ঝালকাঠির দশটি রুটে বাস চলাচল বন্ধ, অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা
সৈয়দ রুবেল ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ পিরিজপুর বাস শ্রমিকদের সঙ্গেঝালকাঠির দশটি রুটে বাস চলাচল বন্ধ, অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা বরিশাল রুপাতলি বাস শ্রমিকদের মারপিট ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
এজন্য ঝালকাঠির দশটি রুটি অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রয়েছে।
১৪/০২/২০২১ইং তারিখ রবিবার সকাল থেকে এই অনিদৃষ্ট কালের জন্য বাস ধর্মঘট শুরু হয়।
ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিকরা জানায় শনিবার সকালে পিরিজপুর ও ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানামা কে কেন্দ্র করে দু’দফায় বিআরটিসি বাসের এজেন্ট ও শ্রমিকরা বরিশাল রুপাতলি বাস শ্রমিকদের সাথে কথা কাটাকাটি হয়। পরে বিআরটিসি বাসের এজেন্ট ও শ্রমিকরা বরিশাল রুপাতলি বাস শ্রমিকদের উপর হামলা চালায়। এ সময় পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ হামলার ঘটনার প্রতিবাদে ও বিচারের দাবীতে অনিদৃষ্টকালের জন্য বরিশাল ঝালকাঠি ও পিরোজপুর এর বাস ও মিনিবাস শ্রমিকরা এক হয় এ ধর্মঘটের ডাক দেন।
অনিদৃষ্টকালের এই ধর্মঘটের ফলে বরিশাল পিরোজপুর, ঝালকাঠি, বরিশা -কাউখালী, বরিশাল- মঠবাড়িয়া, বরিশাল- আমুয়া, বরিশাল- পাথরঘাটা, সহ দশটি রুটে বাস চলাচল বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়েছেন এসকল দূরপাল্লার যাত্রীরা গুনতে হচ্ছে অতিরিক্ত ভাড়া।