নওগাঁয় চলমান পুলিশ কনস্টেবল নিয়োগে অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রতারণায় ২ জন গ্রেফতার
উজ্জ্বল কুমার সরকার : নওগাঁ
নওগাঁয় চলমান পুলিশ কনস্টেবল নিয়োগে অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রতারণায় বিজিবি সদস্যসহ এক প্রতারককে গ্রেফতার।
পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে ৯টি ব্যাংকের স্বাক্ষরিত ফাঁকা চেক ও ১২টি ১০০ টাকা মূল্যমানের নন-জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার এ বিষয়টি জানান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন – বদলগাছী উপজেলার কোলা হুদ্রাকুড়ী গ্রামের মৃত সেকেন্দার মন্ডলের ছেলে ও বিজিবি সদস্য মোহাম্মদ ফরিদ হোসেন (৩২) এবং একই গ্রামের সিরাজুল সরকারের ছেলে খাইরুল সরকার (৩০)।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, আট লাখ টাকার বিনিময়ে নওগাঁয় পুলিশের কনস্টেবল নিয়োগে চাকরি দিবেন বলে এক প্রার্থীর অভিভাবকের সঙ্গে চুক্তি করেন প্রতারক চক্র।
এই খবরের ভিত্তিতে পুলিশের বিশেষ গোয়েন্দা বিভাগ (ডিবি) অভিযান পরিচালনা করে। শুক্রবার (১১) এপ্রিল দিবাগত রাতে জেলার বদলগাছী থানার কোলা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিবি সদস্যরা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে গ্রেফতার ফরিদ হোসেন (৩২) বর্তমানে বিজিবিতে কর্মরত রয়েছেন এবং খাইরুল সরকার (৩০) তার সহযোগী হিসেবে কাজ করতেন।
এ সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি ডিবি) আব্দুল মান্নানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাকুরী দেয়ার নামে অর্থ হাতিয়ে নেয়া চক্রের মূলহোতাকে গ্রেফতার।
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ
সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ১২ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন মহানন্দা টোল প্লাজার সামনে অভিযান পরিচালনা করে প্রতারণার মাধ্যমে বিদেশে নিয়ে চাকুরী দেয়ার নামে অসহায় মানুষদের লক্ষ লক্ষ টাকা আত্মসাৎকারী প্রতারনা চক্রের মূলহোতা মোঃ সিরাজুল ইসলাম (৫৪), পিতা-মৃত ফজলুর রহমান, সাং-পিটিআই মাস্টারপাড়া, থানা-চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ব্যক্তি দীর্ঘদিন হতে প্রতারনা চক্রের সাথে সংঘবদ্ধভাবে গ্রামের সহজ সরল লোকদের বিদেশে নিয়ে ভালো বেতনের চাকুরী প্রদানের প্রলোভণ দেখিয়ে গ্রামের অসহায় মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
একজন ভূক্ত ভোগীর অভিযোগের ভিত্তিতে জানা যায় যে, গ্রেফতারকৃত প্রতারক বিদেশে নিয়ে ভালো বেতনের চাকুরী প্রদানের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। ভূক্তভোগীর অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা তথ্যের মাধ্যমে প্রতারকের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করে বর্নিত এলাকা হতে উক্ত প্রতারককে গ্রেফতার করা হয়।
উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
ক্রমশ ধরাছোঁয়ার বাইরে যাচ্ছে স্বর্ণের দাম!
বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এতে স্বর্ণের দাম যে কোনো সময় প্রতি আউন্স ৩ হাজার ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে বিশ্লেষকরা ধারণা করছেন। এদিকে রুপা, কপার ও প্লাটিনামের দামেও লেগেছে দাম বাড়তির হাওয়া।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক পরিকল্পনার ফলে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যার ফলে বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত মূল্যবান ধাতুটির প্রতি আস্থা রাখতে শুরু করেছেন। এতে শুক্রবার (২৮ মার্চ) স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।
স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৪ দশমিক ৩১ ডলারে। যা দিনের শুরুতে পৌঁছেছিল রেকর্ড ৩ হাজার ৭৭ দশমিক ৪৪ ডলারে। আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ৩ হাজার ৮৪ দশমিক ৭০ ডলারে বেচাকেনা হচ্ছে।
ঈদের আগে মাংসের বাজারের পরিস্থিতি কী?
ঈদের বাকি আর হাতেগোনা কয়েকদিন। এরমধ্যেই বাড়তে শুরু করেছে সব ধরনের মুরগির দাম। তবে কিছুটা স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। আর বাজারের সঙ্গে মহল্লার দোকানে ডিমের দামে রয়েছে বিস্তর ফারাক।
শুক্রবার (২৮ মার্চ) কেরানীগঞ্জের আগানগর, জিনজিরা এবং রাজধানীর নয়াবাজার ও কারওয়ান বাজারসহ বেশ কয়েকটি কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা যায়।
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়। তবে কয়েক সেকেন্ড স্থায়ী এই ভূমিকম্পে হতাহতের খবর পাওয়া যায়নি।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানা যায়, এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মান্দালয়। ঢাকা থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ৫৯৭ কিলোমিটার। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩।
তবে যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ব জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইটে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের সাগাইংয়ে। একই স্থানে পর পর দুবার ভূমিকম্প হয়। প্রথমবার ১২টা ২০ মিনিটে ৭.৭ মাত্রার রিখটার স্কেলে এবং দ্বিতীয়বার ১২টা ৩২ মিনিটে ৬.৪ মাত্রার রিখটার স্কেলে অনভূত হয়
অভিন্ন ভবিষ্যৎ ও সমৃদ্ধির জন্য এশিয়ার দেশগুলোকে সুস্পষ্ট রোডম্যাপ তৈরির আহ্বান
চীনের হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ভাষণে এশিয়ার দেশগুলোকে একটি অভিন্ন ভবিষ্যৎ ও সমৃদ্ধির জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করার আহ্বান জানিয়েছেন তিনি।।
আন্তর্জাতিক ডেস্ক:
চীন সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবার (২৭ মার্চ) বোয়াও ফোরাম ফর এশিয়া (বিএফএ) বার্ষিক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা। ভাষণে তিনি বলেন,
আর্থিক সহযোগিতার বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, এশিয়াকে অবশ্যই একটি টেকসই অর্থায়ন ব্যবস্থা তৈরি করতে হবে। আমাদের নির্ভরযোগ্য তহবিলের প্রয়োজন যা আমাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করে। তার কথায়, ‘আমাদের এমন নির্ভরযোগ্য তহবিল প্রয়োজন যা আমাদের চ্যালেঞ্জ মোকাবেলা করবে এবং আমাদের ক্রমবর্ধমান চাহিদা পূরণ করবে।’
বাণিজ্য সহযোগিতা সম্পর্কে তিনি বলেন, এশিয়া এখনও সবচেয়ে কম সংহত অঞ্চলগুলোর মধ্যে একটি। আমাদের অবিলম্বে বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করতে হবে।
মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রেঞ্জ পুলিশ ‘র শ্রদ্ধা নিবেদন।
মহান স্বাধীনতা দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রেঞ্জ পুলিশ ‘র শ্রদ্ধা নিবেদন।
পটুয়াখালী জেলা প্রতিনিধি।
বুধবার ২৬ শে মার্চ ২০২৫ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। আমাদের জাতীয় জীবনে এই দিনটির গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। ১৯৭১ সালের এই দিনে এদেশের মুক্তিকামী আপামর জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দেশমাতৃকাকে পরাধীনতার শৃঙ্খলমুক্ত করার লক্ষ্যে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল। এদিন তৎকালীন ইস্ট পাকিস্তান পুলিশ তথা বাংলাদেশ পুলিশের বীর পুলিশ সদস্যগণ, পুলিশ লাইনস্-এ পাকিস্তান আর্মি’র ট্যাংক, কামানের বিপরীতে থ্রি নট থ্রি রাইফেল দিয়ে প্রথম বু়লেট ছুঁড়ে স্বাধীনতা যুদ্ধের দামামা বাজিয়ে ছিলেন। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত হয় আমাদের চূড়ান্ত বিজয় এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান করে নেয় আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এ কারণেই ‘২৬ শে মার্চ’ আমাদের জাতীয় জীবনে গৌরব ও অনুপ্রেরণার চিরন্তন উৎস হয়ে থাকবে। তাই, আজ জাতি তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করবে।বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধা ও পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পুলিশ রেঞ্জ কার্যালয়, পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলা মহান স্বাধীনতা দিবস-২০২৫ পালন করে।মহান স্বাধীনতা দিবস-২০২৫’ উপলক্ষে বুধবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে সকালে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে রেঞ্জ পুলিশের পক্ষ থেকে , অতিরিক্ত (প্রশাসন ও অর্থ), বাংলাদেশ পুলিশ, রেঞ্জ, পটুয়াখালী জেলা পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অতিরিক্ত পুলিশ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।এসময় আরো উপস্থিত ছিলেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
নাগরপুর-দেলদুয়ার লাউহাটি বাজারে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জননেতা রবিউল আউয়াল লাভলু
নাগরপুর-দেলদুয়ার লাউহাটি বাজারে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জননেতা রবিউল আউয়াল লাভলু
টাংগাইল জেলা প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর-দেলদুয়ার উপজেলার লাউহাটি বাজারে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮০ লাক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন। এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন টাঙ্গাইল-০৬ (নাগরপুর-দেলদুয়ার) আসন থেকে মনোনয়ন প্রত্যাশী, গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, জননেতা জনাব রবিউল আউয়াল লাভলু।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং দ্রুত পুনর্বাসনের আশ্বাস দেন। স্থানীয় জনগণ ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে তিনি ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা প্রদানের জন্য আহ্বান জানান।
পরিদর্শনকালে তিনি বলেন, “আমি সবসময় জনগণের পাশে ছিলাম, আছি এবং থাকব। এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য যথাসাধ্য চেষ্টা করব। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনের উদ্যোগ নেব।”
এ সময় উপস্থিত ছিলেন, ফারুক আহমেদ খান যুগ্ম-সাধারণ সম্পাদক,নাগরপুর উপজেলা বিএনপি ও সাবেক জিএস নাগরপুর সরকারি কলেজ, জিএস ইকবাল কবীর, মোঃ রতন ভিপি,নাজমুল হক স্বাধীন, ভারপ্রাপ্ত আহ্বায়ক, নাগরপুর থানা যুবদল, ভিপি আরিফুল ইসলাম নবা, সভাপতি নাগপুর থানা শ্রমিক দল, গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক, উপজেলা শ্রমিক দল, জি এস নুরুজ্জামান রানা, যুগ্ন-আহবায়ক, উপজেলা স্বেচ্ছাসেবক দল, শ্রমিক নেতা আলতাফ হোসেন মাস্টার মাহবুব সহ অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। তারা জননেতা রবিউল আউয়াল লাভলুর এই উদ্যোগকে স্বাগত জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের আশা, তিনি ভবিষ্যতেও তাদের সুখে-দুঃখে পাশে থাকবেন এবং নাগরপুর-দেলদুয়ার এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, লাউহাটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি দোকান পুড়ে গেছে। শুক্রবার, ২১ মার্চ ২০২৫ তারিখে সকাল ৯টার দিকে রফিকুল ইসলামের তেলের দোকানে তেল সরবরাহের সময় আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে, ফলে খাবারের দোকান, মুদির দোকান ও কম্পিউটারের দোকানসহ মোট ২১টি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা প্রচেষ্টার পর দুপুর ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
নওগাঁয় চুরি হওয়া ১৩ টি গরু কালাই ইউনিয়ানের বিএনপির গোয়ালঘর থেকে উদ্ধার
নওগাঁয় চুরি হওয়া ১৩ টি গরু কালাই ইউনিয়ানের বিএনপির গোয়ালঘর থেকে উদ্ধার
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর আত্রাইয়ে গরু চুরির অভিযোগে আন্ত:জেলা গরু চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
তার দেওয়া স্বীকারোক্তি মতে অভিযান চালিয়ে বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর শাহের (৪০) গোয়ালঘর থেকে ১৩টি চুরি হওয়া গরু উদ্ধার করা হয়।
রোববার (২৩ মার্চ) দুপুর ২টায় সংবাদ সম্মেলনে নওগাঁ জেলা পুলিশ সুপার সাফিউল সারোয়ার এসব বিষয় জানান।
গ্রেফতার ওই ব্যক্তির নাম ছোটন প্রামানিক (২৭)। তার বাড়ি আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের দীঘিরপাড় গ্রামে। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, গত ১৪ মার্চ আত্রাই উপজেলার নৈদিঘী গ্রামের মোরশেদ আলী শেখের গোয়ালঘর থেকে আটটি গরু চুরি হয়। এ ঘটনায় অভিযান পরিচালনা করে নওগাঁ, বগুড়া, গাইবান্ধা ও জয়পুরহাট জেলার গরু চোরচক্রের সক্রিয় সদস্য ছোটন প্রামানিককে আত্রাই থেকে গ্রেফতার করে পুলিশ।
তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান পরিচালনা করে বগুড়ার কাহালু উপজেলার কলাই ইউনিয়নের আব্দুল গফুর শাহের (৪০) বাড়ি থেকে চোরাই ১৩টি গরু উদ্ধার করা হয়। এ ১৩টি গরুর মধ্যে পাঁচটি গরু আত্রাই থেকে চুরি হওয়া বলে শনাক্ত করা গেছে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে যে আব্দুল গফুর শাহ বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতার ছোটন প্রামানিক পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। তার নামে পূর্বে আত্রাই থানায় একটি চুরির মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



























