চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাসকাট ফেরত এক বিমান যাত্রীর কাছ থেকে পৌনে এক কেজি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। ওই যাত্রীর সঙ্গে থাকা লাগেজ স্ক্যানিংয়ের সময় পান-সুপারি গুঁড়ো করার একটি হামানদিস্তায় স্বর্ণবারগুলো পাওয়া যায়।
উদ্ধারকৃত স্বর্ণবারের ওজন ৬৯৮ গ্রাম। এগুলোর বাজারমূল্য ৩০ লাখ টাকা। এ ঘটনায় জাহিদুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করেছেন কাস্টমস কর্মকর্তারা।
চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার নাসির উদ্দিন মাহমুদ খান জানান, মাসকাট ফেরত যাত্রী জাহিদুল ইসলামের লাগেজ স্ক্যানিংয়ের সময় পান-সুপারি গুঁড়ো করার একটি হামানদিস্তা পাওয়া যায়। পরে সেটি বের করে তল্লাশি করে স্বর্ণবারগুলো উদ্ধার করা হয়। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে জাহিদুল ইসলাম অবৈধভাবে স্বর্ণ আনার কথা স্বীকার করেছে।