ঠাকুরগাঁওয়ে আধুনিকীকরণ প্রশাসনিক দপ্তরের উদ্বোধন
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক দপ্তরকে আধুনিকীকরণ করা হয়েছে।
মঙ্গলবার ১ মার্চ বিকালে ফিতা কেটে এ প্রশাসনিক দপ্তরের উদ্বোধন করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার।
এ সময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ সরকার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ গাজী দেলোয়ার হোসেন, যুগ্ম জেলা ও দায়রা জজ ১ম আদালত আজিজুল হক, যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালত কৃষ্ণ চন্দ্র রায়, মিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আরিফুল ইসলাম।
আরো বক্তব্য দেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: আলাউদ্দীন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা মো: মঞ্জুর মোর্শেদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক এ্যাড. এন্তাজুল হক, আরডিআরএস’র লিগ্যাল এডভাইজার এ্যাড. সোয়েব আক্তার প্রমুখ।
এছাড়াও জেলার বিভিন্ন আদালতের বিচারক ও আদালতের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে বিচার কাজকে জনবান্ধবমুখী, সহজিকীকরণ ও সাধারণ বিচারপ্রার্থীদের আস্থা অর্জন করার লক্ষ্যে জেলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক দপ্তরকে আধুনিকীকরণ করা হয়েছে।
শার্শায় পাওনা টাকা চাওয়ায় সিনেমা স্টাইলে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা চেষ্টার অভিযোগ
বেনাপোল(যশোর)প্রতিনিধি :যশোরের শার্শায় পাওনা টাকা চাওয়ায় আতিকুর রহমান নামে এক ব্যক্তিকে সিনেমা স্টাইলে বাড়ি থেকে তুলে নিয়ে এসে বেদম মারপিট ও হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
গত ২৭/০২/২০২২ ইং তারিখ রবিবার উপজেলার রুদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। আতিকুর রহমান রুদ্রপুর গ্রামের নওশের আলীর ছেলে। সে বর্তমানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৬ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে শার্শা থানায় ঘটনার মূল আসামী শুকুর আলী সহ ৪ জনের নাম উল্লেখ করে আরো ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত রেখে একটি লিখিত অভিযোগ দায়ের কেরেছেন নির্যাতনের স্বীকার আতিকুর রহমান। অভিযুক্ত শুকুর আলী ওই গ্রামের মৃত মিয়ারাজ আলীর ছেলে।
শার্শা থানায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে নির্যাতিত আতিকুর রহমান বলেন, ঘটনার দিন আনুমানিক বিকাল ৩ ঘটিকার সময় আমি বাড়িতে ঘুমাচ্ছিলাম।
হঠাৎ বাড়ির মধ্যে ২০/২৫ টি মোটরসাইকেলে ৩০/৪০ জন আমার ঘরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং আমাকে লাথি ও কিল ঘুষি মারতে মারতে ঘর থেকে বাহিরে বের করে এনে এলোপাতাড়ি পিটিয়ে মারাত্মক ভাবে আহত করে।
এক পর্যায়ে আমার গলায় চাকু ঠেকিয়ে মেরে ফেলার হুমকি ধামকি দিতে থাকলে এসময় আমার স্ত্রী তাদেরকে বাঁধা দিলে তারা আমার স্ত্রীকে শারীরিক ভাবে নির্যাতন ও মারধর করে।
পরে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে বাগআঁচড়া বাজারে নিয়ে এসে হত্যা ও গুমের হুমকি দিয়ে আমাকে দিয়ে জোর করে বøাঙ্ক চেকে স্বাক্ষর করে নেয় তারা।
অভিযোগে উল্লেখ থাকে যে, বিগত দুই মাস আগে একই রকম ভাবে পাওনা টাকা চাওয়ায় টাকা না দিয়ে হুমকি ধামকি দিলে শার্শা থানায় অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা করেন আতিকুর।
এখন পূণরায় টাকা চাইলে একই রকম ভাবে হুমকি ধামকি প্রদান করছে শুকুর আলী ও তার সন্ত্রাসী বাহিনী। নিজের জীবন সহ পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা জন্য থানায় অভিযোগ দায়ের করেছি। আমি প্রশাসনের কাছে সাহায্যে প্রার্থনা করছি বিষয়টি তদন্ত সাপেক্ষে যেন আইনানুগ ব্যবস্থা করেন।
শার্শা থানার অফিসার ইনচার্জ মো. মামুন খান বলেন, রুদ্রপুর গ্রামের ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
প্রেরক:
মো. রাসেল ইসলাম
বেনাপোল,যশোর
মোবাঃ ০১৯৯০৫৪৫৩৫৮
কালিয়াকৈরে মহান স্বাধীনতা দিবস উৎযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুরে ৭ মার্চ জাতীয় ঐতিহাসিক দিবস, ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস উৎযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মুরাদ কবির, বীর মুক্তিযোদ্ধা মোঃ নাছির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মোঃ আঃ রশিদ, ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুজ্জামান সেতু,মোঃ ইছাম উদ্দিন, মোঃ শাকিল মোল্লা, উপজেলা শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলাম,উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ আব্দুস সাত্তার, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা নাসরিন আরা পুসন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান প্রমূখ।
বিএনপি নির্বাচন চায় না বলে আন্দোলনের হুমকি দিচ্ছে: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি নির্বাচন চায় না বলেই আন্দোলনের হুমকি দিচ্ছে। তারা তাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান তারেক জিয়া নির্বাচনে অংশ নিতে পারবে না বলেই বিএনপি নির্বাচন চায় না। তারা যে কোনো মূল্যেই এই সরকারের পতন ঘটাতে চায়।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
বিএনপিকে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের আওয়ামী লীগের এ নেতা বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী এখন যথেষ্ট সক্ষম। দেশে এখন একটি নির্বাচিত এবং বৈধ সরকার রয়েছে। এ ধরনের আন্দোলনের হুমকি দিয়ে তারা সরকারের পতন ঘটাতে পারবে না।
মন্ত্রী বলেন, তারা নির্বাচন চায় বলে আমার মনে হয় না। নির্বাচনই চায় না, নির্বাচন কমিশন তো পরের কথা। নির্বাচন যদি চাইত তাহলে তারা আমাদের সঙ্গে আলাপ-আলোচনায় আসত। ২০১৪ সালেও তারা আমাদের সঙ্গে আলোচনায় আসেনি।
২০১৮ সালে নির্বাচনে আসলেও বিএনপি আন্তরিক ছিল না দাবি করে তিনি বলেন, তাদের পায়ের নিচে মাটি নেই। জনগণ থেকে বিচ্ছিন্ন। খালেদা জিয়া তারেক জিয়া, দুজনই দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে আছেন। আদৌ নির্বাচন করতে পারবে কী না, সেজন্য তারা যে কোনো মূল্যে এ সরকারের পতন ঘটাতে চায়। কাজেই তারা সেটা (নির্বাচন) চায় না।
এসময় নবগঠিত নির্বাচন কমিশন নিয়ে তিনি বলেন, দেশের বিশিষ্টজনদের নিয়ে গঠিত নবনির্বাচিত নির্বাচন কমিশন একটি সুন্দর সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করবেন।
জাল সনদে জাহাজে চাকরি, গ্রেফতার ৫
নৌপরিবহন অধিদফতরের জাল সনদ তৈরির পাশাপাশি ভুয়া ওয়েবসাইটেরর মাধ্যমে বিদেশি জাহাজে চাকরির নামে প্রতারণার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষায়িত ইউনিট সিআইডি।
রোববার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরখানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
প্রায় দুই বছর ধরে বাংলাদেশ নৌ পরিবহন অধিদফতরকে ফাঁকি দিয়ে বিভিন্ন মার্চেন্ট জাহাজে চাকরি দিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। রাজধানীর উত্তরখানে ওরিয়েন্টাল গ্লোবাল ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির আড়ালে এ অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতো বলে জানিয়েছে সিআইডি।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মালিবাগে সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, জাল সনদ ব্যবহার করে শতাধিক ব্যক্তিকে বিভিন্ন জাহাজে নিয়োগ দিয়েছে চক্রটি। সনদ জালিয়াতি করে পাঁচ থেকে সাত লাখ টাকা নিত প্রত্যেক ব্যক্তির কাছ থেকে।
নৌপরিবহন অধিদফতরের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিআইডি। পরে অভিযান চালিয়ে রাজধানীর উত্তরখান থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়।
এ চক্রের সঙ্গে নৌপরিবহন অধিদফতরের কেউ জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনা হবে।