কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈরে নয় বছর বয়সী তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে স্থানীয় মসজিদের ইমাম ইমরান হোসেন জহুরি কে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার মাঝুখান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত ইমামের বাড়ি সিলেটের দিরাই থানায়। সে উপজেলার মৌচাক কামরাঙী চালা এলাকায় দুই স্ত্রী ও ছয় সন্তান নিয়ে বসবাস করে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার মাঝুখান কৌচাকুরী এলাকায় বুধবার দুপুরে ওই শিশুকে বাড়িতে একা রেখে বাবা মা ভোট দিতে যায়। এ সুযোগে অভিযুক্ত ওই ইমাম বাড়ি ফাকা পেয়ে
ভিতরে ঢুকে পড়েন। এক পর্যায়ে ওই শিশুকে বিভিন্ন প্রলোভন দিয়ে ধর্ষণের চেষ্টা করে।
এসময় ওই শিশুর চিৎকারে প্রতিবেশী লোকজন ছুটে এসে ওই ইমাম কে আটক করে পুলিশে খবর দেয়।খবর পেয়ে ওই দিন রাতে ঘটনাস্থলে থেকে অভিযুক্ত ইমাম কে গ্রেফতার করে মৌচাক ফাঁড়ি পুলিশ।
উপজেলার মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হাসানুজ্জামান হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে ওই ইমামকে গ্রেফতার করা হয়েছে।
এব্যাপারে নির্যারিত শিশুর বাবা কবির হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত লম্পট ইমামকে মামলা গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশতো এখন কোন সভ্য গণতান্ত্রিক দেশ না, দেশকে বর্বর, অসভ্য রাষ্ট্রে পরিনত করেছে আওয়ামী লীগ উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিনত হয়েছে।
অর্থমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে বলেন তিনি তো অনেক কিছুই করতেছেন। যেগুলোর সাথে আইন, সংবিধান, নৈতিকতার কোন সংযোগ নেই। তিনি পাচার করা টাকার বৈধতা চেয়েছেন পার্লামেন্টে। তারা টাকা পাচার করছেন আবার তা ফিরিয়ে আনতে আইন তৈরি করছেন। দেশটা লুটপাট করছে আওয়ামী লীগ।
গতকাল বুধবার ১৫ জুন ঠাকুরগাঁও শহরের কালিবাড়ি তার নিজ বাসভবনে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।
নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার খুব বেশি প্রয়োজন মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, কুমিল্লার নির্বাচনে নির্বাচন কমিশন ব্যার্থ হয়েছে। একজন সংসদ সদস্যকে কুমিল্লা থেকে বের করতে না পেরে নিজের ব্যর্থতার পরিচয় দিয়েছে নির্বাচন কমিশন। তাহলে বাংলাদেশের ভবিষৎ নির্বাচন কি হবে? প্রথমেই নির্বাচন কমিশন দেখালো তার ক্ষমতা নেই সেই নির্বাচন কমিশন কিভাবে নির্বাচন পরিচালনা করবে। এই সরকার নির্বাচন ব্যবস্থা সম্পুর্ণরুপে ধ্বংস করে দিয়েছে।
বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে যাবে না বিএনপি, উল্লেখ করে তিনি আরো বলেন, নির্বাচন ব্যবস্থাকে এই সরকার এমন জায়গায় নিয়ে গেছে যে মানুষ এখন ভোট দিতে পারে না। ভোট দিলেও এখন গননার সময় রেজাল্ট পরিবর্তন হয়ে যায়। সেজন্য আমরা এই সরকারের আওতায় কোন নির্বাচনে যাবো না কোন দল যাবে না এমন সিদ্ধান্ত হচ্ছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি, আপত্তি জানাচ্ছি না শুনলে আমরা আন্দোলনে যাবো।
এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, যুব দলের সভাপতি আবুনুর চৌধুরী ও অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে উপজেলার চন্দ্রা ত্রিমোর এলাকায় চন্দ্রা থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশের ২ কিলোমিটার নন্দন পার্ক এলাকা পর্যন্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে গাজীপুর সড়ক ও জনপদ বিভাগ।
মঙ্গলবার দিনব্যাপী এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা জোনের নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান খান, গাজীপুর সওজের উপবিভাগীয় প্রকৌশলী কর্মকর্তা ছাইফুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী কর্মকর্তা রাসেদ হাসান সহ প্রশাসিক কর্মকর্তারা।
এসময় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দুই পাশের প্রায় তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এদিকে চন্দ্রাস্থ ফুটপাত দখল করে গড়ে উঠা ছোট ছোট দোকান স্থাপনা গুলো উচ্ছেদ করা হয়।
এ বিষয়ে ঢাকা জোনের নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান খান জানান মহামান্য হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সওজের সড়কের ১০ ফিটের মধ্যে কোন প্রকার স্থাপনা থাকবেনা। তাই দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
হুমায়ুন কবির, রাণীশংকৈল( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব(পুরাতন) এর দ্বি-বার্ষিক নির্বাচন মঙ্গলবার (১৪ জুন) প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ইতোপূর্বে প্রতিদ্বন্দ্বি প্রার্থিরা তাদের প্রার্থিতা প্রত্যাহার করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে আনোয়ারুল ইসলাম( দৈনিক ইত্তেফাক),সহ-সভাপতি পদে রুহুল আমিন( দৈনিক আলোর জগত), সাধারণ সম্পাদক পদে আবুল কালাম আজাদ( দৈনিক জনমত) ও সহ-সাধারণ পদে রফিকুল ইসলাম সুজন(দৈনিক দাবানল) নির্বাচিত হন।
প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম। তাকে সহযোগিতা করেন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কুশমত আলী ও যুগ্ম আহবায়ক হজরত আলী।
নির্বাচন অনুষ্ঠানে সাবেক এমপি সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম সবুজ, থানার ওসি এস এম জাহিদ ইকবাল,
পৌর কাউন্সিলর ইসাহাক আলী, বিভিন্ন সাংবাদিকবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি):ঢাকার ধামরাইয়ে উল্টোপথে আসা একটি বেসরকারি প্রতিষ্ঠান প্রতীক সিরামিক লিমিটেডের মাইক্রোবাসকে বাধা দেওয়ায় নিরাপদ সড়ক চাই (নিসচা)’র এক কর্মীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।
এ ঘটনায় নিসচার উপজেলা কমিটির সভাপতি এম নাহিদ মিয়া বাদী হয়ে আজ সোমবার (১৩ জুন) দুপুরে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এর আগে সকাল ৮টার দিকে ধামরাই পৌরসভার ইসলামপুর বাসস্ট্যান্ডের ঢাকাগামী লেনের পাশে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নিসচা কর্মী মো: ইমরান হোসেন ধামরাইয়ের পৌর এলাকার লাকুড়িয়াপাড়া এলাকার মো: মজিবুর রহমানের ছেলে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষার্থী একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত আছেন।অভিযোগ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় যানজট নিরসনে কাজ করার সময় প্রতীক সিরামিকের একটি সাদা রং এর মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-৫৩-৩৪৬৮) উল্টোপথে আসছিলো। এতে যানজট আরো চরমে উঠে যায়। এসময় ওই নিসচাকর্মী গাড়িটির পথরোধ করে সঠিক নিয়মে গাড়ি চালাতে অনুরোধ করে। এতে মাইক্রোবাস আরোহী ৫-৬জন ক্ষিপ্ত হয়ে গাড়ি থেকে নেমে তাকে এলোপাথাড়ি তাঁর উপর চড়াও হয় এবং তাঁকে টানা হেচড়া করে জোর গাড়িতে উঠিয়ে ডাউটিয়া এলাকার প্রতীক সিরামিকস লিমিটেডের ভেতরে নিয়ে আটকে রেখে তার সংগঠনের আইডি কার্ড, মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তাঁর নিকট থেকে জোর করে কার্ড দিয়ে ১০ হাজার টাকা রেখে ছেড়ে দেয়া হয় এবং ঘটনা কাউকে জানালে তাকে দেখে নেয়া হবে এমন হুমকিও দেয়। এ ঘটনার ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে সকলের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং সবাই অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।এ বিষয়ে জানতে প্রতীক সিরামিকের ল্যান্ড ফোনে ফোন করলে নাম প্রকাশে অনিচ্ছুক ফোন রিসিভকারী জানান অফিসে কোন কর্মকর্তা নেই। পরে তার কাছে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের উপায় চাইলে তিনি কারো নম্বর দিতে অপারগতা প্রকাশ করেন।এ বিষয়ে ভুক্তভোগী মো: ইমরান হোসেন বলেন, সকালের দিকে আমি অফিসে যাওয়ার পথে ইসলামপুর বাসস্ট্যান্ডের আগের মুন্নু সিরামিক এলাকায় যানজটে পড়ি। পরে গাড়ি থেকে নেমে দেখি কয়েকটি গাড়ির বিশৃঙ্খলার জন্য ওরকম জ্যাম লেগেছে। আমি সড়কের ওপরের মাছের ড্রাম সরিয়ে দেই ও আড়াআড়ি থাকা ট্রাককে যাওয়ার ব্যবস্থা করে দেই। পরে ইসলামপুর ব্রিজের দিকেও সড়ক স্বাভাবিক করে দেখতে পাই এরমধ্যে প্রতীক সিরামিকেরসহ আরো কয়েকটা গাড়ি ওখানে উল্টোপথে
এসেছে। পরে তাদেরকে আমি সরে যাওয়ার অনুরোধ করি। এসময় আরেক পাশে সেলফি পরিবহনের কয়েকজন যাত্রী নেমে সিরামিকের গাড়ির কাঁচে থাপ্পড় দিলে সেটির কাঁচ ভেঙ্গে যায়। পরে তারা জোর করে আমাকে তাদের গাড়িতে তুলে নেয় ও হুমকি ধমকি দেয়। পরে কালামপুর নিয়ে জোর করে ১০ হাজার টাকা তুলে রেখে আমাকে ছেড়ে দেয়।ড়ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম বলেন, অভিযোগটি পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখতে ওই প্রতিষ্ঠানে গিয়ে তদন্ত করে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
স্টাফ রিপোর্টার: সাভারের আশুলিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এবং নেশার জন্য টাকা চাওয়ায় বাঁধা প্রদান করায় তিন যুবককে পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা।
আহতদের মধ্যে ফরহাদ ও ইসরাফিলের অবস্থা আশঙ্কাজনক।সোমরার (১২ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী শামীম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এর আগে রবিবার সন্ধ্যায় জামগড়া গোরাট এলাকার পাকা রাস্তার মাথায় আলীর ঝুট গোডাউনে এর পাশে এ ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলো, বাগবাড়ি এলাকার রবিন এর ছেলে শিহাদ, মোঃ আরফান মোল্লার ছেলে মোঃ রাকিব ও মইহার ছেলে মোঃ শাহাদুল।
অভিযোগ সূত্রে জানা যায়, সন্ধ্যায় আশুলিয়ার গোরাট পাকার মাথা এলাকায় স্থানীয় তিন যুবক, শামীম, ফরহাদ ও ইসরাফিল বসে ছিলো। এসময় স্থানীয় সন্ত্রাসী শিহাদ, রাকিব ও শাহাদুল দলবল নিয়ে তাদের কাছে টাকা ও মোবাইল দাবি করে, তারা দিতে অস্বীকৃতি জানালে কিছু বুঝে উঠার আগেই ওই তিন যুবককে ধরে পিটিয়ে গুরুতর আহত করে এবং তাদের সাথে থাকা একটি মোটর সাইকেল ভাঙচুর করে তাদের কাছ থেকে টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তিন যুবককে উদ্ধার করে প্রথমে সরকার মার্কেট এলাকার নারী ও শিশু হাসপাতাল কেন্দ্র নিয়ে যায় কিন্তু তাদের অবস্থা আশঙ্কাজনক থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএ প্রেরন করা হয়।
উল্লেখ্যঃ এলাকাবাসী জানায় এই সন্ত্রাসীরা নেশার টাকা যোগান দিতে প্রতিনিয়ত এধরনের ঘটনা ঘটায়।
আশুলিয়া থানা পুলিশ জানায়, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
স্টাফ রিপোর্টার: নৌকা প্রতীকের পক্ষে নির্বাচন করায় ছাত্রলীগের সভাপতি আকাশের উপর হামলার অভিযোগ ।
গেল ইউপি নির্বাচনে বিরুলিয়া ইউনিয়নে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচন করায় বিরুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আকাশ ও মামুন মাদবরের উপর ইউনিয়ন যুবলীগ নেতা জুয়েল মন্ডল ও তার সন্ত্রাসী বাহিনীর হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া যায় ।
অভিযোগের উল্লেখিত বলা হয়, ১২ই জুন বিকাল সাড়ে পাঁচটায় জুয়েল মন্ডল, সোহেল ,তারেক সহ অজ্ঞাত নামা ১০ থেকে ১২ জন লোক,ড্রাইভার মোঃ কবির সিকদার কে , সাভারের খাগাইন এলাকার ইউনিভার্সিটি উত্তর পাশে আসলে , অভিযুক্ত সোহেল তাহার গাড়ি থামিয়ে উচ্চস্বরে বলতে থাকে মামুন হোসেন মাদবর কই আছে , ওকে এখনি মেরে ফেলবো বলিয়া তাহার গাড়ির মধ্যে অভিযুক্তরা মামুনকে খুঁজতে থাকে । এরইমধ্যে অভিযুক্ত তারেক গালাগালি করতে করতে গাড়ির সামনে থাকা হেডলাইটের ক্লাস লাথি দিয়ে ভেঙে ফেলে, অভিযুক্ত জুয়েলের নির্দেশে আলামিন তার হাতে থাকা একটি লোহার রড দিয়ে ড্রাইভার কবিরকে মাথায় আঘাত করলে তার মাথা ফেটে রক্ত ঝরতে থাকে, ড্রাইভার কবির মাটিতে লুটিয়ে পড়লে, অভিযোগকারী মারকাজুল ইসলাম আকাশ বাধা দিতে গেলে, তাকেও অভিযুক্তরা মারধর করে ও হুমকি দিয়ে চলিয়া যান, তারপর মারকাজুল ইসলাম আকাশ সহ উপস্থিত লোকজন ড্রাইভার কবিরকে ধরাধরি করিয়া সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনিয়া ভর্তি করেন ।
এ বিষয়ে সাভার থানায় মারকাজুল ইসলাম আকাশ বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করা করেন ।
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর গোলামনবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুন) দুপুরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলকাছ উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী
বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেড মোঃ আকম মোজাম্মেল হক এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হেলাল উদ্দিন, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজওয়ার আকরাম ইবনে সাকাপি ,কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মুরাদ কবীর ,জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক শিকদার মোশারফ হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আকবর আলী,চাপাইর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলীম আল রাজীব প্রমূখ।
নবীনবরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে পারভেজ হোসেন (২৫) নামের যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১০জুন)সকালে উপজেলার বক্তারপুর রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলার বক্তারপুর রেলক্রসিং থেকে ৪০০ গজ সামনে হাইটেক সিটির কাছাকাছি রেললাইনে এ দুর্ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
নিহত পারভেজ কালিয়াকৈর হাইটেক সিটিতে অবস্থিত একটি মোবাইল কোম্পানিতে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, নিহত যুবক কানে হেডফোন দিয়ে মোবাইলে গান শুনতে শুনতে কর্মস্থল হাইটেক সিটির দিকে যাচ্ছিল। এমন সময় টাঙ্গাইল থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার লোকাল ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।
এ বিষয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক শহিদুল ইসলাম জানান, এরকম ঘটনা শুনেছি। লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।
স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ জেলার সিংগাইর থানায় ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিংগাইর থানা পুলিশ। আটককৃতরা হলেন- স্বাধীন হোসেন (২০), সাগর শীল (২১), উদয় বসাক (২১) ও জমির উদ্দিন (৬০)।
বুধবার (৮ জুন) রাত সাড়ে আটটার দিকে উপজেলার জয়মন্টপ ও ফোর্ড নগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
থানাপুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মো. গোলাম আজাদ খানের দিকনির্দেশনায় ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লার তত্ত্বাবধানে উপপরিদর্শক মাহফুজ রানা সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জয়মন্টপ এলাকায় অভিযান চালিয়ে স্বাধীন হোসেন, সাগর শীল, উদয় বসাক নামের তিন কারবারিকে গ্রেফতার করেন।
এ সময় তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আরেকটি পৃথক অভিযানে এসআই শেখ তারিকুল ইসলামের নেতৃত্বে ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকা থেকে জমির উদ্দিনকে (৬০)কে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লা বলেন, আসামিদের গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে কোর্টে পাঠানো হয়েছে। সিংগাইরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স কার্যকর করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।