29.9 C
Dhaka, BD
শনিবার, আগস্ট ২, ২০২৫

পুঠিয়ায় পুকুর মাফিয়ার হামলা : সাংবাদিকদের ক্যামেরা ছিনতাই

রাকিবুল ইসলাম মিঠু: রাজশাহীর পুঠিয়ায় পুকুর মাফিয়া মো: আবদুল হান্নান (পিতা: আবদুল মান্নান, সাং: জগপাড়া, থানা: পুঠিয়া) দীর্ঘদিন ধরে ফসলি জমি কেটে পুকুরে পরিণত করছেন।

সর্বশেষ, শিলমারিয়া ইউনিয়নের গাড়াগাছি এলাকায় ৩০-৩৫ বিঘা জমিতে পুকুর কাটার খবর পেয়ে সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকরা হামলার শিকার হন।

গত ১৯ মার্চ রাত ১১টার দিকে দৈনিক উপচার-এর ক্যামেরা পার্সন বখতিয়ার শাহরিয়ার লিয়ন, জাতীয় দৈনিক নতুন দিন-এর রাজশাহী জেলা প্রতিনিধি মশিউর রহমান এবং সংবাদ ২৪ ঘণ্টা-এর সিনিয়র ক্যামেরা পার্সন মিশাল মণ্ডলসহ ৫-৬ জন সাংবাদিক ঘটনাস্থলে যান।

সেখানে পুকুর মাফিয়া হান্নানের নেতৃত্বে ২০-২৫ জনের সশস্ত্র ক্যাডার বাহিনী তাদের ঘিরে ধরে। সাংবাদিকরা ছবি ও ভিডিও ধারণের চেষ্টা করলে জোরপূর্বক ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। ক্যামেরা দিতে অস্বীকৃতি জানালে বখতিয়ার শাহরিয়ার লিয়নের মাথা ও পেটে আগ্নেয়াস্ত্র ধরে ক্যামেরা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা।

জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দিয়ে এবং বিএনপি সরকারের সময় বিএনপি নেতাদের ছত্রছায়ায় হান্নান তার পুকুর খনন কার্যক্রম চালিয়ে আসছেন। রাজনৈতিক ছত্রছায়ায় থাকার কারণে স্থানীয় প্রশাসন একাধিকবার অভিযান চালালেও তার অবৈধ কার্যক্রম বন্ধ হয়নি।

এ ঘটনা জানাজানি হলে জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগ-এর সভাপতি মোঃ নুরে ইসলাম মিলন তাৎক্ষণিক হস্তক্ষেপ করেন। তার প্রচেষ্টায় এবং প্রশাসনের সঙ্গে আলোচনার পর ক্যামেরাগুলো ফেরত দেওয়া হয়।

সাংবাদিকদের ওপর এ ধরনের বর্বর হামলায় সাংবাদিক সমাজ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে পুকুর মাফিয়ার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয় প্রশাসনের একাধিকবার অভিযানের পরও হান্নানের পুকুর খনন অব্যাহত রয়েছে। গত ১৫ ডিসেম্বর ২০২৪ তারিখে শিলমারিয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা হান্নানসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপরও তিনি অবৈধভাবে পুকুর কাটছেন বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, “সাংবাদিকদের ওপর হামলার ঘটনা গুরুতর। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, “আমরা আগেও অবৈধভাবে পুকুর কাটার বিষয়ে ব্যবস্থা নিয়েছি। নতুন করে এমন ঘটনা ঘটায় দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করব।

রাজশাহী জেলা পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম বলেন, “সাংবাদিকদের ওপর হামলা এবং পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া দুঃখজনক। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

টেকনাফে রহস্যজনক যুবকের মৃত-মৃতদেহ উদ্ধার

ওবাইদুর রহমান নয়ন, টেকনাফ প্রতিনিধিক ক্সবাজারের টেকনাফের উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার রাসেল নামের এক যুবক কে টেকনাফ সদরের মিঠাপানির ছড়া এলাকার তার শুশূর বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।

পরে নোয়াখালী পাড়া এলাকার হলিউড পাহাড় থেকে রাসেল নামের ঐ যুবককে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করেছে নৌবাহিনী।

শনিবার (২২ মার্চ) দুপুর ২ ঘটিঘার দিকে মুমুর্ষ অবস্থায় অবস্থায় ওই যুবকে নোয়াখালী পাড়া গহীন পাড়া থেকে উদ্ধার করে নৌবাহিনী। পরে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত ঐ যুবকের নাম, মোঃ রাসেল, পিতা আবুল কালাম, গ্রাম কচ্ছপিয়া তার দুই বছরের এক ছেলে রয়েছে বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, শনিবার দিনের ১২ টার দিকে তাকে তার শুশূর বাড়ি থেকে ৭/৮ জন চিহ্নিত তার এলাকার যুবক তাকে তুলে নিয়ে যায়।

তাদের মধ্যে যাদের পরিচয় সনাক্ত করা হয়েছে তারা হলেন, মোঃ শাকের, পিতা নুরুল ইসলাম,আনোয়ার, পিতা নুরুল ইসলাম, মোঃ তৈয়ুব, পিতা কালা মিয়া, জয়নাল, পিতা জাফর, গফুর মিয়া, পিতা আব্দুর রশিদ, ছেবর মিয়া, পিতা আব্দুর জব্বার, এছাড়াও অজ্ঞাতনামা কয়েকজন রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি )গিয়াস উদ্দিন বলেন, প্রাথমিকভাবে টেকনাফ হাসপাতাল থেকে মরদেহটি সনাক্ত করার পর, লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণের ব্যবস্থা নেয়া হচ্ছে।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসিফ আলভী বলেন, “সোয়া তিনটার দিকে এক যুবককে নিয়ে আসেন নৌবাহিনী, হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়। তবে তার দেহে আঘাতের চিহ্ন রয়েছে।”

টেকনাফ হাসপাতালে সড়ে জমিনে গিয়ে, এ বিষয়ে জানতে চাইলে নৌবাহিনীর এক সদস্যরা বলেন, আমারা পাহাড় থেকে থেকে তাকে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। পরে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নাগরপুরে ফিলিস্তিনে গণহত্যা ও ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সোলায়মান,টাঙ্গাইল জেলা প্রতিনিধি : সংযম ও পবিত্র মাস মাহে রমজানে ফিলিস্তিনে ইসরাইলি বাহিনী ও ভারতের নাগপুরে মুসলমানদের উপর নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেনটা ঙ্গাইলের নাগরপুরের তৌহীদি জনতা।

২১ মার্চ শুক্রবার বাংলাদেশ খেলাফত যুব মজলিশ নাগরপুর শাখার উদ্যোগে জুম্মা বাদ নাগরপুর সরকারি কলেজ জামে মসজিদের সামনে থেকে শুরু হয় এ বিক্ষোভ মিছিল। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কলেজ মসজিদের সামনে এসে শেষ হয়।

ইত্তেহাদুল উলামা ওয়াল হুফ্ফাজ নাগরপুর এর সেক্রেটারী মাওলানা আল হেলাল এর পরিচালনায় এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নাগরপুর বাজার জামে মসজিদের খতীব মাওলানা মো.রফিকুল ইসলাম, নাগরপুর বাজার জামে মসজিদ এর পেশ ইমাম মাওলানা মো.রফিকুল ইসলাম আমিনী।

বক্তারা ফিলিস্তিনে ইসরাইলী বাহিনী ও ভারতের মুসলিমদের উপর নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে সকল মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান।

বিশ্বের নেতাদের এ নির্মম হত্যা বন্ধের জোড়ালো পদক্ষেপ গ্রহণের আকুল দাবি জানান। প্রয়োজনে মুসলিম বিশ্বের সকল দেশকে সন্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে আহবান জানান বক্তারা

কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন সুকান্ত ও অপু

কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম বিভাগের
সাংগঠনিক সম্পাদক হলেন সুকান্ত ও অপু

, চট্টগ্রাম থেকে :
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগের ১নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সুকান্ত তালুকদার ও ২নং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অপু চৌধুরী আকাশ।
গত ৫ মার্চ কল্যাণ ফ্রণ্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার ও মহাসচিব এসএন তরুণ দে স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় কমিটিতে এই দুজনকে অন্তর্ভুক্তি করা হয়। সুকান্ত তালুকদার ও অপু চৌধুরী আকাশ দুজনেই চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক ছাত্রনেতা।
চট্টগ্রাম বিভাগে কল্যাণ ফ্রন্টকে সাংগঠনিকভাবে এগিয়ে নিতে কেন্দ্রের নির্দেশে সমন্বিতভাবে কাজ করবেন বলে জানিয়েছেন সুকান্ত তালুকদার ও অপু চৌধুরী আকাশ।

চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে ভূমি উপ সহকারী রাসেল আটক

চুনারুঘাটে ডেভিল হান্ট অভিযানে ভূমি উপ সহকারী রাসেল আটক

হবিগঞ্জ জেলা প্রতিনিধি।।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মামলায় অভিযুক্ত ভূমি উপসহকারী কর্মকর্তা রাসেল মিয়া (৩৩)কে ডেবিল হান্ট অভিযানে আটক করেছে যৌথ বাহিনী।

বুধবার (১৯ মার্চ) সকালে যৌথবাহিনী জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ভূমি অফিস কার্যালয় থেকে আজমিরীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় আটক করেছে বলে জানা যায়।

আটককৃত ভূমি উপসহকারী কর্মকর্তা রাসেল মিয়া (৩৩)চুনারুঘাট উপজেলার ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এবং ৭নং উবাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ সভাপতি রজব আলীর কনিষ্ঠ পুত্র।

উল্লেখ্যে উপজেলার নতুন-ব্রিজ (শায়েস্তাগঞ্জ) বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন সহ ৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।উক্ত মামলার ৩৬ নম্বর আসামি ছিলেন তিনি।

গত বুধবার (১১ সেপ্টেম্বর ২৪) চুনারুঘাট যুব-দলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন বাদী হয়ে চুনারুঘাট থানায় এ মামলাটি করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও জনতা ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকায় জড়ো হয়েছিলেন। বিক্ষোভ চলাকালে ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের নির্দেশে একদল লোক আন্দোলকারীদের ওপর হামলা চালানোর অভিযোগ করা হয়।এজাহার সূত্রে আরও জানা যায়, মামলার আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্র ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার অফির্সাস ইন চার্জ (ওসি) মোঃ নূর আলম। তিনি বলেন,সেনাবাহিনী তাকে আটক করেছে।

(সাভারের আশুলিয়ায় এক সপ্তাহে পৃথক তিনটি ধর্ষণের মামলা:আসামী সৎ বাবা ও চাচা )

নিজস্ব প্রতিবেদক ;

গেল এক সপ্তাহায় সাভারের আশুলিয়ায় শিশু ও কিশোরী ধর্ষণের তিনটি পৃথক মামলা হয়েছে আশুলিয়া থানায়। দুটি মামলায় আসামী ভুক্তভোগীদের সৎ বাবা অপর মামলায় আসামী চাচা। এরই মধ্যে দুটি মামলার আসামী গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ ধরনের ঘটনায় উৎকন্ঠায় স্থানীয়রা। সচেতন মহল বলছে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি প্রয়োজন সামাজিক সচেতনতা।
আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকা থেকে গতকাল রাতে গ্রেফতার করা হয় ৪০ বছর বয়সী শাবলু মাদবরকে। ১৪ বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষনের অভিযোগে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এসময় উত্তেজিত জনতার রোষানলে পরে শাবলু মাদবর।
গেল ৫ বছর আগে শাবলু মাদবরকে বিয়ে করেন ভুক্তভোগীর মা। এরপর থেকে শাবলু মাদবরকে নিয়ে নিশ্চিন্তপুর এলাকায় ১ম পক্ষের ২ মেয়েসহ ভাড়া বাসায় থাকেন। ভুক্তভোগীর মা পোশাক কারখানায় কাজে বের হয়ে গেলে সৎ বাবার ধর্ষনের শিকার হয় ভুক্তভোগী কিশোরী। ভুক্তভোগীর অভিযোগ প্রায় ১ বছর ধরে নানা ভাবে হুমকি দিয়ে ধর্ষণ করা হয় ভুক্তভোগীকে।
এর আগে গত ১২ মার্চ আশুলিয়ার নবীনগর এলাকায় ১০ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে সৎ বাবার বিরুদ্ধে থানায় মামলা করেন ভুক্তভোগীর মা। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত লুৎফর রহমান।

অপর দিকে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকায় বাবার মামাতো ভাইয়ের দ্বারা ধর্ষনের শিকার হয় ৮ বছরের এক শিশু। এ ঘটনায় ১১ মার্চ মামলা দায়েরের পর আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয় অভিযুক্ত রাসেল।
এসব ঘটনায় উৎকন্ঠায় স্থানীয়রা। নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে আইনের কঠোর প্রয়োগ দাবী জানিয়েছেন স্থানীয় সহ ভুক্তভোগী পরিবারগুলো।
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধের মতো নানা কর্মসুচি পালন করে শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা। তাদের দাবি অপরাধীদের উপযুক্ত বিচারের। তবুও যেন লাগাম টেনে ধরা যাচ্ছে না ঘৃণিত ধর্ষকদের।

এ ধরনের বিকৃত মানসিকতা ও মানবিক অবক্ষয় রোধে আইনের শাসন প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর তাগিদ সংশ্লিষ্টদের।

আশুলিয়ায় ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীদের ডাক্তারী পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আশুলিয়া থানায় পৃথক দুটি মামলার আসামী গ্রেফতারের পর আদালতে পাঠানো হয়েছে। অপর মামলার আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।

 

হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ মছিহ্ উল্লাহ্ (কঃ) মির্জাপুরীর ১০৯তম মহান বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ মছিহ্ উল্লাহ্ (কঃ) মির্জাপুরীর
১০৯তম মহান বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন

চট্টগ্রাম থেকে :

১৮ মার্চ মঙ্গলবার আওলাদে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,গাউসুল আযম হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (কঃ) কেবলা কাবার আপন খালাতো ভাই ও বেয়াই, এবং পীর ভাই ও তাঁহার পবিত্র জানাজা শরীফের ইমাম, গাউসুল আযম বিল বিরাসত হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ গোলামুর রহমান মাইজভাণ্ডারী প্রকাশ বাবা ভাণ্ডারী (কঃ) কেবলা কাবার শ্রদ্বেয় তালই এবং খাদেমুল ফোকারা অছিয়ে গাউসুল আযম সৈয়দ দেলাওর হোসাইন মাইজভাণ্ডারী (কঃ) কেবলা কাবার শ্রদ্বেয় নানাজান সুলতানুল মাশায়েখ, আলেমকুল শিরোমণি, মুফতিয়ে আযম, হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ মছিহ্ উল্লাহ্ (কঃ) মির্জাপুরী ছাহেব কেবলা কাবার ১০৯তম মহান বার্ষিক ওরশ শরীফ মহাসমারোহে গাউসিয়া মছিহ মনজিলে অনুষ্ঠিত হয়। উক্ত ওরশ শরীফে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপুল ভক্ত-অনুরাগীর সমাগম হয়। গাউসিয়া মছিহ্ মনজিল, মির্জাপুর দরবার শরীফ, সৈয়দ পাড়া, সরকারহাট, হাটহাজারী, চট্টগ্রাম এ ওরশ শরীফ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আগত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সাজ্জাদানশীন সৈয়দ মছিউল করিম মির্জাপুরী মাইজভাণ্ডারী (রহঃ) ‘র একমাত্র আওলাদ শাহজাদা সৈয়দ শাহাদাৎ হোসাইন মির্জাপুরী (মা.জি.আ.)।
এ সময় আরও উপস্থিত ছিলেন মো. মাকসুদুর রহমান দুলাল, ছৈয়দ আবদুর রাব্বান, মো. আবুল কালাম, মো. ইউনুছ, মো. সৈয়দ ফকির, মো. আবুল বশর, মো. জাহেদুল ইসলাম জাবেদ, মো. মুছা কোং, মো. মহিউদ্দিন, মো. আলী আবরা দুলাল, মো. জুলু, মো. জসিম উদ্দিন জিকু, লায়ন ডা. বরুণ কুমার আচার্য, নাজমুল হুদা, টিটু চৌধুরী, ধীমান দাশ, সমীর দাশ প্রমুখ।

আশুলিয়ায় সংবাদকর্মীর ওপর হামলা

আশুলিয়ায় সংবাদকর্মীর ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক ;

সাভারের আশুলিয়ায় সেলিম হোসেন (৩৭) নামের একজন সংবাদকর্মীর ওপর হামলা করেছে চাঁদাবাজরা। এসময় পিটিয়ে মারাত্মকভাবে আহত করলে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অভিযুক্তরা হলেন- জামগড়া এলাকার মৃত হেলিম ভূঁইয়ার ছেলে জহিরুল ইসলাম জুরু ভূইয়া (৫৫), তার ছেলে খোকা ভূইয়া (২৩), সানোয়ার মোল্লার ছেলে রাকিব মোল্লা (২৫), বাচ্চু মিয়ার ছেলে মৃদুল (২২), আলমগীরের ছেলে রিংকু (২৪), আলী আজগরের ছেলে সাব্বির (২৫), রিপন (২৫), মিলন (২৭), রায়হান (৩০), বাদশা (২৮), শাহিন (২৬), খোকন (২৪), মামুন (৩৫), সোহেল (৩২), শামিম (৩৫), ফোরকান (৩৫), মান্নান (৩২), রেজাউল (৩০), একরামুল (৩৩), জব্বার (৩৫), রাজ্জাক (৩৪) সহ অজ্ঞাত আরও ১৫/২০ জন ।

আহত সংবাদকর্মী সেলিম হোসেন সাতক্ষীরা জেলার দেবহাটা থানার মাঝ সখীপুর গ্রামের মৃত ফেরাজতুল্যার ছেলে। তিনি দৈনিক সংবাদ বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসাবে কর্মরত ছিলেন।

অভিযোগ থেকে জানা যায়, বাইপাইল আব্দুল্লাহপুর গামী সড়কে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলায়  রাস্তায় যানজটের সৃষ্টি হয়। আজ ইফতারের আগ মহুর্তে সড়কটিতে প্রচন্ড যানজটের সৃষ্টি হলে পুলিশ যানজট নিরশনের কাজ করে চলে যায়। এসময় সংবাদকর্মী সেলিম হোসেন, কালের পরিবর্তন পত্রিকার বিশেষ সংবাদদাতা মোঃ সুজন আহাম্মেদ (২৯) ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাভার প্রতিনিধি শরিফুজ্জামান ফাহিম (৩১) তথ্য সংগ্রহ করতে যান। তথ্য সংগ্রহ শেষে শরিফুজ্জামান ফাহিম ও মোঃ সুজন আহাম্মেদ চলে যান। রাত ৮ টার দিকে সেলিম হোসেন ঘটনাস্থল ত্যাগ করার সময় অভিযুক্ত চাঁদাবাজদের ভিডিও চিত্র ধারন করার অভিযোগ তুলে তাকে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করেন। অভিযুক্তরা লাঠি-সোটা, লোহার রড, জিআই পাইপ, চাপাতি, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে ওই সংবাদ কর্মীর ওপর হামলা করেন। এসময় তার কাছে থাকা একটি মোবাইলফোন, নগদ টাকা ও আইডি কার্ড ছিনিয়ে নেয়।

 

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,  তদন্ত) কামাল হোসেন বলেন, হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এছাড়া ভুক্তভোগী একটি অভিযোগ দায়ের করেছেন। এব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নওগাঁ বগুড়া-ঢাকা আন্তঃজেলা ও দূরপাল্লার সবধরনের বাস চলাচল বন্ধ

নওগাঁ বগুড়া-ঢাকা আন্তঃজেলা ও দূরপাল্লার সবধরনের বাস চলাচল বন্ধ

নওগাঁ প্রতিনিধিঃ

বুধবার (১৯ মার্চ) সকাল থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। কোনো ঘোষণা ছাড়াই সকাল থেকে এ রুটে সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে বগুড়ার স্টেশন রোডে মিতালী পাম্প এলাকায় নারিকেল ব্যবসায়ীদের সঙ্গে সিএনজি চালকদের বাকবিতণ্ডা হয়। এ সময় তাদেরকে থামাতে গেলে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতা ছুরিকাঘাতে আহত হয়। এর প্রতিবাদে নওগাঁ থেকে কোনো বাস বগুড়ার ওপর দিয়ে চলাচল করতে দেওয়া হচ্ছে না।আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ শহরের পার-নওগাঁ এলাকায় ঢাকা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, বগুড়ার ওপর দিয়ে নওগাঁ থেকে ছেড়ে যাওয়া আন্তঃজেলা ও ঢাকাসহ দূরপাল্লার কোনো বাস প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে বন্ধ রয়েছে বাস চলাচল। ঈদের আগে হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকায় এ পথের যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। বাসস্ট্যান্ডে ব্যাটারিচালিত ইজিবাইকের আনাগোনা ছিল বেশি। অনেক যাত্রীকে কাউন্টারে বাস না পেয়ে ইজিবাইকে করেই কেউ কেউ বগুড়ার যাচ্ছেন। তবে ঢাকাগামী কিছু কিছু বাসকে বিকল্প পথ হিসেবে বগুড়ার কাহালুর ভেতর দিয়ে ঢাকাসহ দূরপাল্লার বাসকে গন্তব্য ছেঁড়ে যেতে দেখা গেছে।বগুড়াগামী মোসলেম উদ্দিন নামে এক যাত্রী বলেন, জরুরি কাজে বগুড়া যাওয়ার জন্য বাস টার্মিনালে এসে দেখি বাস চলাচল বন্ধ। বাধ্য হয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে দ্বিগুণ ভাড়ায় বগুড়া যাওয়ার রওনা দিতে হচ্ছে। যে কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে, এটি সাধারণ মানুষকে হয়রানি করা ছাড়া কিছুই নয়।

নওগাঁ বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, বগুড়ায় শ্রমিক নেতাকে ছুরিকাঘাতের জেরে বগুড়ার ওপর দিয়ে আপাতত নওগাঁ থেকে বগুড়া ও ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু কিছু বাস বগুড়ার কাহালুর ভেতর দিয়ে বিকল্প পথে চলাচল করছে। আপাতত দুই জেলার সঙ্গে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে

সাংবাদিকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ।

সাংবাদিকের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ।

জেলা প্রতিনিধি:

রাজশাহী মহানগরীতে সাংবাদিক রাজীব আলী রাতুলের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে মাহাবুবা খাতুন নীলা নামে এক নারীর বিরুদ্ধে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইজিপি, বিভাগীয় কমিশনার ও পুলিশ কমিশনার বরাবর অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা মাসুদ রানা সরকার।

অভিযোগ পত্রে মাসুদ রানা উল্লেখ করেন, তার বড় ছেলে রাজীব আলী রাতুলের বিরুদ্ধে গত ১০ মার্চ একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা সম্পূর্ণ আইনবহির্ভূত। একই বিষয়ে পূর্বেও একটি অভিযোগ দায়ের করা হয়েছিল, যা বোয়ালিয়া থানার এসআইয়ের তদন্তাধীন ছিল। তদন্ত চলমান থাকা অবস্থায় রহস্যজনকভাবে নতুন করে মামলা রুজু করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, মামলার বাদী মাহাবুবা খাতুন নীলা একজন মামলাবাজ ও ব্ল্যাকমেইলার। তিনি পূর্বেও একাধিক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন, যা স্থানীয় পুলিশ অবগত।

এ ঘটনায় বিভাগীয় প্রেসক্লাব রাজশাহী, রাজশাহী অনলাইন প্রেসক্লাব, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন, ঢাকা প্রেসক্লাব, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনসহ একাধিক সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন, অন্যথায় ওসির প্রত্যাহারসহ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

সাংবাদিক রাজীব আলী রাতুল অভিযোগ করেন, একটি কুচক্রী মহল মোটা অংকের অর্থের বিনিময়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এই মামলা করিয়েছে। তিনি প্রশ্ন তোলেন, “যেখানে ঘটনার তারিখ ৮ ফেব্রুয়ারি ২০২৫, সেখানে এক মাস পর ১০ মার্চ কিভাবে মামলা রুজু হলো? এটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও দুঃখজনক।”

বিভাগীয় প্রেসক্লাব রাজশাহীর সভাপতি সাইদুর রহমান বলেন, “মাহাবুবা খাতুন নীলা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। তদন্ত ছাড়া একজন সাংবাদিকের বিরুদ্ধে মামলা গ্রহণ ওসির দায়িত্বহীনতার পরিচয় বহন করে।”

এলাকার সুশীল সমাজও এ ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে।

এছাড়া, জাতীয় সাংবাদিক সংস্থা, রাজশাহী বিভাগীয় কমিটির পক্ষ থেকেও এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আজম অপু বলেন, “সাংবাদিকদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলা দায়ের করে হয়রানি করা এক ধরনের ষড়যন্ত্র। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত মামলা প্রত্যাহারের দাবি করছি। অন্যথায়, জাতীয় সাংবাদিক সংস্থা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।”

সর্বশেষ আপডেট...