25 C
Dhaka, BD
রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫

ঠাকুরগাঁওয়ে বিএনপি’র বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বৃহস্পতিবার (২৬ মে) জেলা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকির প্রতিবাদে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন বিএনপি।

এদিন দুপুরে জেলা বিএনপি,র কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপি’র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম, ওবায়দুল্লাহ মাসুদ, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপি”র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস, জেলা কৃষকদলের সভাপতি আনারুল ইসলাম, জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুর, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস প্রমুখ।

বক্তারা বেগম খালেদা জিয়ার নামে সকল মামলা প্রত্যাহার করে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের জোর দাবি জানান।

এছাড়াও বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে জেলা ও উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিলেট ও সুমানগঞ্জে বন্যা দুর্গত এলাকায় বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)’র উদ্যোগে ত্রাণ বিতরণ।

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) চেয়ারম্যন শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী (মা.জি.আ.)’র নির্দেশ ও পৃষ্ঠপোষকতায় সিলেট এবং সুনামগঞ্জের বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে ।

গেলো ২৪ ও ২৫ মে, মঙ্গল ও বুধবার পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের দশটি টিম দুর্গত এলাকার সিলেটের বাইশ টিলা, মুরিয়ার চর, মাছিম পুর, পাতা ঘাট, খুরসী ঘাট, কোম্পানী গঞ্জের লাছ খাল,ইসলামপুর,লাম্বকান্দী,গুচ্ছ গ্রাম ও ছাতকের বিভিন্ন এলাকায় পানি বন্দি পাঁচ হাজার মানুষের মাঝে রান্না করা খাবার ও দশ হাজার পরিবারের মাঝে চাউল, ডাল, আটা, আলু, সয়াবিন তৈল, চিড়া, বিস্কুট, বিশুদ্ধ পানি বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কালে সুপ্রিম পার্টির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি নতুন রাজনৈতিক দল। এ দল গণমানুষের আশা আকাঙ্খা বাস্তবায়ন, দুর্নীতি-সন্ত্রাস মুক্ত, সুশাসন প্রতিষ্ঠা ও বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গড়ে তোলতে দেশব্যাপী কাজ করে যাচ্ছে। আমাদের দল আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি গ্রহণ করছে।

এ লক্ষ্যে সংগঠনের বিভিন্ন জেলা উপজেলায় সম্মেলনের জোর প্রস্তুতি চলছে। বক্তারা আরো বলেন, আমরা আমাদের চেয়ারম্যন মহোদয়ের নির্দেশে কিছুটা হলেও অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। বন্যা কবলিত এলাকার পানি নামার সাথে সাথে দেখা দিয়েছে চর্ম রোগসহ বিভিন্ন পানি বাহিত রোগ ও কৃষকের ফসল নষ্ট হয়ে যাওয়ায় খাদ্য সংকট।

বিএসপি’র নেতৃবৃন্দ অবিলম্বে বন্যা কবলিত অঞ্চলে মানুষের খাদ্য ও চিকৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি দাবী জানান।

রাজনৈতিক দলগুলোকে দোষারোপের রাজনীতি বাদ দিয়ে সিলেট, সুনামগঞ্জের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান বক্তারা। ত্রাণ বিতরণের সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন খলিফা মোঃ মেন্দু মিয়া, খলিফা মো: মোবারক হোসেন, আব্দুল মতিন মলই, শাহ মোঃ আসলাম হোসাইন, এইচ.এম মন্জুরুল আনোয়ার চৌধুরী, মোঃ ইব্রাহিম মিয়া, সাবেক কমিশনার মো: নওশাদ মিয়া, আবুল কালাম, হাবিবুর রহমান পায়েল প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, মোঃ শরিফুর রহমান, দিদারুল হক রিমন, সোহেল মাহমুদ ভূঁইয়া, কাজি ফাইয়াজ ফাহিম অমিত, মোঃ ইকবাল হোসেন, ইসতিয়াক জামান নাফিজ, মোঃ জামাল খান, ফরহাদ মুন্সি, মইনীয়া যুব ফোরামের সিলেট মহানগর সভাপতি মোঃ জামাল প্রমুখ।

পরকীয়া করার সময় প্রেমিকসহ স্ত্রীকে পুলিশে দিলেন স্বামী

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ পরকীয়ায় আসক্ত হয়ে ঢাকা থেকে প্রেমিকের সঙ্গে রাজশাহীর হোটেলে এসে অভিসারের সময় স্বামীর হাতে ধরা পড়লেন প্রেমিকসহ স্ত্রী।

এদের মধ্যে প্রেমিক ঢাকার নাভানা গ্রুপ ও মেয়েও ঢাকায় হাতিলে কর্মরত। আর মেয়ের স্বামী মোকসেদ ঢাকার একটি আর্থিক ফার্মে কর্মরত।

এদের মধ্যে প্রেমিকের নাম সারোয়ার হোসেন। সে কিশোরগঞ্জের করিমগঞ্জ এলাকার সিরাজুল ইসলামের ছেলে। আর মেয়ের নাম তানজিন (বিথি)। তার বাড়ি মাদারিপুরের কালকিনি এলাকায়। দ্জুনেই ঢাকায় থাকে। বিথির স্বামী থাকা সত্তেও সারোয়ারের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে স্বামী-স্ত্রী পরিচয়ে রাজশাহীর হোটেলে এসে অবস্থান করছিলেন তারা।

মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর হোটেল নাইস ইন্টারন্যাশালের ৫০৩ নম্বর কক্ষ থেকে আপত্তিকর অবস্থায় মেয়ের স্বামী রাজশাহী পুলিশের সহায়তায় তাদের আটক করে। এ ঘটনায় স্থানীয়ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও ভাইরাল হয়। আপত্তিকর অবস্থায় আটকের পর তাদের রাজশাহী নগরীর বোয়ালিয়া থানায় নেওয়া হয়েছে।

বিথির স্বামী মোকসেদ আলী জানান, তাদের (প্রেমিকসহ তার স্ত্রী) ঢাকা ত্যাগের পর থেকে তিনিও তাদের পিছু নেন। সোমবার তাদের অগোচরে তিনিও রাজশাহী এসে নাইস হোটেলে উঠেছিলেন। রাত থেকেই তিনি উৎ পেতে ছিলেন। মঙ্গলবার দুপুরে তারা হোটেল ত্যাগের আগেই উৎ পেতে থাকা স্বামী তাদের হাতেনাতে ধরে ফেলেন। পরে নগরীর বোয়ালিয়া থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, পরকীয়া প্রেমিকের সঙ্গেই স্বামীর হাতে ধরা পড়েন তরুণী। এ সময় তার প্রেমিককেও আটক করা হয়। তাদের দুইজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলে পরবর্তি সিদ্ধান্ত নেয়া হব ।

ধামরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।

মোঃ সম্রাট আলাউদ্দিন ,ধামরাই(ঢাকা)থেকেঃ-ঢাকার ধামরাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭ বালক) ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।গতকাল (২১ মে) উপজেলা প্রসাশনের আয়োজনে ধামরাই হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই খেলার শুভ উদ্বোধন করা হয়।

এছাড়াও একই সাথে খেলা চলবে ধামরাই কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে।এতে ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়ন এবং ধামরাই পৌরসভার সহ মোট ১৭ টি দল খেলায় অংশগ্রহণ করবে।উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মোহাম্মাদ হাই জকির এর সভাপতিত্বে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ।

সংশ্লিষ্ট খেলার প্রতিটি টিমগুলো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং পৌরসভার ক্ষেত্রে পৌর মেয়র প্রতিটি দলের প্রধান পৃষ্ঠপোষক এবং সংগঠকের দায়িত্ব পালন করবে। আর এ খেলায় শুধুমাত্র ০৯/৫/২০০৫ তারিখ বা তারপর জন্মগ্রহণকারী খেলোয়াড়রা খেলায় অংশগ্রহণ করতে পারবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবির মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন সিরাজ, ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতিকুর রহমান, হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মোঃ নূরুল হক, বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যানগ, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর সহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে ৬টি দোকান পুড়ে ছাই

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকান্ডে মালামাল সহ ৬টি দোকান সম্পূর্ণ পড়ে ছাই হয়েছে।

শুক্রবার ভোরে উপজেলার বড়ইবাড়ী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

জানা যায়, ভোরে উপজেলার বড়ইবাড়ী বাজারে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই আগুন পার্শ্ববতি দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে টানা আধাঘন্টা প্রানান্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ।

আগুনের লেলিহান শিখায় একটি হার্ডওয়্যার দোকান, একটি ফার্মেসী,একটি হোটেল,একটি মুদি দোকান, একটি খাবার হোটেল ও একটি সেলুন মালামালসহ সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায় বলে বাজারের ব্যবসায়ীরা জানান।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

বিলুপ্তপ্রায় ধামের গানের মধ্যদিয়ে রাণীশংকৈলের বৈশাখী মেলার সমাপ্তি

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১০ দিনব্যাপী বৈশাখী মেলা বুধাবার ১৮ মে রাত ১২ টায় শেষ হয়।

এ রাতে বৃহত্তর দিনাজপুরের  বিলুপ্তপ্রায় ধামের গানের মধ্যদিয়ে এ মেলার সমাপ্তি ঘোষনা করা হয়।

সমাপনি মেলার মঞ্চে বিশেষ আকর্ষণ ধামের গানের অনুষ্ঠানে অতিথি ও শ্রোতা হিসাবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, জেলা পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসকের সহধর্মিণীসহ জেলা থেকে আগত বিভিন্ন কর্মকর্তা। এ সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি ও সাবেক সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আ.লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পৌরমেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, বৈশাখ উদযাপন কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী, কোষাধ্যক্ষ ও আ.লীগ যুগ্ন সাধারণ সম্পাদক আহম্মেদ হোসেন বিপ্লব, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন, প্রেসক্লাব পুরাতনের আহবায়ক কুসমত আলী, কালের কন্ঠ প্রতিনিধি সফিকুল ইসলাম, শিল্পী, ভোরের ডাক প্রতিনিধি বিজয় রায়, অধ্যক্ষ মহাদেব বসাক, জাপা নেতা আবু তাহের, যুবদল নেতা মনিরুজ্জামান মনি প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, প্রশান্ত বসাক, মেনন ও  তারেক আজীজ।

প্রসঙ্গত: গত ৯ মে এ মেলার উদ্বোধন করা হয়। এবং মেলায় ১১০ টি স্টলে বিভিন্ন ধরনের পণ্য ও খাবার সামগ্রী কেনা-বেচা করা হয়।

কালিয়াকৈরে সরকারিভাবে ধান ও চাউল সংগ্রহ শুভ উদ্বোধন

কালিয়াকৈর(গাজীপুর) প্রতিনিধিঃ ”শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই শ্লোগান কে সামনে রেখে সারা দেশের ন্যায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার অভ্যাতরীণ বোরো ধান সংগ্রহ ২০২২ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা খাদ্য গুদামে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও চাউল সংগ্রহ শুরু করা হয়।

ধান ও চাউল সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্ত ফারজানা হক দিপু, খাদ্য গুদাম পরিদর্শক সোহেল রানা,দেওয়ান মোহাম্মদ আবু সায়েম,উপ পরিদর্শক,জুয়েল মৃধা,উপ খাদ্য পরিদর্শক সহ প্রমুখ।

ধান ও চাউল সংগ্রহের ব্যাপারে উপজেলা খাদ্য গুদাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এমদাদুল ইসলাম সিকদার বলেন, চলতি বছরে ২ হাজার ৪শত ৭৫ মে. ট. চাউল ও ১হাজার ২শত ৯৮মে.টন ধান কৃষকদের কাছ থেকে সরাসারি মূল্যে ক্রয় করা হবে।

প্রতি মন চাউল ১হাজার ৬শত টাকা ও ধান ১ হাজার ৮০ টাকা দরে। আজ প্রথম দিন আমরা সোহাগ এগ্রো লিমিটেডের কাছ থেকে ২০ মে.টন চাউল সরকারী মূল্যে ক্রয় করা হয়েছে ।

পর্যায় ক্রমে আমরা আমাদের লক্ষমাত্রা পূরণের সক্ষম হবো বলেমনে করছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এমদাদুল ইসলাম সিকদার ।

ধামরাইয়ে পৃথক ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার।

মোঃ সম্রাট আলাউদ্দিন, ধামরাই(ঢাকা)থেকেঃ-ঢাকার ধামরাইয়ে একটি সড়ক দুর্ঘটনাসহ পৃথক তিন ঘটনায় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) সকালে এসব মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ জানায়, সকাল ৮টার দিকে উপজেলার কুশুরা ইউনিয়নের বান্নাখোলা এলাকার একটি আঞ্চলিক সড়কে ব্যাটারি চালিত দুই ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে শাহজাহান (৫০) নামে এক যাত্রী নিহত হন। সে কুশুরা ইউনিয়নের বকচর এলাকার মৃত মনির উদ্দিনের ছেলে। অপরদিকে সকাল ৮টার দিকে ধামরাইয়ের আমতা ইউনিয়নের বড় নারায়ণপুর এলাকায় পুকুরে ভাসমান অবস্থায় ওমর ফারুক বাবু (১৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে কাইটামারা গ্রামের মৃত বদিরুদ্দিনের ছেলে।

এছাড়া সকাল ৮টার দিকে ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের শৈলান এলাকায় নিজের বাড়ি থেকে জমেলা খাতুন (৯৫)নামে এক বৃদ্ধার মরাদেহ উদ্ধার করেছে পুলিশ। সে ধামরাইয়ের উপজেলার সোমভাগ ইউনিয়নের শৈলান গ্রামের মৃত ইউনুস মোল্লার স্ত্রী।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান বলেন, পৃথক  ঘটনায় মরদেহ গুলো উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়না তদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঠাকুরগাঁওয়ে ভবন ভেঙ্গে মাটি খননের সময়  ২৭ টি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার শহরের আশ্রমপাড়ার একটি নির্মানাধীন ভবন থেকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত ২৭ টি আগ্নেয়াস্ত্র ও এক বাক্স গুলি উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গরবার (১৭ মে) বিকালে মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহৃত এ ২৭ টি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের ২৪ টি ত্রি নট ত্রি ও তিনটি এসএলআর বলে নিশ্চিত করেছে পুলিশ। এর সাথে একবক্স গুলিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, মুক্তিযুদ্ধের সময়ের আর্মির ব্রিগেডিয়ার নাজির হাওলাদার নামে একজন বীর মুক্তিযোদ্ধার বাড়ি ছিল এটি। সম্প্রতি মুক্তিযোদ্ধার নাতি বাপ্পি হাওলাদার জায়গা সহ বাড়িটি বিক্রি করে দেয়। বাড়িটি হানিফ নামক জৈনিক ব্যক্তি ক্রয় করে এবং পুরাতন ভবন ভেঙ্গে নতুন ভবন বানানোর উদ্দেশ্যে শ্রমিক নিয়োগ করে। ভবন ভেঙ্গে মাটি খনন কাজের সময় একটি ট্রাংকে থাকা ২৭ টি অগ্নেয়াস্ত্র ও একটি লোহার বক্সে থাকা বিপুল পরিমানে গুলি দেখতে পায় শ্রমীকরা।

এ বিষয়ে বাড়ির মালিক হানিফ জানান, আমি নতুন বাসা করার জন্যে শ্রমিক কাজে লাগিয়েছি। তারা এগুলো পেয়ে স্থানিয় রুবায়েত নামে একজনকে জানায় । তার ফোনে পুলিশ এসে এই আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চত করে ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন বলেন, উদ্ধারকৃত অগ্নেয়াস্ত্রগুলো পুলিশি হেফাজতে নেয়া হয়েছে। এই স্থানে আরও অগ্নেয়াস্ত্র আছে কিনা তা দেখা হচ্ছে। পুলিশি তত্বাবধনে খনন কাজ চলছে।

কালিয়াকৈরে এক‌টি পোশাক কারখানায আগুন

কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃগাজীপুরের কালিয়াকৈর উপজেরার চন্দ্রা এলাকায় নুরুল গ্রুপের একটি পোশাক কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

খবর পেয়ে ফায়ার সাভিসের ৫টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টার চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে আ‌নে ।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে নুর গ্ররুপের রায়ান নীট ওয়‌্যার লি‌মি‌টেড কারখানার ফে‌ব্রিক্স এর গুদা‌মে অগ্নিকান্ডের সূত্রপাত হয়।

কারখানার শ্রমিক ও ফায়ার সা‌র্ভিস কর্মীরা জানায়, উপজেলার চন্দ্রা এলাকায় নুর গ্ররুপের ওই পোশাক তৈরি কারখানার ৫ম তলায় ফে‌ব্র্রিক্সরের গুদা‌মে আগুন লাগে ।

 মুহুর্‌তের ম‌ধ্যেই পু‌রো ফ্লু‌রে আগুন ছ‌ড়ি‌য়ে প‌ড়ে । প্রথ‌মে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে ।

 প‌রে সাভার ই‌পি‌জেট ফায়ার সার্ভিসের আরো ৩টি ইউনিট কর্মীরা আগুন

নিভাতে ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সা‌র্ভি‌সের ৫ টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিক ভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা‌তে পারেনি ফায়ারসার্ভিস ।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাইফুল ইসলাম জানান ,ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা সম্ভব হয়‌নি ।

সর্বশেষ আপডেট...