কালিয়াকৈর উপজেলা শ্রমিক লীগের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা শ্রমিক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে চন্দ্রা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উপজেলা শ্রমিক লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
এই সময় সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি খন্দকার মফিজুর রহমান লিটন, অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান নিকু।
এইসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তুষার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়,আওয়ামীলীগ নেতা আয়ুব মন্ডল , উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক এমদাত হোসেন, পৌর শ্রমিকলীগের সভাপতি হারেজ উজ্জামান খান, সাধারণ সম্পাদক সেলিম রানা,পৌর শ্রমিক লীগের সহ সভাপতি জসিম উদ্দিনসহ ৯ টি ইউনিয়ন ও পৌর ৯ টি ওয়ার্ড শ্রমিকলীগ লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা।