22 C
Dhaka, BD
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

সাভারে তেঁতুলঝাড়া-য় ঈদুল আযহা উপলক্ষে চাল বিতরণ

 

নিজস্ব প্রতিবেদক: সাভারের তেঁতুলঝাড়া ইউনিয়নে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দুস্থ ও অসহায়দের মাঝে প্রধানমন্ত্রী দেয়া ঈদ উপহার , চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১২ জুন) দুপুরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝাড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের সার্বিক তত্ত্বাবধানে প্রধানমন্ত্রী দেওয়া এই ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় ফখরুল আলম সমর সকলের সাথে শুভেচ্ছা বিনিময় ও ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ এর ৩৯৯ জনের মাঝে ১০ কেজি করে ও ৩০ কেজি করে ভিডব্লিউবি এর ৯০ জনের মধ্যে দুই মাসের জন্য চাল বিতরণ করা হয় ।

এ সময় আরো উপস্থিত ছিলেন, তেঁতুলঝাড়া ইউনিয়নের সচিব আবুল কালাম আজাদ, ইউপি সদস্য ফিরোজ কাজল, সংরক্ষিত আসরের মহিলা সদস্য সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

চাল বিতরণের আগে মাননীয় প্রধানমন্ত্রী ও ফখরুল আলম সমরে নিজ মাতার আসু রোগ মুক্তি কামনায় সকলের নিকট দোয়া প্রার্থনা করা হয়।

রাজধানীর মিরপুরে পত্রিকার আড়ালে চলছে অবৈধ রিক্সা বাণিজ্য

বিশেষ প্রতিনিধি: রাজধানীর মিরপুরে বাংলার দূত নামে একটি পত্রিকার আড়ালে চলছে অবৈধ রিক্সা বাণিজ্য।

ঘটনার সূত্রে জানা যায় রাজধানীর মিরপুরে বাংলার দূত পত্রিকার স্টিকার বানিয়ে অবৈধ ব্যাটারি চালিত রিক্সার সিটে লাগিয়ে দেয়া হয় মাসিক (দুই হাজার) টাকার বিনিময়ে ।

নাম সর্বস্ব এই বাংলার দূত পত্রিকার আড়ালে চলছে রিক্সা বাণিজ্য, ভূমিদস্যু তা, ফুটপাতে চাঁদাবাজি, অবৈধ দখলদার,মানব পাচার ও মাদক নিয়ন্ত্রণসহ নানান অপকর্ম। এতে সরাসরি নেতৃত্ব দিচ্ছেন বাংলার দূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক পরিচয়দানকারী তুহিন ভুঁইয়া ও বিশেষ প্রতিনিধি আসমত আলী। গত ২৩ এপ্রিল মিরপুর দিয়াবাড়িতে ট্রাফিক সার্জেন্ট তানজিলের নেতৃত্বে অবৈধ ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণে একটি অভিযান পরিচালনা করা হয়, এতেই বেরিয়ে আসে থলের বিড়াল ।

অবৈধ অটো রিক্সার সিটের নিচে লাগানো অবস্থায় পাওয়া যায় বাংলার দূত নামে পত্রিকার স্টিকার। একে একে বাংলার দূত , ও আলোর পথিক সংগঠনের নামে বেরিয়ে আসতে থাকে অবৈধ অটোরিকশা। সমাজতান্ত্রিক দল হাসানুল হক ইনুর জাসদ এর মশাল প্রতীক দিয়ে অনুমতি বিহীনভাবে আলোর পথিক সংগঠনর তৈরি করা হয়। এ বিষয়ে আমরা জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক জাসদ ছাত্রলীগের সভাপতি শামসুল হক সুমনের কাছে জানতে চাইলে তিনি জানান জাসদ একটি মেহনতী মানুষের দল এ দল কোনভাবেই অপকর্মের সঙ্গে জড়িত থাকতে পারে না এ ব্যাপারে আমরা আইনানুগ ও সাংগঠনিক ব্যবস্থা নেব। এবং এ বিষয়ে ইতিমধ্যেই সিনিয়রদেরকে অবগত করা হয়েছে। অবৈধ অটোরিকশা ধরার অভিযান চলাকালীন অবস্থায় সেখানে এসে উপস্থিত হন বাংলাদেশের প্রথম অনুমতিপ্রাপ্ত আইপি টেলিভিশন ও সরকার নিবন্ধিত আওয়ার নিউজ টুয়েন্টিফোর এর প্রতিনিধি দল। মুভি বাংলা টিভির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্টাফ রিপোর্টার কৌশিক আহমেদ এবং তার নেতৃত্বেই বাংলার দূত পত্রিকা ও আলোর পথিক সংগঠনের নামে অবৈধ রিক্সা বাণিজ্যের একটি লাইভ সরাসরি সম্প্রচার হয়। আর এতেই ক্ষিপ্ত হয়ে উঠেন ভূমিদস্যু রিক্সা কারবারি চোরাকারবারি মাদক ব্যবসায়ী নিয়ন্ত্রণকারী ও মানবপাচার কারী হিসাবে পরিচিত বাংলার দূত পত্রিকা ভারপ্রাপ্ত সম্পাদক (তুহিন ভূইয়া) সরজমিনে গিয়ে জানা যায়, এই তুহিন ভূইয়ার নেতৃত্বে চলে বেশ কয়েকটি অনুমোদনহীন গণমাধ্যম ।

বাংলার দূত পত্রিকাটি ছাপানো হয় না দীর্ঘদিন যাবত। তুহিন ভূইয়ার অবৈধ বাণিজ্য গুলোর মধ্যে বেশ কয়েকটি অবৈধ প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে একটি নয় দুটি নয় বেশ কয়েকটি অবৈধ প্রতিষ্ঠান রয়েছে এই তুহিন ভুঁইয়ার । এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভীষণ বাংলা ২৪.কম তদন্ত বিচিত্রা, বাংলার দূত, নির্বাণ, ভিশন ইনস্টিটিউ, আইএলটিএস কম্পিউটার ট্রেনিং সেন্টার, ভিশন গ্লোবাল কনসালটেন্সি, ই হক কোচিং সেন্টার ইত্যাদি। এতসব প্রতিষ্ঠান সবই চলে জড়াজীর্ণ একটি ছোট্ট ঘরে। একসময় ই হক কোচিং সেন্টার নামে ব্যবসা শুরু করলেও তুহিন ভূঁইয়ার এ ব্যবসায় ভাটা পড়ে। এরপরেই তিনি আশ্রয় নেন পত্রিকার এবং প্রতারণা করার। নাম সর্বস্ব এই পত্রিকার বিষয়ে খোঁজখবর নিয়ে জানা যায় ডি এফ পির আওতাধীন এই পত্রিকার সার্কুলেশন প্রত্যেকদিন প্রায় ৪০ হাজার পিস কিন্তু আমরা সরজমিনে প্রিন্ট প্রকাশক ও প্রকাশনা প্রতিষ্ঠানে যোগাযোগ করা হলে জানতে পারি দীর্ঘ প্রায় দুই বছর যাবত এই পত্রিকাটি ছাপাই হয় না। পত্রিকায় উল্লেখিত প্রকাশনা অফিসের ঠিকানায় যোগাযোগ করলে আমরা জানতে পারি শান্তিনগরে ১৩৭ নং হাউসে বাংলার দূত পত্রিকার কোন অফিস নেই। সেখান থেকে ফিরে এসে আমরা যোগাযোগ করি ডিসি অফিসে এখানে যোগাযোগ করা হলে ভারপ্রাপ্ত সম্পাদক তুহিন ভুইয়া সম্পর্কে কোন সত্যতা পাওয়া যায়নি।

ভারপ্রাপ্ত সম্পাদক তুহিন ভূইয়ার বিষয়ে জানতে চাইলে জানানো হয় তুহিন ভূঁইয়া নামে পত্রিকা অফিসে এবং পত্রিকার কোন সম্পাদক কে উনারা চিনেন না। তাহলে ভুয়া সম্পাদকের পরিচয় দিয়ে এই তুহিন ভূঁইয়া নানা ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছেন। যেখানে বাংলাদেশের বড় বড় প্রতিষ্ঠানগুলো আর্থিক সমস্যার কারণে প্রায় বন্ধ হতে বসেছে সেখানে কিভাবে এতগুলো প্রতিষ্ঠান চালাচ্ছেন এই কথিত চাঁদাবাজ তুহিন ভূঁইয়া কি বা তার আয়ের উৎস। তুহিন ভূঁইয়ার এসব প্রতিষ্ঠান বৈধ নাকি অবৈধ এটি জানার জন্য মুভি বাংলা টেলিভিশনের একটি প্রতিনিধি দল কৌশিক আহমেদের নেতৃত্বে তুহিন ভূঁইয়ার প্রতিষ্ঠানে গেলে তুহিন ভূইয়া ক্ষিপ্ত হয়ে যান। পরবর্তীতে তুহিন ভূঁইয়া কৌশিক আহমেদকে ১নং আসামি করে কোটে চাঁদাবাজির মামলা দায়ের করেন । এবং নাম সর্বোচ্চ পত্রিকা বাংলার দূত এর মাধ্যমে অপপ্রচার চালাতে শুরু করেন বাংলাদেশের সর্বপ্রথম সরকার অনুমোদিত আইপি টেলিভিশন মুভি বাংলা টেলিভিশন ও মুভিবাংলার স্টাফ রিপোর্টার কৌশিক আহমেদ, রিপোর্টার জাহিদ হাসান মিশু, ও অমির বিরুদ্ধে। তুহিন ভূঁইয়ার এসব অপকর্মের ফিরিস্তি এলাকার লোকজনের কাছে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তি বলেন এখন থেকে কয়েক মাস পূর্বেও তুহিন ভূঁইয়া ও তার বাবা ছোট্ট একটি মুদি দোকান দিয়ে সংসার চালাতো। কয়েক মাসের ব্যবধানে তুহিন ভুঁইয়া আলাদিনের চেরাগ হাতে পেয়েছেন এবং আলিশান জীবন যাপন করছেন। তুহিন ভূইয়ার আলাদিনের এইচ চেরাগ কোথা থেকে আসলো কিভাবে আসলো এ নিয়ে মাঠে নামলে জানা যায় জবরদখলবাজ, ভূমিদস্যুতা, রিক্সা বাণিজ্য, মাদক কারবারে নিয়ন্ত্রণ করেই তুহিন ভূঁইয়া হয়ে উঠেছেন বেপরোয়া ।

হাইকোর্ট থেকে অটোরিকশা বন্ধের নির্দেশনা দেওয়া হলেও ট্রাফিক পুলিশের কোন কার্যক্রম বা ব্যবস্থা নিতে দেখা যায়নি রাজধানীর মিরপুর জুড়ে। আরে সুযোগ এই রাজধানী জুড়ে অটো রিক্সা বাণিজ্য চালিয়ে যাচ্ছেন কথিত চাঁদাবাজ তুহিন ভুইয়া। আরেকটি সূত্রে জানা যায় গভীর তদন্তের মাধ্যমে তুহিন ভূঁইয়া মানব পাচারের সঙ্গে জড়িত বলে একাধিক সূত্র বলছে দীর্ঘ দিন যাবত মানব পাচারের প্রমাণ হিসেবে তার অফিসে যোগাযোগ করা হলে দেখা যায় অফিসের সামনেই তিনি একটি সাইনবোর্ড টানিয়েছেন এক লক্ষ টাকায় ইউরোপ পাঠানো হয়। যেখানে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করেও সঠিকভাবে ইউরোপ কান্ট্রিতে যেতে পারছে না তাহলে মাত্র এক লক্ষ টাকায় কিভাবে ইউরোপ পাঠান এই তুহিন ভূঁইয়া।

এ বিষয়ে অত্র এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বললে তারা জানান এটি মানব পাচারের একটি বড় কৌশল। হতে পারে এখনই এই তুহিন ভূইয়ার লাগাম টেনে না ধরলে আরো ভয়ংকর হয়ে উঠবেন এই তুহিন ভূঁইয়া। এলাকাবাসীর সূত্রে জানা যায় তুহিন ভূঁইয়া অত্যাচারে অতিষ্ঠ হয়ে অনেকেই ছেড়েছেন তাদের বসতভিটা ছেড়েছেন এলাকা গুটিয়ে নিয়েছেন ব্যবসা-বাণিজ্য তুহিন ভূঁইয়া কে অতি শীঘ্রই আইনের আওতায় এনে এর বিচার দাবি করেছেন এলাকাবাসী।

মুভি বাংলা টেলিভিশনের স্টাফ রিপোর্টার কৌশিক আহমেদের সঙ্গে কথা বলে জানা যায় সত্য উদঘাটন করতে গিয়ে আজ আমি মামলা ও হেনস্তার শিকার হচ্ছি, সঠিক তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিকে অতিশীঘ্রই আইনের আওতায় এনে বিচার করা হোক এটাই প্রত্যাশা আমার। এবং খুব শীঘ্রই প্রতিবাদস্বরূপ আমি একটি সংবাদ সম্মেলনের আয়োজন করব।

সিঙ্গাইর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপিত (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জড়া’ অগ্নিস্নানে শুচি হোক ধরা” শ্লোগানে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

রবিবার (১৪ এপ্রিল) সিঙ্গাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসুর নেতৃত্বে সিঙ্গাইর সদরে মঙ্গল শোভাযাত্রাকে বিশ্বের গুরুত্বপূর্ণ তালিকায় অন্তর্ভুক্ত, গুরুত্বারোপ করে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি সিঙ্গাইর উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে সিঙ্গাইর বাস স্ট্যান্ড প্রদক্ষিণ করে সিঙ্গাইর অফিসার্স ক্লাব মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দেওয়ান জাহিদ আহমেদ টুলু ।

এসময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ুম ,উপজেলা পরিষদ চেয়ারম্যান শারমিন আকতার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রকৌশলী ইউনূস, সিঙ্গাইর সরকারি কলেজের অধ্যক্ষ নুরুদ্দীন, ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাটু, আবুল হোসেন, জাহিদুল ইসলাম ভূইয়া, রমাজন আলী, গাজী কামরুজ্জামান, জেলা পরিষদ সদস্য তমেজ উদ্দিনসহ প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সায়েদুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিকবৃন্দ, শিক্ষকমন্ডলি,ছাত্র-ছাত্রী ও গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে নববর্ষ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন স্কুল প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে বিনামূল্যে এক মিনিটের ঈদ বাজার (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: প্রতি বছরের মতোই এবারও ঈদের আনন্দকে ভাগাভাগি করতে , সোমবার সাকালে ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমর ও  সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবে বাসভবনের সামনে ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন এর উদ্যোগে বিনা মুল্যে ১ মিনিটের ঈদ বাজারের আয়োজন করা হয়েছে ।

বিনামূল্যের এই ঈদ বাজার ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর , সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনজুরুল আলম রাজিবের আয়োজনে প্রতিবছরের মতোই এই ঈদ বাজারে দুস্থ অসহায় পরিবারের জন্য ,জুতা থেকে শুরু করে সকল বয়সের পুরুষ,মহিলা ও বাচ্চাদের জন্য ছিল বিনামূল্যে কেনাকাটার সুযোগ।

এক মিনিটের এই ঈদ বাজারে প্রতিটি স্থানে ছিল  অস্থায়ী বিভিন্ন স্টল , যা থেকে নতুন জামা কাপড়,শার্ট, শাড়ি লুঙ্গি,জুতা সহ আলু পিয়াজ চাল তেল সেমাই দুধ মুরগি ।

এসময় ফখরুল আলম সমর বলেন, ঈদ আনন্দ ভাগাভাগি করতে, ওয়াসিল উদ্দিন ফাউন্ডেশন পক্ষ থেকে দুস্থ অসহায় মাঝে খাবার দেবার পাশাপাশি মুখে হাসি তুলে দেওয়ার জন্য বিনামূল্যে এই আয়োজন।

বিনামূলে ঈদের জামা কাপড় ও খাদ্য সামগ্রী পেয়ে আনন্দে আত্মহারা সমাজের নানা বয়সী অসহায় মানুষ।

আজ প্রায় কয়েক হাজার পরিবার মাঝে এই নতুন জামা কাপড় সহ ঈদ সামগ্রী দেওয়া হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নের ,আওয়ামী লীগ, যুবলীগ ,স্বেচ্ছাসেবক লীগ, হকার্স লীগ সহ, স্থানীয় সকল গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

কুখ্যাত মোটরসাইকেল চোর রাজ্জাক চুরি করতে গিয়ে আবারো গ্রেফতার

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের কুখ্যাত মোটরসাইকেল চোর আব্দুর রাজ্জাক (৪৫)মোটরসাইকেল চুরি করতে গিয়ে আবারো জনতার হাতে আটক হয়েছে। এসময় তার সহকর্মী রেজওয়ান (৩০)কেও আটক করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার এবং গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

গত বুধবার ৩ এপ্রিল সন্ধ্যার পর পৌরশহরের এক  ইফতার পার্টিতে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। রাণীশংকৈল এএসপি (সার্কেল) রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। রাজ্জাক পৌর শহরের ভান্ডারা (খুনিয়াদীঘিসংলগ্ন) এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে ও রানীশংকৈল পৌরসভার বহিষ্কৃত কাউন্সিলর। এবং তার সহকর্মী রেজওয়ান একই এলাকার বাসিন্দা।

জানা গেছে, ঘটনার দিন পৌর শহরের কুয়েতি মসজিদের পাশে আজিজুল হক তার বাড়িতে মরজান মাস উপলক্ষে এক ইফতার পার্টির আয়োজন করেন। তার বাড়ির বাইরে তার নিজেরসহ অতিথিদের মোটরসাইকেল রাখা ছিল।এরমধ্যে চোর আব্দুর রাজ্জাক তার দুই সহকর্মীকে নিয়ে ওই স্থান থেকে আজিজুলের মোটরসাইকেলটি তার এক সহকর্মীকে দিয়ে সরিয়ে ফেলার সময় এক মহিলা রাস্তায় দেখে ফেলে।

ওই মহিলা দ্রুত এসে আজিজুলকে খবর দিলে তিনি বাইরে দাঁড়ানো রাজ্জাক ও তার সহকর্মীকে মোটরসাইকেলসহ ধরে ফেলেন। চিৎকারে চারদিক থেকে লোকজন ছুটে এসে চোর রাজ্জাক ও তার সহযোগী রেজওয়ানকে ঘেরাও করে। ক্ষিপ্ত জনতার রোষানল থেকে বাঁচার জন্য রাজ্জাক ও তার সহকর্মী আজিজুলের বাড়িতে ঢুকে যায়। এদিকে উত্তেজিত জনতা রাজ্জাকের ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। এবং রাজ্জাক ও তার সহকর্মীকে ওই বাড়ি থেকে বের করে গণপিটুনি দিবে বলে হাজার হাজার জনতা বিভিন্নভাবে চিৎকার চেঁচামেচি করে।

এতে মূহুর্তেই সেখানকার পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে মোটরসাইকেলের আগুন নেভায়। এরইমধ্যে ঘটনাস্থলে এসপি সার্কেল রেজাউল হক, ইউএনও রকিবুল হাসান, ওসি সোহেল রানা সঙ্গীয় পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের ৩০-৩৫ জনের সদস্য ঘটনাস্থলে এসে হাজির হন। উত্তেজিত হাজারো জনতা তাদের দুজনকে বাড়ি থেকে বের করে গণপিটুনি দিতে চায়। এতে পুলিশ বাঁধা দেয়। প্রায় দুই ঘন্টাব্যাপি পুলিশ ও জনতার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। ক্ষিপ্ত জনতা পুলিশের উপর ইটপাটকেল ছুঁড়াছুড়ি করে। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে জনতাকে সরিয়ে রাজ্জাক ও তার সহকর্মী রেজওয়ানকে রাত দশ টায় ঘটনাস্থল থেকে উদ্ধার করতে সক্ষম হয় এবং  গ্রেফতার করে থানায় নিয়ে যায়।এএসপি সার্কেল রেজাউল হক আরো বলেন, রাজ্জাকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

তাদের দু’জনকে থানা কাস্টডিতে নেওয়া হয়েছে। রাজ্জাকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে মর্মেও তিনি জানান। বিভিন্ন সূত্রে জানা গেছে, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরির সাথে জড়িত ঠাকুরগাঁও,পঞ্চগড়,দিনাজপুর জেলাসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল চুরির তার একটি সঙ্ঘবদ্ধ চোর চক্র রয়েছে। এবং সে এ চক্রের মূল হোতা। তার এই চক্রটি প্রায় প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে এবং ভুক্তভোগীদেরকে তার নিজের রাখা সোর্স মারফত ফোন দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে রাতের আঁধারে মোটরসাইকেল ফেরত দিয়ে দেয়।

এভাবে দীর্ঘদিন ধরে রাজ্জাক এ কার্যক্রমের সাথে জড়িত।  এর আগে অনেকবার মোটরসাইকেল চুরি করতে গিয়ে সে বিভিন্নভাবে ধরা পড়ে এবং কিছুদিন পর জেল থেকে বেরিয়ে আবার একই কাজ করে। এ ব্যপারে অতিষ্ঠ এলাকাবাসী কুখ্যাত রাজ্জাক চোরের সর্বোচ্চ শাস্তি ক্রসফায়ারের দাবি জানান।

সাভারের তেঁতুলঝাড়া-য় বিনামূল্যে চাল বিতরণ ( ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : স্মার্ট হবে স্থানীয় সরকার নিশ্চিত করবে সেবার অধিকার” ২০২৩ – ২০২৪ অর্থবছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় ,শেখ হাসিনার উপহার হিসেবে ,আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সারাদেশে ১০ কেজি করে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরন করা হয় ।

তারি ধারাবাহিকতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে আলতায় ঢাকা জেলা উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেতুলজোড়া ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল আলম সমরের সার্বিক সহযোগিতায় ০৩ এপ্রিল বুধবার , তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই বিনামূল্যে বিজিএফ এর খাদ্যশস্য চাল বিতরণ করা হয় ।

এ সময় ১০ কেজি করে মোট ৪০০ জন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে এই চাল বিতরণ করা হয়।

বিতরণ কালে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়নে সচিব আবুল কালাম আজাদ, কার্য সহকারী রবিউল আউয়াল ট্যাগ অফিসার বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, স্থানীয় ইউনিয়নের আওয়ামী যুবলীগ, ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন উপহার পেয়ে, ‘আনন্দ প্রকাশ করেছেন দূর দূরান্ত থেকে আসা হতদরিদ্র পরিবারগুলো ।

আটা-ময়দা-সুজি দিয়ে ওষুধ তৈরি, রয়েছে মৃত্যুঝুঁকি!

রাজধানীতে বিপুল পরিমাণ ভেজাল ওষুধসহ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটা, ময়দা ও সুজি দিয়ে অ্যান্টিবায়োটিক তৈরি করে বাজারে ছড়িয়ে দেয়ার অভিযোগ রয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে।

যে ওষুধ মানুষের জীবন বাঁচায়, সেগুলোই হয়ে উঠছে মৃত্যুর কারণ। ওষুধের পরিবর্তে আটা, ময়দা ও সুজি দিয়ে তৈরি অ্যান্টিবায়োটিক কোনো কাজেই আসার কথা নয়।

অথচ ওষুধের নামে এসব জিনিসই সারা দেশে ছড়িয়ে দিচ্ছে চক্র। সম্প্রতি এমনই প্রায় ৫ লাখ পিস নকল ওষুধসহ চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করছে ডিবি। চক্রটি প্রায় ৮ থেকে ১০ বছর যাবত ভেজাল অ্যান্টিবায়োটিক ওষুধের কারবার করে আসছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।

ডিএমপির ডিবি প্রধান সোমবার (১ এপ্রিল) সংবাদ সম্মেলনে জানান, ময়দা ও সুজিসহ বিভিন্ন উপাদান দিয়ে চক্রটি নকল অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরি করছিল। আবু বকর নামে একজন এটা তৈরি করে দিয়ে দিতেন শহীদুল নামে আরেকজনের কাছে। শহীদুল ওই ওষুধ বরিশালে গুদামজাত করতেন। এরপর সেখান থেকে সারা দেশে তারা বাজারজাত করতেন। শুধু গোডাউন থেকেই ২ কোটি টাকা উদ্ধার করা হয়েছে।

ভেজাল ওষুধের কারবারে ইউনানি, আয়ুর্বেদিক কোম্পনির সঙ্গে কিছু বিক্রয়কর্মীও জড়িত জানিয়ে হারুন অর রশিদ বলেন,
কিছু বিক্রয়কর্মীও এর সঙ্গে জড়িয়ে পড়ছেন।

এতে ভালো ভালো কোম্পানির নাম ওষুধের গায়ে লিখা থাকছে। তাই আমরা কোম্পানিগুলোকে অবগত করেছি। আর জড়িতদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

এর সঙ্গে কোনো রাঘববোয়াল আছে কিনা খতিয়ে দেখা হবে বলেও জানান গোয়েন্দা পুলিশের এ কর্মকর্তা।

মানুষের হৃদয় জয় করে ভোট পাই, চুরি করতে হয় না: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষের হৃদয় জয় করেই ভোট পায় আওয়ামী লীগ। ভোট চুরি করতে হয় না।

সোমবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর কলাবাগানে নির্বাচনী জনসভায় একথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, যারা অবৈধভাবে ক্ষমতায় আসে, তারাই ভোট চুরি করে। এখন তারা নির্বাচনও বানচাল করতে চায় বলে মন্তব্য করেন তিনি।
দেশের মানুষের কল্যাণে যা যা প্রয়োজন, তার সবটুকুই আওয়ামী লীগ করে জানিয়ে তিনি আরও বলেন, ‘৭৫ এর পর যারা ক্ষমতায় এসেছিল, তারা দেশের মানুষের নয়, ভাগ্য গড়েছিল নিজেদের।

ভোট চুরি করতে পারবে না জেনেই বিএনপি ভোটে আসেনি মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন মানুষের অধিকার, এটা বন্ধ করার সাহস তাদের নেই। এদের বিষয়ে মানুষকে সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে, ওরা দেশটার সর্বনাশ করে ছাড়বে।’

অগ্নিসন্ত্রাস করে ভোটের অধিকার কেড়ে নিতে চাওয়া বিএনপিকে ভোটের মাধ্যমেই এই অগ্নিসন্ত্রাসের জবাব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘ভোটের মাধ্যমে বিএনপি-জামায়াতের সব নৈরাজ্যের জবাব দিতে হবে।’

নৌকায় ভোট চেয়ে শেখ হাসিনা বলেন, ‘ঢাকার ১৫টি আসনে ১৫টি রত্ন দিয়েছি আমি। নৌকায় ভোট দেন, স্মার্ট বাংলাদেশ গড়ে দেবো।’

সাভারে তেলবাহী ট্রাক উল্টে আগুন, নিহত এক,আহত ৯

সাভারের হেমায়েতপুরে তেলবাহী লরি উল্টে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে গেছে।

এ সময় একজন নিহত হয়েছেন। এছাড়া এঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন। এ ঘটনার পর থেকে প্রায় ২ ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর পাঁচটা ৩৫ মিনিটে তেলবাহী একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দিলে আগুন ধরে যায়।

এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় লরির পেছনে আটকে থাকা চারটি ট্রাক ও একটি প্রাইভেটকারে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি অ্যাম্বুলেন্স ও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে চারজনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে দ্রুত শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায়। এ সময় ইকবাল নামের একজন নিহত হন।

তবে তার পূর্ণাঙ্গ ঠিকানা জানা যায়নি। সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এই ঘটনায় হতাহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিলো। এখন যান চলাচল করছে, তবে সড়কটিতে জটলা রয়েছে। পুলিশ কাজ করছে।

যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জের সিংগাইরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদায় মানিকগঞ্জের সিংগাইরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। ভোরে উপজেলা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, সিংগাইর থানা পুলিশ, সিংগাইর পৌরসভাসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ উপজেলার বিভিন্ন সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন।

পুস্পস্তবক অর্পণ শেষে সিংগাইর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে মনোজ্ঞ কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রর্দশন করা হয়। কুচকাওয়াজে থানা পুলিশ, আনসার-ভিডিপিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।

এসময় সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু ,উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু,সিংগাইর সার্কেল (এসপি) আব্দুল্লাহ আল ইমরান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জিয়ারুল ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) আব্দুল কাইয়ুম খান, উপজেলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন, সিংগাইর বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ নুরুদ্দিন,উপজেলা পরিষদের সকল কর্মকর্তা-কর্মচারি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মুক্তিযুদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

সর্বশেষ আপডেট...