20 C
Dhaka, BD
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

ঠাকুরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

হুমায়ুন কবির ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রেলওয়ে ষ্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা প‌ড়ে রশিদা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত‌্যু হ‌য়ে‌ছে। স্টেশনে রেলের চাকার নীচে নিহত বৃদ্ধার দেহ তিন টুকরো উদ্ধার করা হয় ।

শনিবার (১৪ মে) দুপুর ১ টায় পঞ্চগড় এক্সপ্রেস নামে ট্রেন ঠাকুরগাঁও রেল স্টেশন থেকে ছাড়ার সময় এ দুর্ঘটনা ঘটে।। মৃত বৃদ্ধা সদর উপজেলার বকসের হাট এলাকার ইউসুফ আলীর স্ত্রী।

স্থানীয় ও নিহতের বড় ছেলে রশিদ জানান আমার ছোট ভাই রবিউলকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে টেনে উঠিয়ে দিতে আমি ও আমার মা ট্রেনে উঠিয়ে দেয়ার জন্য ট্রেনে উঠি। কিছুক্ষন পর ট্রেন ছেড়ে দেয়ায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে আমার মা পা স্লিপ করে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যায় ।

ঠাকুরগাঁও রোড রেলওয়ে স্টেশন মাস্টার আক্তারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়‌টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তদন্ত কমিটি এসে ব্যবস্থা গ্রহণ করবেন।

‘কবর থেকে উঠে আসা’ সেই বৃদ্ধার পরিচয় মিলেছে

‘কবর থেকে উঠে আসার’ দাবি করা সেই বৃদ্ধ মহিলার পরিচয় পাওয়া গেছে। তার প্রকৃত নাম শেফালী সরদার। তাকে তার আশ্রয়দাতার কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (১৩ মে) সকালে গাইবান্ধা সদর থানা পুলিশ তাকে আশ্রয়দাতা সুফিয়া বেগমের কাছে হস্তান্তর করেন। মানসিক ভারসাম্য হারিয়ে শেফালী সরদার খুলনা জেলার দৌলতপুর থেকে পথ হারিয়ে গাইবান্ধায় আসেন।

বৃদ্ধাকে নিতে আসা নব্য মুসলিম সুফিয়া বেগম জানান, শেফালী সরদারের আত্মীয় স্বজন বলতে কেউ নেই। তার কোনো ঘরবাড়িও নেই। তিনি তার বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। তার নামে প্রতিবন্ধীর কার্ডও দেয়া হয়েছে।

গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) ওয়াহেদুল ইসলাম জানান, বৃদ্ধার খবর পেয়ে খুলনার দৌলতপুরের বাসিন্দা সুফিয়া বেগম শুক্রবার সকালে গাইবান্ধা থানায় আসেন। তিনি জানান, বৃদ্ধার নাম বাছিরন বেওয়া নয়। তার নামে বরাদ্দ হওয়া একটি প্রতিবন্ধী কার্ডও প্রদর্শন করেন।
ওসি আরও জানান, সত্যতা নিশ্চিত করার জন্য টেলিফোনে খুলনার দৌলতপুরে সুফিয়া বেগমের গ্রামের চেয়ারম্যান- মেম্বারদের কাছে খোঁজ খবর নেয়া হয়। পরিচয়ের সত্যতা পাওয়ায় সকাল ১০টায় শেফালী সরদারকে সুফিয়া বেগমের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, গত বুধবার (১১ মে) গাইবান্ধা সদর উপজেলায় ৯ মাস আগে মারা যাওয়া বাছিরন বেওয়া নামে ৯২ বছরের এক বৃদ্ধা জীবিত অবস্থায় ফিরে এসেছেন বলে এলাকায় গুজব ছড়ানো হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই বৃদ্ধার ফিরে আসার বিষয়টিকে গুজব হিসেবেই উল্লেখ করেন স্থানীয়রা। এ ঘটনায় সদরের ডেভিড কোং পাড়ার ওই বাড়িতে ভিড় করে উৎসুক জনতা।

স্বজনরা জানান, প্রায় ৯ মাস আগে ওই এলাকার আনিসুর রহমানের স্ত্রী বাছিরন বেওয়া মারা যান। পরে আত্মীয়স্বজন ও এলাকাবাসী যথারীতি জানাজা শেষে গাইবান্ধা পৌর কবরস্থানে তার দাফন সম্পন্ন করেন। সম্প্রতি বাছিরন বেওয়াসদৃশ এক নারীকে গাইবান্ধা রেল স্টেশন চত্বরে ঘোরাফেরা করতে দেখা যায়। এমন খবরে বাছিরন বেওয়ার মেয়ে মাজেদা বেগম ওই নারীকে তার বাড়িতে নিয়ে যান। এ সময় ওই নারীও নিজেকে বাছিরন বেওয়া দাবি করেন।

কিন্তু স্থানীয়রা জানান, মৃত ব্যক্তি কীভাবে ফিরে আসবে। এটা গুজব, বাছিরনের মতো দেখতে হলেও আসলে তিনি বাছিরন নন।

পরে পুলিশ ঘটনাস্থলে এসে ওই নারীকে থানায় নিয়ে যায়।

কালিয়াকৈরে ৩দিনব্যাপী স্কাউট ক্যাম্প

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরে কালিয়াকৈরে অবলোকন মুক্ত রোভার স্কাউট গ্রুপের তিনদিন ব্যাপী বার্ষিক প্রশিক্ষণ তাঁবুবাস ও দীক্ষা অনুষ্ঠান- ২০২২ শুরু হয়েছে।

কালিয়াকৈরের মৌচাকে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে বাংলাদেশ স্কাউটস এর জাতীয় উপকমিশনার (জনসংযোগ ও বিপণন) মীর মোঃ ফারুকের সভাপতিত্বে ক্যাম্প উদ্বোধন করেন বাংলাদেশ স্কাউটস এর জাতী কমিশনার (আন্তর্জাতিক) প্রধান অতিথী হিসাবে উপস্থিত থেকে ক্যাম্প উদ্বোধন করেন।

বৃস্টিস্নাত স্কাউট ক্যাম্পে ৪০জন রোভার সহচর ও কর্মকর্তা যোগ দেন। ক্যাম্পটি রোববার শেষ হবে।

কালিয়াকৈরে মডেল হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ভাউমান টালাবহ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্বজনপ্রীতি , দুর্নীতি , ছাত্র শিক্ষকদের মধ্যে কোন্দল তৈরি , সরকারি বিভিন্ন দিবসে চাঁদা আদায় , বাধ্যতামূলক কোচিং করানো ,প্রাইভেট না পড়লে নাম্বার কম দেওয়া,শিক্ষার্থীদের মারপিট করা , অনিয়মের প্রতিবাদী ছাত্রদের মিথ্যা ইভটিজিং এর মামলায় ভয় দেখানো সহ ব্যাপক অভিযোগ পাওয়া গেছে ।

অভিযোগে জানাযায় , উপজেলার সুত্রাপুর ইউনিয়নের ভাউমান টালাবহ মডেল হাইস্কুলের লেখাপড়ার মান একসময়ে ভাল হলেও বর্তমানে খুব খারাপ অবস্থা বিরাজ করছে। স্কুলের প্রধান শিক্ষক মো. হারিজ আলীর স্বেচ্ছাচারিতা , নানা অনিয়ম ,শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে গ্রুপিং করে এক বিশৃঙ্খলার সৃষ্টি করার কারণে বিগত কয়েক বছর যাবত স্কুলের জে.এস.সি ও এস.এস.সি পরীক্ষার ফলাফল খুবই খারাপ হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে ।

স্কুলের শিক্ষার্থীদের পক্ষে মো.জুবায়ের , জাহিদ হাসান ও মানিক বলেন ,কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে প্রধান শিক্ষক মো. হারিজ আলীর বিরুদ্ধে ইংরেজী পাঠদানে সমস্যা , জাতীর পিতা বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীতে চাঁদা আদায় , সেসন ফি ও করোনা কালিন সময়ে এসাইনমেন্টের নামে অতিরিক্ত টাকা আদায় , শ্রেণি কক্ষে বিষয়ভিত্তিক শিক্ষক না দিয়ে পাঠদান করানো , এস.এস,সির ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করে তা রশিদ না দেয়া , কোন সমস্যার কথা বলা হলে উল্টো
শিক্ষার্থীদের বেদম মারপিট করা , ও ইভটিজিং এর মিথ্যা মামলার ভয় দেখানো সহ বিভিন্ন
দুর্নীতির ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

এ ছাড়া স্কুলের প্রধান শিক্ষক মো. হারিজ আলীর বিরুদ্ধে বিদ্যালয়ের দাতা সদস্যগণ , অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে গত দেড় মাসে পৃথক পৃথক ভাবে তিনটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা যায়।

স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য মো.আলমগীর হোসেন, দাতা সদস্য মো.লাবিব উদ্দিন ও দাতা সদস্য মো. ছানোয়ার হোসেন মেম্বার স্কুলের দুর্নীতিবাজ ও উশৃঙ্খল শিক্ষকদের দ্রæত অপসারণ করে লেখা-পড়ার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিষয়টি তদন্ত করার জন্য দায়িত্ব দিয়েছি ।

অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

এব্যাপারে প্রধান শিক্ষক মোঃ হারিজ আলী তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করে বলেন, কয়েকজন ছাত্রের উশ্খৃংল আচরণ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় তারা ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।

রাণীশংকৈলে নীলগাই উদ্ধার অতপর: বিজিবি’র সামনে জবাই করলেন এলাকাবাসি

হুমায়ুন কবির, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া উত্তর মন্ডলপাড়া এলাকায় গ্রামবাসিরা একটি নীলগাই উদ্ধার করে জবাই করে।

বৃহস্পতিবার (১২ মে) সকাল সাড়ে ১১ টায় এঘটনাটি ঘটে।

জানা গেছে এদিন সকালে এলাবাসিরা হঠাৎ একটি নীল গায় দেখতে পায়। গাইটিকে ধরার জন্য অনেক ছুটা ছুটি করে। এক পর্যায়ে নীলগাইটি হাঁপিয়ে গেলে স্থানীয়দের হাতে ধরা পড়ে। গাইটি অতিরিক্ত অসুস্থ হয়ে পড়লে মরে যেতে পারে এরকম ভেবে গ্রামবাসিরা দু’জন বিজিবি সদস্যের উপস্থিতিতে গাইটিকে জবাই করে ফেলে।

এলাকাবাসিরা ধারণা করছে এটি ভারত থেকে বাংলাদেশে এসেছিল।

ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন,
আমি জেনিছি, অনেকক্ষন ধরে নীল গায়টিকে গ্রামবাসিরা পিটাপিটি করে এবং গাইটি হ্যাঁপিয়ে গেলে ধরা পড়ে। মরার ভয়ে এলাকাবাসি দুই বিজিবি সদস্যের সামনে জবাই করে দেয়। আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইউএনও স্যারকে বিষয়টি অবগত করি তিনি যা সিদ্ধান্ত নিবেন তাই হবে।

এ ব্যাপারে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ বলেন,চেয়ারম্যান আমাকে খবর দিয়েছে, খবর পাওয়ার সাথে সাথে বন বিভাগের দু’জন কর্মকর্তা ও থানা পুলিশকে ঘটনাস্থলে পাঠিয়েছি এবং বিভাগীয় বন কর্মকর্তাকে জানিয়েছি তিনি সরেজমিনে তদন্তপুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। বিজিবি সদস্যদের উপস্থিতিতে জবাইয়ের বিষয়টি জনতে চাইলে তিনি বলেন তাদের সংশ্লিষ্টতা থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে কালিয়াকৈর আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে( ১২ ই মে) চন্দ্রা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ১৯ মে গাজীপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কাশেম, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সভাপতি হিরু মিয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবীর,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মফিজুর রহমান লিটন , সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজমত হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা খালেক, উপজেলা তাঁতীলীগের সভাপতি রাজ্জাক সরকার, সাধারণ সম্পাদক লাবিব উদ্দিন,পৌর কৃষক লীগের সভাপতি নুরুল ইসলাম সরদার, উপজেলা মহিলা যুবলীগের আহবায়ক আমেনা খাতুন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন রানা,পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন সরকার, আটাবহ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লিয়াম মাহমুদ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ঘূর্ণিঝড় অশনি বাংলাদেশে আঘাত হানার কোন সম্ভাবনা নেই

স্টাফ রিপোর্টার : ঘূর্ণিঝড় অশনি আগামীকাল সকালের দিকে ভারতের অন্ধপ্রদেশে আঘাত হেনে দূর্বল হয়ে যাবে তাই বাংলাদেশে আর আঘাত হানার কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

সন্ধ্যায় সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের অডিটরিয়ামে সাভার থানা,পৌর ও আশুলিয়া থানা যুবলীগের যৌথ আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী বিশিষ্ট পরমানু বিজ্ঞানী ড.এম এ ওয়াজেদ মিয়ার ১৩ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিলে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,ঘূর্ণিঝড় অশনি এখন সুপার সাইক্লোন হয়ে অন্ধপ্রদেশের দিকে আছে। তার পরেও ঘূর্ণিঝড় পরবর্তী মোকাবেলায় সরকার মানুষের জান মালের নিরাপত্তায় ব্যাপক পদক্ষেপ নিয়েছিলো।

এসময়,ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জিএস মিজান,সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদ,আশুলিয়া থানা যুবলীগের আহবায়ক কবির হোসেন সরকারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ে বিশ্বকবি রবীঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মবার্ষিকী অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে গতকাল ৮ মে রাতে জেলা প্রশাসনের আয়োজনে জেলাস্কুল বড়মাঠ চত্বরে কবির স্মৃতিচারনে কবিতা আবৃতি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মামুন ভুইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্তি পুলিশ সুপার (সদর সার্কেল) মোছাঃ সুলতানা রাজিয়া, পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা। সদর উপজেলা চেয়ারম্যান ও সদর আওয়ামী লীগ সভাপতি এ্যাড.অরুণাশু দত্ত টিটো, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামসুজ্জামান প্রমুখ।

এ ছাড়াও বিভিন্ন সরকারি কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালিয়াকৈরে বাসের ধাক্কায় পোশাককর্মি নিহত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তাকওয়া পরিবহনের ধাক্কায় এক পোশাককর্মির  মৃত্যু হয়েছে।

রবিবার  সকাল ১১ টায় কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহত লিটন মিয়া (৪০) কুড়িগ্রাম জেলার উলিপুর থানার সাধুয়া দামারহাট গ্রামের জামাল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, জীবিকার তাগিদে লিটন মিয়া কুড়িগ্রাম থেকে পরিবারসহ গাজীপুরের বাইমাইল এলাকায় ভাড়া বাসায় থেকে তুষকা পোশাক কারখানায় চাকরি করতেন। প্রতিদিনের মতো রবিবার সকালেও অফিসে যায় লিটন মিয়া। কাজ থাকায় কিছুক্ষণের জন্য ছুটি নিয়ে ব্যাংকে যান তিনি। কাজ শেষ করে কর্মস্থলে ফেরার পথে তেলিরচালা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে তাকে ধাক্কা দেয় তাকওয়া পরিবহনের একটি বাস। সেখানেই লিটনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশকে জানালে সালনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ কর হয়েছে। তবে ঘাতক গাড়িটি আটক করা যায়নি।

ঠাকুরগাঁওয়ে বোনকে বাঁচাতে গিয়ে ভাই-বোনের জলডুবিতে মৃত্যু

হুমায়ুন কবির (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় রবিবার (৮ মে) পুকুরের পানিতে ডুবে রুমিন ইসলাম (৮) ও শোভা আকতার (৪) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তারা দু’জনেই আপন ভাইবোন।

এদিন সকালে উপজেলার ভাতুরিয়ার মধুডাঙ্গী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ভাতুরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

রুমিন ও শোভা উপজেলার ভাতুরিয়ার গড় ভবানীপুর মধুডাঙ্গী গ্রামের জহরুল ইসলামের ছেলে ও শফিকুল ইসলামের মেয়ে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছেে, ঘটনার দিন সকাল সাড়ে নয়টার দিকে নাস্তা খেয়ে চাচাতো ভাইবোন বাড়ির পাশের পুকুরের ধারে খেলা করছিল। খেলার সময় হঠাৎ পুকুরের পানিতে শোভা পড়ে যায়। বোনকে বাঁচাতে গিয়ে
জলডুবি হয়ে ভাইবোন দু’জনেই মারা যান ।
সকাল ১০ টায় স্থানীয় লোকজন পুকুরের পানিতে তাদের লাশ ভাসতে দেখে রুমিন ও শোভাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

হরিপুর থানার অফিসার ইনচার্জ তাজুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে মৃত দুই ভাই-বোনের মরদেহ উদ্ধার করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ নিয়ে থানায় একটি ইউডি মামলা করা রুজু করা হয়েছে ।

সর্বশেষ আপডেট...