ধামরাই থানার ওসি (অপারেশন) মাসুদুর রহমান যুবকদের মাঝে ফুটবল উপহার ।

Loading

মোঃ সম্রাট আলাউদ্দিন, (ধামরাই প্রতিনিধি)  করোনা ভাইরাসের সংক্রমণের কারণে দেশের যুবকদের প্রায় সব ধরনের খেলা ধুলা বন্ধ। আর এতে করে যুবকদের মাঝে গড়ে উঠতে পারে নানা ধরনের বাজে চিন্তা ভাবনা।

যুবকরা যেন এই ধরনের বাজে চিন্তা ভাবনা না করে খেলা ধুলার সাথে সময় কাটিয়ে নিজেদের শরিরের ও মনের এনার্জি বাড়াতে পারে সেই জন্য ধামরাই থানার ওসি (অপারেশন) মাসুদুর রহমান  বিভিন্ন জায়গায় যুবকদের মাঝে ফুটবল উপহার দেন ।

এসময় ওসি অপারেশন মাসুদুর রহমান যুবকদের বলেন

বাংলাদেশের ফুটবল আবারও স্বর্ণযুগে ফিরবে। তার সঙ্গে বাড়াতে হবে স্কুল-কলেজে ফুটবল টুর্নামেন্ট। মাদক-অপরাধ থেকে কিশোর-তরুণদের বাঁচাতে পারে খেলাধুলাই। বিভিন্ন জায়গায় অলস সময় না কাটিয়ে খেলা ধুলার মাধ্যমে নিজেদের শরীর ও মনকে সতেজ রাখা। তিনি বলেন একটি ভালো সমাজ গড়তে খেলা ধুলার কোন বিকল্প নেই তাই আমি নিজ উদ্যোগে যুবকদের খেলা ধুলা করার জন্য উৎসাহ দিচ্ছি যাতে করে যুবকরা অসামাজিক কার্যকলাপ ও কর্মকাণ্ড থেকে বিরত থাকে।