“আওয়ামী লীগ সরকার পীর-মাশায়েখ বান্ধব সরকার” মমতাজ (ভিডিও)
স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ-২ আসনের সাংসদ ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, আওয়ামী লীগ সরকার পীর-মাশায়েখ বান্ধব সরকার।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে আহলে বায়াত সুন্নাত ওয়াল জামাত তাদের ধর্মীয় কার্যক্রম শান্তিতে পালন করতে পারছে। শুক্রবার(৭ জুলাই) বিকেলে সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম গ্রামের বাউল কমপ্লেক্সে উপজেলা আহলে বায়াত সুন্নাত ওয়াল জামাত ঐক্যফ্রন্টের আয়োজনে এক মওলার অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি-জামায়াত যখন ক্ষমতায় ছিলেন পীর মাশায়েখদের মাথার চুল জোর করে কেটে দিতেন। মাজারে মাজারে বোমা নিক্ষেপ করা হতো। তাই শান্তিতে ধর্ম পালন করতে হলে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা আনতে হবে।
সিংগাইর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আহবায়ক মেয়র আবু নাঈম মোঃ বাশারের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আহলে ওয়াল জামাতের মহাসচিব মাওলানা মাসুদুর রহমান আল কাদরী, ড. এএম ইলিয়াস আল মোস্তফা, সৈয়দ মোসলিম উদ্দিন, সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান, বাউল শিল্পী কাজল দেওয়ান, আবুল সরকার, আব্দুল লতিফ সরকার ।