27 C
Dhaka, BD
মঙ্গলবার, জুলাই ১৫, ২০২৫

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরে জিটিভি আয়োজন

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বরে জিটিভি আয়োজন করেছে দিনব্যপী বিশেষ অনুষ্ঠানের। সকাল ১০ টা ১৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ বাংলা ছায়াছবি ‘রাবেয়া’। তানভীর মোকাম্মেলের পরিচালনায় এ ছবিতে অভিনয় করেছেন তৌকির আহমেদ, বন্যা মীর্জা, আলী যাকের, জোতিকা জ্যোতি প্রমুখ।

বেলা ৩টায় প্রচার হবে বিশেষ সঙ্গীতানুষ্ঠা ‘বিজয়ের গান’। সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে প্রচার হবে বিশেষ ‘এই সন্ধ্যায়’ (বিজয় সারথীরা)। সোহেল রানার প্রযোজনায় এবং সৈয়দ হাসান ইমামের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হয়ে আলোচনা করবেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদ সেলিম এবং নৃত্যশিল্পী লুবনা মরিয়ম।

১২ দিনেই ৫০০ কোটি রুপি আয় করলো ২.০

মুক্তি পাওয়ার মাত্র ২ সপ্তাহের মধ্যেই রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত সিনেমা ২.০ (হিন্দি) বিশ্বজুড়ে ৫০০ কোটি রুপি আয় করেছে। বলিউড সূত্রের খবর মাত্র ১২ দিনের মাথায় এস শংকর পরিচালিত এই চলচ্চিত্র শুধু ভারতেই আয় করেছে প্রায় ১৬৬.৭৫ কোটি রুপি। ফলে সালমান খাানের রেস৩ –কে টপকে চলতি বছর বলিউডের তৃতীয় সর্বোচ্চ উপার্জনকারী চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে এই ছবি।

একই সময়ে চলতি বছরে ভারতে জুড়ে বলিউডের সর্বোচ্চ আয়ের তালিকার প্রথমেই আছে রাজকুমার হিরানির পরিচালনায় সঞ্জয় দত্তের জীবন কাহিনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্র সঞ্জু (৩৪২ কোটি রুপি)। তাতে প্রধান চরিত্রে অভিনয় করেছিরেন রণবীর কাপুর। এরপর রণবীর সিং, দীপিকা পাড়ুকান ও শহীদ কাপুর অভিনীত ছবি পদ্মাবত (৩০২ কোটি রুপি)। আর সালমান খানের রেস ৩ এর আয় ছিল ১৬৬.৪০ কোটি রুপি।

বক্স অফিসের তথ্য মতে রজনীকান্ত-অক্ষয় জুটির ২.০ ভারতজুড়েই বেশ ভাল ব্যবসা করেছে। কেদারনাথের সীমিত একক স্ক্রীন প্রকাশের জন্য এই সিনেমাটি বেশিরভাগই একক পর্দায় ব্যবসা তুলে নিয়েছে।’

এদিকে এই ব্যাপক সাফল্যের জন্য রজনীকান্ত তার ভক্তদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, ‘২.০ সিনেমার সাফল্যের জন্য বিশ্ব জুড়ে দর্শকদের ধন্যবাদ প্রাপ্য। সাফল্যের পুরো কৃতিত্ব পরিচালক শঙ্কর, লাইকা প্রযোজনার প্রযোজক সুবস্করান এবং প্রযুক্তিবিদদের।

মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দলীয় ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দলীয় ইশতেহার ঘোষণা করবে আওয়ামী লীগ। ওই দিন সকাল ১০টায় হোটেল সোনরগাঁওয়ে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এ ইশতেহার ঘোষণা করবেন।

মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ।

নির্বাচনী প্রচারের ষষ্ঠ দিনে সকালেই দেশের বিভিন্ন এলাকায় গণসংযোগে নেমেছেন আওয়ামী লীগসহ মহাজোট প্রার্থীরা। ক্ষমতাসীন সরকারের দীর্ঘমেয়াদী উন্নয়ন ও অগ্রগতির চিত্র তুলে ধরে ভোট চাচ্ছেন তারা। মুক্তিযুদ্ধের পক্ষের প্রতীক নৌকা উল্লেখ করে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন তারা।

ভোটের দিন যত এগিয়ে আসছে ততই নির্বাচনী প্রচারের ব্যাপকতা বাড়ছে। সরকারি ছুটির দিনে সকাল থেকেই সমর্থকদের নিয়ে এলাকাবাসীর মন জয়ে ছুটছেন আওয়ামী লীগসহ মহাজোটের প্রার্থীরা।

সাভারে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। এছাড়া ঢাকা-১৪ আসনে সকাল থেকে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করে নৌকায় ভোট চান আসলামুল হক।

আসলাম বলেন, আত্মার আত্মীয় হিসেবে জনগণ আমাকে আবারো ভোট দিয়ে পাশে রাখবে। তারা আমাকে আবার জয়ী করবেন।’

ঢাকার বাইরেও জমজমাট প্রচারণা। গাইবান্ধা-৫ আসনে গণসংযোগ ও পথসভা করে নৌকায় ভোট চান মহাজোট প্রার্থী ফজলে রাব্বী মিয়া। এছাড়াও ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে নৌকার প্রার্থী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

মোকতাদির বলেন, ‘জনগণের কাছে থেকে আমরা বিপুল সাড়া পাচ্ছি। এই সাড়াই আমাদের ৩০ তারিখে একটি ভিন্ন পরিবেশ উপহার দেবে।

এদিকে চট্টগ্রাম-১০ আসনের নৌকার পক্ষে ভোট চেয়ে জোর প্রচারণা চালান আওয়ামী লীগ প্রার্থী আফসারুল আমিন।

এছাড়াও সারা দেশে নির্বাচনী পোস্টার, ব্যানার আর স্লোগানে নৌকার পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান আওয়ামী লীগ ও মহাজোট প্রার্থীরা।

কাশ্মিরে সংঘর্ষ গুলি, নিহত ১১

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহীদের এক আস্তানায় দেশটির সেনাবাহিনীর অভিযানে তিন বিদ্রোহীর প্রাণহানির পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। বিক্ষোভকারীদের হটাতে পুলিশের ছোঁড়া গুলিতে অন্তত সাত বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। এর আগে শনিবার সকালের দিকে ওই অভিযানের শুরুতে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে এক সেনাসদস্য নিহত হয়।

স্থানীয় হাসপাতালের কর্মকর্তা ও পুলিশ বলছে, শনিবারের এই সংঘর্ষে এখন পর্যন্ত এক সেনাসদস্য, তিন বিদ্রোহী ও সাত বেসামরিকের প্রাণহানি ঘটেছে।

পুলিশের এক কর্মকর্তা বলেছেন, ‘ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের দক্ষিণাঞ্চলের পুলওয়ামা এলাকার একটি বাড়িতে বিদ্রোহীরা লুকিয়ে ছিল। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা ওই বাড়ি ঘেরাও করলে সংঘর্ষের সূত্রপাত হয়।

কাশ্মিরের পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা সোম প্রকাশ পানি ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘সংঘর্ষে সেনাবাহিনীর সাবেক এক সদস্য; যিনি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীতে যোগ দিয়েছিলেন, তিনি-সহ তিন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে। গোলাগুলির সময় নিরাপত্তাবাহিনীর এক সদস্যও মারা গেছেন।’

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ওই বাড়িতে সংঘর্ষ চলাকালীন শত শত গ্রামবাসী তীব্র শীত উপেক্ষা করে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এসময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে বাড়িটির দিকে অগ্রসর হতে থাকেন এবং নিরাপত্তাবাহিনীর সদস্যদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন।

নাম প্রকাশ না করার শর্তে পুলিশের অপর এক কর্মকর্তা বলেন, একটা গোলমাল হয়েছে। সেনাবাহিনীর গুলিতে ছয় বিক্ষোভকারী নিহত হয়েছেন। তবে স্থানীয় একটি হাসপাতালের কর্মকর্তারা বলেছেন, গুলিবিদ্ধ এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা গেছেন।

আন্তর্জাতিক একটি পর্যবেক্ষক গ্রুপ বলছে, ২০০৯ সালের পর চলতি বছরে কাশ্মিরে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০১৮ সালে জম্মু-কাশ্মিরে আইন-শৃঙ্খলাবাহিনীর সঙ্গে সংঘর্ষে দেড়শ বেসামরিক নাগরিক-সহ প্রায় ৫৫০ জন নিহত হয়েছে।

নিরাপত্তা কর্মকর্তারা বলেছেন, চলতি বছরে ২৩০ জন বিদ্রোহীকে হত্যা করা হয়েছে। এদের অধিকাংশই কাশ্মির উপত্যকার স্থানীয় বাসিন্দা। তবে প্রতিনিয়ত কাশ্মিরের বিদ্রোহী গোষ্ঠীতে নতুন নতুন সদস্য নিয়োগ করা হচ্ছে।

২০১৬ সালে কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীদের জনপ্রিয় এক নেতার প্রাণহানির পর বিদ্রোহীদের প্রতি কাশ্মিরের জনগণের সমর্থন বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় হাজার হাজার গ্রামবাসী একত্রিত হয়ে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের পালিয়ে যেতে সহযোগিতা করেছে।

আরও পড়ুন : সর্বস্বান্ত হচ্ছে পৃথিবীর সাড়ে ৪ গুণ বড় একটা গ্রহ

১৯৪৭ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসানের পর ভারত পাকিস্তান বিভক্ত হয়। তখন থেকেই কাশ্মির দ্বিখণ্ডিত। দুই দেশের মাঝে অবস্থিত হিমালয় অঞ্চলের কাশ্মিরকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে ভারত-পাকিস্তান।

কাশ্মিরের স্বাধীনতা অথবা পাকিস্তানের সঙ্গে একীভূত করার দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে বিদ্রোহীরা। তবে ভারত সরকার কাশ্মিরকে তাদের ভূখণ্ড দাবি করে ওই অঞ্চলের নিরাপত্তার জন্য প্রায় ৫ লাখ সেনাসদস্য মোতায়েন রেখেছে। ১৯৮৯ সালের পর থেকে কাশ্মিরে অন্তত ৭০ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে; এদের অধিকাংশই বেসামরিক।

সর্বস্বান্ত হচ্ছে পৃথিবীর সাড়ে ৪ গুণ বড় একটা গ্রহ

পৃথিবীর চেয়ে প্রায় সাড়ে ৪ গুণ বড় আর ১৪ গুণ ভারী এমন এক গ্রহের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা যা একটি নক্ষত্রের প্রভাবে দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে। নাসার হার্বল স্পেস টেলিস্কোপে ওই গ্রহটি ধরা পড়ে প্রায় ছয় বছর আগে। অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স নামে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নালের ১৩ ডিসেম্বর সংখ্যায় এই তথ্য জানোনো হয়েছে।

এতে বলা হয় গত ৬ বছর ধরে গ্রহটির উপর নজর রাখছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। তারা দেখতে পান একটা সুবিশাল, ভারী গ্রহ কর্পূরের মতো অসম্ভব দ্রুত গতিতে হারিয়ে যাচ্ছে। হয়ে পড়ছে সর্বস্বান্ত।

ড. কামাল বেপরোয়া আচরণ শুরু করেছেন ওবায়দুল কাদের

সারাদেশে নৌকার পক্ষে গণজোয়ার দেখে ঐক্যফ্রন্টের নেতারা বেসামাল হয়ে পড়েছেন। বেপোরোয়া ড্রাইভারের মতো ড. কামাল বেপরোয়া আচরণ শুরু করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শনিববার দুপুরে ঢাকা থেকে তার নির্বাচনী এলাকা নোয়াখালীর যাওয়ার পথে ফেনীর দাগনভূঞায় সাংবাকিদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, সাংবাদিকদের ‘খামোশ’ বলে ড. কামাল পুরোনো পাকিস্তানি ভাষা ব্যবহারের স্বরূপ ঢাকতে পারেননি। তিনি যে নীতি-নৈতিকতার কথা বলেন, নষ্ট রাজনীতির কথা বলেন, অথচ গতকাল প্রমাণ করেছেন তিনিই বাংলাদেশে নষ্ট রাজনীতির প্রবক্তা। ড. কামাল প্রমাণ করলেন মানুষের শক্তি যত কমে আসে, তার মুখের বিষ তত উগ্র হয়ে যায়। তারা দুর্বল হয়ে পড়েছে। সেজন্য তাদের মুখের বিষ তীব্র হয়ে পড়েছে।

এ সময় ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল বা বিএনপির সঙ্গে শতকরা ১০ জন লোকও নেই। আওয়ামী লীগের সঙ্গে ৯০ শতাংশ লোক রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য বিএনপি নিজেরাই দায়ী।

এ সময় দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতনসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিউলি বহিষ্কার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রচারণার অভিযোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতি শিউলীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়।

গঠনতন্ত্রের ৪৬ (ক) অনুচ্ছেদ অনুযায়ী, মতি শিউলীকে দল থেকে কেন চূড়ান্তভাবে বহিষ্কার করা হবে না-কারণ দর্শানো নোটিশে এর জবাব আগামী ১৫ কার্যদিবসের মধ্যে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

শুক্রবার সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ড. কামাল

কাউকে বিব্রত করে থাকলে দুঃখিত ড. কামাল
স্বাধীনতাবিরোধীদের নিয়ে প্রশ্ন করায় শুক্রবার সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

শনিবার সকালে গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে তিনি দুঃখ প্রকাশ করেন।
বিবৃতিতে ড. কামাল হোসেন বলেন,হঠাৎ করেই তার কাছে জাতীয় ঐক্যফ্রন্টে জামায়াতের অবস্থান নিয়ে জানতে চাওয়া হয়। তখন তিনি তাৎক্ষণিকভাবে সবিনয়ে জানান, এই দিনে এখানে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। সাংবাদিক আবারও একই প্রশ্ন করলে তিনি একই মনোভাব প্রকাশ করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘দুইবার এ বিষয়ে প্রশ্ন শুনতে না চাইলেও তৃতীয়বার ভিড়ের মধ্যে থেকে অনবরত ‘জামায়াত জামায়াত’ শব্দ শুনতে পাই। তখন আমার খুবই খারাপ লেগেছিল এবং আমি প্রশ্নকর্তাকে থামানোর চেষ্টা করেছিলাম। আমার বক্তব্য কোনোভাবে কাউকে আহত বা বিব্রত করে থাকলে আমি আন্তরিকভাবে দুঃখিত।’

ড. কামাল বলেন, ‘আমি সারা জীবন সংবাদক্ষেত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে শামিল থেকেছি। আশা করি, জাতির শ্রেষ্ঠ সন্তানেরা তাদের জীবনের বিনিময়ে যে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখেছিলেন, তা আমরা সবাই মিলে গড়তে সক্ষম হবো।’

শুক্রবার সকালে মিরপুরের শহীদ বেদীতে সাংবাদিকরা ড. কামালকে জামায়াতে ইসলামীর বিষয়ে একটি প্রশ্ন করলে তিনি বলেন, ‘শহীদ মিনারে এসব বিষয়ে কোনো কথা তিনি বলবেন না।’

একই প্রশ্ন আবার করা হলে ড. কামাল ক্ষেপে উঠে বলেন, ‘প্রশ্নই ওঠে না। বেহুদা কথা বল। কত পয়সা পেয়েছ এই প্রশ্নগুলো করতে? কার কাছ থেকে পয়সা পেয়েছ? তোমার নাম কী? চিনে রাখব তোমাকে। চিনে রাখব। পয়সা পেয়ে শহীদ মিনারকে অশ্রদ্ধা কর তোমরা। আশ্চর্য!

পাশে থাকা দুই একজন নেতা এ সময় কামাল হোসেনকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু আরেকজন সাংবাদিক এ সময় প্রশ্ন চালিয়ে গেলে ধমকে ওঠেন কামাল।

তিনি বলেন, শহীদদের কথা চিন্তা কর। চুপ করো। চুপ করো। খামোশ।

পরে তিনি হাঁপাতে হাঁপাতে প্রশ্ন করেন, আশ্চর্য! তোমার নাম কি?… কোন পত্রিকার?… টেলিভিশন, জেনে রাখলাম।

এ ঘটনায় শুক্রবার রাতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি জিডি করেছেন দৈনিক বাংলাদেশ সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষক মিঠুন মোস্তাফিজ।

ধামরাইয়ে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১ আহত কমপক্ষে ১৫জন

ঢাকার ধামরাইয়ে বালিথা এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোসাঃ শিল্পী আক্তার (৩৫) নামে বাসের যাত্রী নিহত হয়েছে বলে জানা গেছে।

আজ শুক্রবার (১৪ডিসেম্বর) বিকাল ৫ ঘটিকার সময় ঢাকা আরিচা মহাসড়কের বালিথা নামক স্থানে এই দৃর্ঘটনা ঘটে।

নিহত মোসাঃ শিল্পী আক্তারের বাড়ী মানিকগঞ্জ জেলার ঘিওর থানার ঘিওর গ্রামের মোঃ সিরাজ মন্ডলের মেয়ে।

এই ব্যাপারে ধামরাই থানার উপ-পরিদর্শক ( এস আই) ভজন রায় জানান নবীনগর থেকে ছেড়ে আসা মানিকগঞ্জ-গামী একটি স্বপ্ন পরিবহন বাস ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বালিথা নামক স্থানে পৌছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।এই সময় বাসের ভিতরে থাকা যাত্রী মোসাঃ শিল্পী আক্তার নামে বাসের তলে পড়ে ঘটনাস্থলে  মারাযান এবং আর প্রায় ১৫জন যাত্রী আহত হলে এলাকাবাসির সহযোগিতাই গোলড়া হাইওয়ে থানার পুলিশ ও ধামরাই থানার পুলিশ তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালেসহ বিভিন্ন বেসরকারী ক্লিনিকে ভর্তি করা হয়।

এদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

সর্বশেষ আপডেট...