জাবির প্রশাসনের দুর্ণীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ।

Loading

সাঈদ বিন ইসলাম জাবি প্রতিনিধি ঃ অস্বচ্ছ ও অপরিকল্পিত উন্নয়ন পরিকল্পনা এবং দুর্ণীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

আজ রবিবার দুপুর ১টায় সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহীদ মিনার চত্বর, নতুন কলা ভবন, পুরাতন রেজিস্টার ভবন ঘুরে মুরাদ চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল ও সমাবেশে অংশ নেয় প্রায় শতাধিক শিক্ষক, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা কর্মী এবং সাধারন শিক্ষার্থীরা।

সংক্ষিপ্ত সমাবেশে দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক রায়হান রাইন বলেন, “প্রশাসন উন্নয়নকে বাণিজ্যে রূপান্তর করেছে শুধু তাই নয় প্রশাসন লুটপাট করে উন্নয়নকে বাধাগ্রস্ত করছে”
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক সাঈদ ফেরদৌস তার বক্তব্যে বলেন , “শিক্ষকদের কাজ চুরি করা নয়। প্রশাসন সকল অংশীদারদের মতামত এবং অনুরোধ উপেক্ষা করে গায়ের জোড়ে কাজ চালিয়ে যাচ্ছে। প্রশাসনের উচিত তাদের বিরুদ্ধে দুর্ণীতির যে অভিযোগ তা মিথ্যা প্রমানিত করা।”

ছাত্র ফ্রন্ট (মার্ক্সবাদী) এর সাধারন সম্পাদক সুদীপ্ত দে অভিযোগ করে বলেন, অগণতান্ত্রিক প্রশাসনকে গণতান্ত্রিক মুখোশ পরানোর চেষ্টা, উপাচার্য কতৃক ছাত্রলীগকে দুই কোটি টাকা ভাগ ভাটোয়ারা করে দেয়ার যে অভিযোগ উঠেছে তার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন । এছাড়াও সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র ফ্রন্ট এর সাধারন সম্পাদক মোহাম্মদ দিদার, সাংস্কৃতিক জোট সভাপতি আশিকুর রহমান, ছাত্র অধিকার সংরক্ষন পরিষদের সমন্বয়ক্ আবু সাইদ এবং অধ্যাপিকা শামীমা সুলতানা।