27.9 C
Dhaka, BD
বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

শিবগঞ্জে অস্ত্রসহ সেনাউল মেম্বার গ্রেপ্তার।

শুক্রবার ভোর চারটার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে বিদেশি পিস্তল, ১টি শুটার গান, ১টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ।

র‌্যাব-৫ উপ-পরিচালক সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে জেলার শিবগঞ্জ থানার সোনামসজিদ বালিয়াদিঘী গ্রামে অভিযান চালিয়ে হাতেনাতে অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার অস্ত্র ব্যবসায়ী হলেন, সোনামসজিদ বালিয়াদিঘী গ্রামের মৃত আলিম উদ্দিনের ছেলে সেনাউল ইসলাম মেম্বার (২৮)। তিনি দীর্ঘদিন যাবৎ অস্ত্র ব্যবসার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

র‌্যাবের অস্ত্র বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে ।

যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ শিশু শিক্ষার্থীর স্মরণে আলোচনা ও দোয়া ।

যশোরের বেনাপোলে পিকনিকের বাস সড়ক দুর্ঘটনায় নিহত ৯ শিশু শিক্ষার্থীর স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৫ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এক বিশাল শোক র‌্যালী বের করা হয়।

উক্ত র‌্যালিটি নিহতদের স্মরনে বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নির্মিত স্মৃতি স্থম্ভে যশোর-১ শার্শা আসনের এমপি শেখ আফিল উদ্দিন ও সর্বস্তরের মানুষ ফুল দিয়ে নিহত শিশুদের স্মরন করেন। সকালে বেনাপোলের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

৮৫ যশোর-১ শার্শা আসনের মাননীয় এমপি শেখ আফিল উদ্দিনের নেতৃত্বে উক্ত র‌্যালিতে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু,শার্শা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, শার্শা উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান,উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রব, শার্শা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এনামুল হক মুকুল ,সাধারন সম্পাদক নাসির উদ্দীন, বেনাপোল ইউপি চেয়ারম্যান বজলুর রহমান, শার্শা উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার, সাধারন সম্পাদক ইকবাল হোসেন রাসেলসহ বেনাপোলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা এ শোক র‌্যালি তে অংশ গ্রহন করেন।

এ উপলক্ষে বেনাপোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটি’র সভাপতি মোঃ মজনুর রহমান।

পাঁচ বছর আগে ২০১৪ সালের এই দিনে বেনাপোল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা সফরে মেহেরপুরের মুজিবনগরে যায়। সেখান থেকে ফেরার পথে চৌগাছার ঝাউতলা কাঁদবিলা পুকুর পাড়ে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয় ৭ জন শিক্ষার্থী, আহত হয় আরো ৭০ জন শিশু শিক্ষার্থী ও ৩/৪ জন শিক্ষক। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন শিক্ষার্থী মারা যান।

ঘটনাস্থলে নিহতরা হলো, বেনাপোল পৌরসভার ছোটআঁচড়া গ্রামের সৈয়দ আলীর দুই মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী সুরাইয়া (১০) ও তার বোন তৃতীয় শ্রেণীর ছাত্রী জেবা আক্তার (৮), একই গ্রামের ইউনুস আলীর মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী মিথিলা আক্তার (১০), রফিকুল ইসলামের মেয়ে চতুর্থ শ্রেণীর ছাত্রী রুনা আক্তার মীম (৯), লোকমান হোসেনের ছেলে চতুর্থ শ্রেণীর ছাত্র শান্ত (৯), গাজিপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র সাব্বির হোসেন (১০) ও নামাজ গ্রামের হাসান আলীর মেয়ে পঞ্চম শ্রেণীর ছাত্রী আঁখি (১১)।

১৩ দিন পর ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ছোট আঁচড়া গ্রামের মনির হোসেনের ছেলে পঞ্চম শ্রেণীর ছাত্র ইকরামুল (১১), সর্বশেষ দুর্ঘটনার ৩২ দিন পর ১৯ মার্চ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ইয়ানুর রহমান (১১)।

দিন মাস পার হয়ে ফিরে এসেছে ৫ বছরের ঠিক এই দিনটি। কিন্তু ফিরে আসিনি হারিয়ে যাওয়া ৯ শিশু শিক্ষার্থী। আজো কাঁন্না থামেনি হারিয়ে যাওয়া এ সব শিশুদের পরিবারের। পথ চেয়ে বসে আছে এই বুঝি ফিরে আসছে তাদের হারিয়ে যাওয়া সন্তানেরা।

সাভারের তেতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ।

সাভারের তেতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় তেতুলঝোড়া উচ্চ বিদ্যালয়ের চতুর্থ-তলার একাডোমিক ভবনের ভিত্তি প্রস্তরস্থাপন করেন ,এ্যাডভোকেট কামরুল ইসলাম ,মাননীয় সাংসদ সদস্য ঢাকা-২।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মোঃ কামরুল ইসলাম এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মঞ্জুরুল আলম রাজীব বিশেষ অতিথি হিসাবে ছিলেন সাভার তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান জননেতা ফকরুল আলম সমর।

অনুষ্ঠানটি কোরআন তেলোয়াত এবং পতাকা উত্তোলন কুচকাউছ এর মাধ্যমে শুরু হয় ।

 

সুন্দরগঞ্জে অধ্যক্ষ শরিফুলের শ্বাশুড়ির মৃত্যু ।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ মহিলা মডেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, রাজনীতিক শরিফুল ইসলামের শ্বাশুড়ি ও উক্ত কলেজের বর্তমান অধ্যক্ষ মুবিনা হামিদ মুক্তির মা হাসিনা মোর্শেদ হামিদ হৃদরোগে আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।

তিনি ৩ পুত্র ও ৩ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল রাতে বাদ এশা নামাজে যানাজা শেষে পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে মরহুমার দাফন সম্পন্ন করা হয়।

মরহুমার স্বামী পানি উন্নয়ন বোর্ডের অবসরপ্রাপ্ত প্রকৌশলী উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরান গ্রাম নিবাসী আব্দুল হামিদ কয়েক বছর আগে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন।

শ্বাশুড়ির বিদেহী আত্মার মাগফিরাতের জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন মরহুমার জামাই অধ্যক্ষ এম শরিফুল ইসলাম।

শিবগঞ্জে ১৮৯ বোতল ফেনসিডিলসহ আটক-২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তে গঙ্গারামপুর পাগলা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ১৮৯ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করেছে বিজিবি।

আটকরা হল- উপজেলার বিনোদপুর ইউনিয়নের রহমতউল্লাহ গ্রামের বিশুর ছেলে শিমুল (১৮) ও আদিনা কলেজ এলাকার বাদুর ছেলে মাতেম আলী (২০)।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়- গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মনাকষা বিওপির সীমান্ত পিলার ৭/৯ এস হতে আনুমানিক আট কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গঙ্গারামপুর পাগলা ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ১৮৯ বোতল ফেনসিডিলসহ শিমুল ও মাতেমকে আটক করা হয়।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।

শিল্প খাতকে আরও উন্নতি করার জন্য নানা পদক্ষেপ হাতে নিয়েছেন সরকার ।শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

বর্তমান সরকার শিল্প বান্ধব সরকার তাই শিল্প খাতকে আরও উন্নতি করার জন্য নানা পদক্ষেপ হাতে নিয়েছেন বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

বৃহস্পতিবার বিকেলে সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বাংলাদেশ বিসিক শিল্প নগরী ট্যানারি পরিদর্শন শেষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

শিল্পমন্ত্রী এসময় আরও বলেন বর্তমান সরকার শিল্প খাতকে আরও অনেক উন্নতি করতে চায় ব্যবসায়ীদের দরির জালে বন্দি করতে চায় না ব্যবসায়ীরা সঠিক ভাবে ব্যবসা করতে পারে এজন্য অনেক কর্মসুচী হাতে নিয়েছে সরকার।

ট্যনারির কেন্দ্রীয় বর্জ শোধনাগার (সিইটিপি ) প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন আমরা আন্তর্জাতিক বিশেষজ্ঞ এনে ট্যানারির রাস্তাঘাট আরও উন্নতি করা হবে চামড়া রপ্তানী খাত খুবই একটি গুরুত্বপূর্ণ খাত সিইটিপির কারনে ট্যানারির রপ্তানী কমে গেছে আমরা খুব দ্রæতই ট্যনারির সকল সদস্যা সমাধান করবো। ট্যানারির বর্জ্যর কারনে ঝাউচর এলাকার মানুষ না না সমস্যায় ভুগছেন জানিয়ে তিনি বলেন ট্যানারির বর্জ্যে যেন কোন মানুষ ক্ষতি না হয় সেজন্য আমরা কাজ করে যাবো নানা উদ্যোগ নিয়ে। এদিকে ট্যানারির সিইটিপির ৬ কোটি টাকার যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ায় সালমান এফ রহমান ক্ষোভ প্রকাশ করেছেন। ১৫৫ টি ট্যানারির মধ্যে ১২৩ টি ট্যানারি চালু রয়েছে।

ট্যানারি পরির্দশনের সময় এসময় উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার,বিসিক চেয়ারম্যান বেগম পরাগ,প্রকল্প পরিচালক চামড়া শিল্প নগরীর ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিকিসহ আরো অনেকে।

সিংক সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা।

ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড আতঙ্ক ছড়িয়েছে রোগীদের মধ্যে ।

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন রোগীদের ঢাকা মেডিকেলসহ অন্যত্র হাসপাতালে পাঠানো হচ্ছে। এদের আইসিউতে থাকা ১০ জন রোগীকে ওই হাসপাতালের অন্য স্থানসহ স্থানান্তর করা হয়েছে।

আগুনের ঘটনায় রোগীর স্বজনরা রোগীদের নিরাপদে সরিয়ে আনতে ব্যস্ত হয়ে পড়েন। ডাক্তার ও নার্সরা অপেক্ষাকৃত বেশি অসুস্থ রোগীদের বাইরে বেরিয়ে আসতে সাহায্য করেন।

এর আগে বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম বড়ুয়া।

আগুন নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। তাৎক্ষণিকভাবে আগুনের কারণ জানা যায়নি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন প্রেম বঞ্চিতরা ।

প্রেম করো মন দিয়ে। দেহ দিয়ে নয়।টাকা দেখে প্রেম করোনা।সময় থাকতে জীবন দিওনা ।

‘তুমি কে আমি কে-বঞ্চিত বঞ্চিত, কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না। দেহ দিয়ে প্রেম নয় মন দিয়ে প্রেম হয়, প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না।’ এমন সব স্লোগান নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রেম বঞ্চিত সংঘের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদী সমাবেশ করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বরে বিশ্ব ভালাবাসা দিবস উপলক্ষ্যে এই ব্যতিক্রমি কর্মসূচীর আয়োজন করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রেম বঞ্চিত সংঘের সভাপতি মোল্লাহ মোহাম্মদ সাইদ ও সাধারণ সম্পাদক মাহফুজুল সুমনের নেতৃত্বে এসময় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী কর্মসূচীতে অংশ নেন।

এমন আয়োজন কেন? জানতে চাইলে সভাপতি মোল্লাহ সাইদ বলেন, আমেরিকার এক গবেষণায় দেখা গেছে ৮৮ শতাংশ লোক সিঙ্গেল। এতে প্রমাণিত হয় একটা বড় অংশ প্রেম বঞ্চিত। তাই প্রেমের অধিকার বঞ্চিতদের দাবি আদায়ে আমরা বদ্ধ পরিকর।

এছাড়া আয়োজনের মধ্যে ছিলো কবিতা উৎসব, গণস্বাক্ষর কর্মসূচী ও দরিদ্র-পথশিশুদের আহার ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

সুন্দরগঞ্জে ন্যাশনাল সার্ভিস যুব কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত ।

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা ন্যাশনাল সার্ভিস যুব কল্যাণ সমিতির জরুরি সভানুষ্ঠিত হয়েছে ।

বৃহস্পতিবার দুপুরে সুন্দরগঞ্জ ডিডব্লিউ সরকারী কলেজ প্রাঙ্গণে সমিতির সভাপতি আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন- কমিটির সাধারণ সম্পাদক সুরজিৎ সরকার রাঙ্গা, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, হাদিউল ইসলাম মানিক, নয়ন কুমার সরকার, আলতাব হোসেনসহ কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ ।

সভায় ন্যাশনাল সার্ভিস জাতীয় করণের দাবিতে আগামি ১৪ ফেব্রুয়ারি মানববন্ধনসহ পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেন উপজেলা ন্যাশনাল সার্ভিস যুব কল্যাণ সমিতির নেতৃবৃন্দ ।

ধামরাইয়ে জন্মদিনের দাওয়াত দিয়ে নিয়ে ধর্ষণ, থানায় অভিযোগ ।

ঢাকার ধামরাইয়ে জন্মদিনের অনুষ্ঠানের দাওয়াত করে নিয়ে ঘরের ভিতর আটকে রেখে “দি এ্যাকমি ল্যাবরেটরিজ” কারখানার এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে ঐ ওষুধ কারখানার তারই এক সহযোগীর বিরুদ্ধে ।

তবে এই ব্যাপারে কোন প্রকার বিচার করলে, চাকরী থেকে বহিস্কার করা হবে বলে হুমকি প্রদান করে ধর্ষক ।

পরে বুধবার দিনগত রাতে ধামরাই থানায় ধর্ষক ও তার সহযোগিদের বিরুদ্ধে একটি অভিযোগ দাখিল করেছে ঐ নারী শ্রমিক ।
এই ব্যাপারে ভুক্তভোগি নারী শ্রমিক বলেন, তিনি দীর্ঘদিন ধরে দি এ্যাকমি ল্যাবরেটরিজের কান্টিনের কাজে নিয়োজিত ছিল । তিনি কারখানার অস্থায়ী শ্রমিক হিসাবে কাজ করেন। এই সময় ধামরাই দি এ্যাকমি ল্যাবরেটরিজের পিয়ন ধামরাই পৌর-শহরের ছোট চন্দ্রাইল মহল্লার বাসিন্দা মোঃ জসিম উদ্দিনের ছেলের জন্মদিনের অনুষ্ঠানে ঐ নারী শ্রমিককে সোমবার সন্ধ্যায় দাওয়াত করে।

পরে নারী শ্রমিক সোমবার রাত ৮ ঘটিকার সময় জসিমের বাচ্চার জন্য খেলনা নিয়ে জন্মদিনের অনুষ্ঠানে যায়। যাওয়ার পরে জসিম তার ঘরে নিয়ে তাকে বসতে দেয়। এর পর জসিম কৌশলে বাহির থেকে ঘরের দরজা বন্ধ করে চলে আসে। পরে ঘরের ভিতরে থাকা জসিমের কলিক দি একমি কারখানার পিয়ন কুল্লা গ্রামের রওশনের ছেলে রাহিম মিয়া সুযোগ বুঝে ঐ নারী শ্রমিকের উপর ঝাপিয়ে পড়ে ধর্ষণ করে।

এই ব্যাপারে পিয়ন মোঃ জসিম উদ্দিন নিজেকে নির্দোষ দাবি করে বলেন,তার বাড়ীতে কোন জন্মদিনের অনুষ্ঠান ছিল না।
এই ব্যাপারে মোঃ রাহিম মিয়া অনিত অভিযোগ অস্বীকার করে বলেন আমি এই আমি এই ধরনের কাজ করি নাই।আমাকে যড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।

এই ব্যাপারে দি একমি ল্যাবরেটরিজের এ্যাডমিন ম্যানেজার মোঃ মাজহারুল ইসলাম বলেন, আমি এ ব্যাপারে কিছুই জানতাম না। আজ ধামরাই থানা থেকে পুলিশ অফিসার আসার পর জানতে পারলাম। তবে আমি পুলিশ অফিসারকে বলেছি এর সঠিক তদন্ত করে আইনি ব্যাবস্থা নিতে।

এই ব্যাপারে ধামরাই থানার পি এস আই মোঃ ইবনে ফরহাদ বলেন, ধর্ষণের ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি এবং তদন্ত চলছে এর পর আইনি ব্যাবস্থা নেওয়া হবে।

সর্বশেষ আপডেট...