16.5 C
Dhaka, BD
সোমবার, জানুয়ারি ১৯, ২০২৬

পেঁপে গাছের সঙ্গে এ কেমন শত্রুতা

সুজন মোল্লা,সিঙ্গাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: প্রতিটি পেঁপে গাছে থোকায় থোকায় ফুল ধরেছে। প্রায় মাস খানেকের মধ্যেই সবগুলো গাছে পরিপক্ব পেঁপে আসবে। গত সোমবার দিবাগত রাতে ২ বিঘা জমির ওই পেঁপে বাগান কেটে ফেলেছে দুর্বৃত্তরা।

পেঁপে চাষী জামালের আহাজারিতে ভারি হয়েছে আকাশ বাতাস। মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভার আজিমপুর গ্রামে এ ন্যাক্কার জনক ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে এ বিষয়ে সিঙ্গাইর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন কৃষক মোঃ জামাল হোসেন।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার জয়মন্টপ ইউনিয়নের চর নয়াডিঙ্গি এলাকার মোঃ জামাল হোসেন ও বাদল হোসেন দুই ভাই পাশ্ববর্তী আজিমপুর এলাকায় আড়াই বিঘা জমি ভাড়া নিয়ে পেঁপে বাগান করেন। বাগানে গত বছরের পুরাতন পেঁপে গাছে পেঁপে কম ধরায় ওই জমিতে নতুন চারা গাছ রোপন করেছেন তারা। প্রতিটি চারা গাছেই থোকায় থোকায় ফুল ধরেছে। হয়তো মাসখানেকের মধ্যেই প্রতিটি গাছে পরিপক্ব পেঁপে আসবে। ওই বাগানের ২ বিঘা জমির প্রায় ৭০০টি পেঁপে চারা রাতের আঁধারে কেটে ফেলছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় ২ লাখ টাকা ক্ষতি হয়েছে। এবিষয়ে পেঁপে চাষী জামাল হোসেন বাদী হয়ে শাহিনুর রহমান, মাফুজ,হাসান ও হোসাইন নামে চার প্রতিবেশীর নামে অভিযোগ দায়ের করেছেন।

পেঁপে চাষী জামাল হোসেন বলেন, আড়াই বিঘা জমিতে আড়াই লক্ষ টাকা খরচ করে পেঁপে বাগান করি। ওই বাগানের ২ বিঘা জমির ৭০০টি পেঁপের চারা রাতের আঁধারে কেটে ফেলছে। বাগান থেকে এবছর প্রায় ৮ লক্ষ টাকার পেঁপে বিক্রি করা সম্ভব ছিলো। এমন সময়ে চারাগুলো কেটেছে নতুন করে আবার চারা রোপন করাও সম্ভব নয়।

তিনি আরো বলেন, প্রতিবেশী শাহিনুর রহমান, মাফুজ,হাসান ও হোসাইনসহ কয়েকজন যুবক সাপ্তাহ খানেক আগে বাগানের পুরাতন গাছের পাকা পেঁপে চুরি করে বিক্রি করে। পরে বিষয়টি প্রমাণিত হলে এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ বিবাধটি মিমাংসা করে দেন। আমার ধারণা ওই চার যুবক লিপ্ত হয়ে রাতের আঁধারে আমার পেঁপে বাগানের চারা কেটে ফেলেছে।

অভিযুক্ত শাহিনুর রহমান বলেন, সাপ্তাহ খানেক আগে আমরা ৪/৫ জন পাকা পেঁপে চুরি করি। পরে এলাকার লোকজন বিষয়টি মিমাংসা করে দেন। কিন্তু পেঁপে গাছ কাটার বিষয়ে আমরা কিছুই জানিনা। হয়তো বা অন্য কেউ পেঁপে গাছ কেটে আমাদের ফাঁসানো চেষ্টা করছে।

জয়মন্টপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জি.শাহাদাৎ হোসেন বলেন, ফলগাছ হত্যা, মানুষ হত্যার সমান। এই ন্যাক্কার জনক ঘটনা যারা ঘটিয়েছে প্রশাসনের কাছে দাবি জানাই তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় আনা হোক।

উপজেলা কৃষি অফিসার টিপু সুলতান সপন বলেন, রাতের আঁধারে পেঁপের চারা কাটার বিষয়টি শুনেছি। পূর্ব শত্রুতার জেরে পেঁপে গাছ কাটা খুবই দুঃখ জনক। মাঝে মধ্যেই কৃষকদের সাথে এমন ঘটনা ঘটে থাকে। দোষীদের আইনের আওতায় আনা জরুরি।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সফিকুল ইসলাম মোল্লা বলেন, এবিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাগুরার শ্রীপুরে মাদ্রাসার কমিটি গঠনকে কেন্দ্র করে যুবক খুন

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড তখলপুর গ্রামের সাবেক ইউপি সদস্য কাজী আব্দুর রউফ ও বর্তমান ইউপি সদস্য মকবুল হোসেন বিশ্বাস এর সমর্থকদের মধ্যে গ্রাম্য দলাদলি ও প্রতিহিংসার রেষ ধরে সোমবার রাতে রাজু শেখ (৩০) নামে এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবক ওই গ্রামের আক্তার শেখের পুত্র ।

নিহত রাজু শেখের পিতা আক্তার শেখ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় মকবুল হোসেন এর সমর্থক রাজু শেখ বাড়ির পাশের চায়ের দোকানে বসে ছিল । প্রতিপক্ষ আব্দুর রউফ এর সমর্থকরা রাজু শেখের ওপর হঠাৎ অতর্কিত হামলা করে মাথায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্বক আহত করে । গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এখানে তার অবস্থার অবনতি ঘটলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । ফরিদপুরের চিকিৎসকগণ তার অবস্থার বেগতিক দেখে ঢাকাতে নিয়ে যাওয়ার পরামর্শ দেন । পরিবারের লোকজন তাকে ঢাকা নেওয়ার পথেই পথিমধ্যে রাত ১১টার দিকে মৃত্যুর কোলে ঢোলে পড়ে ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সাবেক ও বর্তমান ইউপি সদস্যদের মধ্যে দীর্ঘদিন ধরে দলাদলি চলে আসছিল। এরই রেষ ধরে গত শনিবার দুপুরে তখলপুর হাতেম আলী দাখিল মাদ্রাসার কমিটি গঠনকে কেন্দ্র করে ওই ইউপি সদস্যদের সমর্থকদের মধ্যে বাক-বিতন্ডা হয় । বাক-বিতন্ডার একপর্যায়ে গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ওইদিন রাতে সুযোগ বুঝে মকবুল মেম্বরের লোকজন প্রতিপক্ষ আব্দুর রউফকে ফুলতলা বাজার এলাকায় হাতুড়ী দিয়ে পিটিয়ে একটি পা ভেঙে দেয় । এর প্রতিক্রিয়াস্বরুপ আব্দুর রউফের লোকজন প্রতিপক্ষের ২০-২৫টি বাড়ি-ঘর ব্যাপক ভাংচুর করে। সংবাদ শুনে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২-৩ দিন ধরে পুলিশি টহল অব্যাহত থাকলেও বিচ্ছিন্ন বিছিন্ন সংঘর্ষ চলছিল । বিছিন্ন সংঘর্ষের রেষ ধরেই উক্ত যুবককে নৃসংশভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এঘটনায় জানমালের নিরাপত্তা রক্ষা ও এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে ।

এবিষয়ে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় বলেন,হত্যাকান্ডের সাথে জড়িত থাকায় সোমবার রাতেই তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো জোয়ারদার আবু দাউদ, ফারুক শেখ ও তরিকুল ইসলাম । বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রাখা হয়েছে ।

কালিয়াকৈরে নবনির্বাচিত পৌর মেয়র মুজিবুর রহমান  সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নবনির্বাচিত মেয়র সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে (৭ মার্চ)পৌরসভার সম্মেলন কক্ষে  সাংবাদিকদের সাথে নবনির্বাচিত মেয়র মজিবুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব রানা, কালিয়াকৈর প্রেস ক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, কালিয়াকৈর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান মেহেদী, মাসুদ রানা,এম তুষারী,মীর ফারুক হোসেন , রফিক খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাহানাজ বেগম, নাজমা বেগম, পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন, পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস খাঁন, পৌর কাউন্সিলর মাছুম আলী, খাত্তাব মোল্লা প্রমুখ।

রাণীশংকৈলে ধর্ষক শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন।

রাণীশংকৈল ( ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পরিষদ গেটের সামনে শনিবার ৫ মার্চ দুপুরে পাইলট হাইস্কুলের ছাত্র-ছাত্রীরা ধর্ষক শিক্ষক তহিদুল ইসলামের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন। মানববন্ধনে ছাত্র সালাউদ্দিন,বসিরউদ্দিন, মেঘনা আকতার, সুমাইয়াসহ অন্যরা বক্তব্য দেন।

থানায় অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার সহোদর গ্রামের নূর ইসলামের ছেলে পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক তহিদুল ইসলাম(২৩) পৌর শহরের ভান্ডারা মহল্লার গফুর আলীর ১০ম শ্রেণির ছাত্রী সুমাইয়া আফরোজ বৃষ্টিকে প্রাইভেট পড়াত।

এই সুবাদে তহিদুল বিয়ের প্রলোভন দেখিয়ে বৃষ্টির সাথে গভীর প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।তহিদুল বৃষ্টির বাড়িতে যাওয়া-আসাসহ বিভিন্ন স্থানে নিয়ে ঘোরেন ও শারীরিক সম্পর্ক স্থাপন করেন। ঘটনা জানাজানি হলে বৃষ্টির বাবা তহিদুলের কাছে বিয়ের প্রস্তাব পাঠান।

তহিদুল ঘটনা অস্বীকার করলেও ১৫ লক্ষ টাকা যৌতুক চেয়ে বিয়ে করতে রাজী হন। বৃষ্টির বাবা এত টাকা দিতে অপারগতা প্রকাশ করেন। এ ঘটনায় বৃষ্টির বন্ধুরা তাকে তহিদুলের বাড়িতে নিয়ে গেলে তহিদুল তাদেরকে মারধর করে তাড়িয়ে দেন।

এরমধ্যে তিনি অন্যত্র বিয়ে করার উদ্যোগ নিলে
স্থানীয় লোকজন বৃষ্টিকে ৩ মার্চ তহিদুলের বাড়িতে রেখে আসে। বৃষ্টি তহিদুলের বাড়িতে
অবস্থান নিলে তিনি বাড়ি থেকে পালিয়ে যান।

পরদিন ৪ মার্চ শুক্রবার বৃষ্টির বাবা এ নিয়ে
থানায় লিখিত অভিযোগ করেন। পরদিন শনিবার ওই স্কুলের ২ শতাধিক ছাত্র-ছাত্রী উপজেলা গেটের সামনে মানববন্ধন করে এবং স্কুল কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়।

এ ব্যাপারে থানার তদন্ত ওসি আব্দুল লতিফ শেখ বলেন, বাদি গফুর আলীর লিখিত অভিযোগ আমি পেয়েছি। এর প্রেক্ষিতে তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক আছে।

ঠাকুরগাঁওয়ে ট্রলীর চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্রের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে কাঠবোঝাই পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে নীরব রায় (১১) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত নীরব আকচা তাতীপাড়া গ্রামের নরোত্তম রায়ের ছেলে ও স্থানীয় ব্রাক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসি ওই পাওয়ার টিলারটিতে আগুন ধরিয়ে দিলে চাকা ও ইঞ্জিন আগুনে পুড়ে যায়।

রবিবার (৬ মার্চ) দুপুরে সদর উপজেলার আকচা ইউনিয়নে রুহিয়া রোডের কাশিডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাঠবোঝাই পাওয়ার টিলারের পেছন পেছন বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন নীরব।এসময় পাওয়ার টিলারটিকে ওভারটেক করতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সে চাকার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যুু তার হয়।এসময় চালক ট্রলী রেখে পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনগণ পাওয়ার টিলারে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ ও আগুনে পুড়ে যাওয়া পাওয়ার টিলারটি উদ্ধার করে।

ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পাওয়ার টিলারের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি, ঘাতক গাড়ীটি জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঠাকুরগাঁও সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) একেএম আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাওয়ার টিলারের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি, ঘাতক গাড়ীটি জব্দ করা হয়েছে।

আইনগত প্রক্রিয়া শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালিয়াকৈরে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ভষ্মিভূত

কালিয়াকৈর কালিয়াকৈর (গাজীপুর)ঃ গাজীপুর কালিয়াকৈর উপজেলার দিঘীরপাড় এলাকায় অগ্নিকাণ্ডে কারখানা ভষ্মিভূত হয়েছে।

শুক্রবার বিকেল দিঘির পাহাড় এলাকায় ডিভাইন ফেব্রিক্স কারখানায় ভয়াবহ আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ছুটির দিন থাকায় প্রতিষ্ঠানের ডাইং সেকশন ছাড়া অন‌্য সব সেকশনের ছুটি ছিল। হঠাৎ বিকেল বেলা প্রতিষ্ঠানের ভেতরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট কাজ করছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সাভার, মির্জাপুর ও ডিবিএলসহ মোট ৮ টি ইউনিট এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই কিছু বলা যাচ্ছে না। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

কালিয়াকৈরে কিশোরী আত্মহত্যা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গাবতলী এলাকায় এক কিশোরী আত্মহত্যা করেছেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়  বুধবার রাতে কোন এক সময় ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।   ওই কিশোরী  ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

নিহত কিশোরী  হলো – উপজেলার গাবতলী এলাকার নুরুল ইসলামের মেয়ে রিয়া মনি (১৪)।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে কিশোরীর লাশ হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায়  কালিয়াকৈর থানায় একটি অপমৃত্যু  মামলা দায়ের করা হয়েছে।

রাণীশংকৈলে,জাতীয় ভোটার দিবস পালিত

হুমায়ুন কবির, রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “মুজিব বর্ষের অঙ্গীকার রক্ষা করবো ভোটাধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বুধবার ২ মার্চ সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়।

এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহারিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, নির্বাচন অফিসার নুর-ই-আলম প্রমূখ।

এ ছাড়াও উপজেলা বিভিন্ন প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈনিক, সামাজিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ঠাকুরগাঁওয়ে আধুনিকীকরণ প্রশাসনিক দপ্তরের উদ্বোধন

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক দপ্তরকে আধুনিকীকরণ করা হয়েছে।

মঙ্গলবার ১ মার্চ বিকালে ফিতা কেটে এ প্রশাসনিক দপ্তরের উদ্বোধন করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত আজিজুল হক, যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত কৃষ্ণ চন্দ্র রায়, মিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আরিফুল ইসলাম।

আরো বক্তব্য দেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আলাউদ্দীন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো: মঞ্জুর মোর্শেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এ্যাড. এন্তাজুল হক, আরডিআরএস’র লিগ্যাল এডভাইজার এ্যাড. সোয়েব আক্তার প্রমুখ।

এছাড়াও জেলার বিভিন্ন আদালতের বিচারক ও আদালতের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

জানা গেছে বিচার কাজকে জনবান্ধবমুখী, সহজিকীকরণ ও সাধারণ বিচারপ্রার্থীদের আস্থা অর্জন করার লক্ষ্যে জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক দপ্তরকে আধুনিকীকরণ করা হয়েছে।

শার্শায় পাওনা টাকা চাওয়ায় সিনেমা স্টাইলে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

বেনাপোল(যশোর)প্রতিনিধি :যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়ায় আতিকুর রহমান নামে এক ব্যক্তিকে সিনেমা স্টাইলে বাড়ি থেকে তুলে নিয়ে এসে বেদম মারপিট ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।

গত ২৭/০২/২০২২ ইং তারিখ রবিবার উপজেলার রুদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। আতিকুর রহমান রুদ্রপুর গ্রামের নওশের আলীর ছেলে। সে বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে শার্শা থানায় ঘটনার মূল আসামী শুকুর আলী সহ ৪ জনের নাম উল্লেখ করে আরো ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত রেখে একটি লিখিত অভিযোগ দায়ের কেরেছেন নির্যাতনের স্বীকার আতিকুর রহমান। অভিযুক্ত শুকুর আলী ওই গ্রামের মৃত মিয়ারাজ আলীর ছেলে।

শার্শা থানায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে নির্যাতিত আতিকুর রহমান বলেন, ঘটনার দিন আনুমানিক বিকাল ৩ ঘটিকার সময় আমি বাড়িতে ঘুমাচ্ছিলাম।

হঠাৎ বাড়ির মধ্যে ২০/২৫ টি মোটরসাইকেলে ৩০/৪০ জন আমার ঘরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং আমাকে লাথি ও কিল ঘুষি মারতে মারতে ঘর থেকে বাহিরে বের করে এনে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে।

এক পর্যায়ে আমার গলায় চাকু ঠেকিয়ে মেরে ফেলার হুমকি ধামকি দিতে থাকলে এসময় আমার স্ত্রী তাদেরকে বাঁধা দিলে তারা আমার স্ত্রীকে শারীরিক ভাবে নির্যাতন ও মারধর করে।

পরে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে বাগআঁচড়া বাজারে নিয়ে এসে হত্যা ও গুমের হুমকি দিয়ে আমাকে দিয়ে জোর করে বøাঙ্ক চেকে স্বাক্ষর করে নেয় তারা।

অভিযোগে উল্লেখ থাকে যে, বিগত দুই মাস আগে একই রকম ভাবে পাওনা টাকা চাওয়ায় টাকা না দিয়ে হুমকি ধামকি দিলে শার্শা থানায় অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা করেন আতিকুর।

এখন পূণরায় টাকা চাইলে একই রকম ভাবে হুমকি ধামকি প্রদান করছে শুকুর আলী ও তার সন্ত্রাসী বাহিনী। নিজের জীবন সহ পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা জন্য থানায় অভিযোগ দায়ের করেছি। আমি প্রশাসনের কাছে সাহায্যে প্রার্থনা করছি বিষয়টি তদন্ত সাপেক্ষে যেন আইনানুগ ব্যবস্থা করেন।

শার্শা থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান বলেন, রুদ্রপুর গ্রামের ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রেরক:
মো. রাসেল ইসলাম
বেনাপোল,যশোর
মোবাঃ ০১৯৯০৫৪৫৩৫৮

সর্বশেষ আপডেট...