25.7 C
Dhaka, BD
বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫

ঢাকা ২০ ধামরাই আসনে আটকে গেল বিএনপি প্রার্থী আলহাজ্ব তমিজ উদ্দিনের নির্বাচন

ঢাক ২০ ধামরাই একাদশ জাতীয় সংসদ  নির্বাচনে বিএনপি পাথী তমিজ উদ্দিন কে বাতিল ঘোষনা করা হয়েছে।
চেয়ারম্যান পদ থেকে ২৮ নভেম্বর পদত্যাগপত্র জমা দেন।তবে তা গৃহীত হওয়ার আগেই তিনি মনোনয়নপত্র জমা দেত্তয়ার ফলে
হাইকোর্ট এ স্থগিত”
ইসির এই সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করায় তমিজ উদ্দিন এখন নির্বাচনে অংশ নিতে পারছেন না। তাঁর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী বেনজির আহমেদের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে  মঙ্গলবার (১২ ডিসেম্বর)বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহ মঞ্জুরুল হক। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।
রাষ্ট্রপক্ষে শুনানি করা ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন বলেন, তমিজ উদ্দিন ধামরাই উপজেলা চেয়ারম্যান পদ থেকে ২৮ নভেম্বর পদত্যাগপত্র জমা দেন। তবে তা গৃহীত হওয়ার আগেই তিনি মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা ২ ডিসেম্বর তা বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি আপিল করলে ইসি ৬ ডিসেম্বর আপিল মঞ্জুর করে বৈধ প্রার্থী ঘোষণা করে। ইসির এই সিদ্ধান্ত হাইকোর্ট স্থগিত করায় তমিজ উদ্দিন এখন নির্বাচনে অংশ নিতে পারছেন না।
পৃথক রিটের শুনানি নিয়ে ৯ ডিসেম্বর হাইকোর্ট রুল দিয়ে তাঁদের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্দেশ দিয়েছিলেন। এই আদেশ স্থগিত চেয়ে ইসি আবেদন করে।  বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী হাইকোর্টের আদেশ স্থগিত করে ইসির আবেদন আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন।
ইসির আইনজীবী কামরুন নাহার মাহমুদ বলেন, হাইকোর্টের আদেশ আগামী বৃহস্পতিবার পর্যন্ত স্থগিত করে সেদিন আবেদন দুটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়েছেন চেম্বার বিচারপতি। ফলে তাঁরা নির্বাচনে অংশ নিতে পারছেন না।

টুঙ্গিপাড়া থেকে ঢাকা: সাত কর্মসূচিতে যোগ দিবেন শেখ হাসিনা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ঢাকায় ফেরার পথে মোট  ছয়টি কর্মসূচিতে অংশ নিবেন তিনি।

রোহিঙ্গাদের জন্য রাখাইনে ৫০টি বাড়ি দিল ভারত

উন্নয়ন প্রকল্প চুক্তির আওতায় রাখাইনে রোহিঙ্গাদের জন্য ২৫০টি বাড়ি করে দেবে ভারত। প্রথম দফায় ৫০টি বাড়ির স্মারক মিয়ানমারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিশ্রি মঙ্গলবার নেপিডোতে দেশটির সমাজকল্যাণমন্ত্রী উইন মিয়াত আয়ের হাতে তুলে দেন। ছবি: সংগৃহীত

মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের জন্য ৫০টি বাড়ি করে দিয়েছে ভারত। বাংলাদেশের শিবির থেকে রাখাইনে প্রত্যাবাসনের পর প্রাথমিকভাবে এসব বাড়িতে থাকবে রোহিঙ্গারা। আজ মঙ্গলবার মিয়ানমারের কাছে এসব বাড়ি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দপ্তর মঙ্গলবার এক টুইট বার্তায় এসব তথ্য জানায়।

গতকাল সোমবার থেকে তিন দিনের জন্য মিয়ানমার সফর করছেন রামনাথ কোবিন্দ। এক যুগের মধ্যে এটাই ভারতের কোনো রাষ্ট্রপতির মিয়ানমার সফর।

প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের রাখাইনে প্রত্যাবাসনের পরিবেশ ফেরাতে গত বছর মিয়ানমারের সঙ্গে উন্নয়ন প্রকল্প চুক্তি সই করেছিল ভারত। চুক্তির আওতায় রাখাইনে রোহিঙ্গাদের জন্য ২৫০টি বাড়ি করে দেবে ভারত। এর মধ্যে প্রথম দফায় ৫০টি বাড়ির স্মারক মিয়ানমারে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিশ্রি মঙ্গলবার নেপিডোতে দেশটির সমাজকল্যাণমন্ত্রী উইন মিয়াত আয়ের হাতে তুলে দেন। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইইউর নতুন সহযোগিতা
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য ৫ লাখ ইউরোর নতুন আর্থিক সহযোগিতা ছাড় করেছে ইউরোপীয় কমিশন। গত মে মাসে রোহিঙ্গাদের জন্য ঘোষিত ৪০ মিলিয়ন ইউরোর অতিরিক্ত এই সহায়তা দিল ইউরোপীয় কমিশন।

ঢাকায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দূতাবাস গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানায়, জীবন রক্ষাকারী খাদ্য সরবরাহের জন্য ইউরোপীয় কমিশনের অর্থ খরচ করা হবে।

ইউরোপীয় কমিশনের মানবিক সাহায্য ও সংকট মোকাবিলা-বিষয়ক কমিশনার ক্রিস্টস স্টাইলিয়ানিডেস বলেন, এই সাহায্য রোহিঙ্গাদের প্রতি ইইউর অঙ্গীকারের সুস্পষ্ট ইঙ্গিত। খাদ্য সহায়তা অত্যন্ত জরুরি। রোহিঙ্গা শরণার্থী ও সেখানকার স্থানীয় জনগণের প্রতি ইউরোপীয় কমিশনের সমর্থন অব্যাহত থাকবে।

রাখাইন রাজ্যের সীমান্তে গত বছরের আগস্টে তল্লাশিচৌকিতে অস্ত্রধারীদের হামলায় পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় মিয়ানমার সরকার দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের দায়ী করে। সেই সময় থেকে রাখাইনে নিরাপত্তা বাহিনীর প্রচুর সদস্য মোতায়েন করা হয়। গত বছরের ২৫ আগস্ট থেকে শুরু হওয়া সহিংসতায় প্রাণে বাঁচতে সাত লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে পালিয়ে আসে। রোহিঙ্গারা মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ, হত্যা ও নির্যাতনের অভিযোগ করেছে। এরপরই বাংলাদেশ ও মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ শুরু করে

হোটেল ওশান প্যারাডাইজে সাংবাদিক প্রবেশ নিষেধ!

কক্সবাজারের এক অভিজাত আবাসিক হোটেলে বিনা কারণে পেশাগত কাজে সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়ায় হোটেলটির এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) দুপুর ১২ টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকার হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল ওশান প্যারাডাইজে এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজারের পুলিশ সুপার (এসপি) এ বি এম মাসুদ হোসেন।

আটক সিরাজুল ইসলাম (৪০) হোটেল ওশান প্যারাডাইজের ফ্রন্ট ডেস্ক ম্যানেজার।

এসপি মাসুদ হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে কক্সবাজারের আবাসিক হোটেল ওশান প্যারাডাইজে জেলা পুলিশ বিভাগের উদ্যোগে এবং ইউএনডিপি এর সহায়তায় ‘মানবাধিকার সুরক্ষায় পুলিশ ও সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভার পূর্ব নির্ধারিত কর্মসূচীর আয়োজন ছিল। এতে অংশ নিতে আমন্ত্রণ জানানো কক্সবাজারের কর্মরত সাংবাদিকরা হোটেল এলাকায় সমবেত হন।

” এক পর্যায়ে সাংবাদিকরা হোটেল অভ্যন্তরে প্রবেশ করতে চাইলে হোটেলটিট দায়িত্বরত কর্মিরা বাধা দেন। এসময় হোটেলটির উর্ধ্বতন এক কর্মকর্তাও সেখানে এসে সাংবাদিকদের প্রবেশের কোন অনুমতি নেই জানিয়ে বাক-বিতন্ডতায় জড়িয়ে পড়ে। ”

এ নিয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে হোটেলটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পূর্ব নির্ধারিত অনুষ্ঠানের কথা অবহিত করলে সাংবাদিকদের প্রবেশ করতে দেয়ায় বলে জানান পুলিশ সুপার।

মাসুদ হোসেন বলেন, এ ঘটনায় হোটেলটির দায়িত্বরত অভিযুক্ত কর্মকর্তাকে আটক করে।

আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসপি।

নির্বাচনী সহিংসতা রামু উপজেলা বিএনপির সভাপতি ও ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

নৌকা সমর্থকদের উপর হামলার অভিযোগে রামু উপজেলা উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক চেয়ারম্যান সাইফুল আলম, ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনছারুল হকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। থানা মামলা নং-১১৫/১৮।
১১ ডিসেম্বর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. ইউনুছ ভুট্টো বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামী করা হয়েছে আরো ৫ জন।
মামলায় এজাহারনামীয় অন্যান্য আসামীরা হলো- বিএনপি নেতা মোহাম্মদ দিদার, জসিম উদ্দিন, মুজাহের মিয়া মেম্বার, আবদুর রহিম, মোহাম্মদ দানু, যুবদল নেতা মুফিদুল আলম, ইউনিয়ন ছাত্রদল সভাপতি সায়েদ হোসেন আকাশ ও সাধারণ সম্পাদক মনির আলম।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল মনসুর মামলার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ১০ ডিসেম্বর সকাল ৮ টার দিকে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ড পানেরছড়া স্টেশনে নির্বাচনী প্রচারণাকালে ধানের শীষ ও নৌকা সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া যায়।
বিএনপির পক্ষ থেকে দাবী করা হয়, তাদের প্রার্থী লুৎফুর রহমান কাজলের ধানের শীষের পক্ষে প্রচারণা চালাতে গেলে আওয়ামী লীগের সমর্থকরা হামলা করে। এসময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনচারুল হকসহ ৩ জন আহত হয়। ধানের শীষের গণজোয়ার ঠেকাতে পরিকল্পিত হামলা-মামলা করা হচ্ছে বলে বিএনপি দাবী করেছে।
আওয়ামী লীগের দাবী, রামু উপজেলা বিএনপির সভাপতি সাইফুল আলম ও ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আনছারুল হকের নেতৃত্বে ১০/১৫ জন এ হামলা চালায়। তাতে নৌকা সমর্থিত অনেকে অাহত হয়েছে।

ফটিকছড়িতে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

চট্টগ্রামের ফটিকছড়িতে মহাজোট মনোনীত নৌকার প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এটিএম পেয়ারুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত সাতজনের গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নানুপুর বাজারে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা স্বীকার করেছেন ফটিকছড়ির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তার।

গুলিবিদ্ধরা হলেন- সাবেক ছাত্রনেতা আব্দুল কুদ্দুস (৫০), কাকন (২৭), ছাত্রলীগ নেতা সৈয়দ সৌরভ হোসেন (২৫), আওয়ামী লীগ নেতা সৈয়দ এমদাদ হোসেন (৫৬), ছাত্রলীগ নেতা রাসেদ আলম (২৫), যুবলীগ নেতা আজম (২৬) ও নুরুল আমিন(৩০)।

এরা সবাই মহাজোট প্রার্থী নজিবুল বশর মাইজভান্ডারীর পক্ষের নৌকার সমর্থক বলে জানা গেছে। আহতদের প্রথমে নাজিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ধর্মপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হককে মহাজোট প্রার্থী নজিবুল বশর মাইজভান্ডারীর সমর্থনকারী কয়েকজন যুবক হুমকি দেয়। খবর পেয়ে ওই আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী ঘটনাস্থলে উপস্থিত হন। পরে সমর্থকদের নিয়ে মিছিল করে নানুপুর বাজারে পথসভায় বক্তব্য রাখেন তিনি।

একই সময় মহাজোট প্রার্থী নজিবুল বশর মাইজভান্ডারীর সমর্থকরা পাল্টা মিছিল শুরু করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটে। সংঘর্ষ চলাকালে এটিএম পেয়ারুল ইসলাম ও নাজিম উদ্দিন মুহুরীর গাড়িতেও ভাঙচুর করা হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে গুলিবিনিময়ের ঘটনা ঘটে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় যুবলীগের এক নেতা নাম না প্রকাশের শর্তে বলেন, ‘নাজিরহাটে নৌকার সমর্থনে সংবাদ সম্মেলন শেষে নানুপুর বাজারে এসে মিছিল করছিলাম। এ সময় আমাদের মিছিলে বাধা দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী ও তার সমর্থকরা। এতে সাত নেতাকর্মী গুলিবিদ্ধ হয়।’

তবে প্রতিপক্ষে অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী বলেন, ‘গুলির প্রশ্নই আসে না। আমাদের প্রার্থী এটিএম পেয়ারুল ইসলামসহ আমরা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মাহমুদুল হকের বাড়ি থেকে ফেরার পথে নানুপুর বাজারে আসলে ভান্ডারীর সমর্থকরা আমাদের ওপর আক্রমণ করে।

“স্যোশাল মিডিয়ার মধ্যমে আওয়ামী-লীগ সরকারের উন্নয়ন পৌছিয়ে দিন সাধরণ মানুষের মাঝে আলহাজ্ব বেনজির আহমেদ”

ঢাকা-২০ ধামরাই আসনের মুক্তিযোদ্ধা ও ছাত্রলীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে আওয়ামী-লীগের মনোনিত প্রার্থী আলহাজ্ব বেনজির আহম্মেদ বলেন, আজ আমরা ডিজিটাল যুগে বসবাস করতেছি তাই আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদের বলব আপনারা স্যোশাল মিডিয়ার মাধ্যমে আওয়ামী-লীগের ও শেখ হাসিনা সরকারের উন্নয়ন পৌছিয়ে দিতে হবে প্রতিটি সাধারণ মানুষের মাঝে।

অাজ ৪ ঘটিকার সময় ধামরাই উপজেলার পৌর-সভার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে মুন্নু কমিউনিটি সেন্টারে ছাত্রলীগের সহযোগি সংগঠনের উদ্যোগে ও মুক্তিযোদ্ধা নেতাকর্মীদের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধাদের আয়োজনে ইসলামপুর সবুজসংঘ মাঠে নির্বাচনী বিষয়ে সকল মুক্তিযোদ্ধাদের নৌকার পক্ষে কাজ করে আগামী ৩০ ডিসেম্বর নৌকার বিজয়কে নিশ্চিত করতে হবে।প্রায় ৪শতাধিক বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এই মতবিনিময় সভা করেন। এই সময় আওয়ামী-লীগের মনোনীত প্রার্থী ঢাকা জেলা আওয়ামী-লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ বেনজির আহম্মেদ বলেন, আপনারা আমাকে বিজয় করলে ধামরাই উপজেলাকে গ্রাম থেকে শহরে পরিণত করব এবং পাঁচ বছরের সময়ে ৫০ বছরের উন্নয়নের কাজ করব।পরিশেষে সকল মুক্তিযোদ্ধারা বলেন, ৩০ডিসেম্বর নির্বাচনে ঢাক-২০ধামরাই আসন থেকে আলহাজ¦ বেনজির আহম্মেদকে বিপুল ভোটে জয়যুক্ত করে এই আসনটি প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবেন বলে আশ্বস্হ করেন।
ধামরাই পৌর-আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক রাষ্টদৃত ও সচিব বীরমুক্তিযোদ্ধা মোঃ সোহরাব হোসেন ,ঢাকা জেলা আওয়ামী-লীগের সহ-সভাপতি এ্যাডঃ খন্দকার আবুল কাশেম রতন, ঢাকা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সিরাজউদ্দিন সিরাজ, ঢাকা জেলা আওয়ামী-লীগের প্রচার ওপ্রকাশনা সম্পাদক মোঃ এনামুল হক আইয়ুব, ধামরাই উপজেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত হোসেন সাখু, ঢাকা জেলা আওয়ামী-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও বাইসাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যপক্ষ মিজানুর রহমান, ধামরাই উপজেলা কৃর্ষক লীগের সভাপতি ও বালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আহম্মদ হোসেন, ধামরাই উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি মোঃ মোয়াদ্দেস হোসেন, ধামরাই উপজেলা আওয়ামী-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সানোড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খালেদ মাসুদ লাল্টু, ধামরাই উপজেলা যুবলীগের সদস্য মোঃ হারুণ-অর রশিদ রোকন, ধামরাই উপজেলা যুবলীগের সদস্য মোঃ কামরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ও ধামরাই উপজেলা যুবলীগ মোঃ রুবিউল করিম রুবেল, সাবেক ভিপি গণবিশ^বিদ্যালয় ও ধামরাই উপজেলা ছাত্রলীগ মোঃ শামীম হোসেন, ধামরাই উপজেলা বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক আলহাজ¦ আবু রায়হান সেলিম (খোকন)সহ সকল নেতৃবৃন্দসহ প্রমুখ।

ঠাকুরগাঁওয়ে বিএনপির মহাসচিব ফখরুলের গাড়িবহরে হামলা

ঠাকুরগাঁয়ে নির্বাচনী গণসংযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বেগুনবাড়ি ইউপির দানারহাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ হামলার খবর নিশ্চিত করলেও কে হামলা করেছে সে বিষয়ে কিছু বলতে পারেনি। সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, “আমরা দুই-তিনটা গাড়ি ভাংচুর হওয়ার খবর পেয়েছি। তবে কার গাড়ি কে ভেঙ্গেছে সেটা তদন্ত সাপেক্ষ বিষয়।” তবে জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান অভিযোগ করেন, ফখরুল দানারহাট এলাকায় নির্বাচনী গণসংযোগে গেলে ‘তার গাড়িবহরে এই হামলা’ হয়। “বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই এলাকায় নির্বাচনী পথসভা করছিলেন। এ সময় একদল লোক হামলা চালিয়ে দুই-তিনটা গাড়ির কাচ ভেঙেছে। “আওয়ামী লীগের লোকজন এ হামলা চালিয়েছে।” তিনি হামলাকারীর নাম বলতে পারেননি। বেগুনবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বনি আমিন হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, “আওয়ামী লীগের লোকজন ভাংচুর করেনি। ছাত্রদলসহ বিএনপিরই কিছু লোক হামলা চালিয়ে আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে।” একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ ও বগুড়া-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মঙ্গলবার (১১ ডিসেম্বর, ২০১৮) তিনি ঠাকুরগাঁওয়ে গণসংযোগ করছেন।

সাভারে এক অটোরিক্সা চালক ২দিন ধরে নিখোজ

সাভারে এক অটোরিকসা চালক দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। এঘটনায় নিখোঁজ ওই অটোরিকসা চালকের পরিবারের সদস্যরা তাকে না পেয়ে চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। নিখোঁজ ওই অটোরিকসা চালকের নাম কামাল মাদবর (৩০) সে সাভারের উত্তর জামসিং এলাকার আব্দুল খালেক মাদবরের ছেলে।
নিখোঁজ ওই অটোরিকসা চালকের স্ত্রী জান্নাতুল ফেরদৌস সীমা জানান তার ¯^ামী গত রবিবার সকালে জামসিং এলাকার নিজ বাড়ি থেকে অটোরিকসা নিয়ে বের হয়ে নিখোঁজ হন এর পর থেকে বন্ধ রয়েছে তার ব্যবহৃত মোবাইল ফোন নাম্বারটি তাকে না পেয়ে পরিবারের সদস্যরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। নিখোঁজ হওয়ার পরে সোমবার রাতে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়রি করলেও পুলিশ এখন পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি।
এদিকে ওই অটোরিকসা চালক নিখোঁজ হওয়ার পরে সাভার পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্ল্যা প্রশাসনকে দ্রুত তথ্য প্রযুক্তি ব্যবহার করে তাকে উদ্ধার করার জোর দাবি জানিয়েছে।
এবিষয়ে সাভার মডেল থানার এস আই হানিফ মিয়া বলেন অটোরিকসা চালক নিখোঁজ হওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে । তাকে দ্রুত উদ্ধারে পুলিশ সর্বাতক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ে ৩টি আসনে ১৫ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ পেলেন

রেজাউল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ সোমবার সকালে (১০ ডিসেম্বর) ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দী প্রার্থীদের প্রতীক বরাদ্দ কার্যক্রমের মধ্য দিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে প্রতীক বরাদ্দের কাজটি সম্পন্ন করা হয়েছে। এসময় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম প্রতীক বরাদ্দকৃত প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে বক্তব্য রেখে প্রতীক বরাদ্দের চুরান্ত তালিকা ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম। অতিরিক্ত জেলা পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম প্রমুখ।

ঠাকুরগাঁও ৩টি আসনে প্রতীক বরাদ্দের তালিকা-

ঠাকুরগাঁও ১

১। রমেশ চন্দ্র সেন – নৌকা (আওয়ামীলীগ)
২। মির্জা ফখরুল ইসলাম – ধানের শীষ(বিএনপি)
৩। আব্দুল জব্বার – হাতপাখা(ইসলামী আন্দোলন)
৪। রফিকুল ইসলাম – মিনার(ইসলামী ঐক্যজোট)

ঠাকুরগাঁও ২

১। দবিরুল ইসলাম – নৌকা(আওয়ামীলীগ)
২। আব্দুল হাকিম – ধানের শীষ(ঐক‍্যফ্রন্ট)
৩। রেজাউল করিম – হাতপাখা(ইসলামী আন্দোলন)
৪। সামসুজ্জোহা – গোলাপ ফুল(জাকের পার্টি)

ঠাকুরগাঁও ৩

১। ইয়াছিন আলী – নৌকা(মহাজোট)
২। জাহিদুর রহমান – ধানের শীষ(বিএনপি)
৩। ইমদাদুল হক – মোটরগাড়ি (স্বতন্ত্র)
৪। প্রভাত সমীর শাহাজাহান আলম – কাস্তে(কমিউনিস্ট পার্টি)
৫।শফি আল আছাদ – আম(ন‍্যাশনাল পিপলস পার্টি)
৬। নাজিম উদ্দিন আহমেদ- হাত পাখা(ইসলামী আন্দোলন)
৭। হাফিজ উদ্দিন – লাঙ্গল(জাতীয় পার্টি)

সর্বশেষ আপডেট...