কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাসুরা বিলে অভিযান চালিয়ে কারেন জাল ও চায়না জাল জব্দ করেছেন উপজেলা মৎসা কর্মকর্তা।
বৃহস্পতিবার দুপুরে (১১ আগষ্ট) ঢালজোড়া ইউনিয়নে বাসুরা বিলে অভিযান চালিয়ে ৭২টি চায়না জাল ২ হাজার মিটার অবৈধ চায়না জাল ও কারেন্ট জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়।অবৈধ এ জালের আনুমানিক মূল্য প্রায় চার লাখ টাকা।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা সলিমুল্লাহ, উপজেলা ক্ষেত্র সম্পসারণ কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহম্মদ,অফিস সহকারী জুয়েল রানা, কালিয়াকৈর থানার (উপ পরিদর্শক ) আনোয়ার হোসেন সহ প্রশাসন ও মৎস্য অফিসের বিভিন্ন কর্মকর্তারা।
উপজেলা মৎস্য কর্মকর্তা সলিমুল্লাহ জানান, সকাল থেকে দুপুরে পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধ জাল জব্দ করা হয়। এবং সেই জাল আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।