25.6 C
Dhaka, BD
শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন, ৩০ কক্ষ পুড়ে ছাই

সাভার (ঢাকা)

সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে আগুন লেগে অন্তত ৩০ টি কক্ষ পড়ে গেছে। এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

 

রবিবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় রবিনের কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এঘটনায় আরও দুটি দোকান পুড়ে যায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮ টার দিকে কলোনীর একটি টিনশেড রুমে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। নিমিষেই আশেপাশে থাকা অন্যান্য টিন সেড ঘরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ নেয়।

 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে করে। প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে রান্নার গ্যাসের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫০ লাখ টাকা হতে পারে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্র হত্যার সাত মামলার আসামী আপেল গ্রেপ্তার

জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্র-জনতার হত্যার সাত মামলার আসামী আপেল মাহমুদকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।
রোববার (১৩ এপ্রিল) রাতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) জুয়েল মিঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে মুন্সিগঞ্জ জেলার সদর থানার কেওয়ার লোহারপুল গাবতলা থেকে র‌্যাব-১১ এর অভিযানিক দল আপেলকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আপেল মাহমুদ সাভার পৌর এলাকার ভাটপাড়া মহল্লার বাসিন্দা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্র-জনতা হত্যা মামলার সাত মামলার আসামি আপেলকে র‌্যাব গ্রেপ্তার করেছে। পরে রাত ১২ টার দিকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সাভারে পৃথক ঘটনায় ছিনতাইকারী সহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার

সাভারে পৃথক ঘটনায় একজন ছিতাইকারী ও চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় ছিতাইকারীর কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু ও চোর চক্রের সদস্যের কাছ থেকে ল্যাপটপ ও কম্পিউটার উদ্ধার করা হয়।

শনিবার সাভারের পৃথক স্থান থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়,শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার ভাকুর্তার ছুলাই মার্কটে দিদার নামের এক ব্যক্তির মালিকানাধীন শিল্পী স্টুডিওতে ছবি তুলার নাম করে ভিতরে প্রবেশ করেন ছিনতাইকারী আবু বকর সোহাগসহ অজ্ঞাত আরো দুইজন। ভিতরে প্রবেশ করার পরই ছিনতাইকারী সোহাগ দিদারকে জাপটে ধরে তার কাছে থাকা টাকা মোবাইল সহ সমস্ত কিছু বের করে দিতে বলে। পরে কিছুক্ষন ছিনতাকারীর সাথে দিদারের ধস্তা ধস্তি হয়। ধস্তাদস্তির এক পর্যায়ে ছিনতাইকারী সোহাগ একটি সুইচ গিয়ার চাকু বের করে দিদারকে আঘাত করার চেষ্টা করলে দিদারের হাতে আঙ্গুলে রক্তাক্ত যখম হয়। এসময় দিদারের আর্তচিৎকারে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

পরে দিদার সাভার থানায় অভিযোগ করলে পুলিশ বিষেশ অভিযান চালিয়ে সোহাগ নামের ছিনাতাইকারীকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সোহাগ আশুলিয়ার ঘোষবাগ এলাকার বাবুল মিয়ার ছেলে।

অপরদিকে, কর্ণপাড়া এলাকা থেকে মোঃ ইয়াছিন ওরফে বুলেট নামের চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেন সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানান,চলতি বছরের গত ২৭ মার্চ রাত আটটা থেকে ২৮ মার্চ সকাল সাটটার পর্যন্ত একই সময়ের মধ্যে সাভার কর্ণপাড়া এলাকার রয়েল সিটি হাউজিংয়ে এন আর ফ্যাশন এবং এক্সেসরিজ নামের ব্যবসা প্রতিষ্ঠানের ভেন্টিলেটরের ফ্যান খুলে অজ্ঞাতনামা চোর বা চোর সদস্যরা প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে। পরে সেখানে থাকা ১টি সিপিইউ, ১টি এইচপি মনিটর, ১টি এইচপি ব্রান্ডের ল্যাপটপ, ১টি ৩২ ইঞ্চি র‍্যাংস টিভি, ৪টি এসির পিতলের পাইপ চুরি করে নিয়ে যায়।

এ বিষয়টি নিয়ে থানা অভিযোগ করলে বিষেশ অভিযান পরিচালনা করে চোর চক্তের সদস্য বুলেটকে গ্রেপ্তার করা হয়।

এসময় চুরি হওয়া ১টি সিপিইউ, ১টি এইচপি মনিটর, ১টি এইচপি ব্রান্ডের ল্যাপটপ, ১টি ৩২ ইঞ্চি র‍্যাংস টিভি উদ্ধার করা হয়।

এব্যপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল মিঞা বলেন,গ্রেপ্তারকৃত দুজনকেই আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এর সাথে জড়িতদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মাইজভাণ্ডার শরীফ শাহী জামে মসজিদ পুনঃনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা

জিয়াউর রহমান, চট্টগ্রাম : মাইজভাণ্ডার শরীফ শাহী জামে মসজিদ পুনঃনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ এপ্রিল শুক্রবার বাদে মাগরিব মাইজভাণ্ডার শাহী ময়দানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারী গাউছিয়া আহমদিয়া মনজিলের সম্মানিত সাজ্জাদানশীন আলহাজ্ব শাহসূফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী ।

মতোয়াল্লী পরিবার ও এলাকাবাসীর যৌথ আয়োজনে ডা. সৈয়দ মিসকাতুন নুর মাইজভান্ডারীর সঞ্চালনায় এতে আওলাদগণের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দ আহমদ হোসাইন শাহারিয়ার মাইজভান্ডারী, সৈয়দ ফরহাদ আহমেদ মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ নাজিমুদ্দিন মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ হুসেইন রাইফ নুরুল ইসলাম মাইজভান্ডারী, সৈয়দ শাহদাত উদ্দিন মাইভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ হুসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী, সৈয়দ মিফতাহুন নুর মাইজভাণ্ডারী, সৈয়দ আব্দুল করিম, শাহজাদা সৈয়দ নূর হোসাইন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ মারুফ বিন কাদের মাইজভাণ্ডারী ।

এছারাও বক্তব্য রাখেন , শাহজাদা সৈয়দ রাজিবুল হাসান মাইজভাণ্ডারী, সৈয়দ ওমর ফারুক, শাহজাদা সৈয়দ আতিকুল ইসলাম মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ ফাহিম রহমান মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ নজিবুল্লাহ মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আসিফ নইমুদ্দিন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ তরিকত উল্লাহ মাইজভাণ্ডারী, শাহজাদা সাইফুর রহমান, ইঞ্জি. মোঃ নুরুল ইসলাম খান, শাহজাদা সৈয়দ রিহান মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আবিদ মাইজভাণ্ডারী, সৈয়দ আহমদ নাবিদ হাসান মাইজভান্ডারী, সৈয়দ আবতাহি সাফওয়ান মাইজভান্ডারী, মাতোয়ালী সৈয়দ মোঃ সৈয়দুল আলম শাহজাহান মাইজভান্ডারী, যুগ্ম মাতোয়ালী সৈয়দ মোঃ নাছিরুল আলম, সৈয়দ তালেবুল মওলা, মোহাম্মদ বাবুল গনি, খতিব সৈয়দ বশিরুল আলম সহ অন্যান্যরা।

সাভারে পৃথক ঘটনায় ছিনতাইকারী সহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার

সাভারে পৃথক ঘটনায় একজন ছিতাইকারী ও চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় ছিতাইকারীর কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু ও চোর চক্রের সদস্যের কাছ থেকে ল্যাপটপ ও কম্পিউটার উদ্ধার করা হয়।

শনিবার সাভারের পৃথক স্থান থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়,শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার ভাকুর্তার ছুলাই মার্কটে দিদার নামের এক ব্যক্তির মালিকানাধীন শিল্পী স্টুডিওতে ছবি তুলার নাম করে ভিতরে প্রবেশ করেন ছিনতাইকারী আবু বকর সোহাগসহ অজ্ঞাত আরো দুইজন।

ভিতরে প্রবেশ করার পরই ছিনতাইকারী সোহাগ দিদারকে জাপটে ধরে তার কাছে থাকা টাকা মোবাইল সহ সমস্ত কিছু বের করে দিতে বলে। পরে কিছুক্ষন ছিনতাকারীর সাথে দিদারের ধস্তা ধস্তি হয়। ধস্তাদস্তির এক পর্যায়ে ছিনতাইকারী সোহাগ একটি সুইচ গিয়ার চাকু বের করে দিদারকে আঘাত করার চেষ্টা করলে দিদারের হাতে আঙ্গুলে রক্তাক্ত যখম হয়। এসময় দিদারের আর্তচিৎকারে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

পরে দিদার সাভার থানায় অভিযোগ করলে পুলিশ বিষেশ অভিযান চালিয়ে সোহাগ নামের ছিনাতাইকারীকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত সোহাগ আশুলিয়ার ঘোষবাগ এলাকার বাবুল মিয়ার ছেলে।

অপরদিকে, কর্ণপাড়া এলাকা থেকে মোঃ ইয়াছিন ওরফে বুলেট নামের চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেন সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানান,চলতি বছরের গত ২৭ মার্চ রাত আটটা থেকে ২৮ মার্চ সকাল সাটটার পর্যন্ত একই সময়ের মধ্যে সাভার কর্ণপাড়া এলাকার রয়েল সিটি হাউজিংয়ে এন আর ফ্যাশন এবং এক্সেসরিজ নামের ব্যবসা প্রতিষ্ঠানের ভেন্টিলেটরের ফ্যান খুলে অজ্ঞাতনামা চোর বা চোর সদস্যরা প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে। পরে সেখানে থাকা ১টি সিপিইউ, ১টি এইচপি মনিটর, ১টি এইচপি ব্রান্ডের ল্যাপটপ, ১টি ৩২ ইঞ্চি র‍্যাংস টিভি, ৪টি এসির পিতলের পাইপ চুরি করে নিয়ে যায়।

এ বিষয়টি নিয়ে থানা অভিযোগ করলে বিষেশ অভিযান পরিচালনা করে চোর চক্তের সদস্য বুলেটকে গ্রেপ্তার করা হয়।

এসময় চুরি হওয়া ১টি সিপিইউ, ১টি এইচপি মনিটর, ১টি এইচপি ব্রান্ডের ল্যাপটপ, ১টি ৩২ ইঞ্চি র‍্যাংস টিভি উদ্ধার করা হয়।

এব্যপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল মিঞা বলেন,গ্রেপ্তারকৃত দুজনকেই আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এর সাথে জড়িতদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নওগাঁয় চলমান পুলিশ কনস্টেবল নিয়োগে অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রতারণায় ২ জন গ্রেফতার

 

উজ্জ্বল কুমার সরকার  :  নওগাঁ

নওগাঁয় চলমান পুলিশ কনস্টেবল নিয়োগে অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রতারণায় বিজিবি সদস্যসহ এক প্রতারককে গ্রেফতার।

পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৯টি ব্যাংকের স্বাক্ষরিত ফাঁকা চেক ও ১২টি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার এ বিষয়টি জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন – বদলগাছী উপজেলার কোলা হুদ্রাকুড়ী গ্রামের মৃত সেকেন্দার মন্ডলের ছেলে ও বিজিবি সদস্য মোহাম্মদ ফরিদ হোসেন (৩২) এবং একই গ্রামের সিরাজুল সরকারের ছেলে খাইরুল সরকার (৩০)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, আট লাখ টাকার বিনিময়ে নওগাঁয় পুলিশের কনস্টেবল নিয়োগে চাকরি দিবেন বলে এক প্রার্থীর অভিভাবকের সঙ্গে চুক্তি করেন প্রতারক চক্র।

এই খবরের ভিত্তিতে পুলিশের বিশেষ গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান পরিচালনা করে। শুক্রবার (১১) এপ্রিল দিবাগত রাতে জেলার বদলগাছী থানার কোলা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি সদস্যরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে গ্রেফতার ফরিদ হোসেন (৩২) বর্তমানে বিজিবিতে কর্মরত রয়েছেন এবং খাইরুল সরকার (৩০) তার সহযোগী হিসেবে কাজ করতেন।

এ সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি ডিবি) আব্দুল মান্নানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাকুরী দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়া চক্রের মূলহোতাকে গ্রেফতার।

 

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ

সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১২ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহানন্দা টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে প্রতারণার মাধ্যমে বিদেশে নিয়ে চাকুরী দেয়ার নামে অসহায় মানুষদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী প্রতারনা চক্রের মূলহোতা মোঃ সিরাজুল ইসলাম (৫৪), পিতা-মৃত ফজলুর রহমান, সাং-পিটিআই মাস্টারপাড়া, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ব্যক্তি দীর্ঘদিন হতে প্রতারনা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল লোকদের বিদেশে নিয়ে ভালো বেতনের চাকুরী প্রদানের প্রলোভণ দেখিয়ে গ্রামের অসহায় মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

একজন ভূক্ত ভোগীর অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, গ্রেফতারকৃত প্রতারক বিদেশে নিয়ে ভালো বেতনের চাকুরী প্রদানের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্যের মাধ্যমে প্রতারকের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে বর্নিত এলাকা হতে উক্ত প্রতারককে গ্রেফতার করা হয়।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

ক্রমশ ধরাছোঁয়ার বাইরে যাচ্ছে স্বর্ণের দাম!

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এতে স্বর্ণের দাম যে কোনো সময় প্রতি আউন্স ৩ হাজার ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে বিশ্লেষকরা ধারণা করছেন। এদিকে রুপা, কপার ও প্লাটিনামের দামেও লেগেছে দাম বাড়তির হাওয়া।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনার ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যার ফলে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত মূল্যবান ধাতুটির প্রতি আস্থা রাখতে শুরু করেছেন। এতে শুক্রবার (২৮ মার্চ) স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৪ দশমিক ৩১ ডলারে। যা দিনের শুরুতে পৌঁছেছিল রেকর্ড ৩ হাজার ৭৭ দশমিক ৪৪ ডলারে। আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৩ হাজার ৮৪ দশমিক ৭০ ডলারে বেচাকেনা হচ্ছে।

ক্যাপিটাল ডটকমের আর্থিক বাজার বিশ্লেষক কাইল রোডা বলেন, মার্কিন বাণিজ্য-রাজস্ব নীতি, ফেডের সুদের হার কমানোর সম্ভাবনা ও চলমান ভূরাজনৈতিক উত্তেজনার কারণে বাড়ছে স্বর্ণের দাম। খুব শিগগিরই এটি ৩ হাজার ১০০ ডলার প্রতি আউন্স ছাড়িয়ে যেতে পারে।
 
বিশ্ববাজারে স্বর্ণের ঊর্ধ্বমুখী দামের প্রভাব পড়ছে দেশের বাজারেও। ইতোমধ্যেই দেশে স্বর্ণের দাম পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চে। সবশেষ গত ২৫ মার্চ ১ হাজার ১৫৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
 
স্বর্ণের দামের এই ঊর্ধ্বমুখীতায় বেচকেনা কমে গেছে বলে জানিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা। পুরান ঢাকার তাঁতিবাজারের স্বর্ণ ব্যবসায়ী সুরঞ্জন বলেন, ‘ব্র্যান্ডের বড় বড় দোকানগুলোর বিক্রিও সাম্প্রতিক সময়ে অনেক কমে গেছে। আর মাঝারি ও ছোট ব্যবসায়ীদের অবস্থা তো আরও করুণ। ঊর্ধ্বমুখী এই দাম পুরো স্বর্ণ ব্যবসার জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে।’
আরেক স্বর্ণ ব্যবসায়ী তপন পাল বলেন, ‘উচ্চমূল্যের কারণে এবার ঈদে স্বর্ণের বেচাকেনা নেমেছে প্রায় অর্ধেকে। খুব উচ্চবিত্ত যারা, তারা শখ পূরণের জন্য কেনাকাটা করছেন, তাও সামান্য। গত বছরের তুলনায় প্রায় ৪০-৫০ শতাংশ কমেছে বেচাকেনা।’
আর ক্রেতারা বলছেন, স্বর্ণের দাম ক্রমেই ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। অনিমা পাল নামে এক ক্রেতা বলেন, স্বর্ণকে দুঃসময়ের সঙ্গী হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু যেভাবে দাম বাড়ছে, তাতে স্বর্ণ কেনাই দুরূহ হয়ে পড়ছে।
 
এদিকে, ট্রেডিং ইকোনমিকসের তথ্য, গত এক মাসে ৮ দশমিক দুই আট শতাংশ দাম বেড়েছে রুপার। বর্তমানে প্রতি ট্রয় আউন্স বিক্রি হচ্ছে ৩৪ দশমিক ৩৬ ডলারে।
 
প্লাটিনামের দামও বেড়েছে কিছুটা। এক মাসে ২ দশমিক ৪৩ শতাংশ দাম বেড়ে প্রতি ট্রয় আউন্স এই ধাতু বিক্রি হচ্ছে ৯৮৭ ডলারে। সবচেয়ে বেশি এক মাসে প্রায় ১০ শতাংশ দাম বেড়ে প্রতি পাউন্ড কপার বিক্রি হচ্ছে ৫ দশমিক ০৮ ডলারে।

ঈদের আগে মাংসের বাজারের পরিস্থিতি কী?

ঈদের বাকি আর হাতেগোনা কয়েকদিন। এরমধ্যেই বাড়তে শুরু করেছে সব ধরনের মুরগির দাম। তবে কিছুটা স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। আর বাজারের সঙ্গে মহল্লার দোকানে ডিমের দামে রয়েছে বিস্তর ফারাক।

শুক্রবার (২৮ মার্চ) কেরানীগঞ্জের আগানগর, জিনজিরা এবং রাজধানীর নয়াবাজার ও কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

 

আর কয়দিন বাদেই পবিত্র ঈদুল ফিতর। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে ঘিরে বাড়ছে মাংসের চাহিদা। এই সুযোগে রাজধানীর বাজারে বাড়তে শুরু করেছে ব্রয়লার, সোনালিসহ সব ধরনের মুরগির দাম।
বাজারে ২০-৪০ টাকা পর্যন্ত বেড়েছে মুরগির দাম। কেজিতে ২০ টাকা বেড়ে প্রতিকেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকায়। আর ৪০ টাকা কেজিতে বেড়ে সোনালি মুরগি বর্তমানে বিক্রি হচ্ছে ৩০০-৩৩০ টাকায়।
ছাড়া দেশি মুরগি ৬৫০-৭০০ টাকা, সাদা লেয়ার ২৮০ টাকা ও লাল লেয়ার বিক্রি হচ্ছে ৩০০-৩২০ টাকায়। আর জাতভেদে প্রতি পিস হাঁস বিক্রি হচ্ছে ৬০০-৭০০ টাকায়।
 
বিক্রেতারা বলছেন, ঈদকে কেন্দ্র করে বাড়ছে মুরগির দাম। রাজধানীর কারওয়ান বাজারের মুরগি ব্যবসায়ী দিদার বলেন, প্রতিবছরই ঈদের আগে দাম বাড়ে মুরগির। কারণ এ সময় ঈদের শপিং করতে গিয়ে মানুষ খাওয়া-দাওয়া করে বেশি। পাশাপাশি ঈদের জন্য মুরগি মজুতের প্রবণতাও থাকে। এতে চাহিদা বাড়ায় দামও বাড়ে।
 
কেরানীগঞ্জের আগানগর বাজারের মুরগি বিক্রেতা রিপন বলেন, ঈদ আসছে। এতে মুরগির চাহিদা বেড়েছে। মানুষ কিনছে বেশি। এতে সরবরাহের চেয়ে চাহিদা বেশি থাকায় দাম কিছুটা বাড়তি।
 
ক্রেতারা বলছেন, কোনো উৎসব এলেই পণ্যের দাম বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। এই সিন্ডিকেট বন্ধ করতে হবে। না হলে অহেতুক বাড়তি পয়সা গুনতে হয় ভোক্তাকে।
 
মুরগির দাম বাড়লেও বাজারে কিছুটা স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। বর্তমানে বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০-৮৫০ টাকায়। এছাড়া প্রতি কেজি খাসির মাংস ১ হাজার ২৫০ টাকা ও ছাগলের মাংস বিক্রি হচ্ছে ১ হাজার ১০০ টাকায়।
ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ স্বাভাবিক রয়েছে। এতে বাজারে নতুন করে বাড়েনি গরু ও খাসির দাম। রাজধানীর কারওয়ান বাজারের মাংস ব্যবসায়ী খালেদ বলেন, কমে গেছে গরুর মাংসের বেচাকেনা। ঈদে মানুষ বাড়ি যাচ্ছেন। যারা আছেন তারাও মুরগির চেয়ে গরুর মাংস কম কিনছেন।
বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে ডিমও। প্রতি ডজন লাল ডিম ১১৫-১২০ টাকা ও সাদা ডিম বিক্রি হচ্ছে ১১০-১১৫ টাকায়। আর প্রতি ডজন হাঁসের ডিম ১৮০-২০০ টাকা ও দেশি মুরগির ডিম ২২০ টাকায় বিক্রি হচ্ছে।
 
তবে মহল্লার দোকানগুলোতে বাজারের সঙ্গে ডিমের দামে রয়েছে বিস্তর ফারাক। কোথাও কোথাও প্রতি ডজন লাল ডিম ১৩০-১৪০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। তবে দাম বৃদ্ধির কোনো সদুত্তর দিতে পারেননি দোকানিরা।

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়। তবে কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩।

তবে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইংয়ে। একই স্থানে পর পর দুবার ভূমিকম্প হয়। প্রথমবার ১২টা ২০ মিনিটে ৭.৭ মাত্রার রিখটার স্কেলে এবং দ্বিতীয়বার ১২টা ৩২ মিনিটে ৬.৪ মাত্রার রিখটার স্কেলে অনভূত হয়

 

সর্বশেষ আপডেট...