26 C
Dhaka, BD
শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫

সাভারের কথিত সাংবাদিক লেগুনা আপেলকে রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক

ঢাকার সাভার উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পলাতক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের অন্যতম সহযোগী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ও আন্তজেলা ডাকার দলের সর্দার কথিত সাংবাদিক আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেলকে সাত দিনের রিমান্ড চেয়ে সাভার মডেল থানা থেকে আদালতে পাঠানো হয়েছে

 

 

সোমবার (১৪ এপ্রিল) দুপুরে গ্রেপ্তার লেগুনা আপেলকে পুলিশের প্রিজন ভ্যানে করে সাভার থেকে আদালতে পাঠানো হয়। এরআগে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা। এদিকে কথিত এই সাংবাদিক গ্রেপ্তার হওয়ায় এলাকায় প্রতীক স্বরূপ পচা আপেল ও মিষ্টি বিতরণ করেছে সাধারণ মানুষ।

 

পুলিশ জানায়, ষষ্ঠ শ্রেণী পাস না করেই বাবার পেশা কসাই ও লেগুনার ড্রাইভার হিসেবে পেশা শুরু করে পরবর্তীতে ছিনতাই, চুরি, ডাকাতি, পাঁচ নারীকে ধর্ষণ, চাঁদাবাজি, ব্ল্যাকমেইলসহ নানা ধরনের অপরাধের সাথে যুক্ত ছিলেন আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেল। পরবর্তীতে “আপেল ভাইয়ের দল” নামে একটি ডাকাত দল গড়ে নিজেকে নতুন নামে আত্মপ্রকাশ করেন। গ্রেপ্তার হয়ে কারাবাস শেষে জামিনে মুক্ত হয়ে একটি আন্ডারগ্রাউন্ড পত্রিকায় সাভার প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় নাম লেখায় অশিক্ষিত চতুর এই প্রতারক। আপেল সাভার পৌরসভার ভাটপাড়া মহল্লার শুকুর মুন্সি ওরফে শুকরু কসাইয়ের ছেলে। কথিত সাংবাদিকতার আড়ালে সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ক্যাডার হিসেবে নানা অপকর্মের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের বাড়িতে ডাকাতি, লুটপাট এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সরাসরি অস্ত্র হাতে ছাত্র-জনতার ওপর হামলা, গুলিবর্ষণ ও নির্যাতন চালায় আপেল। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলে পালিয়ে প্রথমে শশুর বাড়ি পাবনা, পরে বগুড়া ও নরসিংদী হয়ে সর্বশেষ মুন্সীগঞ্জে পূর্বের ন্যায় কথিত সাংবাদিকতা শুরু করেন এই প্রতারক। রবিবার ১৩ এপ্রিল দুপুরে তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশের বিশেষায়িত ইউনিট এলিট ফোর্স র‍্যাবের সহায়তায় অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ এলাকা থেকে আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেলকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

 

সূত্র জানায়, আপেল মাহমুদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদেআওয়ামী এজেন্ডা বাস্তবায়নে যুক্ত ও বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আরো বেশ কয়েকজন সাংবাদিকের নাম উঠে এসেছে। তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে নিশ্চিত করেছে ওই সূত্রটি।

উল্লেখ্য, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শীর্ষ সন্ত্রাসী মঞ্জুরুল আলম রাজীবের নানা অপকর্মের তথ্য গণমাধ্যমে তুলে ধরতেন সাভারের স্থানীয় সাংবাদিক মতিউর রহমান ভান্ডারী, সোহেল রানাসহ অন্য সাংবাদিকরা। পাল্টা

 

রাজীবের পক্ষ নিয়ে তাদের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার করতেন আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেল। রাজীবকে খুশি করতে গত বছরের ১৫ই মে সাংবাদিক সোহেল রানার বিরুদ্ধে যুবলীগ নেতা শাহজাহানকে বাদী করে আদালতে মিথ্যা মামলা করিয়ে পুরস্কার স্বরূপ বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির প্রতিনিধিত্ব ও সাভার উপজেলা থেকে তিন মাসে ৬ লাখ টাকার বিজ্ঞাপন বাগিয়ে নেন আপেল মাহমুদ। এত কিছুর পরে অবশেষে গ্রেপ্তার হলো আপেল মাহমুদ ওরফে লেগুনা আপেল। তাকে আইনের আওতায় আনায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় জনগণ ও পেশাদার সাংবাদিকরা।

দীর্ঘদিন আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মুরাদনগর (কুমিল্লা)

কুমিল্লার মুরাদনগর উপজেলার রাজনগর গ্রামের বাসিন্দা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জসীম উদ্দীনকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জসীম উদ্দীন (৪০), পিতা নুরুল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) ধারার ৮(গ) অনুযায়ী দায়েরকৃত মামলায় ২০২৩ সালে আদালত কর্তৃক যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

সাম্প্রতিক সময়ে তার অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে মুরাদনগর থানা পুলিশ। এরপর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শামীম আহমেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল শনিবার (১২ এপ্রিল) গভীর রাতে ঢাকার হাজারীবাগ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুর রহমান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিকল্পিতভাবে অভিযান পরিচালনা করা হয়। দীর্ঘদিন আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তাকে রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

তিনি আরও জানান, “পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক ও অপরাধ দমনে মুরাদনগর থানা সদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।”

স্থানীয়ভাবে জানা গেছে, জসীম উদ্দীন দীর্ঘদিন ধরে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ মিছিলে এম. নুরুল হুদা চৌধুরী– ফিলিস্তানে ইসরাইলী বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে বিশ্ব জনমত সোচ্চার হয়ে মানবিকতা রক্ষা করুন

স ম জিয়াউর রহমান,

গাজায় ইসরাইলী বাহিনীর কাপুরুষোচিত বর্বর হামলায় অকাতরে প্রাণ যাচ্ছে অবুঝ শিশু, নারী, পুরুষ সহ নিরস্ত্র অগণিত মানুষের। বিনা চিকিৎসায় পঙ্গুত্ব বরণ করছে অসংখ্য জনগণ। আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেড ক্রিসেন্ট সহ কাউকেই ওষুধ ও খাদ্যের যোগান এবং ত্রাণ দেওয়ার সুযোগ দিচ্ছে না। অমানবিক ও পৈশাচিক এ আচরণে বিশ্ববাসি আজ হতবাক ও নীরব। মানবাধিকারের রক্ষক হিসেবে খ্যাত জাতিসংঘের কোন নির্দেশনাও নেতা নিয়াহু সহ ফিলিস্তিনী শাসকগোষ্ঠী কর্ণপাত করছে না। বিপন্ন মানবতায় বিশ্ব আজ হতবাক হয়ে চেয়ে রয়েছে। প্রতিকারের কোন যৌক্তিক সমাধান নেই।

এমনতর পরিস্থিতিতে আজ ১২ এপ্রিল সকাল ১১টায় বাকলিয়া কর্ণফুলী ব্রীজ চত্বরে মার্চ ফর গাজা কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন রেজি নং বি ২১৪৮ চট্টগ্রাম জেলা শাখার বিক্ষোভ মিছিলে বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এম. নুরুল হুদা চৌধুরী বলেন, বিশ্বজনমত সোচ্চার হয়ে ফিলিস্তিনীর জনগণকে রক্ষা করুন, বিশ্ব মানবিকতা রক্ষা করুন। বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার কার্যকরী সভাপতি মোহাম্মদ নুরুল আলম মাষ্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মাঝির সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে আরও বক্তব্য রাখেন বাঁশখালী নৌ-যান শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আজগর হোসেন তালুকদার, জেলা কমিটির সম্পাদক মন্ডলী সদস্য যথাক্রমে- মো. নুরুল হোসেন, কামাল মাঝি, রহিম সুকানী, রাজু সুকানী, আকতার মিয়া মাঝি, দানু মিয়া, রুবেল মিয়া, কালু সুকানী, হেলাল উদ্দিন, মো. সবুজ, আবুল কাশেম, লিটন বাবু, কামাল সুকানী, রানা সুকানী প্রমুখ।

বক্তারা বলেন, ইসরাইলী পণ্য পরিহার করুন। অবিলম্বে ফিলিস্তানে হামলা বন্ধ কর, করতে হবে। বিশ্ববিবেক আজ জাগ্রত হচ্ছে। মানবতার মুক্তির লক্ষ্যে ইসরাইলের বিরুদ্ধে বিশ্বজনমত অবস্থান নিয়ে ঘৃণিত ইসরাইলী বাহিনীকে নৃশংস বর্বর জাতি হিসেবে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করবে।

ডায়ালাইসিস ফ্লোর ও কিডনী প্রতিস্থাপন অপারেশন থিয়েটার কমপ্লেক্স উদ্বোধন আজ

স ম জিয়াউর রহমান,

আজ (১৪ এপ্রিল) বিকেল ৪টায় চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের ২৫ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস ফ্লোর ও কিডনী প্রতিস্থাপন অপারেশন থিয়েটার কমপ্লেক্স উদ্বোধন করা হবে।
খুলশীর কিডনী ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠেয় এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

 

সম্মানিত অতিথি থাকবেন পিএইচপি প্যামিলির চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ।

 

চট্টগ্রাম কিডনী ফাউন্ডেশনের সভাপতি ডা. মঈনুল ইসলাম মাহমুদ ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কামালুর রহমান সকলকে যথাসময়ে এ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।

আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন, ৩০ কক্ষ পুড়ে ছাই

সাভার (ঢাকা)

সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে আগুন লেগে অন্তত ৩০ টি কক্ষ পড়ে গেছে। এঘটনায় কোন হতাহতের খবর পাওয়া না গেলেও আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

 

রবিবার (১৩ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় রবিনের কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এঘটনায় আরও দুটি দোকান পুড়ে যায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে ৮ টার দিকে কলোনীর একটি টিনশেড রুমে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। নিমিষেই আশেপাশে থাকা অন্যান্য টিন সেড ঘরে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ নেয়।

 

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোমেন বড়ুয়া বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে করে। প্রায় ১ ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নেয় ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে রান্নার গ্যাসের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ৫০ লাখ টাকা হতে পারে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্র হত্যার সাত মামলার আসামী আপেল গ্রেপ্তার

জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্র-জনতার হত্যার সাত মামলার আসামী আপেল মাহমুদকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।
রোববার (১৩ এপ্রিল) রাতে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) জুয়েল মিঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এরআগে মুন্সিগঞ্জ জেলার সদর থানার কেওয়ার লোহারপুল গাবতলা থেকে র‌্যাব-১১ এর অভিযানিক দল আপেলকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আপেল মাহমুদ সাভার পৌর এলাকার ভাটপাড়া মহল্লার বাসিন্দা।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, জুলাই-আগষ্ট বিপ্লবে ছাত্র-জনতা হত্যা মামলার সাত মামলার আসামি আপেলকে র‌্যাব গ্রেপ্তার করেছে। পরে রাত ১২ টার দিকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সাভারে পৃথক ঘটনায় ছিনতাইকারী সহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার

সাভারে পৃথক ঘটনায় একজন ছিতাইকারী ও চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় ছিতাইকারীর কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু ও চোর চক্রের সদস্যের কাছ থেকে ল্যাপটপ ও কম্পিউটার উদ্ধার করা হয়।

শনিবার সাভারের পৃথক স্থান থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়,শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার ভাকুর্তার ছুলাই মার্কটে দিদার নামের এক ব্যক্তির মালিকানাধীন শিল্পী স্টুডিওতে ছবি তুলার নাম করে ভিতরে প্রবেশ করেন ছিনতাইকারী আবু বকর সোহাগসহ অজ্ঞাত আরো দুইজন। ভিতরে প্রবেশ করার পরই ছিনতাইকারী সোহাগ দিদারকে জাপটে ধরে তার কাছে থাকা টাকা মোবাইল সহ সমস্ত কিছু বের করে দিতে বলে। পরে কিছুক্ষন ছিনতাকারীর সাথে দিদারের ধস্তা ধস্তি হয়। ধস্তাদস্তির এক পর্যায়ে ছিনতাইকারী সোহাগ একটি সুইচ গিয়ার চাকু বের করে দিদারকে আঘাত করার চেষ্টা করলে দিদারের হাতে আঙ্গুলে রক্তাক্ত যখম হয়। এসময় দিদারের আর্তচিৎকারে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

পরে দিদার সাভার থানায় অভিযোগ করলে পুলিশ বিষেশ অভিযান চালিয়ে সোহাগ নামের ছিনাতাইকারীকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত সোহাগ আশুলিয়ার ঘোষবাগ এলাকার বাবুল মিয়ার ছেলে।

অপরদিকে, কর্ণপাড়া এলাকা থেকে মোঃ ইয়াছিন ওরফে বুলেট নামের চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেন সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানান,চলতি বছরের গত ২৭ মার্চ রাত আটটা থেকে ২৮ মার্চ সকাল সাটটার পর্যন্ত একই সময়ের মধ্যে সাভার কর্ণপাড়া এলাকার রয়েল সিটি হাউজিংয়ে এন আর ফ্যাশন এবং এক্সেসরিজ নামের ব্যবসা প্রতিষ্ঠানের ভেন্টিলেটরের ফ্যান খুলে অজ্ঞাতনামা চোর বা চোর সদস্যরা প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে। পরে সেখানে থাকা ১টি সিপিইউ, ১টি এইচপি মনিটর, ১টি এইচপি ব্রান্ডের ল্যাপটপ, ১টি ৩২ ইঞ্চি র‍্যাংস টিভি, ৪টি এসির পিতলের পাইপ চুরি করে নিয়ে যায়।

এ বিষয়টি নিয়ে থানা অভিযোগ করলে বিষেশ অভিযান পরিচালনা করে চোর চক্তের সদস্য বুলেটকে গ্রেপ্তার করা হয়।

এসময় চুরি হওয়া ১টি সিপিইউ, ১টি এইচপি মনিটর, ১টি এইচপি ব্রান্ডের ল্যাপটপ, ১টি ৩২ ইঞ্চি র‍্যাংস টিভি উদ্ধার করা হয়।

এব্যপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল মিঞা বলেন,গ্রেপ্তারকৃত দুজনকেই আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এর সাথে জড়িতদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মাইজভাণ্ডার শরীফ শাহী জামে মসজিদ পুনঃনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা

জিয়াউর রহমান, চট্টগ্রাম : মাইজভাণ্ডার শরীফ শাহী জামে মসজিদ পুনঃনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ এপ্রিল শুক্রবার বাদে মাগরিব মাইজভাণ্ডার শাহী ময়দানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারী গাউছিয়া আহমদিয়া মনজিলের সম্মানিত সাজ্জাদানশীন আলহাজ্ব শাহসূফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী ।

মতোয়াল্লী পরিবার ও এলাকাবাসীর যৌথ আয়োজনে ডা. সৈয়দ মিসকাতুন নুর মাইজভান্ডারীর সঞ্চালনায় এতে আওলাদগণের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দ আহমদ হোসাইন শাহারিয়ার মাইজভান্ডারী, সৈয়দ ফরহাদ আহমেদ মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ নাজিমুদ্দিন মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ হুসেইন রাইফ নুরুল ইসলাম মাইজভান্ডারী, সৈয়দ শাহদাত উদ্দিন মাইভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ হুসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী, সৈয়দ মিফতাহুন নুর মাইজভাণ্ডারী, সৈয়দ আব্দুল করিম, শাহজাদা সৈয়দ নূর হোসাইন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ মারুফ বিন কাদের মাইজভাণ্ডারী ।

এছারাও বক্তব্য রাখেন , শাহজাদা সৈয়দ রাজিবুল হাসান মাইজভাণ্ডারী, সৈয়দ ওমর ফারুক, শাহজাদা সৈয়দ আতিকুল ইসলাম মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ ফাহিম রহমান মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ নজিবুল্লাহ মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আসিফ নইমুদ্দিন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ তরিকত উল্লাহ মাইজভাণ্ডারী, শাহজাদা সাইফুর রহমান, ইঞ্জি. মোঃ নুরুল ইসলাম খান, শাহজাদা সৈয়দ রিহান মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আবিদ মাইজভাণ্ডারী, সৈয়দ আহমদ নাবিদ হাসান মাইজভান্ডারী, সৈয়দ আবতাহি সাফওয়ান মাইজভান্ডারী, মাতোয়ালী সৈয়দ মোঃ সৈয়দুল আলম শাহজাহান মাইজভান্ডারী, যুগ্ম মাতোয়ালী সৈয়দ মোঃ নাছিরুল আলম, সৈয়দ তালেবুল মওলা, মোহাম্মদ বাবুল গনি, খতিব সৈয়দ বশিরুল আলম সহ অন্যান্যরা।

সাভারে পৃথক ঘটনায় ছিনতাইকারী সহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার

সাভারে পৃথক ঘটনায় একজন ছিতাইকারী ও চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। এসময় ছিতাইকারীর কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু ও চোর চক্রের সদস্যের কাছ থেকে ল্যাপটপ ও কম্পিউটার উদ্ধার করা হয়।

শনিবার সাভারের পৃথক স্থান থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়,শুক্রবার বিকেল পাঁচটার দিকে উপজেলার ভাকুর্তার ছুলাই মার্কটে দিদার নামের এক ব্যক্তির মালিকানাধীন শিল্পী স্টুডিওতে ছবি তুলার নাম করে ভিতরে প্রবেশ করেন ছিনতাইকারী আবু বকর সোহাগসহ অজ্ঞাত আরো দুইজন।

ভিতরে প্রবেশ করার পরই ছিনতাইকারী সোহাগ দিদারকে জাপটে ধরে তার কাছে থাকা টাকা মোবাইল সহ সমস্ত কিছু বের করে দিতে বলে। পরে কিছুক্ষন ছিনতাকারীর সাথে দিদারের ধস্তা ধস্তি হয়। ধস্তাদস্তির এক পর্যায়ে ছিনতাইকারী সোহাগ একটি সুইচ গিয়ার চাকু বের করে দিদারকে আঘাত করার চেষ্টা করলে দিদারের হাতে আঙ্গুলে রক্তাক্ত যখম হয়। এসময় দিদারের আর্তচিৎকারে ছিনতাইকারীরা পালিয়ে যায়।

পরে দিদার সাভার থানায় অভিযোগ করলে পুলিশ বিষেশ অভিযান চালিয়ে সোহাগ নামের ছিনাতাইকারীকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত সোহাগ আশুলিয়ার ঘোষবাগ এলাকার বাবুল মিয়ার ছেলে।

অপরদিকে, কর্ণপাড়া এলাকা থেকে মোঃ ইয়াছিন ওরফে বুলেট নামের চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেন সাভার মডেল থানা পুলিশ।

পুলিশ জানান,চলতি বছরের গত ২৭ মার্চ রাত আটটা থেকে ২৮ মার্চ সকাল সাটটার পর্যন্ত একই সময়ের মধ্যে সাভার কর্ণপাড়া এলাকার রয়েল সিটি হাউজিংয়ে এন আর ফ্যাশন এবং এক্সেসরিজ নামের ব্যবসা প্রতিষ্ঠানের ভেন্টিলেটরের ফ্যান খুলে অজ্ঞাতনামা চোর বা চোর সদস্যরা প্রতিষ্ঠানের ভিতরে প্রবেশ করে। পরে সেখানে থাকা ১টি সিপিইউ, ১টি এইচপি মনিটর, ১টি এইচপি ব্রান্ডের ল্যাপটপ, ১টি ৩২ ইঞ্চি র‍্যাংস টিভি, ৪টি এসির পিতলের পাইপ চুরি করে নিয়ে যায়।

এ বিষয়টি নিয়ে থানা অভিযোগ করলে বিষেশ অভিযান পরিচালনা করে চোর চক্তের সদস্য বুলেটকে গ্রেপ্তার করা হয়।

এসময় চুরি হওয়া ১টি সিপিইউ, ১টি এইচপি মনিটর, ১টি এইচপি ব্রান্ডের ল্যাপটপ, ১টি ৩২ ইঞ্চি র‍্যাংস টিভি উদ্ধার করা হয়।

এব্যপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল মিঞা বলেন,গ্রেপ্তারকৃত দুজনকেই আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি এর সাথে জড়িতদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নওগাঁয় চলমান পুলিশ কনস্টেবল নিয়োগে অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রতারণায় ২ জন গ্রেফতার

 

উজ্জ্বল কুমার সরকার  :  নওগাঁ

নওগাঁয় চলমান পুলিশ কনস্টেবল নিয়োগে অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রতারণায় বিজিবি সদস্যসহ এক প্রতারককে গ্রেফতার।

পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৯টি ব্যাংকের স্বাক্ষরিত ফাঁকা চেক ও ১২টি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার এ বিষয়টি জানান।

গ্রেফতার ব্যক্তিরা হলেন – বদলগাছী উপজেলার কোলা হুদ্রাকুড়ী গ্রামের মৃত সেকেন্দার মন্ডলের ছেলে ও বিজিবি সদস্য মোহাম্মদ ফরিদ হোসেন (৩২) এবং একই গ্রামের সিরাজুল সরকারের ছেলে খাইরুল সরকার (৩০)।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, আট লাখ টাকার বিনিময়ে নওগাঁয় পুলিশের কনস্টেবল নিয়োগে চাকরি দিবেন বলে এক প্রার্থীর অভিভাবকের সঙ্গে চুক্তি করেন প্রতারক চক্র।

এই খবরের ভিত্তিতে পুলিশের বিশেষ গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান পরিচালনা করে। শুক্রবার (১১) এপ্রিল দিবাগত রাতে জেলার বদলগাছী থানার কোলা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি সদস্যরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে গ্রেফতার ফরিদ হোসেন (৩২) বর্তমানে বিজিবিতে কর্মরত রয়েছেন এবং খাইরুল সরকার (৩০) তার সহযোগী হিসেবে কাজ করতেন।

এ সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি ডিবি) আব্দুল মান্নানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ আপডেট...