩ শে ফেব্রুয়ারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে শিক্ষক হিসেবে যোগ দেন।

৬৯ এর পর থেকে ১৮ ফেব্রুয়ারিকে শহীদ জোহা দিবস ও একইসাথে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। তাঁর সমাধিস্থলে পুষ্পস্তবক প্রদানসহ নান আয়োজনে দিবসটি পালন করে আসছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিভিন্ন সংগঠন ও শিক্ষার্থীরা। ড. জোহাকে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবি হিসেবে আখ্যায়িত করা হয়। তাঁর এই আত্মত্যাগ পরবর্তী সকল আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধে অনুপ্রেরণা যুগিয়েছিল। সেই অনুপ্রেরণা দেশব্যাপী আন্দোলনের বুনিয়াদ হয়ে ক্ষমতা থেকে হটিয়েছিলো স্বৈরাচারী আইয়ুব খানকে। দেশবাসীকে তাঁর প্রতি ঋণী করেছেন। আর শিক্ষকদের কাছে আদর্শ হয়ে আছেন। তাই প্রতিবছর এই দিনটি শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক দিবস হিসেবে পালন করে আসছে কর্তৃপক্ষ। এছাড়াও আজ ৪৯ বছর যাবৎ দিবসটিকে ‘জাতীয় শিক্ষক দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য দাবি করে আসছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় উপ উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, এই দিবসটি জাতীয় শিক্ষক দিবস হিসেবে স্বীকৃতির দাবি রাখে। ১৮ ই ফেব্রুয়ারির এই দিনে ড. শামসুজ্জোহা বুকের তাজা রক্ত ঢেলে যে আত্মত্যাগ করেছেন ইতিহাসের পাতায় তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি শিক্ষকদের আদর্শ হয়ে এবং শিক্ষার্থীদের প্রেরণা হয়ে থাকবেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন বলেন, এ দিবসটিকে জাতীয়করণের জন্য গতবার এ বিষয়ে শিক্ষক সমিতি থেকে জাতীয় পর্যায়ে যোগাযোগ করা হয়েছিলো। ফেডারেশন থেকে মিটিং ডাকা হলে আমি আবার এ বিষয়টি তুলে ধরবো। আমার প্রত্যাশা এই দিবসটিকে অবশ্যই জাতীয়করণ করা হোক।

পরবর্তী বিভিন্ন সময়ে তাঁর নামে নামকরণ হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হল। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঘটনাস্থলে নির্মাণ করা হয় একটি স্মৃতিফলক। ড. জোহার স্মরণে এই দিনটিকে জাতীয় শিক্ষক দিবস হিসেবে দেশব্যাপী পালন করা হবে এই প্রত্যাশা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা।

সুন্দরগঞ্জে কাঠেরব্রিজ নির্মাণের উদ্বোধন ।

গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌর শহরের রামডাকুয়া মৌজা দিয়ে প্রবাহিত তিস্তার শাখা নদীর উপর কাঠেরব্রিজ নির্মাণের উদ্বোধন করা হয়েছে। ব্রীজটি নির্মাণ হলে আসন্ন বর্ষায় সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার ৫টি উপজেলার যোগাযোগ রক্ষা সম্ভব হবে।

এ উপলক্ষে সোমবার উক্ত শাখা নদীপাড়ে বেলকা ইউপির সাবেক চেয়ারম্যান জহুরুল হক সরদারের সভাপতিত্বে আলোচনা সভানুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের আহ্বায়ক টিআইএম মকবুল হোসেন প্রামাণিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুল্লাহ- আল- মামুন, বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্লাহ্, উপজেলা আ’লীগের যুগ্ম আহ্বায়ক- রেজাউল আলম রেজা, পৌর জাপার সভাপতি আব্দুর রশিদ সরকার ডাবলু, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান। বেলকা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান মুজির উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাঠের ব্রীজ নির্মাণের উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সুধীজন।

স্বাধীনতা পরবর্তী ৪৮ বছরেও উক্ত স্থানে একটি ব্রিজ নির্মাণ না করায় বেলকা ইউনিয়নের, পঞ্চানন, কিশামত সদর, বেলকা নবাবগঞ্জ, তালুক বেলকা, বেকরির চর, রামডাকুয়া জিগাবাড়ীর চর, রহমতের চর, বিরোহীমের চর, লাটশালার চর, হরিপুর, কাশিম বাজার, কুড়িগ্রাম জেলা সদর ও জেলার উলিপুর, চিলমারি, রাজিবপুর, রৌমারী, ফুলবাড়ীর বিভিন্ন ইউনিয়ন ও গ্রামের সঙ্গে প্রত্যহ শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বানিজ্য, হাট-বাজারসহ নানাবিধ প্রয়োজনে হাজার হাজার মানুষ চরম বিড়ম্বনায় ভুগছেন।

বর্ষাকালে জনগুরুত্বপূর্ণ তথা গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সঙ্গে কুড়িগ্রাম জেলার যোগাযোগ রক্ষার্থে এসব মানুষের দূর্ভোগ লাঘবে খেঁয়ার পরিবর্তে স্থানিয়ভাবে কাঁঠেরব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এলাকাবাসি।

তদন্ত শেষেই বিজিবি’র সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া আশ্বাস ঠাকুরগাঁওয়ে বিজিবি মহাপরিচালক

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বহরমপুর গ্রামে বিজিব-গ্রামবাসী সংঘর্ষের ঘটনায় বিজিবি সদস্যদের দোষ প্রমাণিত হলে তদন্ত শেষেই ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানালেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম।

তিনি বলেন, ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বহরামপুর গ্রামে বিজিবির সাথে গ্রামবাসির যে ঘটনা ঘটেছে তা অনাকাঙ্খিত। আমি আশা করছি ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে এজন্য বিজিবি ও এলাকাবাসি উভয়েই সতর্ক থাকবে। এ ঘটনার প্রেক্ষিতে বিজিবির তরফ থেকে অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেনকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট উচ্চ পর্যায়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ২টায় ঠাকুরগাঁও সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় গণমাধ্যমকর্মীরা প্রশ্ন তোলেন, হরিপুর উপজেলার বেতনা সীমান্ত থেকে যাদুরানী বাজার এলাকা থেকে ঠাকুরগাঁও ৫০ বিজিবির সদস্যরা গরুগুলোকে জব্দ করে এটা কতটুকু দায়িত্বের মধ্যে পরে। এ ছাড়া গুলি করে সাধারন মানুষকে হত্যা না করে অন্য কোনভাবে ব্যবস্থা নেয়া যেত কি না। নিহত ও আহত ব্যাক্তি ও স্বজনদের সহায়তা করা হবে কি না। তাছাড়া এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে যে দুটি মামলা করা হয়েছে তা প্রত্যাহার করা হবে কি না।”

গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। জড়িত বিজিবি সদস্যদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে কি না এমন প্রশ্নে জবাবে তিনি আবারো বলেন তদন্ত করেই ব্যবস্থা নেয়া হবে।

এ সময় জেলা প্রশাসক ড.কেএম কামরুজ্জামান সেলিম। পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামানসহ প্রশাাসনের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন ।

মত বিনিময় সভার আগে তিনি ওই উপজেলার ৩ ইউপি সদস্যসহ ৬ জনের সাথে কথা বলেন। তবে তিনি ঘটনাস্থল পরির্দশন না করেই ফিরে গেছেন ।

যশোরের বেনাপোলে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ফুটবল প্রশিক্ষন

“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল”

এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে যশোর জেলা ক্রীড়া অফিসের আয়োজনে, ক্রীড়া পরিদপ্তরের সার্বিক তত্ত¡াবধানে, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ইন্তাজুর রহমানের সঞ্চালনায় ও যশোর জেলা স্কুল ফুটবল টুর্ণামেন্টের ম্যানেজার সালাহউদ্দীন আহম্মেদ এর সভাপতিত্বে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়এর উদ্যোগে বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০১৮-২০১৯ স্কুল ফুটবল প্রশিক্ষন ২০ দিন ব্যাপি বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ঐতিহ্যবাহী বেনাপোল বলফিল্ড ময়দানে সোমবার ১৮ই ফেব্রয়ারী বিকাল ৩টার সময় অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নিবার্হী অফিসার পুলক কুমার মÐল, বিশেষ অতিথী বেনাপোল পোর্ট থানার তদন্ত অফিসার সৈয়দ আলমগীর হোসেন, বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলফিকার আলী,বেনাপোল গালর্স স্কুলের প্রধান শিক্ষিকা মোছাম্মাদ হাসিনারা বেগম ডালিম। এই স্কুল প্রশিক্ষন ফুটবলের আহŸায়ক ছিলেন জেলার ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর ও মিডিয়া পার্টনার সীমান্ত প্রেসক্লাব বেনাপোল।

খেলোয়ারদের বিভিন্ন কলাকৌশলে অনুষ্ঠানটি জাঁকজমক পূর্ণভাবে রাখিয়ে তোলে স্কুল ফুটবল প্রশিক্ষণের প্রধান কোচ ও সাবেক জাতীয় ফুটবলার সাব্বির আহমেদ পলাশ।

শহীদ কামরুজ্জামানের কবর জিয়ারত করলেন রামেক ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ।

আজ সোমবার জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার কবর জিয়ারত করলেন রামেক শাখা ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।আজ সোমবার শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার দৌহিত্রী ও বাংলাদেশ ছাত্রলীগের সদ্য সাবেক সহ সভাপতি ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণার নেতৃত্বে কমিটির সভাপতি ডাঃ মোঃ মোমিনুল ইসলাম লিটন ও সাধারণ-সম্পাদক ডাঃ সালেহ আনজুম সুজনসহ নবগঠিত কমিটির সদস্যরা এই কবর জিয়ারতে অংশ নেন।

কবর জিয়ারত শেষে মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ ডাঃ অর্ণা জামানকে সাথে নিয়ে শহীদ এ এইচ এম কামারুজ্জামান হেনার কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শহীদ এ.এইচ.এম.কামারুজ্জামান হেনাসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন ছাত্রলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

উল্লেখ্য , গত বুধবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ডাঃ মোঃ মোমিনুল ইসলাম লিটন, ও ডাঃ সালেহ আনজুম সুজনকে সাধারণ-সম্পাদক করে রাজশাহী মহানগর ছাত্রলীগের অন্তর্ভুক্ত রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের ৮৩ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়।

সর্বশেষ আপডেট...