জাবিতে তীব্র বাস সংকটে শিক্ষক-কর্মচারীদের কমিউনিটি বাস আটকিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ ।

Loading

সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি ঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) তীব্র বাস সংকটে শিক্ষক-কর্মচারীদের কমিউনিটি বাস আটকিয়ে প্রতিবাদ করে শিক্ষার্থীরা।

আজ শুক্রবার (২৬ জুলাই) বিকাল ৪ টায় একটি ঢাকাগামী ডাবল ডেকার বাস ট্রান্সপোর্ট থেকে ছাড়ে কিন্তু বাসে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত সিট ছিল না এমনকি শিক্ষার্থীরা দাঁড়িয়ে যাবারও পর্যাপ্ত জায়গা ছিলনা।
এমন পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী জুবায়ের স্মরনীর সামনে বাস থামিয়ে সড়কে অবস্থান করে।
বিকাল ৪ টায় শিক্ষক–কর্মচারীদের একটি কমিউনিটি বাস ঢাকার উদ্দেশ্যে জুবায়ের স্মরনীর সড়ক‌ দিয়ে যাওয়ার সময় শিক্ষার্থীরা কর্মচারীদের বাস আটকিয়ে দেয়।
উল্লেখ্য যে, প্রায় ৫০-৬০ জন শিক্ষার্থী কর্মচারীদের বাস আধ ঘন্টা ধরে আটকিয়ে রাখে।
পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ইতিহাস বিভাগের ৪২ তম আবর্তনের শিক্ষার্থী অভি তালুকদার ( মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, জাবি শাখার আহ্বায়ক) পরিবহনের দায়িত্বে থাকা ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক লুৎফর রহমান লিটুর সাথে ফোনে যোগাযোগ করলে শিক্ষার্থীদের জন্য একটি কমিউনিটি বাস দেওয়া হয়। ফলে শিক্ষার্থীরা কর্মচারীদের বাস ছেড়ে দেয়।
সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে অভি তালুকদার সাংবাদিকদের বলেন, ‘ আমাদের প্রতিনিয়ত বাসে দাঁড়িয়ে যাতায়াত করতে হয়, এমনকি অনেক শিক্ষার্থী বাসে দাঁড়ানোর জায়গা না পেয়ে লোকাল বাসে যাতায়াত করে, তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করে।‘
তিনি আরও বলেন, ‘ যদি শীঘ্রই আমাদের জন্য বাসের ব্যবস্থা না করা হয়, প্রয়োজনে আমরা আন্দোলনে যাবো।‘
সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মানোয়ার হোসেন হিমেল (৪৬) সাংবাদিকদের বলেন, ‘ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক- কর্মচারীদের জন্য পর্যাপ্ত বাস থাকলেও শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বাস নেই, তাই প্রশাসন যেন শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করে।‘
পরিবহনের দায়িত্বে থাকা ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক লুৎফর রহমান লিটু সাংবাদিকদের বলেন, ’ শিক্ষার্থীদের জন্য নতুন একটি বাস কেনা হয়েছে, আরও দুটি বাস খুব শীঘ্রই কেনা হবে।‘