33 C
Dhaka, BD
সোমবার, আগস্ট ১৮, ২০২৫

ঢাকা-১৯ আসনে ডাঃ এনামুর রহমানকে ফুলের শুভেচ্ছা জানাতে নেতাকর্মীদের ঢল।

একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন সাভারে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নৌকা প্রর্তীক নিয়ে ডাঃ এনামুর রহমান বেসরকারী ভাবে বিজয়ী হয়েছেন। এ উপলক্ষ্যে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন স্থানীয় দলের নেতাকর্মীরা।
সোমবার দুপুরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে সাভার আশুলিয়ার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে জরো হতে থাকে।

এসময় আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুব লীগ, সহ সকল সহযোগি অঙ্গসংগঠনের নেতাকর্মী ব্যবসায়ী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ জন সাধারনের ঢল নামে।
পরে দলের নেতাকর্মীদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু  স্লোগান দিয়ে আনন্দ উল্লাস করেন।
পরে দলের সকল নেতাকর্মীরা একে একে ঢাকা-১৯ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ডাঃ এনামুর রহমানকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানায়।

শেখ হাসিনাকে চীনা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও প্রধানমন্ত্রী লেকেকিয়াং।

সোমবার সকালে প্রধানমন্ত্রীকে তারা এ অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি ইহসানুল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ছাড়া ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং এবং ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

এর আগে বাংলাদেশের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইতিহাস গড়ে জয় পেয়েছে নৌকা।

টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়ে আগামী পাঁচ বছর দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রসঙ্গত রোববার শেষ হওয়া একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ পেয়েছে ২৫৯ আসন।

অন্যদিকে বিএনপি পেয়েছে ছয় ও জাতীয় পার্টি ২২ আসন।

আবারও সরকার গঠন করছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৮ আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। যেখানে আওয়ামী লীগ পেয়েছে ২৫৯ টি আসন। এছাড়া জাতীয় পার্টি পেয়েছে ২০টি আসন, বিএনপি পাঁচটি, গণফোরাম দুইটি, ওয়ার্কার্স পার্টি তিনটি, জাসদ দুইটি, বিকল্পধারা দুইটি ও জেপি একটি, স্বতন্ত্র তিনটি ও তরীকত ফেডারেশন পেয়েছে একটি আসন।

এই জয়ের ফলে আবারও সরকার গঠন করছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। এবার টানা তৃতীয় বারের মতো সরকার গঠন করছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। একাদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলে দেশের ইতিহাসে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হয়ে নতুন রেকর্ড গড়বেন শেখ হাসিনা ।

পুনরায় নির্বাচনের সুযোগ নেই : সিইসি

নতুন করে তফসিল দিয়ে পুনরায় নির্বাচন করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

সোমবার বিকেল সাড়ে ৩টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিএনপি ও ঐক্যফ্রন্ট নির্বাচনকালে নানা অনিয়ম তুলে ধরে নির্বাচন প্রত্যাখ্যান করে পুনরায় নির্বাচন আয়োজনের জন্য পুনঃতফসিল দাবি করেছেন। এ প্রসঙ্গে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার একথা বলেন।

তিনি বলেন, আমরা আর নতুন করে নির্বাচন করবো না। যে নির্বাচন করেছি সেই নির্বাচন নতুন করে করার কোনো সুযোগ নেই।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধামরাইয়ে বিজয়ী হলেন নৌকা প্রতীক নিয়ে আলহাজ্ব বেনজীর আহমেদ

ধামরাই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহন শেষ হল। ১৪০ টি কেন্দ্রেই শান্তি পুর্ন ভোট গ্রহন শেষ হল। ঢাকা-২০ আসন ধামরাইয়ে (৩২০২২৩) জন ভোটার রয়েছে ।

আলহাজ্ব বেনজির আহমেদ নৌকা মার্কায়- ২৫৯৭৮৭টি ভোট পেয়ে বিজয়ী হয়েছে, দ্বিতীয় হয়েছেন সত্যন্ত প্রাথী মান্নান সাহেব পাখা মার্কা-৭২৬৮টি ভোট পেয়ে  হয়েছেন। লাঈল মার্কার খোকন সাহেব -১১৯৮টি ভোট পেয়েছে তৃতীয় হয়েছে,সত্যন্ত প্রাথী এম,এ,মান্নান তারা মার্কায় -১৯৪২টি ভোট পেয়ে চতুর্থ হয়েছেন।
সকালে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বেড়েছিল । নারী পুরুষ লাইনে দাড়িয়ে অনায়াসে ভোট দিয়েছেন । ধামরাইয়ের নৌকা প্রার্থী মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ নিজের কেন্দ্র কুশুরার কান্টাহাটি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সবার আগে লাইনে দাড়িয়ে প্রথম ভোট দিয়ে বিজয়ের চিহ্ন প্রর্দশন করেন। এরপরে তার পরিবারে সবাই ভোট দেন। ভোট দেন প্রার্থী বড় ভাই সাবেক রাষ্ট্রদূত সোহরাব হোসেন। তিনি বলেন শান্তি পুর্নভাবে ভোট দিয়েছেন কোনো সমস্য হয় নাই। ধামরাই পৌর এলাকায় কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিত বেশী ছিল। উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন শেষ হল ধামরাইয়ের সর্বত্র। একাদশ জাতীয় নির্বাচনে ঢাকা-২০ আসন ধামরাইয়ে ১৬টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় মোট ভোটার সংখ্যা-“তিন লাখ বিশ হাজার দুইশত তেইশ জন”।এর মধ্যে মহিলা ভোটার সংখ্যা বেশী। মহিলা ভোটার হচ্ছে-“এক লাখ একষট্টি হাজার সাত শত সাত জনঃ(১৬১৭০৭ জন)। পুরুষ ভোটার হচ্ছে-“এক লাখ আটান্ন হাজার পাঁচ শত ষোল জন”(১৫৮৫১৬ জন) । মোট ভোটার সংখ্যা ৩২০২২৩ জন।ভোট কেন্দ্রের সংখ্যা ১৪০ টি, ভোট কক্ষের সংখ্যা ৫৯৫,অস্থায়ী ভোট কক্ষের সংখ্যা -৫ট মোট ভোট কক্ষের সংখ্যা ৬০০ টি। এছাড়াও ধামরাই আসনের পৌর এলাকায় নয়টি।

নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল পুরোপুরি প্রত্যাখ্যান করে নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে নতুন নির্বাচনের দাবি জানিয়েছে ঐক্যফ্রন্ট।

রোববার (৩০ ডিসেম্বর) রাতে বেইলি রোডের বাসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ড. কামাল হোসেন এ দাবি জানান।

তিনি বলেন, দেশের সব আসন থেকে একই রকম ভোট ডাকাতির খবর এসেছে। এ পর্যন্ত বিভিন্ন দলের শতাধিক প্রার্থী নির্বাচন বর্জন করেছে। নির্বাচন কমিশনকে বলছি, এ নির্বাচন বাতিল করা হোক। আমরা ফলাফল প্রত্যাখ্যান করছি এবং নিরপেক্ষ সরকারের অধীনে অবিলম্বে নতুন নির্বাচনের দাবি জানাচ্ছি।

তিনি বলেন, সোমবার (৩১ ডিসেম্বর) আমাদের করণীয় নিয়ে বসবো। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার আন্দোলন অব্যাহত থাকবে। কাল সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুরো নির্বাচনকে প্রত্যাখ্যান করছি। এটি নির্বাচন নয় প্রহসন।

তিনি বলেন, অনেকে বলেছে ২০১৪ সালে আমরা নির্বাচনে না গিয়ে ভুল করেছিলাম। এ নির্বাচন প্রমাণ করছে, ২০১৪ সালে নির্বাচনে না যাওয়াটা সঠিক ছিল। এ দেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

নির্বাচন সুষ্ঠ হওয়ায় সাভারে যুব লীগের আনন্দ মিছিল।

একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পুর্ন হওয়ায় ঢাকা-২ আসনে আনন্দ মিছিল করেছে তেতুলঝোড়া ইউনিয়ন যুব লীগের নেতা কর্মীরা।
রবিবার বিকেল সাড়ে চারটার সময় ঢাকা-২ আসনের অন্তর্ভুক্ত সাভার উপজেলার তেঁতুলঝোড়া স্কুল এন্ড কলেজের সামনে থেকে ইউনিয়ন যুব লীগের সভাপতি হাজী আব্দুল কাইয়ুম হোসেনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের করা হয়।
আনন্দ মিছিল টি তেঁতুলঝোড়া স্কুলের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিন করে ভরারী বটতলা গিয়ে শেষ হয়। এ সময় তেঁতুলঝোড়া ইউনিয়ন যুব লীগের সভাপতি হাজী আব্দুল কাইয়ুম হোসেন বলেন, সারাদেশে উৎসব মুখর পরিবেশে নির্বাচন সুষ্ঠ হয়েছে।
এছারাও ঢাকা-২ আসনে ব্যাপক উৎসহ উদ্দিপনা এবং উৎসব মুখর পরিবেশে সুষ্ঠ ও সুন্দর ভাবে নির্বাচন সম্পুর্ণ হয়েছে। তাই আমাদের তেঁতুলঝোড়া ইউনিয়ন যুব লীগের এ আনন্দ উল্লাস।
এ সময় তিনি আরো বলেন, আমাদের দেশে বিগোতো আমলে এতো সুন্দর ভাবে উৎসব মুখর পরিবেশে নির্বাচন আর হয়নি, আমার দেখা নির্বাচিত শেখ হাসিনা সরকারের অধীনে এটাই শ্রেষ্ট নির্বাচন।
এ সময় আনেন্দ মিছিলে উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের চার নং ওয়ার্ডেও ইউপি সদস্য হাজী মোঃ আইয়ুব আলী, বিশিষ্ট্য ব্যাবসায়ী ও সমাজ সেবক মোঃ আসলাম হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বিএনপির প্রার্থী ফরিদপুর-২ শামা ওবায়েদ ইসলাম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

ফরিদপুর -নির্বাচনে ভোট কারচুপি ও এজেন্টদের বের দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা) আসনে বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) সকালে ভোট বর্জনের এ ঘোষণা দেন তিনি।

ফরিদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের বলেন, ভোটকেন্দ্রে বিএনপির কোনো পোলিং এজেন্টকে ঢুকতে না দেওয়া। নেতাকর্মীদের ওপর হামলা ও ভোট কারচুপির করণে ভোট বর্জন করেছেন বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ইসলাম।

সাতক্ষীরা-২ আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন

ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়া, ইভিএমে ফিংগার প্রিন্ট নিয়ে বাটন চেপে চূড়ান্ত ভোট দেওয়া, কর্মী-সমর্থকদের মারধর ও ভোটকেন্দ্র দখলের অভিযোগে সাতক্ষীরা-২ (সদর উপজেলা) আসনের ধানের শীষের প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেক ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

রোববার (৩০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টায় কারাগারে থাকা জামায়াত নেতা মুহাদ্দিস আব্দুল খালেকের পক্ষে জেলা জাতায়াতের প্রচার সম্পাদক মাওলানা আজিজুর রহমান ভোট বর্জনের ঘোষণা দেন।

মাওলানা আজিজুর রহমান অভিযোগ করে সাংবাদিকদের  বলেন, ‘প্রত্যেকটি ভোটকেন্দ্র ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা দখল করে ভোটারদের ফিংগার প্রিন্ট নিয়ে নিজেরাই বাটন চেপে ভোট দিচ্ছে। অনেক কেন্দ্রে ভোটারদের ঢুকতেই দেওয়া হচ্ছে না। কর্মী-সমর্থকদের মারধর ও ভোটকেন্দ্র দখল করা হয়েছে।’

এজন্য দলীয়ভাবে ভোট বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ভোট বর্জন করেছেন ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী আন্দালিভ রহমান পার্থ।

ঢাকা পুলিং এজেন্টদের মারধর, ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া, কোনো কোনো কেন্দ্রে ঢুকতে না দেওয়াসহ বিভিন্ন অভিযোগ এনে ভোট বর্জান করেছেন ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী আন্দালিভ রহমান পার্থ। রোববার (৩০ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের ভোট বর্জনের কথা জানান তিনি।

পার্থ বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে ভোট বর্জন করছি।

৬০-৭০ কেন্দ্র ঘুরেছেন দাবি করে বলেন, সব কেন্দ্রেই আমার এজেন্ট ও সমর্থক ও ভোটারদের বাধা দেওয়া হচ্ছে। এটাই প্রমাণ করে দলীয় সরকারে অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

তবে তিনি সকালে ভোট দিয়েছেন বলে জানান। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আকবর হোসেন পাঠান (নায়ক ফারুক)।

সর্বশেষ আপডেট...