33.1 C
Dhaka, BD
বুধবার, মে ১৪, ২০২৫

আবিচারাধীন মাদক মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বর্তমানে দেশের নিম্ন আদালতসমূহে দেড় লাখ মাদক মামলা বিচারাধীন। এর মধ্যে ৩০ হাজার মামলা পাঁচ বছরের বেশি সময় ধরে পড়ে আছে। এমন অবস্থায় বিচারাধীন সব মাদক মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট বিচারকদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

একইসঙ্গে সাক্ষী হাজির করে মামলা নিষ্পত্তিতে সহযোগিতা করতে জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), ওসি ও সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তাকে বলা হয়েছে।

ইয়াবা সংক্রান্ত এক মামলার শুনানি শেষে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে আদালত বলেন, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার হয়েছে। গ্রেফতার হচ্ছে মাদক কারবারীরা। আবার বন্দুকযুদ্ধে মারাও যাচ্ছে। কিন্তু সাক্ষী হাজির না হওয়ায় মামলার বিচার শেষ করা যাচ্ছে না।

এটা কেন? তখন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ বলেন, আদালতগুলোতে লাখ লাখ মামলা বিচারাধীন। বিচারক সংখ্যাও অপ্রতুল। সাক্ষীও নানা আশঙ্কায় অনেক সময় আদালতে সাক্ষ্য দিতে চান না। ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রশাসন জানায়, গত বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত ৬৪টি জেলা আদালতে ১ লাখ ৫০ হাজার ৬৯২টি মামলা বিচারাধীন। এর মধ্যে পাঁচ বছরের অধিক সময় ধরে বিচারাধীন রয়েছে ৩০ হাজার ৩৩৪টি মামলা। গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত নিষ্পত্তি হয়েছে ২ হাজার ২৫৯টি মামলা। এ সময়ে মাদকের নতুন মামলা এসেছে ৭ হাজার ২০৩টি।

প্রশাসন আরও জানায়, ঢাকার আদালতে ২৫ হাজার ৪২৫টি, চট্টগ্রামে ১৪ হাজার ৪৪৫টি, কুমিল্লায় ৭ হাজার ৮৯১টি, নারায়ণগঞ্জে ৭ হাজার ১৪৩টি, ময়মনসিংহে ৬ হাজার ৮০৪টি, রাজশাহীতে ৬ হাজার ৮৩টি, কক্সবাজারে ৫ হাজার ৭১১টি, যশোরে ৪ হাজার ৮৪১টি, গাজীপুরে ৪ হাজার ২৯১টি, নওগাঁয় ৩ হাজার ৯৮৪টি, বগুড়ায় ৩ হাজার ৪৯০টি, টাঙ্গাইলে ৩ হাজার ৪০৩টি, পাবনায় ৩ হাজার ২৪০টি মামলা বিচারাধীন রয়েছে।

মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে আইন কমিশন এক প্রতিবেদন দিয়ে বলেছে, সাক্ষ্যগ্রহণে বিলম্ব মামলার দীর্ঘসূত্রতার অন্যতম কারণ। ফৌজদারি মামলায় পুলিশকে দ্রুত সাক্ষীর উপস্থিতি নিশ্চিত করতে হবে। এ ছাড়া রায় প্রদানে অহেতুক বিলম্ব পরিহার করে যুক্তিসংগত সময়ের মধ্যে বিচারকদের রায় দেওয়া উচিত। ফৌজদারি মামলাসমূহের ক্ষেত্রে সরকারি কৌঁসুলিদের জবাবদিহিতার আওতায় আনা উচিত। সেই সঙ্গে তাদের উপযুক্ত সম্মান প্রদর্শন ও যথেষ্ট পরিমাণ ফি দেওয়া প্রয়োজন। এতে সত্ ও যোগ্য আইনজীবীরা আকৃষ্ট হতে পারেন।

এদিকে গতকাল হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন ইয়াবা মামলার আসামি মিজানুর রহমান। তার কাছ থেকে ছয়শ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় ২০১৫ সালের পহেলা ডিসেম্বর মাদারীপুরের রাজৈর থানায় মামলা করা হয়।

এ মামলায় আসামির পক্ষে শুনানিতে আইনজীবী ফজলুর রহমান বলেন, তিন বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়নি। বিচার বিলম্বের জন্য এভাবে কতদিন একজন ব্যক্তি কারাগারে থাকবে? এ পর্যায়ে আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবীর উদ্দেশে বলেন, আপনারা কী করছেন? তিন বছরেও কেন একজন সাক্ষীও হাজির করা গেল না? শুনানি শেষে হাইকোর্ট আসামি মিজানকে অন্তর্বর্তীকালীন জামিন দেন।

পাশাপাশি নিম্ন আদালতসমূহে বিচারাধীন সকল মাদক মামলা দ্রুত নিষ্পত্তিতে সাক্ষী হাজিরের জন্য তদন্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট আদালতের আইন কর্মকর্তাকে নির্দেশ দেন। যদি মামলার বিচার বিলম্বে তাদের কোনো ধরনের গাফিলতি পরিলক্ষিত হয় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেছেন হাইকোর্ট।

ভারতে সোয়াইন ফ্লু,‘আক্রান্তে সংখ্যা ৭৫০০মৃত৮৪০-এর বেশি ।

পাশ্বর্বতী দেশ ভারতে ফের সোয়াইনফ্লু মহামারি আকারে ছড়িয়ে পড়েছে। নতুন বছরে সেদেশে ফের সোয়াইন ফ্লু-এর প্রকোপের মুখে উত্তর ভারত। গত ১ জানুয়ারি থেকে রাজধানী দিল্লি, রাজস্থান, গুজরাত এবং জম্মু-কাশ্মীরের বিভিন্ন এলাকায় বহু মানুষ এইচ ওয়ান এন ওয়ান ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ন্যাশনাল সেন্টার ফর ডিজ়িজ় কন্ট্রোল-এর দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৮ সালে উত্তর ভারতের ওই রাজ্যগুলিতে মোট আক্রান্তের সংখ্যা যা ছিল, এ বছরের শুরুতে তার চেয়ে তিনগুণ বেশি মানুষ সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছেন। সংখ্যাটা পৌঁছেছে সাড়ে সাত হাজারে।

২০১৮ সালে রাজস্থানে সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে ২২১ জন প্রাণ হারিয়েছিলেন। এই মুহূর্তে ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে। সোয়াইন ফ্লুয়ের জেরে দেশজুড়ে যে মৃত্যুমিছিল শুরু হয়েছে, তার ৪২ শতাংশই ঘটছে রাজস্থানে। পরিস্থিতির দিকে নজর রেখেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। তাদের রিপোর্ট থেকে জানা গিয়েছে, সেখানে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৪৫৫।

কাশ্মীর উপত্যকায় মহামারি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্য পরিষেবা দফতরের প্রধান এসএম কাদরি বলেন, “গত ১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত কাশ্মীরে ৩ হাজার ১৬৮ মানুষ সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। গত বছর আক্রান্তের সংখ্যা ছিল ৭৫। যার মধ্যে ১৪ জনের মৃত্যু হয়।

আজ দেশের স্বাস্থ্য মন্ত্রী সংসদের উভয় কক্ষে এক বিবৃতিতে জানিয়েছেন ২০১০ সালে যে ভাইরাসে প্রায় ১৭০০ মানুষ মারা গিয়েছিলেন, সেই এইচ ওয়ান এন ওয়ান ভাইরাসই এবছরও আক্রমণ করেছে। রাজ্যগুলির মধ্যে রাজস্থান আর গুজরাতের পরিস্থিতিই সবথেকে ভয়াবহ।

ভারতের স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা আজ সংসদে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন গত দুমাসে যে প্রায় সাড়ে আটশো মানুষ সারা দেশে যে ভাইরাল ইনফ্লুয়েঞ্জাতে মারা গেছেন, সেটি টাইপ এ ভাইরাস।

এইচ১ এন ১ বা সাধারন ভাষায় সোয়াইন ফ্লু ভাইরাস বছরের এই সময়েই সবথেকে বেশী ছড়ায় আর প্রায় মহামারীর আকার ধারণ করে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও আজ জানিয়েছে তারা সোয়াইন ফ্লুর প্রকোপের দিকে গভীর নজর রাখছে কিন্তু এখনও সেটা মহামারীর আকার ধারন করে নি।

এবছর ৩ ফেব্রুয়ারি পর্যন্ত হিমাচল প্রদেশে ১০৫ জন সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। আক্রান্তদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। রাজ্যে রোগ নজরদারি বিভাগের দায়িত্বে রয়েছেন চিকিত্সক সোনম নেগি। তিনি বলেন, “সোয়াইন ফ্লু আক্রান্তদের জন্য পৃথক ওয়ার্ডের ব্যবস্থা করেছি আমরা। হেল্থকেয়ার কর্মীদের টিকার ব্যবস্থাও করা হয়েছে।

৪ ফেব্রুয়ারি পর্যন্ত রাজধানী দিল্লিতে ১ হাজার ১১ জন মানুষ সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছেন বলে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে। যার মধ্যে গত এক সপ্তাহেই ৪৭৯ জনের শরীরে এইচ ওয়ান এন ওয়ান ভাইরাস ধরা পড়েছে।রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে বলে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে জানা গিয়েছে। সফদরজং হাসপাতালেও ৩ জনের মৃত্যু হয়েছে। এইমসে মৃত্যু হয়েছে এক রোগীর।তবে সরকারি সূত্রে এখনও পর্যন্ত মৃত্যুসংখ্যা নিশ্চিত করা হয়নি।গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত গুজরাতে মোট আক্রান্তের সংখ্যা ৮৯৮ দাড়িয়েছে। যার মধ্যে ৪৩ জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যে।

মি. নাড্ডা সংসদে তাঁর বিবৃতিতে বলছিলেন, “যাঁরা মারা গেছেন, তাঁদের একটা বড় অংশ অন্যান্য রোগে আগে থেকেই আক্রান্ত হয়েছিলেন। এর পরে এইচ ১ এন ১ ভাইরাসের আক্রমণ তাঁরা আর সামলাতে পারেন নি। এমন তথ্যও আসছে যে অনেকে আগে থেকে না বোঝার ফলে অনেক দেরীতে চিকিৎসা করাতে এসেছেন।“

সরকার যদিও দাবী করেছে আজ যে সোয়াইন ফ্লুর ওষুধ ট্যামিফ্লু পর্যাপ্ত পরিমানে রয়েছে প্রতিটা রাজ্যেই, তবে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকেই অভিযোগ উঠেছে যে সব দোকানে ট্যামিফ্লু ওষুধটা পাওয়া যাচ্ছে না।

মন্ত্রী আরও জানিয়েছেন যে সোয়াইন ফ্লুর ভাইরাস এইচ ১ এন ১ এর জিনগত কোনও পরিবর্তন হয়েছে বলে যে কথা বলা হচ্ছে, তারও কোনও ভিত্তি নেই।

রাজস্থান আর গুজরাতেই সোয়াইন ফ্লুতে মৃত্যুর সংখ্যা সবথেকে বেশী হলেও পশ্চিমবঙ্গেও সোয়াইন ফ্লুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই রাজ্যে এখনও পর্যন্ত মারা গেছেন ৫ জন, আর ৮০ জনের রক্তে সোয়াইন ফ্লু ভাইরাস পাওয়া গেছে।

বিদ্যুতের সংযোগ এখন পৌঁছে যায় মানুষের কাছে -গণভবনে প্রধানমন্ত্রী ।

বিদ্যুতের জন্য এখন আর মানুষকে ঘোরাঘুরি করতে হয় না, বরং বিদ্যুতের সংযোগই মানুষের কাছে পৌঁছে যায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছয়টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও ১২টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নসহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আরও উন্নত হোক।সেই সাথে ২০২১ সালে আমাদের সুবর্ণজয়ন্তী। সরকারও জনগণের সহযোগিতায় ক্ষুধামুক্ত, দারিদ্যমুক্ত দেশ হিসেবে বাংলাদেশ গড়ে উঠবে ইনশাআল্লাহ।

শেখ হাসিনা এসময়ে বলেন, ‘২০২০-২০২১ এই বর্ষকে আমরা মুজিব বর্ষ হিসেবে ঘোষণা দিয়েছি। কাজেই বাংলাদেশের জনগণ সকলেই এই বর্ষ উদযাপন করবেন। বাংলাদেশ হবে জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্যমুক্ত বাংলাদেশ।

খাবার হোটেল ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের নগদ ৫০ হাজার টাকা জরিমানা ।

শোরের নাভারণ ঘোষ ডেয়ারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ।

যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারের বিশিষ্ট হোটেল ব্যবসায়ী প্রতিষ্ঠান নাভারণ ঘোষ ডেয়ারী হোটেলে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না করার অপরাধে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার বিকালে শার্শা ম্যাজিস্ট্রেট (এসিল্যান্ড) মৌসুমী জেরীন কান্তা’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত নাভারণ ঘোষ ডেয়ারী রান্না ঘরে পরিদর্শনে যায় কিন্তু রান্নাস্থান খুবই অস্বাস্থ্যকর থাকার কারনে নাভারণ ঘোষ ডেয়ারী পরিচালক আতিয়ার রহমানকে তাতক্ষনিক ভাবে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করে।

এসময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা হেলথ সেনেটারী ইন্সপেক্টর সেফালী খাতুন, শার্শা থানা পুলিশেন এস আই হাসান আলীসহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।

সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ছেলে , নিহত মা

গাইবান্ধার সুন্দরগঞ্জে চাচা শ্বশুড়ের দাফনে অংশ নেয়ার জন্য যাবার পথে সড়ক দুর্ঘটনায় লিচু বেগম (৩৫) নিহত ও গুরুতর আহত হয়েছেন তার ছেলে লিমন মিয়া (২০)।

স্থানীয়রা জানান, বুধবার সকালে সুন্দরগঞ্জ-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কে গাইবান্ধা সদরের মালিবাড়ি ইউনিয়ন ও সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের সীমান্তবর্তী মাঠেরহাট চৌরাস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই লিচু বেগম নিহত হন। এ সময় গুরুতর আহত অবস্থায় তার ছেলে লিমনকে উদ্ধার করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা।

নিহত লিচু বেগম সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের নতুন দুলাল গ্রামের আসরাফুল ইসলাম চাকলাদার ওরফে লিটন মহুরীর স্ত্রী ও আহত লিমন লিটন মহুরীর পুত্র। তারা (মা লিচু বেগম ও পুত্র লিমন মিয়া) মোটরসাইকেলযোগে গাইবান্ধা সদরে লিটন মহুরীর চাচা আবুল কাশেম চাকলাদার দাফন কাজে অংশ গ্রহনের জন্য যাবার পথে উক্ত চৌরাস্তা মো নামক স্থানে পৌঁছিলে এর বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলর সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক- এনায়েত কবীর জানান, দুর্ঘটনার সংবাদ শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানোর প্রস্ততি চলছে।

গাইবান্ধা সদর থানা অফিসার ইনচার্জ- খাঁন মোঃ শহরীয়ার কবীর জানান, এখনো এ বিষয়ে থানায় কেউ আসেনি।

শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো জাহানারা জামানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হলো জাহানারা জামানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সহর্ধমিণী ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মা এবং বাংলাদেশ ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সভাপতি ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণার দাদী জাহানারা জামানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে মরহুমার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন পরিবারবর্গ। বুধবার দুপুরে মহানগরীর কাদিরগঞ্জস্থ পারিবারিক কবরস্থানে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

জানা গেছে, জাহানারা জামানের দ্বিতীয় মৃত্যুবাষির্র্কীতে বুধবার সকালে মরহুমার সুযোগ্য সন্তান সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর দুপুরে মরহুমার কবরে পরিবারবর্গের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। প্রথমে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার সুযোগ্য সন্তান, কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম সদস্য, মহানগর আওয়ামী লীগ সভাপতি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, তাঁর সহর্ধমিণী মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী, জাহানারা জামানের নাতনি ও মেয়রকন্যা বাংলাদেশ ছাত্রলীগের সদ্য সাবেক সহ-সভাপতি ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা এবং মাইশা সামিহা জামান শ্রেয়া মরহুমার কবের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর মেয়র ও পরিবারের অন্যান্য সদস্যদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মেয়র ও পরিবারের সদস্যবৃন্দ এবং মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

কবরে শ্রদ্ধা নিবেদনের পর শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার এবং জাহানারা জামানের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, মেয়র এইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই এএইচএম সাদেকুজ্জামান টিপু, এএইচএম নুরুজ্জামান হ্যাপি, এএইচএম ওয়াহিদুজ্জামান, এএইচএম ওয়াহিদুর নবী অনু, চাচাতো ভাই এবিএম হাবিবুল্লাহ ডলার, এবিএম শহীদুল্লাহ পলাশ, ভাজিতা আবুল বাসার মো. তাজউদ্দিন বিন্দু, হাসাইন মুক্তাকিম বিশ^াসসহ অন্যান্য সদস্যবৃন্দ

আরো উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, নাইমুল হুদা রানা, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনারসহ মহানগর আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।

অন্যদিকে, মত্যৃবার্ষিকী উপলক্ষ্যে বাদ জোহর এতিমখানায় খাবার বিতরণ করা হবে। এছাড়া বাদ আসর রাজশাহী সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আর বাদ মাগরিব রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে মহানগর কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

যশোরের বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ চন্দন কাঠ উদ্ধার ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আইসিপি ক্যাম্পের সদস্যরা বুধবার সকাল ১০ টার সময় সাদিপুর সীমান্ত থেকে ৫০ কেজি চন্দন কাঠ উদ্ধার করেছে। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি। যার মূল্য প্রায় ৫ লাখ টাকা বলে বিজিবি জানিয়েছে।

আইসিপি ক্যাম্প কমান্ডার জানান বুধবার সকাল ১০ টার সময় গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান চন্দন কাঠ এনে যশোর নেওয়া জন্য সাদিপুর সীমান্তের বেলতলা নামক স্থানে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে আইসিপি ক্যাম্পের সুবেদার মনিরুজ্জামান, হাবিলদার দেলোয়ার হোসেন, ল্যান্স নায়েক নজরুল ইসলাম ও সিপাহী সিদ্দিকুর রহমান সেখানে অভিযান চালিয়ে ৫০ কেজি চন্দন কাঠ উদ্ধার করেন।

তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত চন্দন কাঠ বেনাপোল কাস্টমসে জমা দেওয়ার হবে বলে জানিয়েছেন বিজিবি। বেনাপোল সীমান্তে বিপুল পরিমাণ চন্দন কাঠ উদ্ধার।

বিশ্ব ইজতেমা একদিন বাড়িয়ে ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি-ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ । ।

এবার বিশ্ব ইজতেমা একদিন বাড়িয়ে ১৫ থেকে ১৮ ফেব্রুয়ারি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে তাবলীগ-জামাতের দুই পক্ষের সঙ্গে বৈঠক শেষে তিনি আরো জানান, আখেরি মোনাজাতের বিষয়ে দুই পক্ষ মিলে সিদ্ধান্ত নেবে।

প্রথম দুই দিন মাওলানা জুবায়ের আহমদ ও পরের দু’দিন সৈয়দ ওয়াসিকুল ইসলাম ব্যবস্থাপনা করবেন। ব্যস্ততার কারণে মাওলানা সাদ কান্ধলভি অংশ নিতে পারছেন না বলেও জানান তিনি।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, এক সাথে চার দিন যাতে ইজতেমাটা চলে, একই সাথে এক প্যান্ডেলে ১৫, ১৬, ১৭ এবং ১৮- এই চার দিন ইজতেমা হবে। এক পক্ষের মওলানা জুবায়ের সাহেব, মওলানা ওমর ফারুক সাহেব আরেক পক্ষে ছিলেন ওয়াসিক সাহেব।

উনারাই দুই গ্রুপের সর্বোচ্চ মুরুব্বি। আমরা সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করেছি যে, ইজতেমা ঐক্যবদ্ধভাবে আয়োজন করা হবে।

সুন্দরগঞ্জে গৃহবধূর আত্মহত্যা

গাইবান্ধার সুন্দরগঞ্জে মর্জিনা বেগম (২৮) নামে এক গৃহ-বধূ নিজের শয়নঘরের ধর্ণার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে।

স্থানীয়রা জানান, গতকাল বিকালে উপজেলার দহবন্দ ইউনিয়নের আরাজীদহবন্দ গ্রামের সাইফুল ইসলামের শয়নঘরের ধর্ণার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার স্ত্রী মর্জিনা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ।

দীর্ঘ ১১ বছরের দাম্পত্ত জীবনে মর্জিনা- সাইফুলের কোন সন্তান- সন্ততি নেই। প্রতিনিয়তই তাদের পারিবারিক দ্বন্দ্ব চলতে থাকার একপর্যায়ে মর্জিনার মৃত্যুর পর থানার এসআই বাবুল হোসেন লাশ উদ্ধার পূর্বক সুরুতহাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠান।

বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ- এসএম আব্দুস সোবহান জানান, এব্যাপারে মর্জিনার বেগমের পিতা মহির উদ্দীন থানায় একটি ইউডি মামলা করেছেন ।

যশোরের বেনাপোল সীমান্তে কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক ।

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে দুই কেজি ওজনের ১৭টি স্বর্ণের বারসহ শাহাবুদ্দিন সরদার (২৫) নামে একজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এ সময় একটি মোটর সাইকেলও জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পুটখালির মসজিদ বাড়ি বিজিবি পোষ্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শাহাবুদ্দিন সরদার পুটখালি গ্রামের উত্তর পাড়ার মোবারক সরদারের ছেলে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বিপুল পরিমান স্বর্ণের একটি চালান নিয়ে একজন স্বর্ণ পাচারকারী বেনাপোল বাজার থেকে পুটখালি সীমান্তের দিকে যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে পুটখালি বিজিবি ক্যাম্পের একটি টহল দল পুটখালির মসজিদ বাড়ি বিজিবি পোষ্ট এলাকায় অবস্থান নেয়। এ সময় শাহাবুদ্দিন নামে একজন স্বর্ণ পাচারকারী একটি পালসার মোটর সাইকেল চালিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় তাকে আটক করে ক্যাম্পে নিয়ে যায়।

পরে মোটর সাইকেলে তল্লাশি করে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় দুই কেজি ওজনের ১৭টি স্বর্ণের বার পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় কোটি টাকা

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নর অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার স্বর্ণ উদ্ধার ও পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক পাচারকারী শাহাবুদ্দিনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ আপডেট...