স্টাফ রিপোর্টার: সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে একের পর এক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করে আসছেন উক্ত ইউনিয়নে চেয়ারম্যান ফক্রুল আলম সমর।
এরে অংশ হিসাবে মঙ্গলবার (১৫ ই ফেব্রুয়ারি) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের শোভাপুর এলাকায় দীর্ঘদিন যাবৎ প্রভাবশালীদের দখলে থাকা সরকারী জমির উপর থাকা ড্রেনের জায়গা উদ্ধার করে পুনরায় খনন কাজের উদ্বোধন করলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন চেয়ারম্যান সাভার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম সমর।
কাজগুলি সমাপ্ত হলে এই এলাকার কয়েক হাজার মানুষ জলাবদ্ধতা সহ যাতায়াতের দুর্ভোগ থেকে রক্ষা পাবে বলে জানান এলাকাবাসীরা ।
এ বিষয়ে জানতে চাইলে, চেয়ারম্যান ফখরুল আলম সমর বলেন, দীর্ঘদিন যাবৎ দখলে থাকা এই জমি উদ্ধার করে ড্রেনের ব্যবস্থা করা হচ্ছে, প্রধানমন্ত্রীর পরিকল্পনা অনুযায়ী একটি মডেল দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার। উন্নয়নের লক্ষ্যে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।
এ সময় উপস্থিত ছিলেন, অতুল আহম্মেদ, তেঁতুলঝোড়া ইউনিয়নের ইউপি সদস্য, শাহ আলম, নাজমুল, মিন্টু,কাজল ছাত্রলীগের ইমতিয়াজ সুমন, সাইদুল ইসলাম, যুবলীগের মনির হোসেন, আবির মাসুম সহ স্থানীয় সকল গণ্যমান্য ব্যক্তিরা।
রাজধানীসহ এর আশপাশের এলাকায় এই ইটভাটাগুলো এখন বায়ু দূষণের অন্যতম কারণ হয়ে উঠেছে।
সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, আশুলিয়ার মরাগাং এলাকায় তুরাগ নদীর তীরে অনুমোদনহীন ভাবে চলছে ২০টির বেশি ইটভাটা।
পরিবেশ অধিদপ্তরের কোন প্রকার অনুমতি বা ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে চলে আসা এসব ইটভাটার মাটির যোগান দেওয়া হচ্ছে পার্শ্ববর্তী বিভিন্ন ফসলের জমি খনন করে।
সেখানে মাটি খননের দৃশ্যটাও অদ্ভুত। ভেকু দিয়ে এভাবেই যত্রতত্র মাটি উত্তোলনের ফলে তৈরি হয়েছে গভীর গিরিখাত। যার প্রভাব সরাসরি পড়ছে সাধারণ মানুষের জনজীবনে।
মাত্র ১টি ইটভাটার গত তিনদিনের হিসাব বলছে অন্তত ৬’শ ট্রাক মাটি উত্তোলন করা হয়েছে এখান থেকে। সেটাও মাত্র একটি ভেকুর হিসাব। এমন আরও অর্ধশত ভেকুর আঘাতে ক্ষতবিক্ষত হচ্ছে এখানকার ফসলি জমি।
গত তিন দিন যাবত বদলি দায়িত্ব পালন করছে ভেকু চালক। গণমাধ্যম এর উপস্থিতি টের পেয়ে গেলি মাটি খনন বন্ধ করে দেন। ভেকুর চালক বলেন, গড়ে প্রতিদিন ২০০-৩০০ ট্রাক মাটি উত্তোলন করি আমরা। কেউ কেউ আরো বেশি পারে। কেউ কেউ কম।
কিছুদিন পূর্বেও এই গিরিখাত ছিল অন্যান্য সাধারণ ফসলি জমির মতই। বিস্তীর্ণ মাঠজুড়ে অসংখ্য কৃষকের দেখা মিলত। সামান্য সময়ের ব্যবধানে এখন এখানকার ফসলি জমি গুলোতে দু’চার জনের বেশি কৃষকের দেখা মেলে না।
স্থানীয় কৃষক কামাল জানান, মাটি খননের ফলে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। তাদের আশঙ্কা হয়তো আগামীতে ফসল ফলানোর মত সামান্য জায়গাটুকুও পাবেন না তারা।
আরেকজন কৃষক আব্দুল হালিম জানান, খেতে আগের মত পানি থাকে না। মাটি সরে যাচ্ছে। চাষাবাদ করে ভালো লাগছে না। এভাবে চলতে থাকলে আমরা হয়তো আগামীতে ফসল আবাদ করার জন্য কোন জায়গায় পাবোনা।
সাভারের আশুলিয়ার মরাগাং এলাকায় এভাবে অনুমোদনহীন ভাবে গড়ে উঠেছে অন্তত ২০টি ইটের ভাটা। বিভিন্ন সময় এসব অবৈধ ভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান চললেও লাগাম টেনে ধরা যায়নি পরিবেশ বিধ্বংসী এসব অবৈধ কর্মকাণ্ডের।
গত বছরের জানুয়ারি মাসে পরিবেশ অধিদপ্তরের অভিযানে বন্ধ করে দেয়া হয় রাজু ব্রিকস ও এএবি ব্রিকস। সেই সাথে এক একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ২০ লক্ষ টাকা করে।
অনুমোদনহীন ভাবে পরিচালিত রাজু ব্রিকসের স্বত্বাধিকারী বিতর্কিত আওয়ামী লীগ নেতা রাজু আহমেদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “ইটভাটায় সাংবাদিকদের কী কাজ? পরিবেশের ছাড়পত্র নিয়ে আপনাদের এত মাথাব্যথা কেন? আপনি কি পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক? আপনার যদি ক্ষমতা থাকে আপনিও সিলগালা করে দিয়ে যান।”
পার্শ্ববর্তী আশুলিয়া ব্রিকসের মালিকের সঙ্গে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। তবে সেখানে কর্মরত ম্যানেজার জানিয়েছেন, একটি মাদ্রাসা ও মসজিদ করার জন্য ইটভাটা চালু করা হয়েছে।
এছাড়া সেখানে আল আশরাফ ব্রিকস (ডাবল এবি ব্রিকস) নামে আরেকটি ইটভাটাও চলছে সম্পূর্ণ অবৈধভাবে। সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সাথেও অসৌজন্যমূলক ব্যবহার ও বিভিন্ন হুমকি প্রদান করেন প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার।
প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী আরিফ বিল্লার সাথে মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এসব ইট ভাটার প্রভাব শুধু পরিবেশ পর্যন্ত সীমাবদ্ধ থাকছে না। স্বল্প পারিশ্রমিকে কাজ করানো হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক শিশুদের দিয়েও।
এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলার উপ-পরিচালক জহিরুল ইসলাম তালুকদার বলেন, অবৈধভাবে পরিচালিত বিভিন্ন ভাটার কার্যক্রম বন্ধ রাখতে বিভিন্ন সময়ে নোটিশ প্রদান করা হচ্ছে। লোকবল সংকটের কারণে নিয়মিত এ বিষয় তদারকি করা সম্ভব হচ্ছে না। তবে অবৈধভাবে পরিচালিত ইটভাটাগুলোর বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান তিনি।
হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ কন্দাল ফসল (আলু,মিষ্টি আলু, কচু,ওলকচু,লতিরাজ কচু, গাজর) চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে কাজ করছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা।
এসব ফসলের উন্নয়ন ও আবাদ বৃদ্ধির লক্ষে প্রদর্শনী ও সাধারণ কৃষদেরকে নিয়ে সোমবার (১৪ ফেব্রুয়ারি)মাঠ দিবসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এ উপলক্ষে এদিন দুপুরে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভোলাপাড়া চৌরাস্তা সংলগ্ন মাঠে বনগাঁও ব্লকের কৃষকদের নিয়ে এক মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
নন্দুয়ার ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ- পরিচালক জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ আবু হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন
জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আনিসুর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাবের আলম, আ’লীগ নেতা সহযোগী আধ্যাপক শফিকুল আলম, নন্দুয়ার ইউপির বিএনপির সাধারণ সম্পাদক মো.আলিফ।
আরো বক্তব্য দেন প্রেসক্লা প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ারুল ইসলাম, কৃষক আঝহারুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ফারুক, ইউপি সদস্য হিরু, সুনামধন্য কৃষক পয়গাম আলী প্রমুখ।
এছাড়াও ওই ব্লকের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, কৃষক- কৃষানি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ- সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় স্ক্যানডেস্ক নামক একটি গার্মেন্টস কারখানার নিমাণাধীন ভবনের ছাদ ধসে ৭ জন গুরুতর আহত হয়েছে।
শ্রমিকদের দাবি নিন্ম মানের সামগ্রী ব্যবহার করার জন্য এমন দুর্ঘটনা হয়েছে।
কারখানা ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে ওই কারখানার ৩ তলার ছাদ ঢালায়ের কাজ সম্পন্ন হয়। কাজ শেষ হওয়ার পর পরই হঠাৎ তিন তলার ছাদ ধসে পরে। এসময় ঢালায়ের কাজে কর্মরত ৭ জন শ্রমিক গুরুতর আহত হয়। পরে অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কারখানার এউচ আর এডমিন কল্লোল বলেন, নির্মণাধীন ছাদ ধসে কয়েকজন আহত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় প্রায় দেড় শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (শুয়েটার) বিতরণ করা হয়।
রাজধানীর আই আর্ণ বিডি নামে একটি সংগঠনের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। শনিবার ১২ ফেব্রুয়ারি পৌর শহরের পীরগঞ্জ আজাদ স্পোটিং ক্লাবের শহিদ স্মৃতি মঞ্চে শিশু ও নারী, পুরুষের মাঝে বিতরণ করা হয় এসব শীতবস্ত্র ।
আজাদ স্পোটিং ক্লাবের উপদেষ্টা ও প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে বক্তব্য রাখেন, আই আর্ণ বিডি’র প্রোগ্রাম ডিরেক্টর ওয়াসি মাহমুদ মনি, কো অর্ডিনেটর রাইসোনা আলম, পীরগঞ্জ আজাদ স্পোটিং ক্লাবের সহ সভাপতি অধ্যাপক আসাদুজ্জামান আসাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এন কে রানা, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন প্রমুখ ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।সুবিধাভোগীরা শীতবস্ত্র পেয়ে ওই সংগঠনের প্রতি ধন্যবাদ সহ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপণার মধ্যদিয়ে শনিবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক লীগের আইন-বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ওহিদুজ্জামান টিপুু । উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষনা করেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শেখ মোঃ সালাউদ্দিন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলী নূর মোল্লা’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, সোহরাব হোসেন সবুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও শ্রীপুর উপজেলা ভাইচ চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ কাজী তারিকুল ইসলাম,উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল ইসলাম মোল্লা,সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শফিকুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক রুবেল মোল্লা,শ্রীকোল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদশা ও স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক শফিউল্লাহ কর্নেলসহ আরোও অনেকে । এছাড়াও অনুষ্ঠানে অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ ও সংগঠনের নেতৃবৃন্দের সর্বোসম্মতিক্রমে সোহেল রানা জনিকে সভাপতি,সুমন আলীকে সাধারণ সম্পাদক ও ইকবল হোসেনকে সাংগঠনিক নির্বাচন করে ১৬ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয় ।
স্টাফ রিপোর্টার: সাভারে ভাকুর্তা ও তেঁতুলঝোড়া ইউনিয়নে দখল হয়ে যাওয়া ঐতিহ্যবাহী ভাকুর্তা ও যাদুরচর সরকারী খাল পুনঃখনন মুক্ত শুরু হয়েছে।
সোমবার দুপুরে পানিসম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে এই সরকারী খাল পুনঃখনন মুক্ত কাজের উদ্বোধন করেন তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফখরুল আলম সমর। দীর্ঘদিন পরেও হলেও খালটি পুনঃখনন কাজ শুরু হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
এলাকাবাসী জানায়,ভাকুর্তা ও যাদুরচর এলাকার ওই খালটি দখল হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে এলাকাবাসী সামান্য বৃষ্টিতে নানা দুর্ভোগ সহ জলাবন্ধতায় ভুগছিলেন পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিত্বে খালটি আজ থেকে পুনঃখননের কাজ শুরু হলো। দীর্ঘ তিন’শ ফিটের এই খালটি পুনঃখননের কাজ শুরু হওয়ায় খালটির সৌন্দর্য ফিরে আসবে বলে মনে করেন এলাকাবাসী। এসময় তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর বলেন,দেশরত্ম শেখ হাসিনার সরকারের নির্দেশনায় জনস্বার্থে পানির অবাধ প্রবাহ বন্ধের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার তেঁতুলঝোড়া ইউনিয়ন। নতুন করে কেউ খাল দখল করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়ে বলেও জানান তিনি।
খালটি পুনঃখননে এসময় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নুরুল আমিন,ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম,তেঁতুলঝোড়া ইউনিয়নের ইউপি সদস্য শাহ্আলম,ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল বাতেন,ইউপি সদস্য ইয়াকুব আলী পলাশ,সাভার উপজেলা আওয়ামী লীগের সদস্য রাজু আহমেদসহ আরো অনেকে।
স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ জেলা সিংগাইর থানায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছেন সিংগাইর থানা পুলিশ ।
শনিবার (১২ই ফেব্রুয়ারি ) রাত আনুমানিক ১১ টার দিকে , গোপন সংবাদের ভিত্তিতে , সিংগাইর থানার ধল্লা ইউনিয়নের, লক্ষ্মীপুর এলাকা থেকে হাতেনাতে মাসুদ রানা (৩২) পিতাঃ মৃত আরজান আলী , নামের এক মাদক কারবারিকে আটক করে ধল্লা ফাঁড়িপুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে, ধল্লা ফাঁড়ির ইনচার্জ এস,আই আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমি সহ কনস্টেবল জুয়েল, ও কনস্টেবল পিয়াম, মাসুদ রানা নামের এক মাদক কারবারি কে হাতেনাতে আটক করতে সক্ষম হই, এ সময় তাহার সাথে থাকা পলিথিনে মোড়ানো ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয় ।স্থানীয়দের অভিযোগ, মাসুদ রানা দীর্ঘদিন যাবত এই এলাকায় মাদক ব্যবসা করে আসছেন।
এই বিষয়ে সিংগাইর থানার ভার কর্মকর্তা, সফিকুল ইসলাম মোল্লা বলেন, সিংগাইরে মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী কাউকেই ছাড় দেয়া হবে না , মাদক ব্যবসায়ী, মাসুদ রানা কে মাদক মামলায় জেলহাজতে প্রেরণ করা হবে বলেও জানান তিনি ।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের পুলিশ সুপার এস এম সফিউল্লাহ বিপি এম জেলা ট্রাফিক পুলিশ বক্স শুভ উদ্বোধন করেন।
তিনি বলেছেন অনেক দিনের স্বপ্ন ছিল একটি ট্রাফিক পুলিশ বক্স হবে। শুধু পুলিশের জন্য নয় বিপদগ্রস্ত ও পথচারীদের প্রয়োজনে কাজে আসবে এই ট্রাফিক পুলিশ বক্স।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় জেলা ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসপি সফিউল্লাহ বলেন, গাজীপুরের চন্দ্রা এলাকাটি অত্যান্ত ব্যাস্ত একটি স্থান, দিন রাত এখানে মানুষের আনাগুনা থাকে। ব্যাস্ততম এ স্থানে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করে জেলা ট্রাফিক পুলিশ। আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং ওয়াল্টন গ্রুপের হস্তক্ষেপে স্বপ্নটা আজ সার্থক হয়েছে।
চন্দ্রা এলাকায় আমাদের একটি আধুনিক ট্রাফিক বক্স হয়েছে। এটি আমাদের জন্য অত্যান্ত আনন্দের। আমরা আশা করব এই ট্রাফিক পুলিশ বক্সটি যেন সকলের কাজে আসে।
এসময় উপস্থিত ছিলেন, ওয়াল্টন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলমগীর আলম সরকার, নির্বাহী পরিচালক মহসীন আলী মোল্লা, গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের এডিশনাল এসপি নন্দিতা, গাজীপুরের সহকারী পুলিশ কমিশনার ফারজানা আফরুজ জেমি, জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, সহকারী এডিশনাল এসপি ছানোয়ার হোসেন, জেলা ট্রাফিক ইন্সপেক্ট্র শাহাব উদ্দিন, কালিয়াকৈর থানার (ওসি) আকবর আলী খান, জেলা টি আই প্রশাসন খাইরুল হাসান সরকার , জেলা ট্রাফিক টি আই কাওছারী আলম,জেলা ট্রাফিক সার্জেন্ট মকবুল হোসেন,গাজীপুর জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন , সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
স্টাফ রিপোর্টার: সাভারে সীমা আক্তার নামের এক নারীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে সবুজ নামের এক হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাতে পৌর এলাকার উলাইলের কর্ণপাড়া মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। পুলিশ জানায়,গত বছরের ২৯ নভেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের নামা গেন্ডা এলাকায় একটি বাড়িতে সীমা আক্তার নামের ওই নারীকে গলা টিপে ও শ^াসরোধ করে হত্যা করে সবুজ নামের এক যুবক। এঘটনায় ১ ডিসেম্বর নিহত সীমার বাবা শহিদ মিয়া সাভার মডেল থানায় অজ্ঞাত আসামীদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে সাভার মডেল থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশও মামলাটির ছায়া তদন্ত শুরু করেন। পরে উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাতে কর্ণপাড়া এলাকা থেকে হত্যাকারী সবুজকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এসময় হত্যাকারীর কাজ থেকে মোবাইল ফোনও উদ্ধার করা হয়। হত্যাকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবির ওসি মোহাম্মদ ইয়াসিন মুন্সী।