ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রতিদিনই ৮/১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হচ্ছে।

Loading

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি থেকে গৌরিপুর পর্যন্ত ৮/১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সকাল থেকে এ যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সারি দীর্ঘ হয়। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

হাইওয়ে পুলিশ জানায়, মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতুর সংযোগ সড়কের কাজ চলছে। এ কারণে যানবাহনের ধীরগতির জন্য এ যানজট সৃষ্টি হয়েছে। যানচলাচল স্বাভাবিক করতে কাজ করছে হাইওয়ে পুলিশ।