প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে দেশ : শিক্ষামন্ত্রী
সৌমেন মন্ডল, ব্যুরো প্রধান রাজশাহীঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দ্রæতগতিতে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুুর স্বপ্ন্রে সোনার বাংলাদেশ গড়ে তুলতে সোনার মানুষ প্রয়োজন। সে লক্ষ্যে কাজ করছে সরকার। মন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের কারণে আগামী দিনের শ্রম বাজার দখল করবে আটিফিসিয়াল ইন্টেলিজেন্স ও রোবট। চতুর্থ শিল্প বিল্পবের এ চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার দক্ষ মাবন সম্পদের উপর গরুত্ব দিচ্ছে। পরিবর্তিত বিশে^ আমাদের নতুন নতুন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ জিডিপির ৬ শতাংশে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে।
শিক্ষামন্ত্রী আজ রাজশাহী কলেজ মাঠে আয়োজিত কলেজের এইচএসসি অ্যালামনাই ও পূণর্মিলনী -২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতিহারে ঘোষনা অনুযায়ী শিক্ষার মানোন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়েছে। দেশের ১৩টি শতবর্ষী সরকারি কলেজ হবে সেন্টার অব এক্সিলেন্স। প্রতিটি স্কুল কলেজ ও বিশ^বিদ্যালয়ে কম্পিটার ল্যাব স্থাপন করা হয়েছে, শিক্ষা পদ্ধতি ও মূূল্যায়ন পদ্ধতির পরিবর্তন ও শিক্ষার্থীদেরকে সফটওয়ার স্কীল শেখানোর ওপর জোর দেয়া হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে, অন্যের সাথে সহযোগিতা ও সহমর্মিতার মনোভাব গড়ে তুলতে হবে ।
তিনি বলেন, গবেষণা অত্যন্ত গুরুত্বপুর্ণ। প্রতিটি ক্ষেত্রেই গবেষণা কার্য জোরদার করতে আরো মনোযোগী হতে হবে। এ সরকার গণমুখী, জনমুখী ও শিক্ষা বান্ধব সরকার উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, দেশের এ উন্নয়নকে বাধাগ্রস্ত করতে কিছু অপশক্তি কাজ করে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, যেন আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে না পারে।
রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো, হবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল কুদ্দস, আয়েন উদ্দিন, সংসদ সদস্য ও অ্যালামনাই এর ঢাকা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দীন, নারী সংরক্ষণ মহিলা আসনের সংসদ সদস্য আবিদা আঞ্জুম মিতা, আখতার জাহান, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম ঠান্ডুসহ সাবেক নির্বাচন কমিশন, বিচারপতি. ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ সরকারি উধ্বর্তন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।