জামালপুরে বেড়াতে গিয়ে নৌকা ডুবে পাঁচ বোনের মৃত্যু।

বিশেষ প্রতিবেদক আব্দুল আওয়াল ঃ জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় বন্যার পানি দেখতে গিয়ে নৌকা ডুবে পাঁচ বোনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে দুইজন সহোদর বোন আর বাকিরা খালাতো বোন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার আউনা ইউনিয়নের কালিকাপুর গ্রামের নিকলী বিলে এ ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- সরিষাবাড়ি উপজেলার কালিকাপুর গ্রামের কবিরুল ইসলামের মেয়ে সুবর্ণা আক্তার (১৫) ও তার ছোট বোন ঝুমা আক্তার (৮), পঞ্চাশী গ্রামের রিপন শিকদারের মেয়ে রোদসী আক্তার (১১), পাইশক্কা গ্রামের জবানুর হোসেনের মেয়ে জান্নাতুল জয়া (১০) এবং কালিকাপুর গ্রামের গোলাম মোস্তফার মেয়ে অন্তরা (১২)। এদের মধ্যে সুবর্ণা ও ঝুমা আপন বোন। বাকিরা সুবর্ণা ও ঝুমার খালাতো বোন।
সরিষাবাড়ি থানার ওসি মাজেদুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে নৌকায় করে নিখাই বিলে বেড়াতে বের হন একই পরিবারের নয় ভাইবোন। এক পর্যায়ে নৌকাটি উল্টে গেলে স্থানীয় লোকজন চারজনকে উদ্ধার করতে পারলেও পাঁচ বোন ডুবে যায়। পরে দুপুর ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।